হীরকচূর্ণ ভালোবাসা পর্ব-১১+১২

0
249

#হীরকচূর্ণ_ভালোবাসা
#পর্ব১১
#রাউফুন

‘মাইজিন ভাইয়া মোচা চিংড়ি জাষ্ট ওয়াও!’

‘ওরেম্মারে মিষ্টি তুই ইংরেজি বলছিস?’

‘সেকি বুবুজান তোমার কি আমাকে খুব গাধা স্টুডেন্ট মনে হয়? ভাইয়ার চমৎকার রান্নার জন্য আমার কাছে যদি এর চেয়েও ভালো কমপ্লিমেন্ট দেওয়ার থাকতো আমি দিতাম। এতো সুস্বাদু খাবার আমি আগে খায়নি!’

‘ হ্যাঁ তাই তো। এতো বছর যখন আমি রান্না করেছি তখন তো চেটেপুটে খেতি। রান্না কি ভালো হতো না?’

‘দেখেছো মিষ্টি তোমার বুবুজান আমাকে হিংসে করছে!’

‘উম মোটেও আমি আপনাকে হিংসে করছি না।’ বললো তুলিকা।

‘মাইজিন ভাইয়া ইউ আর গ্রেট!’

‘মাই প্লেজার ডার্লিং!’

স্বশব্দে হেসে উঠলো তুলিকা আর মিষ্টি।

‘মাইজিন কাল থেকে যেনো আপনাকে রান্না ঘরের আশেপাশেও না দেখি।’

‘কেন দেখলে কি হবে? আপনি জানেন, আমাদের ফ্যাক্টরিতে অর্ধেকই মহিলা কর্মচারী, মহিলা এমপ্লয়িই। তারা ভোরে উঠে সকালের ব্রেকফাস্ট করে স্বামী সন্তানের জন্য রান্না করে, তারপর নিজে ফ্রেশ হয়ে খেয়ে অফিস আসে। তাও ভোর সাতটাই। তারা আবার রাতে ফিরে গিয়ে রাতের রান্না করে স্বামী সন্তানের মুখে খাবার তুলে দেই। তারা তো আমাদের মতো বসদের চেয়েও বেশি কষ্ট করে। তারা যদি বাড়ি গিয়ে কাজ করতে পারে আমরা পুরুষরা কেন পারবো না। যেসব পুরুষরা তাদের সঙ্গীনিদের হাতে হাতে কাজে সাহায্য করতে কার্পণ্য করে তারা আসলে কাপুরষ। সব পুরুষ যেমন কঠোর না আবার সব মহিলাও কিন্তু কোমল না। অনেক সময় মেয়েরাও পুরুষের মতো কঠোরতা বজায় রেখে চলতে পারে। তারাও নিজের মনে এমন ধারণা পোঁষন করতে পারে, ❝নারী তোমার কাঁদতে নেই। কাঁন্না তোমাকে মানায় না! তুমি ভেতর থেকে যতটা কোমল বাইরে তার থেকেও বেশি কঠোরতা বজায় রাখার ক্ষমতা তোমার আছে।❞ অনেক নারী এমন আছে যে নিজের কোমলপ্রাণ কে সবার সম্মুখে না এনে মুখে কঠিন ভাব বজায় রাখে। জীবনের সবচেয়ে বিভীষিকাময় সময়েও সে অবিচল, কঠোর, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার ক্ষমতা না হারিয়ে ঠাই দাঁড়িয়ে থাকে। নারী কোন সময় কোন রুপি হয় সেটা বুঝার জন্য যে মন টা দরকার তা শতাধিক পুরুষের নেই। থাকার কথাও না। এমনো নারী আছে যাকে বুঝার দুঃসাহস কারোরই থাকে না। আর যে পুরুষ নিজের বউকে বুঝতে পারে না সে নিতান্তই অধমের কাতারে পরে৷ আমি সেই অধমের কাতারে পরতে চাই না। আমি আপনাকে সব সময় সাহায্য করবো আপনার কাজে।’

