#হবে_কি_আমার💞
#writer_Ruhi_mondal
#পর্ব_12
বাড়ি ফিরেছে প্রায় অনেকক্ষণ হলো, ঘড়িতে এখন আটটা,,, অনু বই নিয়ে বসে আছে,, অরিন্দমের মনটা এখনো ভীষণ ভার হয়ে আছে,, সে কিচেনে গিয়ে অনুর জন্য নুডুলস বানাচ্ছে,, তার খালি উটকো চিন্তা মাথায় আসছে,, নুডুলস বানিয়ে বাটিটা হাতে করে নিয়ে রুমে গিয়ে দেখে অনু হাতে চকলেট নিয়ে মুচকি মুচকি হাসছে, অরিন্দম কিছুটা অবাক হল, কারণ ওতো এখনো অনুকে চকলেট দেয়নি তাহলে কোথায় পেল?কে দিল?এই ভেবে অনুর কাছে গিয়ে দাঁড়িয়ে ডেস্কের ওপর নুডুলসের বাটিটা রেখে অনুর দিকে ঘুরে দাঁড়িয়ে অনুকে জিজ্ঞাসা করল,,
___________”বউ তুমি এই চকলেট কোথায় পেলে?”
____অনু যেন একটু আগের সমস্ত কথায় ভুলে গেছে সে হেসে অরিন্দম কে বলল,
_______, এটা তুমি দাওনি এটা আমার ব্যাগে ছিলো!
অরিন্দম আবার জিজ্ঞাসা করে,,,
________”আমি দিইনি তুমি কোথায় পেলে?”
_________এটা আমাকে অনুরাগ দিয়েছে আজ! কথাটা শুনে অরিন্দমের যেন আবার মাথায় আগুন জ্বলে উঠলো,,,অনু আবার বলল,,,
________বরবাবু তুমি দেখো আমাদের দুজনের মধ্যে কত মিল, আমার নাম অনু আর ওর অনুরাগ, আমার নামটা নিয়ে ওর নাম পূর্ণ হয়েছে বলো? আমার নাম ছাড়া ওর নাম অপূর্ন অর্থহীন,,, ও না খুব ভালো!ওকে আমার খুব,,,অনু আর কিছু বলার আগে অরিন্দম চিৎকার করে বলে,,,,
__________অনু তুমি কোন সাহসে ওর কাছ থেকে চকলেট নিয়েছো?আর সেটা আবার এত খুশি হয়ে আমাকে শোনাচ্ছো?
অনু যেন অরিন্দমের চিৎকারে কেঁপে উঠলো সে ভীত দৃষ্টিতে অরিন্দমের দিকে তাকিয়ে আছে,এই প্রথম অরিন্দম এতো জোরে ওর সাথে কথা বলল,, অরিন্দম এগিয়ে গিয়ে হাত থেকে চকলেট দুটো নিয়ে ব্যালকনিতে থেকে নিচে ফেলে দেয়, অনু তা দেখে রেগে গিয়ে তাড়াতাড়ি করে খাট থেকে নেমে অরিন্দমের পিছনে গিয়ে বলল,,,
______ আলুর দম তুমি চকলেট গুলো ফেলে দিলে কেন? ওতো আমাকে ভালোবেসে,,,,
_________________অনু আর কিছু বলার আগেই অরিন্দম চোখমুখ অসম্ভবরকম লাল হয়ে উঠেছে সে অনুর দিকে ঘুরে দাঁড়িয়ে আছে,চড় মারার জন্য হাত তুলে ও থেমে গেল,,,, অরিন্দম কে হাত উঠিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অনু ভয় পেয়ে কাঁদতে কাঁদতে বলল,,
