Arrange Marriage part-03+04

0
913

Ayesha
#ArrangeMarriage

পর্ব-3+4

ফাহাদ: রিভেঞ্জ নিচ্ছ?
আমি: তখন কথা বলেন নি কেন?
ফাহাদ: কথা বললে তোমার এত অভিযোগ গুলো কি করে জানতাম?

তারমানে সে সব শুনেছে

আমি: চুপ করে আছি
ফাহাদ: কি হলো? কিছু বলছ না যে?
আমি: আমি এখনও বিয়ের জন্য প্রস্তুত না।।
ফাহাদ: বিয়ের জন্য কেউ প্রিপিয়ার থাকেনা করে নিতে হয়
আমি: তারমানে আপনি রাজি?
ফাহাদ: বোকা মেয়ে
আমি: কি?
ফাহাদ: এখনও বুঝনি?
আমি: কনফিউজড ছিলাম এখন বুঝে গিয়েছি
ফাহাদ: আচ্ছা? তো কি বুঝলে বাবু?
আমি: বাবু মানে?
ফাহাদ: তোমার তো নিজেকে বাচ্চা মনে হয় 18বছর হয় নি বলে খুব আফসোস।।
আমি: আমি?
ফাহাদ: ঐযে আন্টির কাছে বলছিলে 18বছর হয় নি 28বছরের বুড়ার সাথে বিয়ের কথা বলছে।।

আমি: ভুল কিছু তো বলিনি
ফাহাদ: আমার কিন্ত 28 না।
আমি: আরো বেশি?
ফাহাদ: কেনো আরো বেশি হলে খুশি হতে?
আমি:😒😒
ফাহাদ: সমস্যা নেই তোমাকে এখানেই আসতে হতো, কপাল ভালো অল্প বয়সি জামাই পাবে হেসে হেসে কথা গুলো বললেন।
আমি: অল্প বয়সি না ছাই
ফাহাদ: কিছু বললে?
আমি: বাবা ডাকছে, রাখছি
ফাহাদ: সত্যি?
আমি: হুম
ফাহাদ: লয়ারাই শুধু লায়ার হয় না অল্প বয়সী মেয়ে গুলো ও চরম মাপের লয়ার।।
(সব কথাই তাহলে শুনেছে)
আমি: আমি মুটেও মিথ্যা বলিনি।
ফাহাদ: আমি বলছি?
আমি: (আমি আর কিছু বললাম না) ফোন কেটে দিলাম।।

মাগরিবের নামাজ পড়তে পারিনি তাই এশার নামাজের সাথে কাজা পরে নিলাম।।।

নামাজ পড়ে, ফোন টা মায়ের কাছে ফেরত দেয়ার জন্য মায়ের রুমে গেলাম, বাবা গণিতের শিক্ষক তাই সারাক্ষণ গণিত সমাধান করা নিয়েই পরে থাকেন।।

আমি ফোন চার্জে রেখে চলে আসছিলাম বাবা বললেন আয়েশা, আমি পিছন ফিরে তাকালাম, বাবা বললেন আমার পাশে এসে বসো কথা আছে।।
আমার দেখা সব গণিতের শিক্ষক গুলোই রাগী রকম দেখতে, আমার বাবা ও ব্যতিক্রমী নোন।।

মা ছোট থেকেই শিখেছেন সবাইকে আপনি বলতে আমি মা ছাড়া সবাইকেই আপনি ডাকি, বাবা কেও।।

আমি বাবার পাশে বসলাম,

বাবা: তুমি তো সবটাই জানো নতুন করে কিছু বলার নেই, আমাদের পরিবার খুব সম্মানিত একটা পরিবার।। এলাকার সবার কাছেই আমাদের একটা আলাদা দাম আছে।। আর আসে পাশে কি হচ্ছে তো নিজের চোখেই দেখতে পাচ্ছো।।
আমি: কিন্ত বাবা।।
বাবা: লেট মী ফিনিশড।।
আমি মাথা নাড়ালাম ।
বাবা আবার বলতে শুরু করলেন,, আমি চাইনা আমার বাড়ির মেয়ের নামে বাজে কোনো কথা বের হোক, আমি জানি তুমি বলবে তুমি এমন কিছু করবে না কিন্ত কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না তাই আমি ফাহাদের সাথে তোমার বিয়ের কথা বলেছি ছেলেটা অনেক ভালো আইনী পড়াশুনা করেছে, দেখতে শুনতে কম না, ছোট পরিবার ওদের ওর 2কাকা আমেরিকা থাকে ওর আর এক ফুফি ঢাকায় থাকে আর ওরা ময়মনসিংহ আছে, নিজের বাসা, ওর বাবা ব্যাংকার ছিল রিট্রার্ড হয়েছেন 5বছর হবে।।
তোমাকে ওদের সাথেই মানিয়ে নিতে হবে, আর শুনো ওরা সামনে মাসে এসে আকন্দ পরিয়ে যাবে তারপর তোমার লেখা পড়া শেষ হলে তুলে নিবে।।