‘আমায় এবার ক্ষ্যামা দিন মাইজিন মশাই। আপনার সঙ্গে কথায় পারবো না আমি। যে কথায় বলবো আপনি তার বিরুদ্ধে লম্বা একটা আর্গুমেন্ট দাঁড় করিয়ে দিবেন।’

আবারও মিষ্টি আর মাইজিন হো হো করে হেসে উঠলো।

‘হয়েছে অনেক হেসেছিস। দাঁতে পোকা পরবে মানুষকে বুঃ (Boo)করে হাসলে।’

‘আমি একটুও বুঃ করছি না বুবুজান।’

খাওয়া দাওয়া শেষ করে মিষ্টি পাশের রুমে পড়তে বসে। আজকে আসার সময় মাইজিন তার বই এনেছে। বই পেয়ে মিষ্টি ভীষণ আনন্দিত!

তুলিকা গুটিগুটি পায়ে মাইজিনের রুমের দিকে আসে৷ দরজায় দাঁড়িয়ে দোনামোনা করে রুমে আসবে কি না। মাইজিন বুঝতে পেরে ল্যাপটপে চোখ রেখে শুধাই,

‘কি হ’য়েছে কি? নিজের স্বামীর রুমে আসতে এতো সংকোচ কিসের মিসেস সুলতানের।’

‘নাহ আসলে ভাবলাম আপনি কাজ করছেন আমি রুমে গেলে যদি ডিস্টার্বড ফীল করেন। আমি বরং এখন যায় আপনি কাজ শেষ করুন।’

‘নাহ! আমার কাছে সব কিছুর আগে আমার বউয়ের প্রায়োরিটি বেশি। সব কাজ বন্ধ। আপনি ভেতরে আসুন। আর কখনোই আমার রুমে আসার আগে অনুমতির অপেক্ষা করবেন না। মনে থাকবে?’

‘আচ্ছা মনে থাকবে।’

তুলিকা ভেতরে এলে মাইজিন তাকে বিছানায় বসতে বলে। তুলিকা এক সাইডে বসে। সে কথা বলতে অস্বস্তি বোধ করছে দেখে মাইজিন বলে,

‘আরে আপনি আবারও আমার সঙ্গে সংকোচ করছেন? আমি কি এতোটাই খারাপ মানুষ যে আমার সঙ্গে একটু নিঃসংকোচে দুটো কথাও বলা যায় না?’

‘না না কি সব বলছেন আপনি। আসলে কাল আশফি, নীতি ভাবি, সাইমুম, নীরব ভাইয়ারা আসতে চাইছিলেন। প্রথমবার এখানে আসবে তাই না করতে পারিনি মাইজিন।’

‘আরে আপনি তো খুব কুড়ো বউ দেখছি।’

‘এহ!’

‘ হ্যাঁ কড়োই তো। আমার বাসায় মেহমান আসবে আর আপনি না করবেন? আপনার সাহস তো কম নয়। যদিও আমার বউটার একটু বেশিই খাটনি হবে তাও ব্যাপার না। আপনার বর আছে তো।’

মাইজিন চোখ টিপে হাসলো তুলিকার দিকে তাকিয়ে।

‘এই না না মাইজিন আপনি ওঁদের সামনে একদম রান্না বান্না করতে যাবেন না। ওঁরা কি ভাববে আমাকে? আমি একটা দ’জ্জা’ল বউ। শুধু স্বামীকে খাটাই!’

‘আপনি সত্যিই দ’জ্জা’ল বউ। কত খাটাচ্ছেন আমাকে জানেন! উফফ! ওঁদের শুধু আসতে দিন আমি সব বলে দিবো!’

‘মাইজিইইইন!’