_________”তুমি আমাকে মারবে আলুরদম? তুমি ও মামীর মত হয়ে যাচ্ছ,,আমাকে মারবে,, আমি কি করেছি তুমি মারবে?
তারপর আবার বলল,,
______অনুরাগ তো আমাকে,,,অরিন্দম যেন নিজের মধ্যে নেই রাগের মাথায় ওর সমস্ত কিছু ভেঙে দিতে ইচ্ছা করছে, সে খাটের ওপর থেকে টেডি দুটো নিয়ে ফ্লোরে ছুড়ে মেরে বলল,,
_________তুমি যদি আর একবার জাস্ট একবার ওর নাম ও উচ্চারণ করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না ,,, বলে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল।।
অনু দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে চলেছে , সে যেনো অরিন্দম এর রাগ হওয়ার কারণ বুঝতে পারছে না,, কিছুক্ষণ কান্না করার পর গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে টেডি দুটো নিয়ে খাটের উপর উঠে বসে,
____________________
অরিন্দম এদিকে ছাদে এসে মাথা চেপে ধরে দাঁড়িয়ে আছে, তার যেনো সমস্ত কিছু বিষন্নতায় ছেয়ে গেছে, তার বুকের ভেতর উথালপাথাল শুরু হয়ে গেছে, অজস্র ভয় তাকে গ্রাস করছে, বারবার খালি অনুকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছে, অরিন্দমের খালি অনুর বলা কথাটা মনে পরছে যে, অনুরাগ খুব ভালো!!!!!
_________আচ্ছা আজ ও ভালো বলেছে? কাল যদি অন্য কিছু বলে? যদি ও বলে অনুরাগ খুব ভালো আমি ওর কাছে থাকবো, তখন কি করবে ও ?কি করে বাঁচবে? ওর পুরো পৃথিবীর অনু ও অনুকে কোনো মূল্যে নিজের কাছ থেকে দূরে যেতে দেবে না,,, অরিন্দম মাথা চেপে ছাদের মাঝখানে বসে পড়ে, না পাচ্ছে অনুকে বাড়িতে আটকে রাখতে না পারছে বাইরে যেতে দিতে, এক অদ্ভুত যাঁতাকলে পরে গেছে ও,,,
অরিন্দম আবার নিজের মনকে বোঝায়,
__________ না এমন কিছু করতে পারে না অনু,, অনু অনেক ভালোবাসে ওকে,ওকে ছেড়ে কোথাও যাবে না কোথাও যেতে দেব না অনু,,,, এইসব ভেবে আমার পাগলের মত রুমে দিকে দৌড়ে আসে,,,
_________________
অনু এইদিকে টেডি গুলো কে নিয়ে ভালো করে খাটের কোণে বসিয়ে তাদের সাথে কথা বলছে, অনু টেডি দুটো গালে হাত দিয়ে বলছে,,,
_______ তোমাদের খুব লেগেছে বলো? তোমরা কেঁদো না দেখো,আর আমার বরবাবুর উপর রাগ ও করবে না আমার বরবাবু খুব ভালো শুধু আজকে একটু রেগে গেছিল বলে তোমাদের মেরেছে নইলে আমার বরবাবু আমাকে খুব ভালোবাসে, আমি ও আমার বরবাবুকে খুব ভালোবাসি, তোমাদের কেও খুব ভালোবাসি, আচ্ছা তোমাদের মেরেছে বলে আমি আজকে তোমাদের জড়িয়ে ধরে ঘুমাবো হ্যাঁ,,
অরিন্দম এতক্ষণ ধরে অনুর কথাগুলো শুনছিল,, ওর এতক্ষণে রাগ অভিমান সব যেন কমে এলো, সে নিতান্তই অনুর সাথে এই বিষয় নিয়ে ছেলেমানুষী করছে,, অনুর মনে কখনো ওকে ছেড়ে যাওয়া ধারণা হতেই পারে না, অনুর এই বাচ্চামি দেখে, অরিন্দম ধীর পায়ে এগিয়ে এসে খাটের উপর বসে ঠান্ডা গলায় বলল,,
_______”বউ এই দিকে এসো!”
হঠাৎ অরিন্দমের গলা পেয়ে অনু চমকে উঠলো তারপর পিছন ঘুরে দেখল অরিন্দম কান ধরে ওর দিকে তাকিয়ে আছে,, অরিন্দমের এতক্ষণে চোখ মুখ স্বাভাবিক হয়েছে,,অনু একবার ওর দিকে তাকিয়ে তারপর উল্টো দিকে মুখ করে টেডি জড়িয়ে ধরে বলল,,
_______চলো তোমাদের নিয়ে ঘুমাবো, বলেই শুয়ে পড়তে গেলে অরিন্দম হ্যাঁচকা টানে নিজের সাথে মিশিয়ে নেয় আচমকা এমনটা হওয়ায় অনু ভ্যাবাচাকা খেয়ে যায় তারপরও ফ্যালফ্যাল চোখে অরিন্দম এর দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে অন্য দিকে চোখ সরিয়ে নিল, অরিন্দম ভালো ভাবেই বুঝছে অনুর রাগ হয়েছে সে দুহাত দিয়ে অনুকে ভালোকরে কাছে টেনে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে ডান হাত দিয়ে ওর মুখে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিতে দিতে বলল,,
