সেলিব্রেটি লাভার পর্ব-১৫

0
5163

#সেলিব্রেটি_লাভার❤
#part:15
#Writer: #TanjiL_Mim❤
.
.
🍁
হালকা রোদের ঘিরে রয়েছে পুরো জায়গাটা!!চারিদিকে হালকা বাতাস বইছে!!নদীর ওপারে রয়েছে নানা রকম গাছ পালা সাথে শাপলা ফুলের সমোরোহ সব মিলিয়ে অসম্ভব সুন্দর একটা মোমেন্ট!!এমন একটা জায়গায় নদীর পাড়ে পা ঝুলিয়ে পানিতে পা দিয়ে বসে আছি আমি!!তবে একা নই আমার পাশে আছে মিস্টার সেলিব্রেটি আয়ান!!প্রথমে উনি চায় নি এমন ভাবে মাটিতে বসে থাকতে পরে আমার জোরাজোরিতে বসলেন উনিও প্রথমে ভালো না লাগলেও এখন হয়তো খুব ভালো লাগছে ওনার!!একরাশ নীরবতা কাটিয়ে আয়ান বললেনঃ

——-“মিস” কিছু কথা বলি!!

—–হুম বলুন…..

—–Thank you

—–কেন??

—-এমনি!!আচ্ছা আরেকটা বলিঃ

—–হুম বলুন!!

——-এটা রুহানকে নিয়ে!!

—–মানে!!

—–মানে হলো রুহানকে তোমাকে একটু সাহায্য করতে হবে!!

—–কেমন সাহায্য???

—-জানি না তুমি কথাগুলো শোনার পর কি রিয়েক্ট করবে তবে এটাই সত্যি!!!

—–কি বলুন…..

আয়ান কিছুক্ষন চুপ থেকে বললেনঃ

——রুহান তোমার বোন নিতুকে ভালোবাসে!!

আয়ানের কথা শুনে আমি যেন অবাকের শেষ সীমানায় চলে গেছি!!!মুখ থেকে অটোমেটিক বেরিয়ে এসেছেঃ

—–What……

—–জানি বিশ্বাস হচ্ছে না!!তবে এটাই সত্যি!!

—–আপনি কি বলছেন বুঝতে পারছেন ওহ মাই গড কিন্তু কিভাবে কখন দেখা হলো নিতুর সাথে রুহানের!!আমি যতদূর জানি শুধু কাল রাতেই তো দেখা হলো রুহানের নিতুর সাথে!!এতটুকু সময়ের মধ্যে ভালো কিভাবে বাসলেন!!

—–না,নিতুর সাথে শুধু কাল দেখা হয় নি রুহানের সাথে!! রুহান আগেই দেখেছে নিতুকে!!তারপর আয়ান একে একে সব বলল আমায়!!সব শুনে আমি কি রিয়েকশন দিবো ভুলে গেছি!!শুধু অবাক হয়ে তাকিয়ে আছি আয়ানের দিকে!!!

আয়ান কিছুক্ষন থেমে বললঃ

—–এখন তোমাকেই কিছু করতে হবে “মিস”!!

—–সেটা কোনো ব্যাপার না!!কিন্তু নিতুকে কিভাবে সামলাবো আমি!!ও তো নিশ্চয়ই পাগলই না হয়ে যায়!!

আয়ান বললঃ

——কী???

—–কিছু না সেলিব্রেটি,, এখন কি করতে হবে আমায়!!

—–তোমাকে আগে নিতুর সাথে রুহানের আবার মিট করাতে হবে!!

—-ঠিক আছে!!

——ওকে তবে কাল রাতে আবার দেখা হবে আমাদের!!!আর নিতুর জন্য অনেক বড় সারপ্রাইজ থাকবে!!

——সেটা তো বুঝলাম কিন্তু আমার বোইন না আবার অজ্ঞান হয়ে যায়!!!

—-কিছু হবে না!!!

তারপর আবার ভর করল একরাশ নীরবতা!!!হর্ঠাৎই আকাশটা পুরো কালো মেঘে ঢেকে গেছে!!হয়তো এখনই বৃষ্টি পরবে!!!এত সুন্দর মোমেন্টটা নষ্ট করে দিবে!!

যা ভালো লাগছে না!!!

এমন সময় আয়ান বলে উঠলেনঃ

—-মিস আমার মনে হয় এখন আমাদের যাওয়া উচিত নিশ্চয়ই এখন বৃষ্টি পরছে ভীষণ!!!

——আমারো তাই মনে হয়!!তাহলে যাওয়া যাক মিস্টার সেলিব্রেটি!!!

