#সেলিব্রেটি_লাভার❤
#part:13
#Writer: #TanjiL_Mim❤
.
.
🍁
অবাক চোখে তাকিয়ে আছি সামনে আমি!!প্রচুর বিউটিফুল একটা জায়গা!!নদীর কিনারায় থেকে একটু দূরে দাঁড়িয়ে আছি আমরা!!পুরো পরিবেশটা পুরো নীরবতায় ঘেরা!! আশেপাশে একদমই কেউ নেই!!তবে এতে একটুও ভয় করছে না আমার কারন আয়ান খুব ভালো একটা ছেলে!!সামনে একটা সাদা পর্দা দিয়ে চারদিকে ঘের করে একটা ঘর বানানো!!তার ভিতর রয়েছে একটা বড় টেবিল!!আর এর চারদিকে রয়েছে চারটে চেয়ার!!টেবিলের উপর রয়েছে বিভিন্ন রকমের একটা কেক আর পুরো জায়গাটার চার দিকে আছে ক্যান্ডেল দিয়ে সাজানো!!সবগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে যার কারনে পুরো অন্ধকারের ভিতরও খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে সব!!আমার তো চোখই স্বরছে না!!এত সুন্দর করে কি করে সাজালেন তারা!!আমার ভাবনার সুতো কেটে আয়ান বললঃ
—–“মিস” তোমার কি এগুলো পছন্দ হয়েছে!!
——পছন্দ হয়েছে মানে খুবই সুন্দর!!কিন্তু এতকিছু কেন করলেন!!
——এমনি ভালো লেগেছে তাই করেছি!!আর রাতের বেলা তো এতটুকু না করলে ভালো লাগতো না!!তাহলে চলুন বসা যাক!!বসে কথা বলা যাক!!!
——-হুম চলুন!!!
তারপর আমি আর আয়ান চললাম সেদিকে!!!হর্ঠাৎই আমি বলে উঠললামঃ
—–আচ্ছা নিতু আর রুহানকে আনবেন না!!!!
——হুম আসবে!!ওরা ওদিকে দাঁড়িয়ে কিছুকক্ষন কথা বলুক আর আমরা এদিকে!!আমি পুরো শকড খেলাম নিতুকে দেখে!!ওর সাথে এর আগেও আমার দেখা হয়েছিল কিন্তু ভাবতেই পারি নি যে ও আপনার বোন হবে!!
—–ওহ…..
—–হুম!!!
—–এখন বসুন!! তারপর বসে পরলাম আমি!!আর আমার সামনে আয়ান!!
-অবাক হয়ে তাকিয়ে আছি তার দিকে অপেক্ষা কি বলবেন উনি!!!
__________________________________________
গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রুহান!!আর ওর ঠিক সামনেই মুখ চেপে দাঁড়িয়ে আছে নিতু!!নিতুর এমন কান্ডে রুহান কি বলবে বুঝতে পারছে না!!
এদিকে নিতু এতটাই এক্সাইটেড যে তার মুখ থেকে কথায় বের হচ্ছে না!!
কিছুক্ষন আগে তারা এখানে এসেছে!!তারা নামতেই আয়ান আর মীম যেতে নিলে রুহান বলেঃ
—–দোস্ত তোরা ওদিকে গিয়ে কথা বল আর আমরা এখানে আছি!!!
রুহানের কথা শুনে মীম আর নিতু অবাক হলেও অবাক হয় নি আয়ান!!তারপর নিতুকে বুঝিয়ে সুঝিয়ে গেল তারা!!কিন্তু এতক্ষণে নিতু একটা টু শব্দও করে নি শুধু মুখ চেপে ধরে দাঁড়িয়ে রইল!!যার কারনে নিতুর মুখ আয়ান দেখলেও দেখে নি রুহান!!!কারন সে একবারও নিতুর দিকে তাকায় নি!!
-এতক্ষণ পর রুহান মেয়েটির দিকে তাকালো এই মুহুর্তে তার কাছে বোকার মতো লাগছে মেয়েটাকে!!কারন মেয়েটি না তার মুখ থেকে হাত সরাচ্ছে আর না কিছু বলছে!!একরাশ নীরবতায় ভর করেছে তাদের!!