______আমার বউ আমার উপর রাগ করেছে তাই না? আচ্ছা স্যরি বউ আর তোমাকে কোনদিনও বকবো না।
অনু মুখ ফুলিয়ে বলল,,
_____বরবাবু তুমি তখনও বলেছিলে বকবে না কিন্তু তুমি আমাকে আবার কেন বকলে বলো?
অরিন্দম অনুকে বুক থেকে উঠিয়ে বলল,,
_______বউ তোমাকে আমি বলেছিলাম না যে কারো কাছ থেকে কিছু নেবে না তাহলে তুমি কেন নিয়েছো?
অনু মুখ গোমরা করে বলল,,
_______আমিতো নেব না বলে আমাকে জোর করে দিল ,,,,তাই জন্য আমি নিয়েছি!!!!
তুমি আমাকে আর বকবে না আমি আজকের পর থেকে আর ওর কাছে কিছু নেব না ওর সাথে কথা ও বলব না,,, কিন্তু তুমি এত রাগ করবেনা আমার খুব ভয় লাগে তোমার হলুদ মুখটা লাল হয়ে গেলে,,
অরিন্দম অনুকে জড়িয়ে ধরে বলল,,
______”বউ আমাকে ছেড়ে তুমি কখনো যাবেন তো?”
অনু মুচকি হেসে বলল,,
_____বরবাবু আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাবো না, আমি সব সময় তোমার কাছে থাকব, আমার তোমাকে ছাড়া থাকতে ভালোই লাগে না, আমিতো তোমাকে ভালোবাসি বরবাবু।
অরিন্দম অনুর কপালে একটা চুমু দিয়ে বলল,
_____সবসময় ভালোবাসবে তুমি?
অনু হেসে বলল,,
_______” সব সময় ভালবাসব!”
অরিন্দম অনুকে জড়িয়ে ধরে ওর কানে একটা চুমু দিয়ে বলল,,
______”ভালোবাসি বউ তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসি!”
অনু যেনো হালকা কেঁপে উঠল, ইদানিং ও অরিন্দম এর কাছে আসলেই অদ্ভুদ অনুভুতি হয় আর সেটা ওর বড্ড অজানা বড্ড, কেমন লজ্জা লজ্জা আভা মুখে ফুটে ওঠে ওর!
হঠাৎ করেই অরিন্দমের ডেস্ক এর উপরে রাখা নিউজ পেপার এর দিকে চোখ গেল, আর তা দেখেই তার মুখটা আবার মলিন হয়ে এলো, যত রাজ্যের চিন্তা তার মাথায় ভর করল, কারণ নিউজ পেপার টায় বড় বড় করে লেখা,
_________ রাগে অনুরাগে,,, এটা দেখেই ও নিজের মনে মনে ভাবতে লাগলো,,, অনু যুক্ত রাগ,,,অনুরাগ,, অনুর বলা সেই কথাটা মনে পড়ে গেল,,
_______অনুরাগ আমার নাম নিয়েই নিজের নাম পূর্ণ করেছে,, আমাকে নিয়ে ও পূর্ন।। আমি ছাড়া ও অপূর্ণ অর্থহীন।।
অরিন্দম অস্পষ্ট ভাবে বিরবির করল…. “তাহলে আমি?”
#চলবে
#হবে_কি_আমার💞
#writer_Ruhi_mondal
#পর্ব__13
আজ রবিবার, অনুর আজ ক্লাস নেই, একাই বাগানে গোলাপ গাছের ফুল দাড়িয়ে দাড়িয়ে দেখছে,, অরিন্দম একটু আগেই ওর কোচিং সেন্টারে গেছে কিছু ইম্পরট্যান্ট পেপার সাবমিট করার জন্য, কিছুদিন পরে ওর মাধ্যমিক পরীক্ষার,, ও দশম শ্রেণীতে পড়ে , কিন্তু তার মন-মানসিকতা এখনো চেঞ্জ হয়নি, অনেক বাচ্চাদের মধ্যে এমন দেখা যায়, বয়স বাড়লেও তাদের আশেপাশের পরিবেশ এমন থাকে যে তারা ছোট বাচ্চাই থেকে যায়, অনু ও ঠিক এমন হচ্ছে আগে যখন মামীর বাড়ি থাকতো তখন ও চার দেওয়ালের মধ্যে, এখানেও চার দেওয়ালের মধ্যে, আর কোচিংয়ে গেলেও সবাই ওর বাচ্চামো দুষ্টুমি গুলোকেই বেশি ভালোবাসে, তারাও যেন ওকে কিউট বাচ্চাদের মতো ট্রিট করে, আর অরিন্দম এই বাচ্চাটাকেই বেশি পছন্দ করে, অবশ্য অনেক মানুষই বাচ্চা বেশি পছন্দ করে,অনু পড়াশোনা করলেও সমাজের ধ্যান ধারণা হচ্ছে না, কিন্তু ইদানিং অরিন্দম ওর আশেপাশে এলে এক অদ্ভুত অনুভূতি হয় ওর!!!
