💔#Divorce💔
Writer: Tahmina Toma
Part: 25
তনয়ঃ I really love you Jyoti,,, Will you marry me,,,,,??
জ্যোতিঃ এসব কী বলছেন আপনি,,,,?? মাথা খারাপ হয়ে গেছে আপনার,,,,,??
তনয়ঃ দেখো জ্যোতি আমি মানছি হুট করে এসব বলায় তুমি হয়তো অবাক হয়েছো,,,, কিন্তু আমি জানি তুমিও আমাকে ভালোবাসো,,,,
জ্যোতিঃ পাগল হয়ে গেছেন আপনি,,,,, আমি কখনো আপনাকে বলেছি,,, আমি আপনাকে ভালোবাসি,,,,, কেউ একটু হেঁসে কথা বললো,,, আর আপনি ধরে নিবেন সে আপনাকে ভালোবাসে,,,??
তনয়ঃ তুমি যতটা সময় আমার সাথে থাকো আমার মতো তুমিও হাসিখুশি থাকো,,, ভালো থাকো তাহলে সেটা কী,,,??
জ্যোতিঃ আমি হাসিখুশি থাকি কারণ আমি আপনাকে আমার একজন ভালো বন্ধু মনে করি,,,
তনয়ঃ ওকে,,, ঠিক আছে,,, এখন ভালোবাসো না,,, পরে বাসবে তাহলেই হবে,,,
জ্যোতিঃ সেটাও সম্ভব নয়,,,,
তনয়ঃ কেন আমি দেখতে বাজে,,,, আমার টাকা পয়সা কম আছে,,,, নাকি আমার কোন খারাপ দিক আছে,,, সেটা তোমার পছন্দ নয়,,,??
জ্যোতিঃ এসবের মধ্যে কোনটাই নয়,,
তনয়ঃ তাহলে কী প্রবলেম বলো,,,,??
জ্যোতিঃ আমি অন্য একজনকে ভালোবাসি,,,, যার জন্য বিয়ে ভেঙেছি,,, এমন কী বাড়ি থেকেও বের হয়ে এসেছিলাম,,,,??
তনয়ঃ( মনে হচ্ছে হার্টটা কেউ বের করে নিয়েছে বুক থেকে,,,,, ফ্লোরে বসে পড়লাম,,, মন ভাঙার কষ্ট বুঝি একেই বলে,,,, অবাক হয়ে তাকিয়ে আছি জ্যোতির দিকে,,,, এত কাছাকাছি থেকেও বুঝতে পারিনি ওর মনে অন্যকেউ বাস করছে,,,, ওর চোখ অন্যকাউকে নিয়ে স্বপ্ন দেখছে,,,,, কী বললো এখন,,?? কী বলা উচিত আমার,,,,?? ভালোবাসায় এত কষ্ট থাকে জানা ছিলো না,,,,, আরো কিছু হারানোর কী বাকি আছে জীবনে,,,?? এ কেমন জীবন আমার,,,?? যাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই সেই ফাঁকি দিয়ে চলে যায়,,, বাবা-মার পর দাদুকে আঁকড়ে বাঁচতে শিখেছিলাম সেও ফাঁকি দিয়ে চলে গেলো,,,, এখন জ্যোতিকে চাইলাম সেও,,,,)
জ্যোতিঃ আমাকে মাফ করে দেবেন,,, আমি কল্পনাও করিনি আপনি আমাকে নিয়ে এমন ভাবেন,,,?? বুঝতে পারলে হয়তো আজ এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না,,,,। আসছি,,,
তনয়ঃ ভাগ্যবান ব্যক্তিটির নামটা কী জানতে পারি,,,??
