#সেলিব্রেটি_লাভার❤
#part:18
#Writer: #TanjiL_Mim❤
.
.
🍁
“একরাশ অস্থিরতা ভাব নিয়ে গাড়ি চালাচ্ছি আমি!!কেউ এত শক্ত করে জড়িয়ে ধরে রাখলে গাড়ি চালানো যায় নাকি!!তারপরও না পারছি এইভাবে থাকতে আর না পারছি সরিয়ে ফেলতে!!এই মুহূর্তে নিজের প্রতি চরম বেগে রেগে আছি আমি!!কে বলেছিল ওনাকে বৃষ্টিতে ভেজানোর জন্য উনি তো বারন করেছিল নাকি!!কিন্তু তুই শুনলিনা,, তুই একটা ইস্টুপিট মীম!!!এই বলে হাজারো গালাগালি দিচ্ছি নিজেকে!!!হর্ঠাৎই গাড়ি থামালাম আমি কারন চলে এসেছি!! এখন পরলাম আরেক ঝামেলায় ওনাকে নিয়ে ভিতরে যাব কিভাবে??ওহ নো…….
__________________________________________
★
“জোৎসা ভরা রাত!!চাঁদটাও হয়তো আজকে অনেক খুশি তার খুশির সাথে তাল মিলিয়ে আরো খুশিতে আছে দুটো প্রান রুহান আর নিতু!!এই মুহূর্তে নিতু নীরবতার মধ্যে রুহানের কথা শুনতে ব্যস্ত!!কারন রুহান তার মনের সকল ফিলিংস বলছে নিতুকে তার সাথে নিতুকে দেখা প্রথম দিন আর প্রথম ভালোবাসার অনুভূতিগুলো সবই বলছে রুহান নিতুকে!!আর নিতু চুপটি করে রুহানের বুকে মাথা দিয়ে তা শুনতে ব্যস্ত!!নিতুর তো বিশ্বাসই হচ্ছে না!!যাকে নিয়ে সে শুধু কল্পনায় ভেবে রেখেছিল সেগুলো বাস্তব আকারে রূপ নিবে!!খুশিতে তো লুঙ্গি ড্যান্স দিতে ইচ্ছে করছে তার!!
“রুহান সবকিছু বলে এক শ্বাস ফেলে বললঃ
—–“সব তো আমিই বলছি তুমিও তো কিছু বলো!!!
“রুহানের কথা শুনে আবারো নিতুর পেট গরম হয়ে আসছে!!কারন সে রুহানকে কিছু বলতেই পারছে না!!সব পেটে এসেই আঁটকে যাচ্ছে!!নিতু কাঁপা কাঁপা গলায় বললঃ
——-“আ…মি…এতটুকু বলেই ছোট্ট একটা শ্বাস ফেলে বলল নিতুঃ
——“হুম বলব একটু তো সময় দিতে হবে নাকি!!!
“রুহানও মুচকি হেসে বললঃ
——“ঠিক আছে!আমিও অপেক্ষায় রইলাম “মহারানী”…😍
“রুহানের কথা শুনে হাসলো নিতু!!
“তারপর গভীর ভাবে এঁকে ওপরকে শক্ত করে জড়িয়ে ধরল!!!!এমন সময় ফোন বাঁজলো নিতুর!!!!ফোনের রিংটোনে দুজনেই কেঁপে উঠল!!এদিকে নিতুর ফোনে গান বাজছে…
—–“Ma Nagin nagin nagin nagin nagin dance a nasra……
“এমন অদ্ভুত রিংটোন শুনে হাসতে লাগল রুহান!!আর এদিকে নিতু লজ্জায় মাথা নিচু করে চট করো ফোনটা হাতে নিয়ে দৌড়ে চলল বাহিরে!!!নিতুর এমন কাজে আরো উচ্চস্বরে হাসল রুহান!!মুখ থেকে অটোমেটিক বেরিয়ে আসল তোর
“পাগলীটা আমার”
.
.
.
★
“ফোনটা তুলে নিতু বলতে লাগলঃ
——“হ্যালো আম্মু!!!
——“কোথায় তোরা কয়টা বাজে দেখেছিস!!
——“ওকে আম্মু আসছি আমরা আসলে…..
——“হুম তাড়াতাড়ি আয়,,তোর আব্বু কিন্তু চলে আসবে…..
——–“হুম আসছি এই বলে ফোন কাটল নিতু”!ফোন কেটে কিছু একটা ভেবে আবারো দৌড় লাগালো নিতু!!
.
.
.
★
“আবারো দৌড়ে নিতু রুমে আসাতে অবাক হলো রুহান!!!
“নিতু হাঁপাতে হাঁপাতে বললঃ
——“আপু আর আয়ান ভাইয়া গেল কই!!আমাদের যেতে হবে আম্মু ফোন দিসে!!!
“নিতুর কথা শুনে এতক্ষণ পর রুহানের মনে পরে গেল আয়ানের কথা!!তাড়াতাড়ি করে ফোনটা বের করে কল করল সে আয়ানকে!!!
__________________________________________
★
“বেশকিছুক্ষন যাবৎ গাড়িতেই বসে আছি কি করব কিছুই মাথায় আসছে!!এদিকে আয়ানকে বেশ কয়েকবার ডাকলাম তারপরও উঠলো না সে!!এই লাস্ট বার ডাকব না উঠলে এইখানেই রেখে চলে যাবো!!এই ভেবে যেই না ডাকতে যাবো তার আগেই ফোন বাজল আয়ানের!!ফোনটা ধরতেই দেখলাম উপরে লেখা….
“Best friend” নাম দেখে বুঝতে পেরেছি এটা রুহানের নাম্বার!!!যেই না তুলতে যাবো এর আগেই কেটে গেল!!