সেই দিনের পর থেকে ও আর অনুরাগের সাথে কথা বলেনি, অনুরাগ বলতে আসলে ও অন্য দিকে চলে যায়, অনু ভয় পেয়ে আছে যদি ওর বরবাবু আবার ওর ওপর রেগে যায় সেই জন্য অনুরাগ সহ আরো কোনো ছেলের সাথে কথা বলে না!!
_________
বাগানে কিছুক্ষণ থেকে নিজের রুমে গিয়ে টিভি চালিয়ে দেখতে থাকে, টিভিতে কিছু ইন্টারেস্টিং দেখে হাসতে থাকে, তারপর পুরোটা না দেখেই টিভিটা বন্ধ করে বাগানের দৌড়ায়,,
____________
ঘড়িতে রাত দশটা,,,
অরিন্দম সন্ধ্যের আগে বাড়ি ফিরে এসেছে কিন্তু বাড়ি ফিরে নিজের রুমে ঢুকতে পারেনি, অনু ভিতর থেকে দরজা লক করে রেখেছে,, আর ও ডাকলে বিরক্ত হয়ে বলে,,,,
______ বরবাবু বললাম না তুমি পাশে রুমে গিয়ে চেঞ্জ করে নাও আমি পরে বাইরে বার হবো অরিন্দম বেশ অবাক হচ্ছে অনুর কথায় অনেক ডাকাডাকি পর ব্যর্থ চেষ্টা না করে পাশে রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে,, নিচে চলে যায় রাতের জন্য রান্না করতে, অনেকটা সময় পর রান্না শেষে আবার উপরে উঠে এসে দরজা নক করতে থাকে আর অনুকে ডাকতে থাকে, এসে থেকে মেয়েটাকে দেখেনি ও সে কি জানে না তাকে না দেখে ও বেশিক্ষণ থাকতে পারে না,,,অনেকটা সময় পর অনু চেঁচিয়ে বললো,,
______ বরবাবু দরজা খোলা আছে ভেতরে এসো, অরিন্দম দরজা ঠেলে ভেতরে ঢুকে,, ভিতরে গিয়ে অবিশ্বাসের দৃষ্টিতে চারিদিকে তাকিয়ে থাকে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, দুহাত চোখে ভালো করে ঘষে আবার চারিদিকে দেখতে থাকে, কারণ পুরো রুমে লাইট অফ করা, চারিদিকে সুগন্ধি ক্যান্ডেলস জ্বলছে, যেগুলো ও কয়েকদিন আগেই কিনে এনেছিল,,, তার মধ্যে গোলাপের পাপড়ি ছড়ানো ,বেডের মধ্যেও গোলাপের পাপড়ি ছড়ানো,,,গোলাপ গুলো যে বাগানে সেটা বুঝতে দেরী হলো না অরিন্দমের,, অরিন্দম রুমের চারিদিকে দেখে ড্রেসিং টেবিলের সামনের তাকিয়ে চোখ বড় বড় করে বুকে হাত দিয়ে থাকে,কারণ অনু ড্রেসিং টেবিলের সামনে একটা লাল শাড়ি পরে ফুল মেকআপে করে এলো চুলে সুন্দর করে সেজে ওর দিকে তাকিয়ে মুচকি হেসে দাঁড়িয়ে আছে, পাতলা নেটের শাড়িটা অনু জোর করে কিনেছিল অরিন্দম কে দিয়ে, শাড়িটা ভালো করে পড়তে পারেনি অবশ্য, শাড়ি ভেদ করে ওর ফর্সা পেটটা জ্বলজ্বল করে উঠছে, অরিন্দম এক দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে থেকে, একটা শুকনো ঢোক গিলে অন্যদিকে তাকিয়ে নেয় তারপর ভীত গলায় বলল,,