আয়ানও হালকা মন খারাপ ভাব নিয়ে বললেনঃ

—–হুম চলুন!!!

দুজনেই পানির নিচ থেকে পা তুলে উঠে দাঁড়িয়ে পরলাম আমরা!!তারপর হাঁটছি!!হর্ঠাৎই বৃষ্টি পরতে শুরু করল!!কিন্তু এই মুহুর্তে দৌড়াতে মোটেও ইচ্ছে করছে না আমার!!এদিকে এখন যদি ভিজে যাই বস নিশ্চয়ই বকা বকাঝকা করবে!!কিন্তু কি করব ভেবে পাচ্ছি না আমি!!

এদিকে আয়ান বলছেঃ

—–মিস তাড়াতাড়ি চলুন!!কিন্তু আয়ানের কথা আমার কান পর্যন্ত যাচ্ছে না!! কারন আমি নিজের ভাবনায় ব্যস্ত!!

আমার ভাবনার মাঝে হর্ঠাৎই আয়ান আমার হাত ধরে দ্রুত গতিতে হাঁটতে লাগলেন!!ওনার এমন কাজে আমার হুশ আসল!!তারপর আরকি চললাম তার পিছু পিছু!!!এদিকে ভিজে গেছি প্রায়!!গায়ে পড়া ব্লাক চুড়িদার প্রায় ভিজে গেছে!!হর্ঠাৎই আয়ানের হাত ছাড়িয়ে বললাম আমিঃ

—–মিস্টার সেলিব্রেটি ভিজে তো গেছি তবে এই বৃষ্টির মজাটা নেওয়া যাক!!

আয়ান ভাবাহীন ভাবে বললেন আমায়ঃ

—–মানে!!!!

——-মানে এই বলে আয়ানের হাত ধরে দিলাম আমি দৌড়!!আমার এমন কাজে আয়ান পুরো বোকা বনে গেলেন হয়তো!!

——এগুলো কি করছেন “মিস”!!!

——সেলিব্রেটি আপনার মুখের মাস্ক খুলে ফেলুন!!

——পাগল হয়ে গেলেন নাকি!!

——-আরে এখন এখানে একদম কেউ নেই!! তাই নো টেনশন চিল বেবি!!এই বলে আয়ানের মুখ থেকে মাস্ক খুলে ফেললাম আমি!!!

আয়ানও আর কিছু বললো না বৃষ্টিতে ভেজার মজা তুলে নিলেন সে!!এমন সময় একদল ছোট ছোট ছেলে মেয়ে আসল বৃষ্টিতে ভিজতে ব্যস হয়ে গেল!!এখন হবে বৃষ্টির আসল মজা!!সবাই মিলে সেই রকম মজা!!লাফালাফি করা সহ আরো নানা কিছু!! এই মুহুর্তে নিজেকে ছোট্ট বাচ্চা বলে মনে হচ্ছে আমার!!অদ্ভুত ভাবে ভালো লাগছে ভিষণ!!!ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে উড়াধুরা মজা করতে ব্যস্ত আমি!!

এদিকে আয়ানঃ

অবাক হয়ে তাকিয়ে আছে মীমের দিকে!!অদ্ভুত ফিলিংস আসছে তার!!হর্ঠাৎই আয়ানের হাত চলে গেল তার বুকের বাম পাশে!!হর্ঠাৎই মুচকি হাসল আয়ান!!তারপর সেও যোগ দিল আনন্দের কোলাহলে!!!!

বেশকিছুক্ষন পর……….

মাটিতে শুয়ে আছি আমি আর আয়ান!!এখনো বৃষ্টি পরছে খুব!!উপরে তাকাতে হালকা কষ্ট হলেও ভালো লাগছে ভীষণ!!!

—–হর্ঠাৎই আয়ান বললঃ

——-জানেন মিস এই প্রথমবার আমি এতো মজা করেছি!!কেমন যেন মুক্ত লাগছে নিজেকে ভিষণ!!!এতদিন মনে হচ্ছিল বন্ধ থানায় আটকা ছিলাম!!Thank You “miss”!!!

——ওহ,,আপনার জীবনই হয়তো এমন!!মাঝে মাঝে নিজেকে একটু সময় দিবেন মিস্টার সেলিব্রেটি!!!

——আসলে কি বলুন তো সেই ছোট্ট বেলা থেকে একা থাকতে থাকতে এমন হয়ে গেছি যে!!কখনো এসব নিয়ে ভাবাই হয় নি আমায়!!!আজ খুব ভালো লাগছে আমার!!!