জ্যোতিঃ সরি,,,,,,
তনয়ঃ ঠিক আছে,,,, বলতে হবে না,,,, তবে আমার মতো ভুল তুমিও করো না,,, যাকে ভালোবাসো তার মনে অন্যকারো রাজত্ব কিনা জেনে নিও,,,, নাহলে পরে দেখবে তোমাকেও না আমার মতো খালি হাতেই ফিরতে হয়,,৷
জ্যোতিঃ( তার মনে যে অনেক আগে থেকেই অন্যকারো রাজত্ব চলছে,,,। হয়তো আমাকেও আপনার মতো খালি হাতেই ফিরতে হবে,,,, তবে এবার যা হবে তার মুখোমুখি হবো,,,, এভাবে লুকিয়ে কষ্ট পাওয়ার চাইতে,,,, প্রকাশ করে শেষ পরিণতির সামনাসামনি হওয়াই ভালো,,,,।
(জ্যোতি বেড়িয়ে গেলো আর তনয় ফ্লোরের দিকে তাকিয়ে আছে,,,,, টপটপ করে পানি গড়িয়ে পড়ছে ফ্লোরে,,,, হারাতে হারাতে ছেলেটা ক্লান্ত,,,)
,,,,,,,
আরিয়ানঃ এটা নিলা না,,,,,?? হুম নিলাই তো,,,, সাথে কে,,,,??অফিস শেষে বাড়ি যাওয়ার জন্য বের হয়ে এসেছি একটু আগে,,,, একটা রেস্টুরেন্টের সামনে নিলা দাঁড়িয়ে আছে একটা ছেলের হাত ধরে,,,, একটা ছবি তোলে নিলাম,,, গাড়ি থেকে নামতে যাবো তার আগেই ছেলেটা আর নিলা গাড়িতে ওঠে যেতে লাগলো,,, আমিও ওদের পিছু নিলাম,,,, নিলাকে বাসার সামনে নামিয়ে দিলো,,,, নিলা ফ্লায়িংকিস দিয়ে বাসার ভেতরে চলে গেলো,,, এসব দেখে যেনো মাথায় আকাশ ভেঙে পড়লো আমার,,, ছেলেটা গাড়ি নিয়ে চলো গেলো,,, আমিও গাড়ি নিয়ে গ্যারেজে রেখে বাসায় আসলাম,,,,
আরিয়ানের মাঃ পানি,,,,পানি,,,,
আরিয়ানঃ(মায়ের রুম থেকে শব্দ পেয়ে মায়ের রুমে গেলাম,,,) মা,,,, কী হয়েছে,,??
মাঃ একটু পানি দে,,,,, বাবা,,,
আরিয়ানঃ(মাকে ধরে পানি খাইয়ে দিলাম,,,,জ্বরে গা পুড়ে যাচ্ছে মায়ের,,, জ্বর কখন হলো,,, আমাকে বলেনি তো,,,) মা তোমার জ্বর এলো কীভাবে,,,?? কখন এলো জ্বর,,,?? আমাকে বলোনি কেন,,??
মাঃ তিন-চার দিন হলো,,, কম ছিলো তাই আর বলিনি,,,, আজ বেড়ে গেছে,,,, বাবা,,,আমি রান্না করতে পারিনি,,, খাবি কী,,,?? বউমাকে বললাম কিছু একটা রান্না করতে,,,, সে বললো তার কাজ আছে,,, সেই দুপুরে বের হয়েছে এখনো ফিরলো না,,,, তুই একটু খোঁজ নে,,,
আরিয়ানঃ তুমি কী খেয়েছো সারাদিন,,??
মাঃ জ্বর তো,,, তাই কিছু খেতে ইচ্ছে করেনি,,,??
আরিয়ানঃ সারাদিন না খেয়ে ছিলে,,,??
মাঃ আরে সে কথা বাদ দে,,, তুই বৌমার খোঁজ নে,,,
আরিয়ানঃ তোমার বৌমা চলে এসেছে,,,
মাঃ ঠিক আছে,,, তুই রুমে যা,,,, ফ্রেস হ গিয়ে,,,
আরিয়ানঃ হুম,,,,(মায়ের রুম থেকে নিজের রুমে চলে এলাম,,,, নিলা ফ্রেস হয়ে টাওয়েল দিয়ে হাতমুখ মুছছে আর গুণগুণ করে গান গাইছে,,, ওর বিহেভ দেখে মাথায় রক্ত ওঠে গেলো,,,)
ঠাসসসসস,,,
আরিয়ানঃ (টান দিয়ে ঘুরিয়ে গালে থাপ্পড় বসিয়ে দিলাম,,,)
নিলাঃ How dare you,,,??(হুংকার দিয়ে,,) তোমার সাহস হয় কীভাবে আমার গায়ে হাত তোলার,,,??
আরিয়ানঃ লজ্জা করে না তোমার,,,?? মায়ের বয়সী একজন অসুস্থ মানুষকে বাসায় রেখে পরপুরুষের হাত ধরে ঘুরে বেড়াতে,,,, সেবা করতে না পারো একটু খাবার আর ঔষধের ব্যবস্থা তো করে দিতে পারতে,,,
নিলাঃ আমি কী তোমার মায়ের চাকর,,(দিগুণ তেজে চিৎকার করে,,,)
আরিয়ানঃ হুস,,,, গলা নামিয়ে কথা বলো,,, লজ্জা করছে না উচু গলায় কথা বলতে,,,, একটু কী লজ্জা করে না,,, বিবাহিত হয়ে অন্যছেলের হাত ধরে ঘুরতে,,, পরপুরুষকে ফ্লায়িং কিস করতে,,,
নিলাঃ না,,, করে না,,,, তোমার করতো আমার সাথে ঘুরতে,,,, তুমিও তো অন্তরার কাছে মিথ্যা বলে আমার সাথে দেখা করতে,,, আমি তো শুধু একটু ঘুরাঘুরি করেছি,,, তুমি ভুলে গেছো আমাদের কিন্তু বিয়ের আগেই সব হয়ে গিয়েছিলো,,,, ভুলে গেছো,,,??