‘আহ কি মধুর ডাক!’ তুলিকা ক্ষীপ্ত হয়ে বালিশ ছুড়ে মা’রে মাইজিনের দিকে। আর মাইজিন হাসতে হাসতে সেটা ক্যাচ করে।

পরদিন মাইজিন সারাদিন অফিস যায়নি৷ দুপুরে আশফিরা এখানে আসলো৷ এসে তারা তুলিকাকে ভীষণ জ্বালাতন করেছে। যত রকমের লেকপুল করা যায় করে নিচ্ছে। মাইজিন খাবার টেবিলে সাজিয়ে বলে,

‘এই যে ভাবিরা এবার আমার বউকে ছাড়ুন। খাওয়ার সময় হয়ে গেছে। খুব জ্বালাচ্ছেন কিন্তু আমার বউকে।’

‘ওহোহো! বউকে চোখে হারাচ্ছেন ভাইয়া?’

‘এই মাইজিন তুমিও দেখি নীরবের মতো বউ পা’গ’লা হয়েছো। পোঁড়া কপাল আমার। আমার স্বামীই আমাকে চোখে হারায়**!’

‘স্টপ স্টপ ভাবি। আপনি অন্তত পক্ষে আমার কাছে এই গল্প ফাঁদবেন না। সেদিনই বুঝেছি আপনাকে সাইমুম ভাইয়া চোখে হারাই কি না। আমি সারাজীবন মনে রাখবো সেদিনের কথা!’

সবাই সমস্বরে হেসে উঠলো। মিষ্টিকে তুলিকা জোর করে স্কুলে পাঠিয়েছে। তা না হলে সেও হেসে লুটোপুটি খেতো!

‘বাই দ্যা ওয়ে সাইমুম ভাইয়া আর নীরব ভাইয়া আসলেন না কেন?’

‘আর বলবেন না ভাইয়া। তারা তো অফিসে ব্যস্ত।বলেছে রাতে আসবে আমাদের নিতে।’

‘তাহলে আসুন আপনারা খেয়ে নিন।’


খাওয়া দাওয়া শেষ মাইজিন অফিসে একটা জরুরি কাজে গেছে। এদিকে তুলিকা যেনো কাঠ গড়ায় দাঁড়িয়ে থাকা আসামী সেভাবে তাকে ঘিরে রাখা হয়েছে। তুলিকা ফেসে গেছে এরকম ফেইসে বসে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে নীতি আর আশফিকে পরখ করছে।

‘আপনারা কি বলবেন আমাকে এভাবে ঘিরে কেন ধরেছেন যে?’

‘এই তুই মাইজিন ভাইয়াকে দিয়ে খাটাস? তখন বলতে পারিনি। এসেই দেখলাম ভাইয়া রান্না করছে। আবার খাবার টেবিলে সাজাচ্ছে৷ ব্যাপার খানা কি রে?’ ভ্রু কুচকে বলে আশফি।

‘হায় আল্লাহ্ কপাল আমার। আমি আপনাদের মাইজিন ভাইয়াকে কত্তো বারন করেছি তিনি শুনেন নি। আমিও রান্না করেছি কিন্তু উনি বলেছেন উনি মুরগীর রোষ্ট নাকি খুব ভালো বানান। তাই জোর করে রোষ্ট করেছেন।’

‘তাই তো বলি এতো মজা কেন!’ বললো নীতি।

‘এই শোন তুলি জীবনে মাইজিন ভাইয়ার মতো এমন মানুষ খুঁজে পাওয়া ভার! তাকে কষ্ট দিস না কখনোই।’

তুলিকা নিশ্চুপ হয়ে শুনলো শুধু আশফির কথা।

‘আচ্ছা সত্যি করে বলতো তোদের মধ্যে কি কিছুই হয়নি?’

‘ইয়েহহ! কি হবে?’

‘ইয়েহহ কি রে? তোদের ফুল সজ্জা হয়নি?’

‘ ইশ কিসের সজ্জা! আমার জামাই তোদের মতো লুচু নাহ! হাহ্!’

‘মানে স্বামী স্ত্রীর মধ্যে যা হয় তা এখনো হয়নি?’ বললো নীতি।

‘অসম্ভব!’

‘আজকে হবে। আমরা হওয়াবো।’

‘নায়া! বিয়ে করে কি সব লাজ লজ্জা ভুলে গেলি নাকি আশু। কি ভাবনা তোর! আর ভাবি আপনার থেকে এরকম আশা করিনি।’

‘এই রাখ তো তোর আশা! প্রথম থেকে শেষ দিন যা যা হয়েছে সব বল দেখি!’

