#ভালোবাসা_তেতো
#part_5
#sarika_Islam
”
”
”
আজ তারাতারিই চোখ খুলে গেল,,আড়মোড়া ভেংগে পাশে ফিরে দেখি বরবাবু খুব আরাম করে শুয়ে আছে,,আজ ছুটির দিন,,তাই সে রিলেক্সে ঘুমুচ্ছে,,কতই না সুন্দর লাগছে ঘুমানো ইয়াদকে দেখে,,কিন্তু কে বলবে এযে বদমেজাজি নিজের মতোই চলে শুধু,,
বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম,,সবাই নাস্তা করছে বাবা আমাকে দেখে বলে,,
_আরে ফারাহ মা আয় নাস্তা কর,,
_জি বাবা,,
আমি বাবার সাথে বসে নাস্তা করে নিলাম,,সবার সাথে আড্ডা দিচ্ছি,,,আজ বাবাও বাড়ি খুব ভালোই লাগছে,,মা আমাকে বরবাবুর সব পছন্দ অপছন্দের কথা বলছে আমিও মনযোগ সহকারে শুনছি,,,কি খেতে ভালোবাসে কি সব চেয়ে বেশি অপছন্দ সব বলল,,আড্ডা দিতে দিতে দুপুর ঘনিয়ে আসলো,,আমি মাকে বললাম,,
_মা আজ না হয় আমি রান্না করি?
_তুই পারবি?
_চেষ্টা করি?আর তুমি তো আছই শিখিয়ে দেওয়ার জন্য,,
_হুম ঠিক আছে,,
আমি রান্না ঘরে চলে গেলাম,,শাড়ির আচল গুজে রান্নার মিশনে নেমে গেলাম,,আজ বিরিয়ানি রান্না করবো,,বরবাবুর খুব পছন্দের,,আজানের সময় রান্না শেষ হলো,,,একদম ঘেমে একাকার হয়ে গেছি,,মা আমাকে বলল,,,
_যা এখন গোসল করে আয়,,
_হুম,,
আমিও গোসল করতে উপরে চলে গেলাম,,রুমের ভিতর ঢুকে দেখি বরবাবু সবে মাত্র শাওয়ার নিয়ে বের হয়েছে,,হয়ত মাত্র ঘুম থেকে উঠলো,,সব সময় কাজে বেস্ত থাকে এই একটা দিন শুধু ঘুমের জন্য পায়,,
বরবাবু আমাকে দেখে কিছুক্ষন আমার দিকে তাকিয়ে থাকলো,,শাড়ির আচল গুজা চুল গুলো হাত খোপা করা,,সামনে কাটা
চুলগুলোএসে পরেছে,,শাড়ি গুজায় কিছু অংশ পেট দেখা যাচ্ছে সেখানে বিন্দু বিন্দু ঘাম,, কপালেও বিন্দু বিন্দু ঘাম,,পুরুই গিন্নি লাগছে ,,,বরবাবু বারান্দায় টাওয়াল শুকাতে চলে গেল,,আমি কিছু না বলে হাল্কা হেসে শাওয়ার নিতে চলে গেলাম,,,একটা হাল্কা সবুজ কালার শাড়ি নিয়ে ওয়াশ্রুমে গেলাম,,শাওয়ার নিয়ে বের হলাম,,দেখলাম বরবাবু সোফায় বসে বসে কাজ করছে লেপটপে,,,আজ ছুটির দিন কিন্তু আজও তার কাজ আছে,,
আমি আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির কুচি গুলো ঠিক করছি,,আর আমার ভেজা চুলগুলো আমাকে জালাচ্ছে,,বরবাবু তা দেখেও একটু হেল্প করতে আসলো না হুহ,, আমি শাড়ি ঠিক করে নিচে চলে গেলাম,,বরবাবুও আমার পিছু পিছু আসলো নিচে,,সবাই খাবার টেবিলে বসে আছে খাবে,,আমি আর মা সবার জন্য বিরিয়ানি নিয়ে আসলাম,,রান্না ঘর থেকে আনার সময় ইয়াজ বলল,,
_ওয়াও কি সুন্দর স্মেল?আজ বিরিয়ানি রান্না হয়েছে?