কিছুক্ষন পর……
রুহান তার বিরক্ত মাখা মুখ নিয়ে বলে উঠলঃ
—-হেই কিছু বলবে নাকি এভাবেই তাকিয়ে থাকবে “আশ্চর্য”!!!
নিতু রুহানের কথা শুনে পুরো কেঁপে উঠল!!সাথে সাথে মুখ থেকে হাত সরিয়ে কিছু বলবে কি তার আগেই অজ্ঞান পরে যেতে নিলে সাথে সাথে ধরে ফেলে রুহান!!!
–এই হলো কী তোমার……
রুহানের কথা হয়তো নিতুর কান পর্যন্ত পৌঁছায় নি!!আর আগে সে তার চোখ বন্ধ করে ফেলেছে!!অতিরিক্ত খুশি আর এক্সাইটেড হলে যা হয় আরকি!!
এদিকে রুহান নিতুর মুখ দেখে “হা” গেল মুহূর্তেই তার মুখ দেখে বেরিয়ে এল!!
—-“তুমি” হা আল্লা এতক্ষণ তুমি ছিলে!!ওহ নো!!এই মুহূর্তে রুহান কি রিয়েকশন দিবে বুঝতে পারছে না!!!অতিরিক্ত লেভেলের খুশি হয়ে গেছে সে!!মুহুর্তে তার হয়তো মাথা থেকে বেরিয়ে গেছে যে নিতু অজ্ঞান হয়ে গেছে!!রুহান নিতুকে নিজের কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে বললঃ
——ওহ আমি তো বিশ্বাসই করতে পারছি যে তোমার সাথে এখন এইভাবে দেখা হবে!!!এই বলে আরো শক্ত করে জড়িয়ে ধরল রুহান নিতুকে!!!কিছুক্ষন পর….
রুহান কি করবে বুঝতে না পেরে নিজের ফোনটা বের করে কল করল আয়ানকে!!
__________________________________________
—–মিস্টার সেলিব্রেটি আপনি তো কিছু বলছেন না তো একরাশ নীরবতা ভেঙে কথাগুলো বললাম আমি!!!
-আশ্চর্য কি বলবে বুঝতে পারছি না(মনে মনে)
——হুম আপনি বলুন সেদিন আপনি আর আপনার পাতানো জামাই মুনমুনের বিয়েতে কি করতে গিয়েছিলেন!!(চট করে ঘাবড়ে গিয়ে)
আয়ানের কথা শুনে ঘাবড়ে গেলাম আমি!!!
—–মানে???
—–মান….আর কিছু বলবে আয়ান তার আগেই তার ফোনটা বেজে উঠল উপরে রুহানের নাম দেখে অবাক হলো “আয়ান”!!!
আয়ান কিছুক্ষন ভেবে বললঃ
—-১ মিনিট “মিস” এই বলে ফোনটা তুলে চলল মীমের কাছ থেকে কিছুটা দূরে!!
এদিকে আয়ান চলে যাওয়াতে ফোনটা বের করে কিছু দেখতে লাগলাম আমি!!!
—–ওই শালা,তুই ওই খানে থেকে এই খানে ফোন দিচ্ছিস কিছু হয়েছে!!!
ওপাশ থেকে রুহান এক্সাইটেড হয়ে বললঃ
—–দোস্ত পেয়ে গেছি!!!
—–কী পেয়েছিস!!
——ওই মেয়ে টাকে!!
—–ওহ কী….সত্যি কোথায় কখন??/
——-দোস্ত মিস জার্নালিস্ট এর সাথে যে মেয়েটা এসেছে না ওই মেয়েটা!!!
আয়ান পুরো অবাক হয়ে বললঃ
—–ওহ মাই গড কী বলস ও তো ওর বোন!!তোর জন্য নাকি ও খুব পাগল!!
—-হো দোস্ত এতটাই পাগল যে আমাকে দেখেই অজ্ঞান হয়ে গেছে!!!
——কী???
——-হুম এখন কি করব সেটা বল!!!
আয়ান কিছুক্ষন ভেবে বললঃ
——-গাড়ির ভিতর মনে হয় পানি বোতল আছে দেখ ওর জ্ঞান ফিরা তারপর তোর মনে কথা বলে ফেল!!
—–কিন্তু দোস্ত আমার মনে হয় এখন বলা ঠিক হবে না!!শুধু দেখেই অজ্ঞান হয়ে গেছে যদি ভালোবাসি বলি তাহলে না জানি কি করবে!!!