তুলিকা মুখ গোমরা করে বিয়ের আগের কথা এবং এরপরের সব কথায় আশফি আর নীতিকে বললো। আশফি কিছু একটা ভেবে বললো,

‘শোন আজকে আমরা দুই জা এখানে থাকবো। মাইজিন আর সাইমুমকে আউট, মানে ওঁদের এখান থেকে পাঠিয়ে দেওয়া হবে। আজকে তুই মাইজিন ভাইয়ার দেওয়া শাড়ীটা পরবি।’

‘নোপ! আই কান্ট ডু ইট!’

‘ইয়াহ্ ইউ ক্যান!’

‘নো! নো!’

‘ইয়েস ইয়েস!’আশফির সঙ্গে হাত মিলিয়ে বললো নীতি।

‘যে মানুষটা কে তুই দূরে দূরে রাখছিস তার দিক টা কি কখনোই ভেবেছিস তুলি? তার কি বুকে ব্যথা করে না? সেই মানুষটাও তো চাইতে পারে, তার ভালোবাসার মানুষটা সুখ দুঃখে তার পাশে, তার সঙ্গে থাকুক। এমন মানুষের মধ্যেই তো নারী মন ভালোবাসা খোঁজে! হেলায় হেলায় সব হারাস না তুলি। পরে পস্তাবি।’

তখনও নিশ্চুপ তুলিকা। তার ভেতরে একটু আধটু কষ্টের উদ্রেক হলো আশফির কথায়। সত্যিই তো সে মাইজিনের কথা তো কখনোই ভাবেনি। সে কি জেনে বুঝে মাইজিনকে কষ্ট দিচ্ছে? যে মানুষটা তার কথা এতো ভাবে। তার কষ্ট হবে বলে অফিস করে এসেও তার কাজে সাহায্য করে এই মানুষ টা কি তার কাছে কিছু এক্সপেক্ট রাখতে পারে না?

সবাই জম্পেশ খাওয়া দাওয়া করে রাতে জোর করে সাইমুম আর নীরবকে বাড়ি পাঠিয়ে দিলো আশফিরা। এরপর আশফি আর নীতি তুলিকা কে শাড়ী পরিয়ে সাজিয়ে দিলো দিলো।মাইজিনের ঘরে ঠেলে ঢুকিয়ে দিয়ে ওপাশ থেকে দরজা বন্ধ করে দিলো।তুলিকা দ্বিধাদ্বন্দ্বে দু-চোখ বন্ধ করে বিমুঢ় হয়ে দাঁড়িয়ে রইলো। দু-হাতে শাড়ীর আঁচল চেপে ধরলো শক্ত করে। মাইজিন দু চোখ ভরে দেখছে তুলিকাকে। তুলিকার চোখ তখনও বন্ধ। মনে মনে যত্তো গা’লি আছে সব দিচ্ছে আশফি আর নীতিকে। মাইজিন এক পা এগিয়ে আসতেই তুলিকা ফট করে চোখ খুলে বলে,

‘আমার কোনো দোষ নেই। আশফি আর নীতি ভাবি জোর করে শাড়ী পরিয়েছে আমাকে।’

‘আমি জানি তো। কিন্তু আপনি এতো ভয় পাচ্ছেন কেন? ওঁরা তো জোর করে পরিয়েছে কিন্তু আপনার এখানে কাঁপাকাঁপির কি আছে?’

#চলবে

#হীরকচূর্ণ_ভালোবাসা
#পর্ব১২
#রাউফুন

‘আমি জানি তো। কিন্তু আপনি এতো ভয় পাচ্ছেন কেন? ওঁরা তো জোর করে পরিয়েছে কিন্তু আপনার এখানে কাঁপাকাঁপির কি আছে?’

মাইজিন আরেক কদম এগিয়ে এলো। বলল, ‘ভয় পাচ্ছেন?’