আমি আনতে আনতে বললাম,,
_হুম,,
_বাহ খুব সুন্দর স্মেল,,হয়তো তুমি রান্না করেছ তাই তোমার মতো মিষ্টি স্মেল,,
আমি হাল্কা হাসলাম,,ইয়াজের কথা শুনে মা আর বাবাও হাল্কা হাসলো,,কিন্তু ওই খারুস টার মুখ দিয়ে হাসিও বের হয় না,,,আমি সবাইকে খাবার বেরে দিলাম,,মা বলল,,
_ফারাহ তুইও খেতে বস,,
_আগে তোমরা খাও,,
_তা কি হয়?চুপচাপ বস,,
আমি বরবাবুর পাশে বসে পরলাম,,চুলগুলো হাত খোপা করে নিলাম নাহলে অনেক জালাবে,,খেতে খেতে বাবা বলল,,
_বাহ ফারাহ,,খুব মজা হয়েছে,,তোমার শ্বাশুরী মার থেকেও বেশি,,
_কি আমার টা মজা হয় না?(মা)
_আরে নাহ আমি কি তা বলেছি নাকি!
বলেই হেসে দিল,,আমিও হাসলাম তারপর বললাম,,
_আমি রান্না করেছি ঠিকি কিন্তু ক্রেডিট কিন্তু মারও আছে,,
_হুহহ দেখলে,,(মা)
আমি হাল্কা হাসলাম,,, আমরা হাসি বরবাবুর কি একটু হাসতে ইচ্ছে হয়না আজব,,আমরা খাওয়া শেষ করলাম,,সব কিছু ঘুছিয়ে রুমে গেলাম,,ভেজা চুলগুলো খুলে দিলাম,,বারান্দায় দারিয়ে আছি,,,খুব সুন্দর মনকারা বাতাস বইছে,,আমার খুব ভালো লাগছে,,বেশ কিছুক্ষন বারান্দায় কাটালাম,,তারপর রুমে এসে দেখি বরবাবু নেই রুমে হয়ত আসেই নি উপরে,,আমিও নিচে গেলাম,,ইয়াজ আর বরবাবু সোফায় বসে টিভি দেখছে,,আমাকে দেখে ইয়াজ আমাকে তার পাশে বসিয়ে বলল,,
_ভাবি আজ বিকেলে চলো ঘুরে আসি?
আমি কি বলবো,, আমি বরবাবুর দিকে তাকালাম,,ইয়াজ আমার সিচুয়েশন বুঝে তার ভাইকে বলল,,
_ভাই কি বলিস?যাবি?
_কোথায় যাবি?
_কোন একজায়গায় ঘুরতে,
_আচ্ছা,,
ইয়াজ তো খুশি হয়ে গেল,,আমিও মহা খুশি,,সেখানে কিছুক্ষন বসলাম ইয়াজের সাথে গল্প করলাম,,ছেলেটা খুব ভালো মজার,,
_ইয়াজ তুমি কোন ইয়ারে?
_আমি ভার্সিটি সেকেন্ড ইয়ারে,,,
_ওহ,
_হুম তুমি আমার পিচ্চি ভাবি,,
বলেই আমার গাল টেনে দিল,,উফফ আবার গালের উপর হামলা,,আমাকে ইয়াজ বলল,,
_আচ্ছা পিচ্চি ভাবী রেডি হয়ে আসো বেরুবো,,
_আচ্ছা,,
আমি উপরে গিয়ে শাড়িটা একটু ঠিক করে নিলাম,,সামনের কাটা চুলগুলো ছেরে দিয়ে হাল্কা ভবে সাইড বেনী করলাম,,হাল্কা লাইনার দিলাম,,হাল্কা রেড লিপস্টিক দিলাম,,ব্যাস আমি রেডি,,আমি রেডি হয়ে বাহিরে যেতে নিলে বরবাবু রুমের ভিতরে আসে,,আমাকে দেখে কিছুক্ষন তাকয়ে ভিতরে ঢুকে গেল,,উফফফ একটা নিরামিষ জামাই,,,বউ এত সুন্দর করে সেজেছে একটু তারিফ করবে একটু জরিয়ে টরিয়ে ধরবে না শুধু তাকিয়েই চলে যায়,,আর নিজের মন মতো চাহিদা মিটায়,,,উফফফফ,
আমি নিচে গেলাম,,ইয়াজ পুরো রেডি হয়ে বসে আছে,,আমার দেবরটা ও বেশ কিউট,,সাদা কালারের শার্ট পরেছে বেশ সুন্দর লাগছে,,কিছুক্ষন পর বরবাবু সিড়ি দিয়ে নামছে,,আমি তাকে দেখে দেখতেই থাকলাম,,হাল্কা সবুজ কালারের শার্ট পরেছে পুরো আমার শাড়ির সাথে মেচিং,,কালো পেন্ট, শার্টের হাতা কনুই পর্যন্ত ফোল্ড করতে করতে নামছে,,আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইয়াজ আমার পাশে এসে আসতে করে বলে,,
_এভাবে চোখ দিয়ে গিলে খেও না আমার ভাইটাকে পিচ্চি ভাবি,,
আমি বেশ লজ্জা পেয়ে গেলাম,,লজ্জায় চোখ নামিয়ে ফেললাম,,বরবাবু আমার পাশে এসে দাড়ালো,,ইয়াজ বলল,,
_বাহ দুইজন সেম সেম,,
পিছন থেকে মা এসে বলল,,
_কিরে কোথাও যাচ্ছিস তোরা?