——হুম ঠিক বলেছিস!!তাহলে বলার দরকার নেই!!তুই আগে ওর জ্ঞান তো ফিরা আর ফোনটা কাট,,,তোর প্রেমের চক্করে আমারটার তো সময় যায়!!!!
আয়ানের কথা শুনে হুস আসল রুহানের এতক্ষণ পর তার মনে পরেছে যে আয়ান ওখানে কি বলতে গিয়েছে!!
রুহান তার জিহ্বা কেটে বললঃ
—–সরি দোস্ত,,এই বলে চট করে ফোন কাটলো রুহান!!!!
এদিকে আয়ান ছোট্ট শ্বাস ফেলে চলল আবার!!
আয়ান ঘন ঘন শ্বাস ফেলে চলল মীমের সামনে!!কিন্তু সে বুঝতেই পারছে না সে যে কথা বলতে চায় তা বলতে কেন পারছে না!!!
মুখ থেকে বেরিয়ে আসল তারঃ
“অদ্ভুত”!!!
!
টেনশনে আছি খুব এখন আয়ানকে কি বলব আমি!!সত্যি কথায় বলে দেই!!এমন সময় পিছন থেকে আয়ান বলে উঠলঃ
—-সরি মিস!!আয়ানের কথা শুনে পুরো কেঁপে উঠলাম আমি!!
ঘাবড়ে গিয়ে বললামঃ
——it’s okk “মিস্টার সেলিব্রেটি”
——তো এখন বলে ফেলুন!!!আয়ানের কথা শুনে হালকা শ্বাস ফেলে বলতে লাগলাম আমি সেদিন রাতে মুনমুনের বিয়েতে ওইভাবে যাওয়ার কারন!!!
—আয়ানও চুপচাপ শুনতে লাগলেন!!!
__________________________________________
নিতুর মুখের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে রুহান!!খুশিতে তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে!!!হর্ঠাৎই আয়ানের বলা কথা মনে করে নিতুকে কোলে তুলে গাড়ির ভিতর শুয়ে দেয় রুহান!!তারপর গাড়ির ভিতর থাকা পানির বোতল বের করে নিতুর মুখ পানি ছিটাতে থাকে রুহান!!!
-হর্ঠাৎই মুখে পানি পরায় লাফ দিয়ে উঠল নিতু!!চোখ খুলে তার উপর রুহানকে দেখে ভয় পেয়ে চিৎকার দিতে যাবে তার আগেই রুহান নিতুর মুখ চেপে ধরে বললঃ
—–হুস চেচাচ্ছো কেন???আমি ভুত না পেত্নী যে এভাবে দেখে অজ্ঞান হয়ে গেলে!!
রুহানের এমন কান্ড দেখে চোখ বড় বড় হয়ে গেল নিতুর!!তারপর রুহানের কথা শুনে নিজেকে সামলানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে!!
তাই যা হওয়ার তাই হলো আবার অজ্ঞান হয়ে গেছে “নিতু”!!
এদিকে নিতুর এমন কান্ডে বোকা বনে গেল রুহান সাথে সাথে নিতুর মুখ থেকে হাত সরিয়ে বললঃ
—–হায় আল্লা এ কোন মেয়ের পাল্লায় পরলাম আমি”! এই ভেবে আবার ফোন দিল রুহান আয়ানকে!!!!
__________________________________________
আমার সব কথা শুনে আয়ান কি বলবে বুঝতে পারছে না!!কিন্তু মনে মনে অফিসের বসকে ধন্যবাদ দিতে ভুলছে না আয়ান!!! কারন তার জন্যই তো সেদিন রাতে…..
—–মিস আমি তো….এতটুকু বলেই থেমে যায় আয়ান!!কারন আবার তার ফোনটা বেজে উঠল আয়ানের!!!
ফোনটা তুলে আবারো রুহানের নাম দেখে “হা” হয়ে গেল!!!
—-মিস্টার সেলিব্রেটি মুখে মশা ঢুকে যাবে তো ফোনটা তুলল বলে হাসলাম আমি!!
আয়ান আবারো বললঃ
—–দুই মিনিট মিস….. এই বলে ফোন তুলে চলল আবার একটু দূরে!!!
—–ওই শালা আবার কী হলো!!!!