______বউ এ’সব কি?
অনু হেলেদুলে কোমর বাঁকিয়ে এগিয়ে এসে অরিন্দমের সামনে দাঁড়ায় অনুকে এমন ভাবে আসতে দেখে অরিন্দম যেন আরো ভয় পেয়ে যাচ্ছে,অনু এসে ওর সামনে দাঁড়াতে অরিন্দম তুতলিয়ে বলল,,
______ ব উ,,, এ স ব ,,,কি,কি,, কর ছো তুমি?
অনু অরিন্দমের ঠোঁটে তর্জনী আঙ্গুল দিয়ে,,
_______ “হুশশশ”করে উঠলো ,,অনুর এমন ফিসফিসানি শব্দ শুনে অরিন্দমের কয়েকটা হার্ট বিট মিস হয়ে গেল, অনু ওর কানের কাছে গিয়ে বলল,
______”বেবি,,,, ইটস সারপ্রাইজ!”
অরিন্দম চমকে গিয়ে ওর দিকে তাকিয়ে থাকলো, সারপ্রাইজের নামে আজ সত্যি সত্যি না ওর গলা কেটে দেয় এই মেয়েটা, অরিন্দম কাঁপা কাঁপা গলায় বলল,,
________ এসব তুমি কোথা থেকে আমার,,অনু আবার ওর কানের কাছে এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল,
_______”ইটস সারপ্রাইজ হাবি,,,, অরিন্দম চোখ বড় বড় করে সামনের দিকে তাকিয়ে আছে, ও বুঝতে পারছে অনু কিছু করবেই ওর সাথে আজ,,অনু ডেস্কের উপর থেকে রিমোট টা নিয়ে মিউজিক সিস্টেমে গান চালিয়ে দিল,
Sanwali saloni adaayein manmohni Tere jaisi beauty kisi ki nahin honi,
অনু ওর সামনে দাঁড়িয়ে দুহাত দুদিকে করে কাকতাড়ুয়ার মত করে কোমর দুলিয়ে একবার নেচে নিয়ে অরিন্দমের মুখ থেকে পেট পর্যন্ত দুই হাত দিয়ে স্লাইড করে অরিন্দম এর কাছে গিয়ে অরিন্দম কে বাম হাতে জড়িয়ে নিয়ে ডান হাত দিয়ে ওর কপাল দেখে ঠোঁট পর্যন্ত স্লাইড করতে করতে পরে লিপসিং দিল,
Coca kola tuuu,, shola shola tu,
অরিন্দম বেচারা চুপ করে দাঁড়িয়ে আছে,চারিদিকে একটা রোমান্টিক পরিবেশ তার ওপর নিজের বউ এত সুন্দরী আবার আজ এত সুন্দর করে সেজে উর্বশী হয়ে দাঁড়িয়ে আছে,,তার তো মাথাটা একটু নষ্ট হবে কিন্তু এই মেয়ের কান্ড দেখে কি করবে সেটাই ভাবছে, অরিন্দম অনুকে কিছু বলতে যাবে তারপরে গান বেজে ওঠে,
peelu Tere neele neele naino ki shabnam peelu Tere gile gile hoto ki shabnam peelu, hai peene ka mausam,,
অরিন্দম যেন গানটা শুনে একটা ঘোরের মধ্যে চলে গেছে, সে এক দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে আছে, অনু গানের সাথে একবার করে ডান্স করে যাচ্ছে,,, অরিন্দম অনুকে হ্যাঁচকা টান দিয়ে নিজের সামনে নিয়ে আসে, অনু ভ্যাবাচেকা খেয়ে অরিন্দমের দিকে হ্যাবলার মতো তাকিয়ে আছে, অরিন্দম ঘোর লাগাও দৃষ্টিতে অনুর লাল ঠোঁটের দিকে তাকিয়ে আছে,তার যে আজ খুব করে অনুর ঠোঁটের স্বাদ নিতে ইচ্ছে করছে,ও জিভ দিয়ে নিজের শুকনো ঠোঁট জোড়া ভিজিয়ে একটা ঢোক গিল,,,, চারিপাশে শীতল হাওয়া বইতে লাগলো,ও যেনো নিজের মধ্যে আর নেই আজ খুব করে অনুকে কাছে পাওয়ার ইচ্ছা হচ্ছে,,সব সীমা ছাড়াতে মন চাইছে,আজ অনুকে নিজের করে নেওয়া তীব্র বাসনা জাগছে ওর মনে,, অরিন্দম অনেক্ষন তাকিয়ে থেকে অনুর ঠোঁটের অনেকটাই