_হুম মা পিচ্চি ভাবিকে নিয়ে ঘুরে আসি,,আজতো ভাইও বাসায়,,
_আচ্ছা যা,,
_মা আপনি ও চলেন বাবাকে নিয়ে আমরা ঘুরে আসি,,
_নাহরে মা তোরাই যা আমরা বাড়িতে সময় কাটাই,,
আমরা তিনজন বাহিরে গেলাম,,ইয়াজ গাড়ি নিতে গেল,,বরবাবু আমাকে চোখ দিয়ে ইশারা করছে,,শাড়ি ঠিক করতে,,কিন্তু আমি দেখেও দেখছি না,,দেখি সে কতো ক্ষন জলতে পারে,,,পরে বরবাবু না পেরে আমার কাছে এসে আমার শাড়ির আচলটা ঠিক ভাবে টেনে দিল,,এমনভাবে টান দিল নখের আচড় লাগলো,,কিন্তু আমার বেশ ভালোই লাগলো,,এইটা তার ভালোবেসে জেলাসির প্রথম আচড়,,ভেবেই হাল্কা হাসলাম,,ইয়াজ গাড়ি আনলো,,বরবাবু ড্রাইভিং সিটে বসলো, ইয়াজ গাড়ি ড্রাইভ করবো বলেছিল কিন্তু বরবাবু দেয়নি,,ইয়াজ বলল,,
_পিচ্চি ভাবী চলো আমরা পিছনে বসি,,
_হুম,,
আমিও ইয়াজের সাথে পিছনের সিটে চলে গেলাম,,বরবাবু কেমন রাগী ভাবে তাকিয়ে আছে,,আমি মিটিমিটি হাসছি,,আমরা গাড়িতে বসায় বরবাবু গাড়ি স্টার্ট দিল,,,আমরা দুইজন পিছনে বসে অনেক কথা বলছি,,,ইয়াজ মানুষ টা খুব ভালো,অনেক কথা বলছে আমার খুব ভালোই লাগছে,,যাক ভালো একটা জামাই নাই পেয়েছি কিন্তু দেবর তো একটা ভালো পেয়েছি,,হিহি,,
কথা বলছি আর বেশ হাসছি আমার পেট ব্যাথা হয়ে যাচ্ছে ইয়াজের কথায় এত্ত ফানি ফানি কথা বলে,,বরবাবু লুকিং গ্লাস দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে, আমি তা দেখছি তা দেখে আমার আরও মজা লাগছে,,হাসতে হাসতে সামনে পরে যেতে নিলে ইয়াজ ধরে ফেল,,তা দেখে বরবাবু অনেক জোরে হর্ন বাজালো,,ইয়াজ বলল,,
_কিরে ভাই খালি রাস্তায় হর্ন বাজাস কেন?
বরবাবু কিছু বলল না চুপচাপ ড্রাইভ করছে,,ইয়াজ না বুঝলেও আমি তো বুঝেছি বরবাবু কেন এমন করলো,,বুঝ বাবু এখন কেমন লাগে,,ভালোবাসা কেমন হয়,,বেশ কিছুক্ষন পর আমরা একটা মেলায় গেলাম,,আমার মেলা দেখে খুব ভালোলাগলো,,আমি ঘুরে ঘুরে দেখছি,,ইয়াজ বলল,,
_পিচ্চি ভাবী ভালোলাগছে?