আমি: আমি বাবার কথা গুলো মাথা নিচু করে শুনছি, কি বলবো বুঝতে পারছি না, ভেবেছিলাম বাবাকে বুঝিয়ে বলব কিন্ত আমি বুঝানোর আগেই বাবা আমাকে বুঝিয়ে দিলেন।।

বাবা: যাও পড়তে বস, অক্টোবর মাস প্রায় শেষ 5মাস আছে পরীক্ষার ভালো করে লেখা পড়া কর।।

আমি উঠে নিজের রুমে চলে আসলাম।। আমার কোরবানি এইবার হবেই, বাবা যখন বলে দিয়েছেন আর কেউ না করবার নেই।।

আগেই ভেবেছিলাম এটাই শেষ দেখা ঠিক ছিল, আমার মন কখনো ভুল বলেনা অনেক বার এমন হয়েছে মনে মনে যা ভাবছি সেটা অনেক খারাপ কিছু কিন্ত শেষ পর্যন্ত সেটাই হলো।।

আমি খাদিজাকে ডেকে বললাম আমার খাবার টা রুমে নিয়ে আসতে, আমি পড়তে বসলাম 9টা বেজে গেছে অনেকখানি সময় নষ্ট হয়ে গেছে আমি 1ঘণ্টা পড়ার পরে খাদিজা টিভি দেখা শেষ করে আমার খাবার টেবিলে রেখে, ও আম্মুর ফোন নিয়ে শুয়ে পরে, ফেসবুকিং করছে আমার আইডিতেই ও ঢুকে।। আমি খেয়ে আবার পড়তে বসলাম 11.23 বাজে খাদিজা ফোন চাপতে চাপতে ঘুমিয়ে গিয়েছে, নোটিফিকেশনের সাউন্ডে আমি ফোনটা হাতে নিয়ে দেখি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আমি পাত্তা না দিয়ে আবার পরায় মন বসালাম।।

11.45 বাজে আর পড়ার ইচ্ছা নেই, আমি ফোনটা নিয়ে লাইট অফ, ফ্যান অন করে শুয়ে পরলাম, যেহেতু এখনও শীত পড়েনি গরম আছে।। ফোনটা আবার বেজে উঠলো।
আমি ভাবছি এত রাতে কে?ফোন টা মাকে দিয়ে আসবো না আমি রিসিভ করবো ভাবছি,

আমি:যাই হোক রিসিভ করে হ্যালো বললাম
ওপাশ থেকে: সালাম দিতে হয় জানো না
আমি খুব ভালো করেই বুঝেছি কে ফোন করেছে।।
আমি: জি আসসালামু ওয়ালাইকুম
ফাহাদ: ওলাইকুম আসসালাম, কেমন আছো?
আমি: জী ভালো আপনি?
ফাহাদ: ভালো নেই
আমি: কেনো?
ফাহাদ: এইসব তুমি বুঝবে না বড় হও।।

#Ayesha
#ArrangeMarriage

পর্ব 4

ফাহাদ: এইসব তুমি বুঝবে না বড় হও
আমি: ঠিক আছে রাখছি কাল কলেজ আছে
ফাহাদ: কখন?
আমি:9টা থেকে 12টা
ফাহাদ: প্রাইভেট পড় না?
আমি: পড়ি
ফাহাদ: কখন?
আমি: 7.30 থেকে 8.30 পর্যন্ত ইকোনোমিক্স 2টা থেকে 3 টা ইংলিশ।। আর রাতে এক ভাইয়া এসে আইসিটি পড়ায় ।।
ফাহাদ: এইবার ঠিক আছে একবারে বলে দিয়েছ।। বার বার জিজ্ঞেস করা লাগেনি।।
আমি: ঠিক আছে রাখছি তাহলে।।

ফাহাদ: আমার কিন্ত ম্যাথে ভালো ছিলাম।। তোমাকে আইসিটি আমি দেখিয়ে দিতে পারতাম যদি তোমার কাছা কাছি থাকতাম।।
আমি: হুমম
ফাহাদ: তারপর? সকালে প্রাইভেট শেষ করে কি করবে?
আমি: 8.40 এ কলেজ বাস আসে বাসে করে কলেজ যাবো
ফাহাদ: এখনও কিসের কলেজ?
আমি: ফর্ম ফিলাপ করা লাগবে
ফাহাদ: ও আচ্ছা তারপর কি করবে?
আমি: কাজ শেষ করে কলেজে খেলা হবে ঐগোলাই দেখব
ফাহাদ: কোন কলেজে জানি পড়?
আমি: নেত্রকোনা সরকারি কলেজ।
ফাহাদ: মহিলা?
আমি: না এটা সাতপাই, নেত্রকোনার আমাদের কলেজ টপ রাঙ্ক করে