আরিয়ানঃ নিলা,,,,,,,,,, (চিৎকার করে,,)
নিলাঃ হুস,,,, একদম না,,,, সত্যি কথাগুলো একটু তেঁতোই হয় বেবি,,,, আমার না বন্দী জীবন একদম ভালো লাগে না,,,, আগেও এমন করেছি,,,, তাই তো জীবন(নিলার আগের স্বামী) আমাকে ডিভোর্স দিয়েছে,,,। তুমি কী ভেবেছিলে তোমার জন্য আমি জীবনকে ছেড়েছি,,,, আমাকে কী পাগল মনে হয়,,,?? তোমার মতো ফকিন্নির জন্য আমি জীবনকে ছেড়ে আসবো,,,, জীবনের কতো টাকা তুমি জানো,,,,?? কিন্তু ছাগলটার পছন্দ ছিলো না আমার চলাফেরা,,,, ক্লাবে যাওয়া,,,, পার্টি করা,,, ছেলেদের সাথে ঘুরাঘুরি এসব একদম পছন্দ করতো না জীবন,,,, অনেকবার বুঝিয়েছে কিন্তু আমি কী ওর জন্য নিজের পছন্দ অপছন্দ পরিবর্তন করবো,,,,?? তাই ডিভোর্স দিলো কিন্তু টাকা দিয়েছে অনেক,,,, সেগুলো দিয়ে পার্টি,,, মাস্তিতে জীবন কেটে যাবে,,,, কিন্তু বাবা আবার বিয়ের জন্য পাগল করে দিচ্ছিলো,,, তখনই একদিন তোমার সাথে দেখা,,, আমি তো ভুলেই গিয়েছিলাম তোমার সাথে একসময় সম্পর্ক ছিলো আমার,,,, আর কী লাগে আমিও আমার প্লান করে ফেললাম,,,?? কিন্তু মাঝে এলো অন্তরা,,, ওকে কষ্ট দেওয়ার ইচ্ছে আমার ছিলো না,,,, কিন্তু আমার তোমাকে দরকার ছিলো,,, কারণ তোমাকে কন্ট্রোল করার উপায় আমার খুব ভালো করেই জানা,,,, তারওপর অন্তরার প্রতি তোমার দূর্বলতাও ছিলো না,,, তাই আমাকে আর বেশি কিছু করতে হলো না,, যা করার তুমি আর তোমার মা বোন আগেই করেছো আমি শুধু শেষটা করলাম,,,,
আরিয়ানঃ ছিহ্ নিলা ছিহ্,,,,,, এতটা জঘন্য তুমি,,,??
নিলাঃ আমার থেকেও জঘন্য তো তুমি আর তোমার মা বোন,,,, নিজের সন্তানকে খুন করেছো তুমি,,, একটা মেয়ের জীবন নষ্ট করেছো তোমরা,,, আমি তো মেয়েটাকে এই নরক থেকে বের হতে সাহায্য করেছি,,,। নাহলে এতদিনে হয়তো তোমরা মেরেই ফেলতে ওকে,,,, তোমাদের টাকার দরকার ছিলো আর আমার স্বাধীনতার,,,, হিসাব বরাবর,,,
আরিয়ানঃ(ভুলতো কিছু বলেনি নিলা,,,, ওর থেকেও নিকৃষ্ট আমি,,,, নিজের সন্তানের খুনি,,, রুম থেকে বের হয়ে ছাদে চলে এলাম,,, অন্তরার সাথে করা অন্যায়ের শাস্তি এভাবেই ছিলো হয়তো,,,)
মাঃ(পাপের শাস্তি এভাবেই পেতে হয়,,,, যে অন্যায় বৌমার সাথে করেছিলাম তার শাস্তি এ জীবনেই পেতে হবে,,,, সামান্য কাশি হলে কী রেখে কী করবে ব্যস্ত হয়ে পরতো বৌমা,,,, আদা চা,,, তুলসীপাতা কী কী করতো,,,, আজ বিছানায় পড়ে আছি এক গ্লাস পানি দেওয়ার মানুষ পাশে নেই,,,)
নিলাঃ ঔষধ লাগবে মা,,?? ছেলের কাছে নালিশ করেছেন,,?? এই নিন ঔষধের টাকা,,(মুখে টাকা ছোড়ে মেরে,,) আমাকে অন্তরা ভেবে ভুল করেছেন,,, কী ভেবেছেন ছেলের কাছে বিচার দিবেন আর সে আমাকে মারবে,,,?? আপনার ছেলের ক্ষমতা নেই আমাকে কিছু করার,,, যে থাপ্পড়টা দিয়েছে তার জন্য মা ছেলে দুজনকেই ভুগতে হবে,,, কথাটা মনে রাখেন,,
মাঃ আমাদের করা পাপের শাস্তি আমরা পাচ্ছি বৌমা,,, তুমিও মনে রেখো,,, তোমার পাপের শাস্তিও তুমি এই জীবনেই পাবে,,,
নিলাঃ আপনাদের শাস্তি তো আমি দিচ্ছি,,,, আমাকে কে দিবে,,,, আপনার ছেলে,,,,,,হাহাহা
মাঃ তুমি আমাদের শাস্তি দেওয়ার কে,,,?? যা হওয়ার উপরওয়ালার আদেশে হচ্ছে,,,, তোমার শাস্তিও সেই ঠিক করবে,,,??