তুলিকার ভীতিকর অবস্থা দেখে মাইজিন আরেকটু এগিয়ে আসে! তুলিকা জুবুথুবু হয়ে এবার পিছিয়ে যায়। দিক ভ্রান্তের মতো এদিক সেদিক দৃষ্টি বিচরণ করে। ভাবছে এখান থেকে যদি পালাতে পারতো তবে হইতো এই অস্বস্তি থেকে বাঁচতো।

‘ভয় পাবেন না! আমি কিছু করবো না।’

‘আপনাকে ভয় পাওয়ার কি আছে? আপনি কি ডা’কা’ত সরদার নাকি!’ মাইজিনের কথার পিঠে সাহস সঞ্চার করে বলে তুলিকা।

‘হ্যাঁ তাই তো? ভয় কেন পাবেন? শুধু একটু কাঁপছিলেন এই আর কি! এটা আর এমন কি। বিদ্রুপ করে হেসে বললো মাইজিন।

তুলিকা মুখ অন্য দিকে ফিরিয়ে রইলো। মাইজিন আবার বললো, ‘ওহ হ্যাঁ আপনাকে খুব সুন্দর লাগছে!’

‘কিহ?’

‘হ্যাঁ। মাইজিন সৌন্দর্যের কদর করতে জানে। কারোর প্রশংসা করতে কার্পণ্য বোধ করে না।’

মাইজিনের প্রশংসায় লজ্জায় মিইয়ে গেলো তুলিকা। মাইজিন খাটের মধ্যখানে তীরন্দাজ করে লাফিয়ে উঠে বসলো৷ ধপাস করে একটা শব্দ হলো। তুলিকা উদ্ভ্রান্তের মতো ছুটে গিয়ে বললো, ‘কি করছেন টা কি? খাটে শব্দ করছেন কেন? ওপাশের রুম থেকে ওঁরা কি ভাববে?’

‘কি ভাববে? আমি তো কিছু করিইনি।’

অস্বাভাবিক ভাবে অস্বস্তি ঘিরে ধরে তুলিকাকে। সে জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ‘ ওঁরা খুব পা’জি আপনি তো জানেন!’

‘আপনিও কিন্তু কম যান না। আপনাকে যতটা সাদাসিধা ভেবেছিলাম আপনি ততটা নয়। মনে কি সব ভেবে বসে থাকেন আল্লাহ্। বেশ চঞ্চলও বোটে আপনি! আপনার প্রে’মে পরার সব গুলো কারণ আপনার মধ্যে আছে।’

‘এহ!’

‘এহ নয় হ্যাঁ। মেইবি আই ফল ইন লাভ উইদ ইউ।’ স্পষ্ট ভাবে বললো মাইজিন। তুলিকা চোখ কোণা করে বলে,

‘মেইবি?’

‘হু। আমার এই টুকু ভালোবাসাও খুব ধারালো! মাইজিন সুলতানের ভালোবাসা যে-সে পাওয়ার যোগ্যতা রাখে না। কিন্তু আপনি সেই যোগ্যতা রাখেন এবং সেটা আছে আপনার মধ্যে। আপনি হইতো আমার জন্যই জন্মেছেন তা না হলে আমি যেমন মেয়ে পছন্দ করি ঠিক তার সব গুলো গুণই কেন আপনার মধ্যে থাকতে হবে?’

‘আল্লাহ্ তায়ালা প্রতিটি মানুষের সঙ্গে তার জুটি গড়েই পৃথিবীতে পাঠিয়েছেন। আপনার সঙ্গে আমার জুটি বেঁধেছেন তাইতো এখন আমি আপনার স্ত্রী!’

‘একটা কথা বলবো?’

‘হুম!’

‘আজকে কিন্তু আপনার আমার কাছেই থাকতে হতো৷ যেমন ধরুন প্রথম বার আপনার বান্ধবী আপনার বাসায় বেড়াতে এসেছে তাকে কি কয়েক ঘন্টার মধ্যেই যেতে দেওয়া যায়? আমি তো জোর করেই রেখে দিতাম। একটা ব্যাপার স্যাপার আছে না অতিথি আপ্যায়নের? ওঁরা যেহেতু থাকতই সেই অনুযায়ী আপনার আমার কাছেই থাকতে হতো আজ।’

‘আ-আপপনার কাছে মানে?’ ঘাবড়ানো গলায় বলে তুলিকা।

‘না মানে আমার বিছানায় থাকতে হতো তাই না? কি লু’চু মন আপনার!’