ফাহাদ: খেলা দেখা খুব দরকার?
আমি: না তবে বাস ত কলেজ শেষ হলেই ছাড়বে তাই 12টা পর্যন্ত অপেক্ষা করবো।
ফাহাদ: অটো করে যাও বাসে যাওয়া লাগবে এমন তো কোনো কথা নেই।।
আমি: না আমি বাসেই ঠিক আছি।।
ফাহাদ: তোমার যেটা ভালো মনে হয়।।
আমি: হুমম রাখছি।। আল্লাহ হাফেজ
ফাহাদ: আল্লাহ হাফেজ

আমি ভাবছি এই ছেলে জীবনে উন্নতি করবে কি সুন্দর কায়দা করে সব জেনে নিল।। আর আমি গাঁধী শুধু বলেই গেলাম ইস যদি তখন এইগুলো ভাবতাম তাহলে কখনো বলতাম না আগে তার গুলো শুনতাম পরে আমার গুলো বলতাম।। আসলেই গাঁধী আমি।।

আমি ঘুমিয়ে গেলাম।। সকালে 7 টায় উঠে রেডি হয়ে প্রাইভেট পড়ে কলেজ গেলাম কলেজের কাজ শেষ করে ফর্ম জমা দিয়ে, বড় মাঠে গেলাম এখানে অনেকেই আছে।। আমাকে দেখেই সাথী হাই দিল আমি ওর কাছে যাওয়ার রাস্তায় একজনের সাথে জোরে একটা ধাক্কা খেলাম, এত জোরেই ধাক্কাটা খেলাম আমার মনে হচ্ছে আমার ডান হাত টা বেঁকে পিছনে চলে গিয়েছে,

ওই ছেলে সরি সরি বলে চলে যাচ্ছিলো হটাৎ আবার পিছন ঘুরে আসলো,, আমি আমার হাত নিয়ে ব্যাস্ত,

ওই ছেলে: আসলে আমি তাড়াহুড়া করে যাচ্ছিলাম দেখতে পাইনি I am extremely sorry
আমি কিছু না বলে চলে যাচ্ছি,

ওই ছেলে পিছন থেকে আবার বললো ও হ্যালো, আমি দাড়ালাম।। আমার সামনে এসে বললো

ছেলে: ব্যাথা করছে?
আমি চুপ আছি
ছেলে: তুমি চাইলে আমি ডক্টরের কাছে নিয়ে যেতে পারি
আমি: নো থ্যাংকস।।

এইবার সাথী, অর্ণী আমার পাশে এসে দাড়ালো, ছেলেটা ওদের দেখে ফোন কানে নিয়ে কথা বলতে বলতে চলে গেল

সাথী: কি হয়েছে?
আমার ব্যাথা ততক্ষনে কমে গিয়েছে, আমি বললাম না কিছু না, ওই ছেলের সাথে ধাক্কা খেয়েছি হাতে খুব জোরেই লাগছিল

অর্নি: এখন ঠিক আছিস?
আমি: হ্যাঁ চল, খেলা দেখি।।

12টা বাজে কলেজ ছুটি আমি বাসে বসে আছি, পাশে 1স্ট ইয়ারের একটা মেয়ে, তার বয় ফ্রেন্ডের সাথে কথা বলছে।

মেয়ে: বাবু তুমি ছোট বাজার থাকো আমি আসছি।।
ওপাশ থেকে কিছু শুনা যাচ্ছেনা ওর কথা গুলোই শুনছি।।
মেয়ে:এইতো বাস ছাড়ছে।।
মেয়ে: সাথে একটা আপু বসেছে
মেয়ে: তুমি চিন্তা কর না আমি সাবধানেই আসবো
মেয়ে: ঠিক আছে রাখছি লাভ ইউ।।

আমি: বয়ফ্রেন্ড?
মেয়ে: হ্যাঁ

আমি মনে মনে ভাবছি কি করলাম জীবনে আমার জনিয়রা প্রেম করে আমি তাদের কথা শুনি।। একটা প্রেম করতে পারলাম না তার আগেই মা বাপে বিদায় করছে চাচ্ছে।। কপাল কপাল।।

আমি বাসায় গেলাম ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে খেয়ে আবার বেরিয়ে পরলাম ইংলিশ প্রাইভেটে র জন্য।।

চলবে