——দোস্ত ও আবার অজ্ঞান হয়ে গেছে!!!
—–ওই কি করছোস তুই!!!
——বিশ্বাস কর দোস্ত আমি কিছু করি নাই শুধু মুখ চেপে ধরেছিলাম!!
——কী কেন???
——-আরে চেঁচাতে নিয়েছিল তো!!
—–ওরে শালা আবার জাগা ওরে তাড়াতাড়ি এই বলে ফোন কেটে দেয় “আয়ান”!!
তারপর আবার চলল সেঃ
——সরি মিস……..
——–it’s okk এখন বলে ফেলুন আর কি বলবেন!!!
আবারো ফোন বেজে উঠল আয়ানের!!এবার আর হাসি থামাতে পারলাম না আমি
হেসে দিলাম আমি!!😂
আয়ান আবার ফোন তুলে কিছুটা দূরে গিয়ে বললঃ
—–ওই শালা আবার কি হইছে!!
——-দোস্ত বোতলে পানি নাই শেষ!!!
——তো আমি কি করুম
——-পানি নিয়া আয়!!!
-আয়ান তাড়াতাড়ি করে পানি নিয়ে গেল রুহানের কাছে তারপর পানি দিয়ে আবার চলে গেল!!!
!
–রাত প্রায় ১১ঃ০০টা__বেজে গেছে আমার মনে হচ্ছে আর এখানে থাকা ঠিক হবে না!!!
আয়ানও আর কিছু বলল না!!!
তাড়াতাড়ি করে মীমকে নিয়ে চলল সে গাড়ির কাছে!!
হাটতে হাটতে আয়ান বললঃ
—-মিস আপনারা কি একা একা যেতে পারবেন আসলে আমার একটু কাজ ছিল!!
—–ওকে……. তারপর আর কিছু বলল না আয়ান!!!!
গাড়ির সামনে আসতেই আমি অবাক নিতুর দিকে তাকিয়ে মুখের সব ময়দা উঠে গেছে!!ওকে দেখে বুঝে গেছি নিশ্চয়ই মেয়েটা অজ্ঞান হয়ে গিয়েছিল!!!
!
এতক্ষণ যাবৎ নিতুর মুখে পানি দিয়ে রুহান উঠালো নিতুকে এর ভিতর আয়ান আর মীম ও চলে এসেছে তাই তাড়াতাড়ি করে নিতুকে উঠিয়ে দাঁড় করিয়ে দেয় গাড়ির সামনে!!
এদিকে নিজের এমন বোকা মার্কা কাজে চরম লজ্জিত নিতু!! লজ্জায় সে কিছু বলতেও পারছে না!!!
আয়ান বললঃ
——-মিস আপনারা ওই রিকশায় করে চলে যান আর বাসায় গিয়ে আমাকে ফোন করে বলে দিয়েন যে আপনারা পৌছাছেন কিনা!!!
রুহান বললঃ
———দোস্ত আমরা যাবো না(ঘাবড়ে গিয়ে)
——-হুম যাবো তো আগে ওনারা যাক তারপর
——তারপর আমরাও আয়ানের কথা শুনে!!! আমি আর নিতু বাই জানিয়ে চললাম বাসার উদ্দেশ্যে!!
আমরা বসতেই রিকশা চলতে শুরু করল তার আপন গতিতে!!!!
এদিকে নিতু আর মিম যেতেই রুহান দৌড় দিল!!আর ওর পিছনে আয়ান!!
——-সরি দোস্ত আমি কিছু ইচ্ছে করে করি নি তো ওই মেয়েটাই তো!!!
—–দাড়া শালা তোর জন্য আমি কিছু বলার সুযোগই পেলাম না!!!
কিছুক্ষন দৌড়াতে দৌড়াতে রুহান দাঁড়িয়ে পরল!!আর এদিকে আয়ান তাদের আনা কেকটা ছুরে মারল রুহানের মুখের সামনে সাথে সাথে রুহানের মুখে কেক পড়ে মুখ পুরো ভরে গেছে!!!
এদিকে রুহান হাবলা কান্তের মতো দাঁড়িয়ে বললঃ
—–যা শালা এটা কি হলো!!😂😂
ওদিকে আয়ান হেসে বললঃ
——কাক্কু কেল্লাফতে….😂😂
!
!
!
#চলবে……..