‘মোটেও না। থাকতে হতো তো কি?’

‘তো তখনও কি আপনার এই সেইম অনুভুতি হতো তুলিকা?’

‘আমার এখন ঠিক কেমন অনুভুতি হচ্ছে আপনি বুঝলেন কি করে?’

‘আপনাকে দেখেই বুঝতে পেরেছি। আপনার অনুভূতি এখন, অস্বস্তি, লজ্জা, ভয়, মানে একাধিক মিশ্রিত অনুভূতি যাকে বলে। ঠিক বললাম তো?’

তুলিকা চুপ রইলো। মাইজিন বললো, ‘আরেক খান কথা বলবো?’

‘আবার কি কথা? আচ্ছা বলুন!’

‘না না কথা না, কথা না। রিকোয়েস্ট আছে। একটা রিকোয়েস্ট করবো?’

‘হুম করুন!’

‘আজকে আমি আপনাকে অনুভবে আদর করতে পারি?’

‘ক-ক-কি বলছেন আপনি?’

‘তেমন কিছু না। এটুকুতেই এতো ভয়? এই নাকি আপনি ভয় পাচ্ছেন না? আমি শুধু আজকে সারারাত আপনাকে দেখতে চাই। আমি আমার এই টুকু ভালোবাসাটা আপনাকে দেখে দেখে উপলব্ধি করতে চাই। কথা দিচ্ছি আমি আপনাকে বা’জে ভাবে দেখবো না। এসব ভাববেনও না কিন্তু! মাইজিন সুলতান কিন্তু তার কথা রাখে। আপনার মুখ ছাড়া আর অন্য কোনো দিকে দৃষ্টি ঘুরাবো না।’

তুলিকা জমে গেলো মাইজিনের ঠান্ডা, শান্ত ভঙ্গিতে বলা কথায়। সে কোনো বাক্য বিনিময় না করে আস্তে আস্তে খাটের এক পাশে শুয়ে পরলো। মাইজিন বাধ সাধলো এতে। বললো,

‘উঁহু উঁহু চলবে না। আমি আপনাকে দেখবো আর আপনিও আমাকে দেখবেন। আমার চোখের দিকে তাকিয়ে থাকবেন ঘুমানোর আগ মুহুর্ত অব্দি।’

তুলিকা এবারও নিশ্চুপ। সে শুধু মাইজিনের দিকে পাশ ফিরে শুয়ে তাকিয়ে রইলো। মাইজিন অপলকভাবে তাকিয়ে রইলো। তুলিকার মুখের ফিচার খুটিয়ে খুটিয়ে দেখলো। তুলিকার ভ্রুর একটু উপরে একটা তিল আছে। তার লাল খয়েরী রঙের ঠোঁট যেনো পেন্সিল দিয়ে আঁকানো। কি নিখুঁতভাবে আল্লাহ্ তায়ালা তাকে বানিয়েছেন। মেজেন্টা কালারের শাড়ীতে যেনো তার সৌন্দর্য আরও বেড়ে গেছে। মাইজিনের চোখে যখন তুলিকার গভীর ভাবে চোখ পরলো তখন আরও জমে গেলো। সে চোখ সরিয়ে নিতেই শুনতে পেলো,

‘মা-শা-আল্লাহ্!’ মাইজি বলেছে। কিছুক্ষন আবার শুনলো,

❝দূর নিলিমায় রয়েছি তোমার পাশে
খুঁজে দেখো আমায় পাবে হৃদয়ের কাছে,
বলবো না কোন গল্প, গাইবো শুধু গান
যে গানে খুঁজে পাবো ভালোবাসার টান ।
নৌকাতে আজ তুমি মাঝি আমি তোমার সাথী
আকাশ ছোঁয়া পালে জলুক চাঁদ সূর্যের বাতি,
দুটি কুরির চোখেতে আজ ভোরের আলো লাগে
নাহয় ফুটুক একটি ফুলই গভীর অনুরাগে!❞

খিলখিল করে হেসে উঠলো তুলিকা।বললো, ‘মশাই, এটা তো বিছানা নৌকা না। না আছে চাঁদ, সুর্য না আছে নদী।’

‘ভারী আন-রোমান্টিক মেয়ে তো তুমি?’