নিলাঃ হুম,,,, সেই আশায় বসে থাকেন,,,
(তাচ্ছিল্যের হাসি দিয়ে বের হয়ে গেলো নিলা রুম থেকে,,,, আরিয়ানের মা অন্তরার কথা ভেবে একটা দীর্ঘ শ্বাস ছাড়লো,,। আরিয়ান ছাঁদে বসে অন্তরার স্মৃতি হাতড়ে বেড়াচ্ছে আর চোখের পানি ফেলছে,,, মা না খেয়ে আছে সেটা মনে পড়তেই ছাঁদ থেকে নেমে এলো আরিয়ান,,, মায়ের খাবারের ব্যবস্তা করতে হবে,,,)
,,,,,
হৃদয়ঃ অন্তরাকে কী বলেছো মা,,?? ওর আর আমার সামনেই আসেনি,,,, কখন ভার্সিটি থেকে বের হয়েছে খোঁজেও পাইনি,,, ফোনও রিসিভ করছে না,,।
মাঃ,,,,,,,,,,,,..
হৃদয়ঃ কথা বলছো না কেন মা,,,? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি,,,??
মাঃ আমি তাকে কিছুই বলিনি,,, বরং সে নিজেই আমাকে অনেক উপদেশ দিয়ে গিয়েছে,,,
হৃদয়ঃ মানে,,,??
মাঃ তোমার বিয়ের ব্যবস্থা করতে বলেছে,,, যাতে তুমি তাকে ভুলে যাও,,,
হৃদয়ঃ অন্তরা তোমাকে এসব বলেছে,,,??
মাঃ হুম,,,, আরোও বলে গেছে,,,, সে নাকি তুমি কানাডা যাওয়ার আগে তোমার সামনেও আসবে ন,,, বাসা থেকেই বের হবে না,,,,
হৃদয়ঃ তুমি ওকে কী বলেছো,,, যে ও এসব কথা বলেছে,,??
মাঃ আমি কিছু বলিনি,,, একটা মেয়ের জন্য নিজের মাকে অবিশ্বাস করছো তুমি,,,,??
হৃদয়ঃ সরি,,,,(নিজের রুমে চলে এলাম,,, রাগে মাথা খারাপ হয়ে গেছে আমার,,, কী মনে করে আমাকে ?? ওর পিছনে ঘুরবো আর ও আমাকে এড়িয়ে চলবে,,,?? অনেক হয়েছে এই প্রেম প্রেম খেলা,,,, আমার ভালো রুপ দেখেছো এবার খারাপ রুপ দেখবে,,,?? আমার যা চাই আমি তা আদায় করতে জানি,,?? এবার আগে বিয়ে হবে তারপর তুমি ভালোবাসো না কী সেটা আমি দেখে নিবো,,, এবার ফোন রিসিভ না করলে সোজা তোমার বাসায় যাবো আমি,,, আমার বিয়ের দেওয়ার বুদ্ধি দাও আমার মাকে,,, তাই না,,?? ঠিক আছে বিয়েই করবো এবার,,,, আর বিয়ের কনেও তুমিই হবে,, আগে ফোনটা করে নেই তারপর দেখাচ্ছি আমি কী,,, করি?? )
ক্রিংক্রিংক্রিং
অন্তরাঃ (আননোন নাম্বার,,,?? এটা আবার কে,,,?? রিসিভ করে দেখি,,,,) আসসালামু আলাইকুম,,,,, কে বলছেন,,??
,,,,,,,,,,
অন্তরাঃ কথা বলছেন না কেন,,,??
কেমন আছো,,,,??
অন্তরাঃ গলা শুনে চমকে উঠলাম,,,?? আমি কী ভুল শুনেছি,,??
,,,,
হৃদয়ঃ বিজি কেন বলছে,,?? অন্তরার ফোন তো কখনো বিজি বলে না,,,?? কার সাথে কথা বলছে এতো রাতে,,,??
চলবে,,,