পাশে একটা গভীর ভাবে কিস করে কিছুক্ষণ ঠোঁট ডুবিয়ে থাকে,, অনু সঙ্গে সঙ্গে কেঁপে উঠে অরিন্দমের দু কাঁধ খামছে ধরে, অনুকে এমন কাঁপতে দেখে অরিন্দম যেনো আরো ঘোরের মধ্যে চলে যাচ্ছে, পরপর বার কয়েক বার এক জায়গায় কিস করে,,অনু যেনো কি হচ্ছে তার বধগম্য হচ্ছে না সে চুপ করে দাঁড়িয়ে আছে,, অরিন্দম এক হাতে অনুর কোমর চেপে ধরে অনুকে আরো কাছে নিয়ে আসে,,,তারপর নেশালো চোখে অনুকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে, অরিন্দম অনু লাল ঠোঁটের দিকে এগিয়ে আসে তারপর ঠোঁটে ঠোঁট মেশাতে যাবে ঠিক তখনই জোরে গান বেজে ওঠে,
Eaa ladki pagal hai,, pagal hai,, pagal hai,
অরিন্দমের কানে যেনো গানটা জোরে ভেসে আসে, তার সামান্য মুড সুইং হয়ে উঠে,, অনু অরিন্দম কে ঠেলে বিছানায় ফেলে দেয়, অরিন্দম বিছানায় পরে কিছুক্ষন ভ্যাবাচ্যাকা খেয়ে যায় তারপর কিছুক্ষণ কি হলো ভেবে বিছানায় বালিশে মুখ গুঁজে বলে,,,
_____এ লাড়কি সাচ মে পাগাল হে,,,, তারপর আফসোস করে বলল,,
_______মাঝে মাঝে আমাকে উন্মাদ করে দিয়ে আবার সরিয়ে দেয়,,,,,হায় এ কবে বড় হবে?(আরে ‘অরি’ তুই ও বলিস না যে অনু কবে বড়ো হবে,, তাহলে তুই সহ পাঠকগন আমার মত ইনোসেন্ট বাচ্চা মেয়েটাকে অনু কে বড়ো না করার,আর রোমান্স না দেওয়া অপরাধে জেলে দিয়ে দেবে,,,,তবুও বলছি কাল থেকে বড়ো হবে,,#রুহি)
অনু অরিন্দমের পিঠে শুয়ে ওর কানের কাছে গিয়ে ন্যাকামি স্বরে ফিসফিস করে বলে,,,
______”বেবি ইউ আর সো হটটটট, মান কারতা হে কে তুমহে কাচ্চা খাও যাহু,,
অরিন্দম শকড ,
অরিন্দম প্রথমে চমকে গেলেও তারপর ভালো করে বুঝতে পারছে অনু কোথা থেকে শিখেছে,,,, তাই সে একটা হতাশার নিঃশ্বাস ত্যাগ করে কাঁদো কাঁদো গলায় বলল,,,
______বউ তুমি আবার টিভি দেখে এসব শিখেছো , আর সেগুলো আমার সাথে অ্যাক্টিং করছো? কেন করো বলতো?এইসব করে কি পাও? এসব কথা বলে তুমি একদিন আমাকে এই বয়সে হার্ট অ্যাটাক করে দিয়ে তারপর থামবে বলো?
অনু এক গাল হেসে অরিন্দমের কানে একটা কামর দিয়ে কানের কাছে আবার ফিসফিস করে বলল,,,,
_____ বেশ টিভি দেখবো,, রোজ দেখব,,,, একশো বার দেখবো, হাজার বার দেখবো,,, আর দেখে তোমাকে বলবো,,,
______”বেবি ইউ আর সো হটট, মান কারতা হ্য কে তুমহে কাচ্চা খা যাহু।”
অরিন্দম হতাশ হয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে উঠে বলে,,
______ “এ্য আমি খেলবো না!”
অনু অরিন্দমের পিঠের উপর শুয়ে খিলখিল করে হেসে বলে,,
_____ “নো বেবি তোমাকে তো খেলতেই হবে,, বিকজ ইউ আর সোওও হটটট, মান কারতা হ্য কে তুমহে কাচ্চা খা যাহু!” বলে অরিন্দমের শার্টের ওপর থেকে পিঠে জোরে করে কামড় বসিয়ে ধরে থাকে!
অরিন্দম বেচারা হঠাৎ অ্যাটাক এ ব্যাধায় আআআআআ করে চিৎকার করে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে উঠে!!
#চলবে