নীড়
রেশমী রফিক
২৫।।
অবশেষে পঞ্চাশ লক্ষ টাকা দেনমোহরে শারার আর তুবার বিয়ে সম্পন্ন হলো। কোনোরকম জাঁকজমক ছাড়াই। তুবা শাড়ি পরতে চায়নি প্রথমে। কান্নাকাটি করছিল খুব। ভয়ে তার আত্মা খাঁচাছাড়া হবার জোগাড়। আজকের এই ঘটনা বাসায় জানাজানি হলে কী তুফান আসবে, তা আর বলতে। শেফালি ওকে মেরেই ফেলবেন বোধহয়। কায়মনোবাক্যে আল্লাহকে ডেকে যাচ্ছিল সেই কখন থেকে। কাজি আসার আগপর্যন্ত আশপাশের কোনোকিছুই তার ধর্তব্যে ছিল না। সাইফুলের নাম শোনার পর তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেছে। হাউমাউ করে কেঁদে ফেলেছিল। স্বর্ণ ওকে বুঝানোর চেষ্টা করেছে কয়েকবার। লাভ হয়নি। শফিকুল চৌধুরীও একবার সতর্কবার্তা দিয়ে গেছেন। এরপর সাইফুল ওকে বুঝিয়ে-শুনিয়ে রাজি করিয়েছে। ঘটনা শুনে তার নিজেরও আক্কেলগুড়ুম হয়েছে। শারার আর তুবার মধ্যে ঘনিষ্ঠতা আছে, ঘুণাক্ষরেও টের পায়নি। যদিও শারার অস্বীকার করেছে বিষয়টা। তুবা কান্নার প্রবল দমকে কথা বলতে না পারলেও ডানে-বায়ে মাথা নেড়েছে। দুজনই বলেছে, তাদের মধ্যে কোনোরকম সম্পর্ক বা ঘনিষ্ঠতা নেই। তাহলে আজ দুপুরে একসাথে লাঞ্চ করার বিষয়টা কীভাবে এলো? এই প্রশ্নের উত্তর তারা কেউ ঠিকঠাক দিতে পারেনি। শারার একটু-আধটু বলার চেষ্টা করেছিল। কিন্তু গুছিয়ে বলার সুযোগ পায়নি।
এদিকে পরিবেশ ক্রমে উত্তপ্ত হয়ে উঠেছে। এমপির লোকজন যখন বিয়ের কথা জানল, তারা রীতিমতো ভেটো দেবার পাঁয়তারা করছিল। কিন্তু উপস্থিত লোকজন তাতে খুব একটা সায় দেয়নি। সাদা চোখে আজকের এই ঘটনার সমাধান বিয়ে ছাড়া উপযুক্ত আর কিছু হতেই পারে না। এই বিয়েটা একটা জ্বলজ্যান্ত উদাহরণ হয়ে থাকবে এলাকায়। আর কোনো যুবা-যুবতী ছেলেমেয়ে এখানে নোংরামির উদ্দেশ্যে আসার সাহস করবে না।
শফিকুল চৌধুরী বিরক্ত হচ্ছিলেন ছেলের গোয়ার্তুমি দেখে। শারার কিছুতেই পোষ মানছিল না। সে বিয়ে করবেই না। পাঞ্জাবির প্যাকেট ছুঁড়ে ফেলেছে মেঝেয়। অতঃপর তিনি কৌশলী হলেন। ছেলেকে একপ্রকার হুমকি দেয়ার পর পরিস্থিতি অনুকূলে এসেছে। যদিও হুমকি পাবার পরও শারার পাঞ্জাবি পরেনি। ঘাড় গোঁজ করে অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছিল। তিনিও ওকে আর ঘাটাননি। পাঞ্জাবি পরাটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। তুবার সাইফুলকেও পাঠিয়েছিলেন তুবার সাথে কথা বলতে। বেশি সময় লাগল না এরপর। পঞ্চাশ লক্ষ টাকা কাবিন নির্ধারণ করেছেন তিনিই। এর পেছনে একটা কারণ আছে। বলা ভালো, একটা কৌশল খাটিয়েছেন। বিয়েটা আজীবনের নয়। চৌধুরী বংশের একমাত্র ছেলের বউকে অবশ্যই আর দশটা মেয়ের চাইতে আলাদা হতে হবে। সামাজিকভাবেও সমান কিংবা আরেকটু উচু হওয়া জরুরি। মেয়ের পরিবারের বংশমর্যাদা আর সামাজিক অবস্থান বিবেচনার পরও