“একরাশ হতাশ হয়ে বললাম আমিঃ
—–“যাক বাবা কেটে গেল!!!
“কিছুক্ষন পর…..
“আবারো ফোন বাজল তবে আয়ানের নয় আমার!!উপরে নিতুর নাম দেখে তাড়াতাড়ি ধরে বললামঃ
—–“হ্যালো….
——“আপু তুমি কই বাসায় যাবে না নাকি!!!
——“তুই তাড়াতাড়ি রুহানকে ফোনটা দে…
“নিতুও আমার কথা মতো রুহানকে ফোন দিল!!রুহান ফোনটা হাতে নিয়ে বললঃ
—–“হ্যালো “মিস জার্নালিস্ট” বলে ফেলুন মেরি ভাবিজি!!
—–“কি,
—–“না না কিছু নয় কী বলবেন বলুন…..
——“আসলে “মিস্টার শিল্পী” আমার একটু কাজ আছে তাই আমি একটু আয়ানের সাথে চলে এসেছি!!আপনি কি একটু কষ্ট করে নিতুকে বাসায় পৌঁছে দিবেন প্লিজ!!
“আমার বলতে দেরি রুহানের হ্যাঁ বলতে দেরি হলো না!!রুহান চট করেই বলে ফেললঃ
—–“আরে চাপ নিবেন না আমি আছি তো এই বলে কেটে দিল রুহান!!
“রুহানের এমন কান্ডে “হা” হয়ে গেলাম আমি!!তারপর ফোনটা রেখে আয়ানকে আবার ডাক দিলাম……
“এই বার চেচিয়ে বললামঃ
—–“মিস্টার সেলিব্রেটি”!!!!
“আমার ডাক শুনে কান্তমাখা মুখ নিয়ে আমার দিকে তাকালো আয়ান!!
-“আয়ানের চোখ পুরো লাল হয়ে গেছে!!প্রচন্ড বেগে জ্বর এসেছে ওনার!!
“আয়ানর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে “বললামঃ
——“প্লিজ মিস্টার সেলিব্রেটি একটু কষ্ট করে রুমের ভিতরে তো চলুন!!তারপর আয়ানকে ধীরে ধীরে বের করলাম গাড়ি থেকে!!আয়ানের হাত আমার গলায় জড়িয়ে নিয়ে চললাম রুমের ভিতর!!!
একটা ছেলেকে কি একা একটা মেয়ে কখনো এই ভাবে নিয়ে যেতে পারে নাকি !!যে কোনো মুহূর্তে পরে যেতে পারি!!মনে মনে আল্লার নাম নিয়ে চললাম আমি!!
“এদিকে আয়ানের সমস্ত শক্তি ধীরে ধীরে আরো কমে যাচ্ছে!! আশে পাশের সবকিছুই ধোঁয়াশা হয়ে আসছে তার!!ছোট বেলা থেকে খুব একটা অসুস্থ হয় নি সে!!যার কারনে খুব একটা শক্ত হতে পারছে না সে!!হর্ঠাৎ সব ঘন কালো অন্ধকার হয়ে গেল তার কাছে!!
“কোনো রকম রুমে যেতেই বিছানার উপর শোয়াতে যাবো এমন সময় আয়ান তার নিজের ভার ছেড়ে দিলেন!!সাথে সাথে উনি পরলেন আমার গায়ের উপর আর আমি বিছানার!!হর্ঠাৎ কি থেকে কী হয়ে গেল বুঝতেই পারলাম না!!!হায় আল্লা এখন কি করব আমি!!আয়ান তো অজ্ঞান হয়ে গেছে…
“হায় আল্লা”
__________________________________________
★
“রাত প্রায় ১২ঃ০০টার উপর……..
বিছানায় শুয়ে আছে নিতু!!চোখের সামনে শুধু কিছুক্ষন আগের ঘটনাগুলোই ভাসছে!!সারা রাস্তায় একসাথে ছিল তারা!!এমন হাজারো কল্পনা যল্পনা নিয়ে চোখ বুঝে ভাবতে ভাবতে কখন যে ঘুমের দেশে পারি দিল বুঝলেই পারল না “নিতু”!!!
.
.
.
★
“et ni muhabbat karo na”!!
“ma dub na jau kahi”!!
“apas kinara pa ana”!!
“ma vul na ja u kahi”!!
“dakha jabsa tara chahara tara”!!
“ma do hapto sa so a nahi”!!
“bol a do na jara
dil jo ma supa
ma kisi sa ka hunga nahi”!!
“bol a do na jara
dis jo ma supa
ma kisi sa ka hunga nahi”!!
“ma kisi sa ka hunga nahi”!!
“muja nid nahi ati nahi a aka”!!
“kabo ma aia karo
nahi chal chaunga na tumara bina”!!
“bol a do na jara
dis jo ma supa
ma kisi sa ka hunga nahi”!!
“bol a do na jara
dis jo ma supa
ma kisi sa ka hunga nahi”!!!
“ma kisi sa ka hunga nahi”!!
[বাকিটা নিজ দায়িত্বে শুনে নিবেন😁]
“নিজের গিটারটা হাতে নিয়ে গান গাইছে রুহান!!আজ সে অনেক খুশি!! আজ রাতে খুব সুন্দর ঘুম হবে তার!!এই ভেবে পুরো গানটা নিজের মনের মতো গেয়ে নিতুকে তার কল্পনায় ঘেরা স্বপ্নে রেখে মনের খুশিতে ঘুমের দেশে পাড়ি দিতে লাগল. সে……
[এদিকে নিতু আর রুহান আরামের ঘুম ঘুমাবে আর ওদিকে মীম চিন্তার ঘুম!!এখন দেখা যাক কাল কী হয়???]
.
.
.
.
.
#চলবে……….