হর্ঠাৎই আকাশে বিদ্যুৎ চমকালো!!আকাশের দেখা কড়া আলো দেখে ভয়ে কেঁপে উঠলাম আমি!!সাথে সাথে আয়ানকে জড়িয়ে ধরলাম আমি!!!

হর্ঠাৎ করে এমনটা হওয়াতে আয়ান প্রথমে ঘাবড়ে গেলেও পরে নিজেকে সামলে নিয়েছে সে!!!তারপর মুচকি হেসে সেও জড়িয়ে ধরল মীমকে!!!

এদিকে আকাশও তার মতো করে বৃষ্টি নামাচ্ছে ভিষন!!চারিদিকে অন্ধকার হয়ে গেছে খুব!!আশেপাশে কেউ নেই!!চারদিকে হালকা শীতল ভাবে পুরো পরিবেশটা হয়ে গেছে মেঘাচ্ছন্ন!!এমন একটা পরিবেশে দুটো প্রান তাদের মতো করে আনন্দ করছে!!!

__________________________________________

-tari baho ma mili
asi rahat ci muja…!!

-hoga a jana jaha
tari adat ci muja…!!

-dakhu ma jab tujko to tab
mara dil a dala…!!

-Diwana kar raha ha
tara rup su…na…..ra…..

-musal sal kar raha mujko
ab a sa…ha…ra……

bata ab ja a to ja a kaha…!!!

-Diwana kar raha ha
tara rup su….na…ra….

-musal sal kar raha mujko
ab a sa…ha…ra…..

bata ab ja a to ja a kaha…!!!

-রোমান্টিক একটা ওয়েদারে রোমাঞ্চকর আর রোমান্টিক গান গাইছে রুহান!!এই মুহুর্তে তার কল্পনায় রয়েছে শুধু নিতু, শুধু নিতু শুধুই নিতু!!!
বাহিরে প্রচুর বেগে বৃষ্টির শব্দের তাদের গানের রেকর্ডিংটা ওখানেই অফ করে দেওয়া হয় যার কারনে রুহান বাড়িতে চলে আসে!!বাড়িতে এসে বিছানায় বসে হাতে গিটারটা নিতেই এই রোমান্টিক হিন্দি গানটা মাথা আসে তারপর গান গাইতে শুরু করল “সে”!!!!দেন এখনো গাইছে গান!!!

[কিন্তু বাকি গানটা আপনারা নিজ দায়িত্বে শুনে নিবেন😁][এদিকে রুহান গান গাইতে থাকুক ততক্ষণ আমরা নিতুর কাছ থেকে ঘুরে আসি চলুন]

__________________________________________

ভার্সিটির করিডোরে দাঁড়িয়ে আছে নিতু!!বাহিরের তাকিয়ে আছে সে!!বৃষ্টি পড়ছে ভীষণ!!মসামটা ভীষণ সুন্দর!!খুবই ভালো লাগছে তার কাছে!! কিছুক্ষন যাবৎই সে এখানে দাঁড়িয়ে আছে!!কিন্তু এখন সে পন করেছে যে আর দাঁড়াবে না!!বৃষ্টিতে ভিজেই বাড়ি ফিরবে সে!!যেই ভাবা সেই কাজ!!কাঁধে ব্যাগ নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতেই চললো সে!!!!!হর্ঠাৎই মুখ থেকে গুন গুণ করতে লাগল সেঃ

—-tari baho ma mili
asi rahat ci muja…!!

-hoga a jana jaha
tari adat ci muja…!!

-dakhu ma jab tujko to tab
mara dil dala…!!

-Diwana kar raha ha
tara rup su…na…..ra…….

-musal sal kar raha mujko
ab a sa…ha…ra………

bata ab ja a to ja a kaha…!!!

-Diwana kar raha ha tara
rup su….na…ra…….

-musal sal kar raha mujko
ab a sa…ha…ra………

bata ab ja a to ja a kaha…!!!

রোমান্টিক মুডে আছে নিতু!!তাই সেও এই গানটাই গাইতে গাইতে চলল বাড়ি…….আর তার সাথে চলল রুহানকে নিয়ে ঘেরা কল্পনা!!!!

-ওদিকে আয়ান আর মীম রয়েছে রোমান্টিক ওয়েদারের শীতল মেশানো ভালোলাগার মুডে আর এদিকে রুহান আর নিতু রয়েছে তাঁদের কল্পনায় ঘেরা ভালোবাসার মুডে!!!
!
!
!
#চলবে……….