মেয়ের কিছু গুণ আর শিক্ষাগত যোগ্যতা থাকাও জরুরি, যাতে শারারের সমপর্যায়ের হয়। তুবা কিংবা ওর পরিবার এর ধারেকাছে নেই। শফিকুল চৌধুরীর শ্বশুরবাড়ির সাথে তাদের আত্মীয়তা তৈরি হলেও চৌধুরী বাড়ির সাথে তারা বেমানান। স্বভাবতই কিছুদিন বাদে তালাকের প্রসঙ্গ উঠে আসবে। ওই সময়ে যেন তুবাদের পরিবার থেকে কোনোরকম আপত্তি না আসে, তারা যেন এই বিয়ের কোনো সুযোগ নিতে না পারে, বিয়েটাকে ইস্যু বানিয়ে কোনো ফাঁদ যেন তৈরি করতে না পারে, সেজন্যই মোটা অঙ্কের কাবিন করা হলো। আজকালকার সমাজে টাকাই মূল কথা। টাকা থাকলে অসম্ভবকেও সম্ভব করে ফেলা যায় নিমেষেই। এই টাকাই তুবাদের মুখ বন্ধ করবে।
শারারকে তিনি যতই জোরজবরদস্তি করেন না কেন, ছেলে তার একমাত্র। ওর মনের বিরুদ্ধে গিয়ে কিছু করার মতো বাবা তিনি নন। এই মুহূর্তে শারার হয়তো তাকে ভুল বুঝছে। সেটাই স্বাভাবিক। এই বয়সে কেউ ভেবেচিন্তে সামনে পা বাড়ায় না। শরীরের রক্ত গরম, বিধায় চট করে মাথা গরম হতে সময় লাগে না। ফলাফলে খুব বাজেভাবে ফেঁসে যাবার সম্ভাবনা থাকে। আজকের এই বিয়েটা নিয়ে তার মনে অনেক ক্ষোভ তৈরি হয়েছে। কিন্তু পরে একসময় ঠিকই উপলব্ধি করতে পারবে তারা বাবা কতটা সঠিক ছিলেন, মাথা কতটা ঠান্ডা রেখে, হাজার চিন্তাভাবনা মনের মধ্যে আড়াল করে এই বিয়ের পরিকল্পনা করা হয়েছে।
কেবল এতটুকু না, প্ল্যান বিও প্রস্তুত করে ফেলেছেন মনে মনে শফিকুল চৌধুরী। যদি তুবার পরিবার যদি দেনমোহর বাবদ পুরো টাকা পেয়েও সন্তুষ্ট না হয়, তখন কী কী ব্যবস্থা নিতে হবে, সেটাও ছক কষে রেখেছেন। সময় মতো দাবার গুটি চেলে দেবেন। পুরো পরিবার তখন লেজ গুটিয়ে পালাবে। দিবা-সাইফুলের বিয়ের সময়েই এদের হালহকিত তার জানা হয়ে গেছে। সাইফুলের মতো ছেলেকেই এরা পাগল বানিয়ে ফেলেছে বিয়ের জন্য। শারার সেই তুলনায় দুধে-ভাত বলা চলে।
বিয়ে সম্পন্ন হবার পর শফিকুল চৌধুরী মিষ্টি আনতে পাঠালেন কাশেমকে। ভালোয়-ভালোয় আসন্ন বিপদ কেটে গেছে। এমপির লোকজনের উদ্দেশ্য বুঝতে পারার পর থেকে কেবলই ঘাম বের হচ্ছিল। স্বর্ণর সাথে তাদের ঝামেলা। সেই ঝামেলাকে জোরদার করতে একজোড়া নিষ্পাপ ছেলেমেয়ের জীবনকে গুটি বানিয়ে যারা খেলতে নামার পরিকল্পনা করে, তাদের চেয়ে ভয়ঙ্কর এই দুনিয়াতে আর কেউ হয় না। কেবল শারার নয়, তুবাকে নিয়েই ভয়টা ছিল বেশি। না হোক নিজের মেয়ে, তবু কারও সন্তান। তিনি চাইলে এই মেয়েকে ফেলেই সটকে পড়তে পারতেন শারারসমেত। তারপর যা হতো, তাতে স্বর্ণ কোনোভাবে উৎরে যেতে পারলেও তুবাকে শিকার করা হতো সহজেই। কার না কার মেয়ে, জাহান্নামে যাক। তাতে তার মাথা ঘামানোর কথা নয়। কিন্তু কেন জানি মেয়েটার প্রতি এক ধরনের মমতা অনুভব করেছেন। মেয়েটাকে থরথর করে কাঁপতে দেখে তার মন বলেছে, বাবা না হয়েও ওর দায়িত্ব এই মুহূর্তে তার উপর বর্তায়। তাছাড়া, শারারের সাথে এসেছে সে। বলা ভালো, শারারই ওকে এখানে নিয়ে এসেছে। অতএব, মেয়েটা অল্প কিছুক্ষণের জন্য হলেও শারারের দায়িত্ব। তিনি এই দায়িত্বটাই নিজের কাঁধে নিয়েছেন। একারণেই মূলত বিয়ের বিষয়টা মাথায় এসেছে। নয়তো এদের দুজনকে নিয়ে এখান থেকে বের হবার পথ বন্ধ ছিল প্রায়।