_হুম খুব,,ধন্যবাদ ভাইয়া,,
_আরে,,
আমি ইয়াজ আর বরবাবু হাটছি,,ইয়াজ বলে,,
_চলো পিচ্চি ভাবী আমরা নাগোর দোলায় উঠি,,
_হুম চলো আমার খুব ভালো লাগে উঠতে,,,
আমি আর ইয়াজ আগে আগে গেলাম,,ইয়াজ তার ভাইকে বলল,,
_ভাই তুইও উঠবি?ওহ তুই তো আবার এইসব লাইক করস না,,আচ্ছা ভাবী চলো আমরাই যাই,,
হঠাৎ বরবাবু বলে উঠে,,
_আমিও যাবো,,,
ইয়াজ অবাক,,
_ভাই তুই যাবি?
_কেন অবাকের কি আছে?
বলেই আগে গিয়ে টিকেট কাটলো,,আমি হাল্কা হাসলাম যাক ভালোবাসা বুঝাতে পারছি হাল্কা হাল্কা,,আমরা উঠালাম নাগোর দোলায়,,আমি বসেছি এক সিটে,,আমার পাশে ইয়াজ বসতে গেলে বরবাবু ইয়াজকে সরিয়ে নিজে বসে পরে,,
_ ইয়াজ ওইখানে বস,,
বলেই বসে পরলো,,আমি মুচকি হাসছি,,নাগোর দোলা ঘুরা শুরু করলো,,আমার ভয় করছে চোখ খিচে বন্ধ করে নিলাম,,ইয়াজও একটু ভয় পাচ্ছে দেখেই বুঝা যাচ্ছে,,ইয়াজ আমার হাত ধরতে নিলে বরবাবু আমার হাত আংগুলের ভাজে নিয়ে শক্ত করে ধরে বসে,,আমি বরবাবুর দিকে হাল্কা হেসে তাকিয়ে রইলাম,,বরবাবু আমার দিকে তাকিয়ে ইশারায় বলে কি?আমি বললাম কিছু না,,
কিছুক্ষন পরেই থেমে গেল,,শেষ চড়া,,,আমরা নেমে গেলাম,,বরবাবু আমার হাতটা ছেরে দিল নামার সাথে সাথেই,,যাক বাবা হাতটা ধরে রাখলে কি এমন কিয়ামত হয়ে যেত?খারুস বর কোথাকার,,আমরা অনেক কিছু খেলাম,,
কিছুক্ষন পর বরবাবুর একটা ফ্রেন্ড এলো,,
_আরে ইয়াদ কেমন আছিস?
_আরে সোহেল ভালোই তুই?
_হুম আমিও,,কিরে ইয়াজ কেমন আছিস?
_জি ভাইয়া ভালোই,,
_আরে একটা কি আমাদের ভাবি?
_হুম ভাবী,,
ইয়াজ বলল,,আমি ভদ্রতার সহিত সালাম দিলাম,,
_আসসালামুয়ালাইকুম,,
_ওয়ালাইকুমসালাম,,কেমন আছেন ভাবী?
_জি আলহামদুলিল্লাহ আপনি?
_হুম আমিও,,
আমরা হাটতে হাটতে কথা বলছি,,সোহেল ভাই বরবাবুর সাথে কথা বলছে,,সে বলল,,
_দোস্ত ভাবী কিন্তু অনেক কিউট,,মাসাল্লাহ,,
বরবাবু আমার দিকে একটু তাকিয়ে আবার কথায় ধেয়ান দিল,,ইয়াজ সামনে হাওয়াই মিঠাই দেখলো,,বলল,,
_পিচ্চি ভাবী হাওয়াই মিঠাই খাবা?
_হুম আমার খুব ভালোলাগে,,
আমি খুশি হয়ে বললাম,,ইয়াজ নিতে যাবে তার আগেই সোহেল ভাই বলল,,
_দাড়া আমি কিনে দেই,,
_নাহ ভাই,,(ইয়াজ)
সোহেল ভাই শুনলো না,,,সে কিনে দিল আমাদের,,বরবাবু তো খাবে না আমাকে আর ইয়াজকে কিনে দিল,,ইয়াজ খাচ্ছে,,আমি এখনও খুলি নি,,সোহেল ভাই আরও কিছু কথা বলে চলে গেল,,,ইয়াজ খাচ্ছে আর আগে আগে হাটছে,,সোহেল ভাই গেল মাত্র আর বরবাবু আমার হাত থেকে হাওয়াই মিঠাই টা নিয়ে দূরে ফালিয়ে দিল,,আমি হা হয়ে দেখছি,,
চলবে,,
(ভুল ত্রুটিগুলো হ্মমার দৃষ্টিতে দেখবেন🖤)