‘আচ্ছা খাটকে নৌকা ভাববো কোন দুঃখে? ভাবলেও নদী কোথায়?’

‘ভাবতে হবে না। ঘুমাও!’

‘আচ্ছা!’

‘এই এই আমি কি আপনাকে তুমি বললাম?’

‘হ্যাঁ!’ মুচকি হেসে বললো তুলিকা।

‘স্যরি হ্যাঁ!’

‘স্যরি হওয়ার কিছু নেই তো। তুমিই বলবেন আজ থেকে!’

‘অনুমতি দিচ্ছেন?’

‘ হ্যাঁ।’

‘না থাক। আমি সেদিনই তুমি বলবো যেদিন পুরোপুরি ভাবে আপনাকে আপন করে পাবো!’

‘আচ্ছা!’

মাইজিনের ঘুম যখন ভাঙলো তখন সে অনুভব করলো তাকে পেঁচিয়ে আছে একটা সরু হাত। সে তুলিকাকে দেখতে দেখতে কখন ঘুমিয়েছে মনে পরছে না। তুলিকার তাকে প্রথম ছোঁয়া! এটা তো স্মৃতির পাতায় রোমন্থন করে রাখাই যায়। সে সুন্দর করে একটা ছবি তুলে নিলো। এরপর আস্তে আস্তে নিজের শরীরটাকে গড়িয়ে দিলো ফ্লোরে। যাতে তার স্পর্শ না লাগে তুলিকার হাতে। আর ঘুম ও না ভাঙে। ঘুম ভেঙে যদি দেখে তাকে ধরে আছে তুলিকা ভীষণ অস্বস্তিতে পরবে। এটা সে কিছুতেই চাই না। এমনিতেই কাল রাত থেকেই অস্বস্তিতে বিমুঢ় হয়ে আছে মেয়েটা। সে সন্তর্পণে উঠে ফ্রেশ হয়ে নিলো। আজ নামাজটাও সময় মতো হলো না। সে উঠে কাজা নামাজই আদায় করে নিলো। এরপর রান্না ঘরে গিয়ে ব্রেকফাস্ট তৈরি করতে শুরু করলো। বাসায় মেহমান এসেছে এভাবে তো বসে থাকা যায় না। সে তুলিকাকেও ডাকতে পারবে না। তুলিকার ঘুমের ব্যাঘাত ঘটবে তো ডাকলে? তার যখন অর্ধেক রান্না শেষ তখন তুলিকার উপস্থিতি টের পেলো। সে আলতো ঘাড় ঘুরিয়ে মিষ্টি করে হেসে বললো,

‘গুড মর্নিং!’

‘আপনি আমার কথা শুনবেন না মাইজিন?’

‘আমি আবার আপনার কোন কথা শুনলাম না?’

‘আপনি আমাকে ডাকেন না কেন? ঠিক আছে আমার ঘুম টা খুব গভীর হয়। ঘুমালে কিছু বলতে পারি না৷ তাই বলে তো এমনটা নয় ডাকলে আমি উঠবো না।’

‘আপনি কি সুন্দর ঘুমাচ্ছিলেন। ডাকতে ইচ্ছে হয়নি।’

‘আপনি কোনো কাজ করবেন না। আজকের পর রান্না ঘরের আশেপাশেও যেনো না দেখি। মানে পাও মাড়াবেন না এদিকে। রান্না ঘর শুধুই আমার দখলে!’