স্বর্ণকেও একা ছেড়ে দেননি। মুখে যাই বলেন না কেন, তলে তলে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। ডিএমপিতে চাকুরিরত এক উচ্চপদস্থ পুলিশ অফিসারের সাথে কথা বলেছে বিশদভাবে। এছাড়াও, স্বর্ণর বাবার কাছে খবর পৌঁছানোর কাজটা তিনিই সেরেছেন। ভদ্রলোকের সাথে ফোনে কথা হয়েছে কিছুক্ষণ আগে। তিনি এই মুহূর্তে দেশের বাইরে। তবে তার লোকজনকে বলা হয়েছে। তারা স্বর্ণকে এই বিপদ থেকে উদ্ধার করার মিশনে নেমে পড়েছে ইতোমধ্যে। কীভাবে কী হয়েছে, বা হচ্ছে শফিকুল চৌধুরী জানেন না। তাকে শুধু এতটুকু বলা হয়েছে, স্বর্ণর উদ্ধারকারীরা ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে আছে। পালটা জবাব দেয়ার আগে শারার আর তুবাকে নিয়ে যেন তিনি বের হয়ে যান।
বিয়ে সম্পন্ন হবার পর পরই শারার-তুবাকে গাড়িতে তুলে দেয়া হয়েছে। শফিকুল চৌধুরীর গাড়ি নয়, স্বর্ণর বাবা নিজে গাড়ি পাঠিয়েছেন। তার মতে, ছেলেমেয়েদের বিয়ে হয়ে গেলেও বিক্ষিপ্ত জনতা ওদের উপর হামলা করতে পারে। তাই সাধারণ গাড়িতে ওদের চড়া ঠিক হবে না। তিনি তার লোকজনের মাধ্যমে একটা বুলেটপ্রুফ গাড়ি পাঠিয়েছেন। গাড়িটা বর-কনেকে শফিকুল চৌধুরীর বাসায় পৌঁছে দেবে। গাড়ির সাথে বিশ্বস্ত ড্রাইভার থাকলেও শফিকুল চৌধুরী কাশেমকে ওদের সাথে দিয়েছেন। তাকে বলা হয়েছে, গাড়িটা ঘটনাস্থল থেকে সরিয়ে খানিক দূরে বিশ্বরোডের কোনো এক জায়গায় থামাবে। শফিকুল চৌধুরী এখানকার ঝামেলা চটজলদি সেরে নিজ গাড়িতে চড়ে রওনা হবেন। দুটো গাড়ি একসাথে পৌঁছুবে বাসায়। শারার-তুবা বাড়ির ভেতর ঢোকামাত্র বিশাল কুরুক্ষেত্র তৈরি হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। শারারের মা লুৎফুন্নেসা সহজে হজম করবে না বিষয়টা। এই পরিস্থিতিতে তার নিজের উপস্থিত থাকাটা জরুরি। সাইফুলকে আগেই নিষেধ করেছেন, বাড়ি পৌঁছে যেন কাউকে কিছু না বলে। তিনিই সবার আগে দিবার সাথে এই প্রসঙ্গে কথা বলবেন। এরপর দিবার বাবা-মাকে ডেকে আনা হবে। কোনোরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সেজন্য প্রতিটা পদে তিনিই আগে কদম ফেলতে চান।
