Secret Lover Part-05

0
1002

Story – Secret Lover

Writer – Tafsirah Islam

Part – 5

তিথির মা : ঠিক আছে তোর যা ইচ্ছা .. তোকে তো কখনো কিছুর জন্য না করিনি..

তিথি : thank you ammu..love you?

সকালে তিথি পত্রিকায় বেশ কিছু চাকরির বিজ্ঞাপন দেখলো

কয়েকটা মার্ক করে রাখল ..
আজ ভার্সিটি বন্ধ তাই তিথি ভাবলো আজই ইন্টারভিউ দিতে যাবে..

তিথি ঠিক করলো প্রথমে Chowdhury group of industries এ যাবে ইন্টারভিউ দিতে..

তিথি রেডি হয়ে বেরিয়ে পড়লো.

এদিকে রুহান এর আজ কাজের চাপটা একটু বেশি তাই আজ তিথির কোনো খোঁজ নেয়া হয়নি…
..
..
তিথি এসেই আগে রিসেপশনে যায়…

তিথি : excuse me…
রিসেপশনিস্ট : yes Ma’am how can i help you?
তিথি : আমি ইন্টারভিউ এর জন্য এসেছি..
রিসেপশনিস্ট : জি আপনি একটু ওয়েট করুন স্যার মিটিং এ আছে
মিটিং শেষ হলে আপনাকে ডাকা হবে
তিথি : Thank you

তিথি বসে বসে অপেক্ষা করছে..
..
..
রুহান ভাবছে কাজ শেষ করেই আগে তিথির খবর নেবে..
কাজের জন্য আজ একবারও পাগলিটার খবর নেয়া হয়নি..

ম্যানেজার : স্যার ইন্টারভিউ এর সময় হয়ে গেছে
রুহান : ওকে চলো
..
..
এদিকে তিথি অপেক্ষা করে বিরক্ত হয়ে গেছে..
তিথি : উফফ এরা বিজনেস ম্যান হয় কিভাবে ?সময়ের কোনো মূল্যই নেই..

তখনই একজন মেয়ে এসে বলে গেল ইন্টারভিউ শুরু হয়ে গেছে আর তিথিকে কিছুক্ষনের মধ্যেই ডাকা হবে..
..
..
রুহান ইন্টারভিউ নিচ্ছে ঠিকই কিন্তু তার মন তিথির দিকে…

কখন শেষ হবে আর তার পাগলিটাকে দেখবে..

রুহান : আপনি ইন্টারভিউ নিয়ে নিন আমার একটা কাজ আছে.. ( ম্যানেজারকে)

ম্যানেজার : জি স্যার..

রুহান চলে গেল
..
..
তিথির সিরিয়াল এসে গেছে..
তিথি দরজা নক করে..
তিথি : may i come in sir?

ম্যানেজার : yes come in.. বসুন..

ইন্টারভিউ শেষে…

ম্যানেজার : আপনি ওয়েটিং রুমে গিয়ে বসুন..
..
ম্যানেজার আর বাকিরা তিথির ইন্টারভিউ নিয়ে ঠিক করলো তিথিকে বসের পিএ পোস্টে দেয়া হবে..

তিথিকে একটু পরেই ডাকা হলো

ম্যানেজার : মিস.তিথি এইযে আপনার জয়েনিং লেটার..
আর এই পেপারস গুলতে সাইন করে দিন..
তিথি : কিসের পেপার
ম্যানেজার : মি. তিথি এখানে কিছু conditions আছে
আপনি 3 বছরের আগে কোনো কারণ ছাড়া এই চাকরি ছাড়তে পারবেন না..
চাকরি ছাড়তে হলে আপনাকে company কে জরিমানা দিতে হবে
তিথি : ও আচ্ছা দিন
(এতো ভালো একটা জব কে ছাড়বে ?আমি তো জীবনেও না?)

ম্যানেজার : আপনি কাল থেকেই জয়েন করবেন …
আর আপনি যেহেতু এখন থেকে স্যার এর পিএ তাই আপনাকে স্যার এর আগে অফিস এ থাকতে হবে..
আর স্যার লেট করা একদম পছন্দ করেন না
তিথি : কি??
ম্যানেজার : জি আপনাকে স্যার এর পিএ হিসেবে সিলেক্ট করা হয়েছে..

তিথি পেপারস গুলোতে সাইন করে দেয়..

ম্যানেজার : মিস. তিথি আপনাকে কাল থেকেই জয়েন করতে হবে..

তিথি : জি.. ধন্যবাদ..
তিথি প্রয়োজনীয় সব ইনফরমেশন নিয়ে চলে আসে…

তিথি বাসায় গিয়েই ওর আম্মুকে সব জানায়..
তিথির মা ও খুব খুশি হয়েছেন..
।।
।।
চলবে….