‘আমি আপনার কাজে সাহায্য করলে কি হবে?’ অসহায় মুখ করে বললো মাইজিন।

‘আপনার রান্না খুবই বাজে তাই এরপর থেকে রান্না করবেন না।’

‘বা’জে রান্নায় খেতে হবে আপনাকে।’

‘আপনি এমন ত্যাদড়ামি কেন করেন রান্নার বিষয় টা নিয়ে? আমার কষ্ট হয় আপনাকে কাজ করতে দেখলে।’

‘কষ্ট পাবেন না তুলিকা। আপনি তো আমাকে জোর করে করাচ্ছেন না কাজ। আমি নিজের ইচ্ছেতেই করছি।’

সকালে ব্রেকফাস্ট এরপর মাইজিন সবার থেকে বিদায় নিয়ে অফিসের জন্য বেরিয়ে গেলো। আশফি আর নীতি রাতের ঘটনা আন্দাজ করেছে।তুলিকাকে আপাদমস্তক অবলোকন করেই বুঝতে পেরেছে তারা। বাকিটা তুলিকার পেট থেকেই বের করেছে তারা। তারাও বিদায় নিলো। যাওয়ার আগে আশফি বললো,

‘তুই বুঝতে পারছিস মাইজিন ভাইয়ার ভালোবাসার বিসালতা কিন্তু অনেক। একবার ভাব তার এইটুকু ভালোবাসার প্রখরতা যদি এতো হয় তবে মন প্রাণ উজাড় করে যখন অনেকটা ভালোবাসবে তা কতটা তীব্র, কতটা প্রখর হবে? সইতে পারবি তো তখন মাইজিন সুলতানের ভালোবাসার ধার? এবার থেকে তোদের সম্পর্ক টা নিয়ে ভাববি ভালো ভাবে বুঝলি? কালকের ঘটনাটা না করলেই পারতি!’

‘দেখ আশু, আমি এখনো মাইজিনকে ভালোবেসে উঠতে পারিনি। আমি সম্পুর্ন ভাবে আমাদের সম্পর্ক টা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তাকে এতোটুকুও ঠকাতে চাই না আমি। যেদিন তাকে নিজের সবটা দিয়ে ভালোবাসবো সেদিনই আমি তার কাছে ধরা দেবো। নতুবা নয়৷ এভাবে যদি আমি তাকে ধরা দিই তবে যে তাকে ঠকানো হবে রে। আমি মাইজিনের মতো মানুষকে ঠকাতে চাই না!’

আশফি তুলিকাকে জড়িয়ে ধরলো। মাথায় স্নেহের হাত বুলিয়ে বললো, ‘আচ্ছা তবে তাই হোক। তুই মাইজিন ভাইয়াকে সময় মতো বলিস। আমি এখানে এরপর তখনই আসবো যখন শুনবো মাইজিন ভাইয়া আর তোর সম্পর্কের উন্নতি হয়েছে। তুই মাইজিন ভাইয়াকে ভালোবাসিস যেদিন শুনবো সেদিন আমি আর নীতি ভাবি চলে আসবো তোর আনন্দের সঙ্গী হতে।’

‘তার মানে কি তুই যোগাযোগ রাখবি না আমার সঙ্গে?’

‘আরে পা’গ’লি কাঁদে না। আমি কি তোর সঙ্গে কথা না বলে থেকেছি কখনোই? আমাদের রোজ যোগাযোগ হবে। আমি তোর প্রতিদিনের গল্প শুনবো দিন শেষে!’

আশফি যাওয়ার আগে মিষ্টিকে ডেকে বললো, ‘রাতে কি বলেছি মনে আছে তো?’

‘ হ্যাঁ আশফি বুবুজান মনে আছে। তুমি চিন্তা করো না।’

আশফি আর নীতি চলে গেলো। আর তুলিকা ছলছল চোখে তাকিয়ে রইলো। এখন মনে হচ্ছে ঘরটা কতটা ফাঁকা ফাঁকা লাগছে। ওঁরা আসাতে যেনো পরিপূর্ণ ছিলো। একটা সুন্দর ফ্যামিলি মনে হচ্ছিলো। ওঁদের যতক্ষণ অব্দি দেখা গেলো তুলিকা তাকিয়েই রইলো।

#চলবে