সাইফুল মাথা নেড়ে সায় দিয়েছে। তবে তার আগে একটা সমস্যা হয়ে গেছে। এখানে পৌঁছুনোর পর দিবা কল করেছিল তাকে। বলল, কী একটা জরুরি কাজে বাবার বাসায় যাচ্ছে। কাজটা কী, সেভাবে কিছু বলেনি। সাইফুলও জিজ্ঞেস করেনি। ফুপা ডেকে এনেছেন, এই টেনশনে মাথা আউলে ছিল তখন। পরবর্তীতে তুবাকে এই রেস্টুরেন্টে দেখার পর পরই তার মাথা পরিস্কার হয়ে গেছে। দিবা কেন বাবার বাড়ি যাচ্ছে এই অসময়ে, তাও অনুমান করতে কষ্ট হয়নি। তখনই কোনো এক মুহূর্তে দিবাকে কল করে জানিয়েছে তুবার কথা। এখানে কী ঘটেছে, তাও অল্পসল্প বলেছে। দিবাকে নিষেধ করেছিল, জরুরি কাজটা তুবা সংক্রান্ত হলে যেন আগেভাগে শ্বশুর-শাশুড়িকে কিছু না জানায়। তুবা এই রেস্টুরেন্টে কীভাবে এলো, কেন এখানে এসে আটকা পড়েছে, এইসব প্রশ্নের উত্তর তখনও ভালোমতো জানা হয়নি তার। শফিকুল চৌধুরী তখন কাজি সাহেবের সাথে কথা বলছিলেন। সাইফুলকে কেবল তুবার উপস্থিতির কথাটাই জানিয়ে ছিলেন। সেকারণে দিবাকে আশ্বস্ত করেছিল, আগে সবটা তার আগে জানা হোক। তুবাকে নিয়েই সরাসরি শ্বশুরবাড়িতে যাবে সে। এরপর সম্পূর্ণ বিষয়টা সবার সামনে বসে ব্যাখ্যা করবে। নয়তো জনকে জন কথা চালাচালি হলে মূল বিষয়টা তিল থেকে তাল হয়ে যেতে পারে।
আদেশ-নির্দেশের নড়চড় হলে সহজে হজম করেন না ফুপা। তাকে যমের মতো ভয় পায় সাইফুল। তাই এক ফাঁকে দিবাকে কল করে বলল,
– তুমি এখনই কিছু বইলো না তোমার আব্বা-আম্মাকে। আমি আগে তুবাকে নিয়ে আসি বাসায়।
দিবা আতঙ্কিত সুরে বলল,
– কী হয়েছে, সাইফুল? আমাকে সবটা খুলে বলছ না কেন? তুবার তো কোচিংয়ে থাকার কথা ছিল। ও কীভাবে ওই রেস্টুরেন্টে গেল?
– শারারের সাথে গেছে।
– শারার? মানে কী? শারারের সাথে ওর দেখা হলো কীভাবে? আর কী ঝামেলা হয়েছে?
– দিবু, একটু ধৈর্য ধরো। আমি ফিরেই সবটা বলছি। এখন ফোনে অত কথা বলা সম্ভব না। ফুপা আছেন আশপাশে। উনি শুনলে ক্ষেপে যাবেন খুব। আমাকে পইপই করে নিষেধ করছেন যেন তোমাকে বা কাউকে কিছু না বলি।
– ফুপাজান আমাকে বলতে মানা করবেন কেন? তুবা আমার বোন। ওর কী হয়েছে, সেটা তো আমারই জানা উচিত।
– হ্যাঁ। কিন্তু ফুপা চাচ্ছেন উনি নিজে ম্যানেজ করবেন। উনি নিজেই ঘটনা বিস্তারিত বলবেন। এর আগে কেউ জানুক, এটা চাচ্ছেন না।
– আমি তাহলে বাবা-মাকে কী বলব? মা রীতিমতো কান্নাকাটি করছে ফোনে।
– তুমি গিয়ে মাকে বুঝাও। বলো যে, তুবা আমার সাথে আছে। কোচিং শেষ হবার পর আমি ওকে পিক করেছিলাম। এরপর এক জায়গায় নিয়ে গেছিলাম ঘুরতে। সেখান থেকে ফিরতে সময় লাগছে। রাস্তায় অনেক জ্যাম। ঠিক আছে? মাকে বলো, যত রাতই হোক আমি তুবাকে পৌঁছে দিব। তুমিও থাকো ওখানে। তুবাকে পৌঁছে দিয়ে আমরা একসাথে ফিরব নাহয়।
সাইফুল যতই আশ্বস্ত করুক, দিবার টেনশন যেন নামেই না। খানিকক্ষণ নিচের ঠোঁট চেপে ধরে চিন্তিত সুরে বলল,
– ঠিক আছে।
(চলবে)
নীড়
রেশমী রফিক
২৬।
