Secret Lover Part-04

0
1088

Story – Secret Lover

Writer – Tafsirah Islam

Part – 4

তিথির ফোনে ম্যাসেজ আসলো..
ম্যাসেজ পড়ে তো তিথি শক..?
**এতো অধৈর্য হলে হবে… সময় হলে ঠিকই সামনে আসবো… **???
ম্যাসেজ পড়েই তিথি এদিক ওদিক খুজতে থাকে কিন্তু এবারও কাউকেই পায়নি..
তিথি : আমার সব খবর জানে কেমনে ??
আবারও ম্যাসেজ আসলো ..
।।
**‌এতো ভেবোনা সুইটি…আর কিছু দিন অপেক্ষা করো**
এখন গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নাও ওকে??**

তিথি : ?? এটাও জানে..
ক্যামেরা নাই তো…
তিথি ক্যামেরা খুজতে থাকে..
এমন সময় আবার ম্যাসেজ আসে…
।।
** এতো খুজে লাভ নেই গো..ক্যামেরাই তো নেই খুজে পাওয়া তো পরে.. **
** এখন লক্ষ্মী সোনার মতো বাসায় যাও আর খেয়ে দেয়ে রেস্ট নাও**
love you??**

তিথি : ?
ভাগ তিথি এখানে আর দাড়ানো যাবে না..
তিথি বাসায় এসেই ফ্রেশ হয়ে খেয়ে নিলো..

বিছানায় শুতেই চোখ লেগে যায়…
।।
।।
বিকেলে…
।।
তিথি বারান্দায় দাঁড়িয়ে গান গাচ্ছে…
গান শেষ হতেই একটা unknown number থেকে ফোন আসে..
তিথি ফোন রিসিভ করে হ্যালো হ্যালো করতেই থাকে কিন্তু ওপাশ থেকে কোনো কথা নেই..
এবার তিথি বেশ বিরক্ত হয়ে বললো..
আজব কথা না বললে ফোন দেন কেন..
?
বলেই ফোন কেটে দিলো..
।।
একটু পরে সেই নাম্বার থেকেই ম্যাসেজ আসলো..
** sweetheart রাগলে তোমায় এতো কিউট লাগে কেনো..
ইচ্ছে করে ছুটে তোমার কাছে চলে আসি**
।।
তিথি : তার মানে একটু আগে এই লোকটাই ফোন দিয়েছিল…

উফফ..কবে যে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো
রাতে…
।।
তিথি : আম্মু ভাবছি পড়াশোনার পাশাপাশি একটা জব করবো

তিথির মা : তোর জব করার কি দরকার.. আমাদের তো যথেষ্ট আছে..
তিথি : না আম্মু তাও আমি করবো..
প্লিজ প্লিজ প্লিজ…

তিথির মা : ঠিক আছে তোর যা ইচ্ছা .. তোকে তো কখনো কিছুর জন্য না করিনি..

তিথি : thank you ammu..love you?
চলবে…..