লুৎফুন্নেসা কেবলই মাগরিবের নামাজ শেষ করেছেন। তখনও জায়নামাজ ছেড়ে উঠেননি। তার মোনাজাত শেষ হয়নি। প্রায় পনেরো-বিশ মিনিট হয়ে গেছে, সেই যে হাত তুলেছেন আল্লাহর দরবারে। এখনো সেভাবেই বসে আছেন। সাধারণত লম্বা মোনাজাত ধরেন না তিনি। স্বামী-সন্তান আর পরিবারকে ঘিরে তার যে চাওয়া-পাওয়া, তার সাথে ইহকাল আর পরকালের আযাব থেকে মুক্তি আর্জি জানিয়ে কিছু ধরাবাঁধা দোয়া আছে। সেগুলোই পড়েন। প্রতি ওয়াক্তে একবার করে দোয়া পড়লে আল্লাহ নিশ্চিত শুনবেন। কিন্তু আজ অনেকক্ষণ হয় মোনাজাত ছেড়ে উঠার নাম নেই। কায়মনোবাক্যে আল্লাহর কাছে প্রার্থনা করে যাচ্ছেন। শারার এখনো বাসায় ফেরেনি। ছেলে অফিস ছেড়ে সরাসরি বাসায় ফেরে। সন্ধ্যার পর কোথাও যাবার উদ্দেশ্য থাকলে বাসা থেকেই আবার বের হয়। কখনো যদি এমন হয়, সময়স্বল্পতা বা বিশেষ কোনো কারণে অফিস থেকেই কোথাও যাচ্ছে, তাহলে ফোন করে কথা বলে। কোথায় যাচ্ছে, ফিরতে কতক্ষণ লাগবে, আগেভাগেই জানিয়ে দেয় মাকে। এমনিতেও দিনে কয়েকবার মায়ের সাথে কথা হয় তার। কিন্তু আজ একবারও কথা হয়নি। দুপুর থেকেই ছেলে লাপাত্তা। লাঞ্চের সময় কল করেছিলেন। শারার রিসিভ করল না। কল কেটে মেসেজ পাঠাল। কী এক জরুরী মিটিং আছে। কল রিসিভ করা যাবে না। কোনো দরকার থাকলে যেন ভয়েজ মেসেজ দেন। লুৎফুন্নেসা মেসেজ দেননি। তেমন কোনো দরকার ছিল না আসলে। ছেলে দুপুরে খেয়েছে কি না সেই খোঁজ নিতে কল করেছিলেন। প্রতিদিন এটাই করেন। ছেলের সাথে কথা বলে এরপর নিজে খেতে বসেন। আজ কথা না বলেই খেতে হয়েছে। এমনটা আগে কখনো হয়নি, তা নয়। এজন্য অত গায়ে মাখাননি। এরপর দ্বিতীয় কল করলেন দুপুর আড়াইটার দিকে। তখনও শারার কল রিসিভ করেনি। এমনকি ফিরতি কলব্যাক করেনি। মেসেজও পাঠায়নি। তখনই মনের মধ্যে কী একটা কামড়ে ধরেছে। কখনো কাজের চাপে বা কোনো কারণে মায়ের সাথে কথা বলা সম্ভব না হলে পরবর্তীতে যখনই একটু ফুসরত মিলে, কল করে শারার। অল্পক্ষণের জন্য হলেও কথা বলে। জানে, তার মায়ের কেবলই কণ্ঠ শোনার পাঁয়তারা। জরুরী কল কিছু না। তাই ‘হ্যালো মা কেমন আছ? আমি আজকে ব্যস্ত আছি একটু। কথা বলতে পারছি না।’ এতটুকু বললেই হয়ে যায়। কিন্তু আজ সে একবারও কল ব্যাক করল না। মনের ভেতরটা কামড়ে উঠলেও অনেক কষ্টে তিনি নিজেকে সামলে রেখেছেন। মনকে প্রবোধ দিয়েছেন, এই তো একটু বাদেই কল আসবে। সেই কল আর আসেনি। বিকেল পাঁচটা নাগাদ অফিস থেকে বের হবার কথা শারারের। যতই কাজ থাকুক, পাঁচটায় অফিস থেকে বের হয়। গাড়িতে বসেই তখন মাকে কল করে সে। তিনিও জেনে যান, আধঘন্টার মধ্যে ছেলে ফিরছে।
আজ বিকেলে কল করল না শারার। বাসায়ও ফেরেনি। তখন থেকেই মনের ভেতর কু-ডাক দিচ্ছে। স্বামীকে কল করেছিলেন একবার। তিনি রিসিভ করেই বিরক্ত সুরে চিৎকার-চেঁচামেচি করতে শুরু করলেন। ধমক দিয়ে বললেন, অত ছেলে ছেলে করে কী করবা? ফোন রাখ! এরপর তিনি জায়নামাজে বসে পড়েছেন। ধর্মকর্মে মনোযোগ দেবার পর থেকেই নিজের ভেতর এক ধরনের আলৌকিক ক্ষমতা অনুভব করেন। কোনো বিপদ ঘটলে আগেভাগেই টের পেয়ে যান। যেদিন শারারকে কোলে নিয়ে বাড়ি ফিরলেন শফিকুল চৌধুরী, সেদিন ঠিক এরকম অনুভূত হয়েছিল। আরও কয়েকদিন অনুভব করেছিলেন কিছু একটা ঠিক নেই। আজও কীরকম মিশ্র একটা অনুভূতি হচ্ছে। মন বলছে, কিছু একটা ঠিক নেই। এদিকে ছেলে আর স্বামী কারওই কোনো খবর পাচ্ছেন না। শারার কল রিসিভ করছে না। ওর বাবা একবার শুধু বললেন, ছেলে তার সাথেই আছে। কী একটা কাজে আটকা পড়েছে। তবু মনকে শান্ত করতে পারছেন না। শরীর ঘেমেনেয়ে একাকার হচ্ছে। টেনশনে মাথা কাজ করছে না। এমতাবস্থায় আল্লাহর দরবারে হাত তোলা ছাড়া আর উপায় খুঁজে পাননি।
হঠাৎ দরজার কাছে একটা মেয়েলি কণ্ঠ শুনলেন। বাড়ির নতুন গৃহকর্মী, শিমু। এই বাড়ির সব গৃহকর্মীদের বলা হয়েছে, ভুমিকম্প হোক আর আগুন লাগুক যেটাই হোক না কেন, তিনি নামাজে দাঁড়ালে যেন কোনোরকম ডাকাডাকি বা বিরক্ত না করে। দরকার পড়লে অপেক্ষা করবে। তবু নামাজে ব্যাঘাত ঘটানো চলবে না। এই মেয়েটা অল্প কিছুদিন হয় এসেছে। এখনো বাড়ির নিয়মকানুন রপ্ত করে উঠতে পারেনি ঠিকঠাক। প্রায়ই কাজেকর্মে ভুল হচ্ছে। লুৎফুন্নেসা শুধরে দিচ্ছেন। কখনোবা অভিজ্ঞ গৃহকর্মীকে নির্দেশ দিচ্ছেন যেন ওকে সবকিছু শিখিয়ে-পড়িয়ে নেয়। আর নামাজে বিঘ্ন না ঘটানোর কথা বিশেষভাবে উল্লেখ করেছে তিনি নিজেই। তবু এই মেয়ে দরজার কাছে এসে ডাকাডাকি করছে। প্রচণ্ড রাগ হলো তার। কোনোরকমে মোনাজাত শেষ করলেন। তবে জায়নামাজ ছেড়ে উঠলেন না। চড়া সুরে মেয়েটাকে কঠিন ধমক দিতে গিয়েও কী ভেবে নিজেকে সামলে নিলেন। মেজাজ খারাপ হবারই কথা। তবু সংসারের কোনোকিছুতেই মন বসানো সম্ভব না। শান্ত সুরে বললেন,
– কী হয়েছে? কিছু বলবি?
ওপাশ থেকে মেয়েটা মিনমিন করে বলল,
– খালাম্মা, ভাইজান আইছে বাসায়।
লুৎফুন্নেসার মন খুশিতে নেচে উঠল। দুই রাকআত শোকরানা নামাজ পড়ার উদ্দেশ্যে উঠে দাঁড়ালেন তিনি। তবে এই খুশি প্রকাশ করলেন না। গম্ভীর সুরে বললেন,
– ভাইজান আসছে তো আমাকে ডাকতেছিস কেন? দেখতেছিস না নামাজ পড়তেছি! দুয়ারিকে বল টেবিলে খাবার রেডি করতে। তার আগে যেন গিজারটা ছেড়ে দেয়। তোর ভাইজান গোসল করবে।
শিমু সরে গেল না। বলল,
– আপনারে বুলায়। ভাইজান বউ নিয়া আইছে। আপনারে দেহাইতে ডাকবার লাগছে।
লুৎফুন্নেসার মাথায় চট করে কথাটা ঢুকল না। তিনি বললেন,
– গিয়ে বল আমি নামাজ শেষ করে আসতেছি। তোর খালু ফিরে নাই?
– হ ফিরছে। ডরাইং রুমে ভাইজান, নতুন ভাবি, খালু হগলতে আছে। আপনারে বুলাইছে ওহানে।
– নতুন ভাবি আবার কে?
– ভাইজানের লগে একডা মাইয়া আইছে। বউয়ের লাহান শাড়ি পরা।
শোকরানা নামাজের নিয়ত মাত্রই মুখে চলে এসেছিল লুৎফুন্নেসার। শিমুর কথা শুনে মনোযোগ ছুটে গেল। তিনি হতভম্ব সুরে বললেন,
– কী বললি?
– ভাইজান বিয়া কইরা আনছে গো, খালাম্মা। খালু আপনারে বউ দেখতে বুলাইছে।
লুৎফুন্নেসা হতবুদ্ধি ভঙ্গিতে কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন। তখনও জায়নামাজে বসে আছেন। শিমু খানিক ইতস্তত ভঙ্গিতে আবার বলল,
– খালাম্মা, আপনেরে ত বুলাইছে খালু। জলদি যাইবার কইছে।
যতই জলদি হোক, তাড়া থাকুক, লুৎফুন্নেসার মধ্যে সেরকম প্রতিক্রিয়া দেখা গেল না। তিনি ধীরেসুস্থে নামাজে মন দিলেন। নিয়ত করে দুই রাকআত শোকরানা নামাজ আদায় করলেন। ছেলে ফিরেছে, ছেলের বাবাও সহিসালামতে চলে এসেছেন বাসায়। এতটুকুই যথেষ্ট। বাকিটা এখন না ভাবলেও চলবে। মূলত শিমুর কথাকে তিনি খুব একটা গুরুত্ব দেননি। এই মেয়ে খুব বেশিদিন হয়নি এসেছে। এখনো ঢাকা শহরের হালচাল বুঝে উঠতে পারেনি। ফটর-ফটর কথা বলতেই থাকে আপনমনে। এই বাড়ির হালহকিতও এখনো ধরতে পারেনি।
ওকে আনা হয়েছে লুৎফুন্নেসার বাপের বাড়ি থেকে। তার বাপের বাড়ির গ্রামে এই মেয়ের বাড়ি। গরীব এক কৃষকের সন্তান। ঐ পরিবারে অনেকগুলো মুখ। সেই তুলনায় রুজি-রোজগার নেই বললেই চলে। শিমুর মা লুৎফুন্নেসার বাপের বাড়িতে কাজকর্ম করে। কাজ বলতে মূলত বৃদ্ধা মাকে দেখেশুনে রাখা। বার্ধক্যের কারণে তিনি খুব একটা হাঁটাচলা করতে পারেন না। আবার গ্রাম ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকবেনও না। অনেক বছর ঢাকায় ছিলেন, ছেলের বাসায়। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তার মন শহুরে বন্দিখানায় হাঁপিয়ে উঠছে, এই বাহানায় গত তিন বছর ধরে গ্রামে থাকছেন। রান্নাবান্না আর ঘরের কাজকর্ম করার জন্য লোক আছে। শিমুর মা দিনের বেলায় তার সাথেই থাকে সর্বক্ষণ। তাকে নিয়ে হাঁটতে বের হয়। ফাই-ফরমায়েশ খাটে। রাতে নিজ বাড়িতে ফিরলেও তার ছোট মেয়ে শিখাকে পাঠিয়ে দেন, বৃদ্ধার কাছে। মেঝেয় পাটি বিছিয়ে ঘুমোয় সে। তবে ধানের সময়ে শিমুর মাকে খুব কাজে লাগে। হেমন্তে ধান কাঁটার মৌসুম চলে। বিশাল পরিমাণ ধান ভানার কাজ অনেকাংশে সে করে। বিশ্বস্ত মানুষ, দায়িত্ব নিয়ে ধানের সমস্ত ঝুটঝামেলা সামাল দেয়। শিমুকে লুৎফুন্নেসার মা পাঠিয়েছেন। গরীব ঘরের সন্তান খেয়েপরে যদি কোনো বাসায় থাকতে পারে, মুশকিল অনেকটাই আসান হয়ে যাবে। অভাবটা অন্তত একটু হলেও ঘুচবে।
লুৎফুন্নেসা শুরুতে শিমুকে রাখতে চাননি বাসায়। প্রথমত, কাজের লোক এই মুহূর্তে তার দরকার নেই। এত বড় বাড়িতে মাত্র তিনজন মানুষ থাকেন তারা। স্বামী-স্ত্রী আর ছেলে। সমস্ত কাজকর্ম করার জন্য তিনজন ছুটা বুয়া আছে। তারা ঘড়ি ধরে নির্দিষ্ট সময়মতো সব কাজ সেরে ফেলে। আর একটা কিশোর ছেলে রাখা হয়েছে, শফিকুল সাহেবের ফুট-ফরমাশ খাটতে। কাজের মানুষ তো আর দরকার নেই। দ্বিতীয়ত, শিমুর বয়স প্রায় ষোল-সতের হবে। গ্রামের ডাঙ্গর মেয়ের শরীর এমনিতেই বাড়ন্ত থাকে। এই বয়সে মেয়েদের মনও ঘরে বসে না। এদিক-ওদিক উঁকিঝুঁকি দেবার অভ্যেস থাকে। আশপাশে জোয়ান মর্দ ছেলে দেখলে তার সাথে প্রেম করার পাঁয়তারা করে। তাছাড়া, বাসার ভেতর শারার আছে, ওর বাবা আছে। কখন কোনদিক থেকে অঘটন ঘটে যাবে, কে জানে।
তবু মায়ের অনুরোধ ফেলতে পারেননি। উপরোক্ত দুটি কারণ বাদে শিমুকে নিয়ে তার আপত্তি নেই। আল্লাহর রহমতে স্বামীর সংসারে বিলাসিতার অভাব হয়নি কোনোদিন। শফিকুল চৌধুরীর বংশ খানদানি। এদের পুর্বপুরুষ জমিদার ছিল এককালে। সেই প্রথা আজকের দিকে বিলুপ্ত হলেও সয়সম্পত্তির কমতি নেই। বাবা-দাদার সম্পত্তি ভাইবোনরা মিলে ভাগাভাগি করে নেবার পরও একেকজনের ভাগে যা পড়েছে, তার পরিমাপ করলে আজকালকার দিনে ঢাকা শহরে উচ্চবিত্তদের ধাপে সবার অবস্থান। তার মধ্যে শফিকুল সাহেবের স্থান সবথেকে উপরে। অন্য ভাইবোনদের মতো তিনি কেবল বাপের সম্পত্তি নিয়েই চুপচাপ বসে থাকেননি। বিচক্ষণতা আর দুরদর্শিতাকে কাজে লাগিয়ে ব্যবসায়ে বিনিয়োগ করেছেন। পায়ের নিচের মাটি আরও শক্ত করেছেন। বাপ-দাদার সম্পত্তি যতটুকু পেয়েছিলেন, তা এখন ফুলে-ফেঁপে দ্বিগুণ হয়েছে। যে বাড়িতে লুৎফুন্নেসা স্বামী-সন্তান নিয়ে বসবাস করেন, সেখানের এক কোণে ‘শিমু’ নামের এই মেয়েটা বছরের পর বছর খেয়েপরে দিন কাটালেও গায়ে লাগবে না। এজন্য প্রায় প্রতি মাসেই দেখা যায়, গ্রামের বাড়ি থেকে কোনো না কোনো অভাবী লোকের আগমন ঘটে। হাতে মায়ের চিঠি। সেই চিঠিতে দুর্দশাগ্রস্ত বাহককে যথাসাধ্য সহায়তা করার নির্দেশ থাকে। এইসব সাহায্য বেশিরভাগই আর্থিক। লুৎফুন্নেসা এদেরকে সাহায্য করতে কোনোরকম কার্পন্য করেন না। আল্লাহর প্রতি আনুগত্য বাড়ার সাথে তাল মিলিয়ে দান-খয়রাতের হিসাবও অনেক বড় হয়েছে তার। শফিকুল চৌধুরীরও এই নিয়ে সেরকম মাথাব্যাথা থাকে না। দান-খয়রাতের বেলায় তারও হাত খোলা।
তাই বলে আস্ত একটা জলজ্যান্ত মেয়েকে কীভাবে তার মা পাঠালেন, লুৎফুন্নেসার বোধগম্য হয়নি। আপাতত মাকে কিছু বলেননি। কদিন থাকুক মেয়েটা। তারপর পরিচিত কারও বাসায় দিয়ে দেবেন। নয়তো বড়সড় একটা অঙ্কের টাকাসমেত শিমুকে গ্রামের বাড়িতে রেখে আসবেন। এত-এত মানুষের সাহায্য করেন তিনি। শিমুর বাবাকেও নাহয় পাকাপোক্ত কোনো রুজির ব্যাবস্থা করে দেয়া যাবে।
শোকরানা নামাজ শেষ করতে যতক্ষণ লাগল, শিমু ঠায় দাঁড়িয়ে রইল। যেন তাকে স্পষ্ট করে বলা হয়েছে, কোনো অবস্থাতেই লুৎফুন্নেসাকে একা ফেলে এক পাও না নড়ে। নামাজ পড়তে যতক্ষণ লাগে, লাগুক। শুধু আজ না, প্রায়দিনই এই কাজটা সে করে। কোনো না কোনো অজুহাতে দরজার চৌকাঠে দাঁড়িয়ে থাকে। এই সময়টায় লুৎফুন্নেসা বিরক্ত হন। নামাজ পড়তে বসে মন সরে যায় অন্যদিকে। ঘাড়ের কাছটা শিরশির করে যে অদৃশ্য কেউ একদৃষ্টিতে তাকিয়ে আছে। কুরআন তিলাওয়াতের সময়ও একই ঘটনার পুনরাবৃত্তি। শিমুকে বারকয়েক মানাও করেছেন। কিন্তু এই মেয়ে সহজে কথা কানে ঢোকানোর পাত্র নয়। নিষেধ করার পরও বারবার এই কাজ করবে সে।
মোনাজাত ফেরানোর পর লুৎফুন্নেসার কপালে ভাঁজ পড়ল। তিনি বিরক্তির সুরে বললেন,
– এখানে হ্যাবলার মতো দাঁড়িয়ে আছিস কেন? কতবার না বলছি আমি যখন নামাজের ঘরে থাকব, তুই এভাবে দাঁড়িয়ে থাকবি না। সমস্যা কী তোর?
শিমু ভ্যাবাচ্যাকা খেয়ে মিনমিন সুরে বলল,
– আপনারে খালু ডাকে, হেল্লাই আইছি বুলাইতে।
– এই কথা তো শুনেছি! তোর খালুকে গিয়ে বল, আমি আসছি।
– আপনারে অহনই যাইবার কইছে। আরজেন।
(চলবে)