Dangerous_Girl পর্ব-০৬

0
1131

#Dangerous_Girl

দুষ্ট পাগলীর মিষ্টি বর
পর্ব-৬

এরপর আর কোন দিন ওই ছেলেরে আমাদের বাড়ির আশে পাশে দেখি নাই। এমনকি যদি বাইরে কোথায় দেখা হতো ছেলেটা মুখ লুকিয়ে পালাতো।

: আপনি তো আসলেই আমার কল্পনার বাহিরে কোন ক্যারেক্টার। খুব মজাই লাগছে আপনার গল্পটা।

: ওই চুপ,,,,, আমি কি আপনাকে মজা নিতে বলছি।

: হাহাহা।

: এক ঘুষি দিয়ে সব দাঁত ফেলে দিবো আর একবার হাসলে।

: ওকে আর হাসবো না। তারপর কি হলো বলেন।

: পারার প্রায় সব ছেলেই আমায় প্রপোজ করছিলো। শুধু একটা ছেলে ছাড়া। ছেলেটা বেশ স্মার্ট আর খুব ভালো ছাত্র ছিলো। আমি যখন ৮ম শ্রেনীতে পরতাম তখন ছেলেটা ১০ম শ্রেনীতে পরতো। ছেলেটা খুব ভদ্র ছিলো। কারো সাথেই মিশতো না। খুব কম কথা বলতো, আর ভাব নিয়ে থাকতো।

: আমার মত

: এহহহ,,,, ফালতু কোথাকার,,,, চান্স পাইলেই নিজেকে নিয়ে লাফালাফি করে।

: কি বললেন।

: ওই চুপ। তো আমার আবার এটা নিয়ে খুব ইগোতে লাগতো, কেনো এই ছেলের এত ভাব। তাই আমি আর আমার ভাগনী মিলে ছেলেটাকে প্রতিদিন টিজ করা শুরু করি।

: কি সিরিয়াস মেয়েরে বাপ।

: আমার ভাগনি বলতো, আন্টি দেখো তোমার জানু যাচ্ছে। আর আমি একটা ফ্লাইং কিস দিয়ে বলতাম- আজকের ড্রেসটা অনেক সুন্দর হইছে….. হেব্বি লাগছে….ইত্যাদি।

: তারপর কি হলো……

: প্রথম প্রথম ছেলেটা পাত্তা দিতো না।

: তারপর

: এর কিছুদিন পর দেখি ছেলেটা মুচকি মুচকি হাসে আমায় দেখে।

: তারপর

: ছেলেটার ssc পরীক্ষার পর আমায় প্রপোজ করে।

: আমার সেইদিন খুব ভালো লাগছিলো। কারণ আমি ছেলেটার মুড ভাঙ্গাতে পেরেছিলাম।

: তারপর আপনি রাজি হয়ে গেলেন। আর আপনার প্রেম শুরু হলো। দেন অনেক রোমান্টিক স্মৃতি। দেন ব্রেকআপ।

: চুপ,,,,, এত বেশি বুঝেন কেন। নিজে ছেকা খেয়েছেনতো তাই সবাইকে একই ভাবেন।

: হুহ ??

: আমি ছেলেটাকে রিজেক্ট করে দিলাম।

: কি খারাপ

: কারণ আমার তো ছেলেদের ভালই লাগতো না। আমিতো মেয়েদের উপর ক্রাশ খাইতাম।

: কয় কিরে এই মেয়ে।

: আমার মেন্টালিটি ছিলো পুরো ছেলেদের মত। যদিও বা মেয়েদের মত বডি স্টাকচার ছিলো।

: হুহ ??

: যাই হোক অনেক চরাই উতরাই পার করে SSC পাস করলাম। তারপর রাজশাহি মহিলা কলেজে ভর্তি হলাম। পরিবারের চাপে আমার ছেলেমানুষিকতার উপর কন্ট্রোল আসতে শুরু করলো। টি-শার্ট ছেড়ে বোরকা পরতে হলো। বোরকা দিয়ে নিজের বাহিরের আবরণটা ভদ্র মেয়ের মত বানাতে পারলেও মনটা যেমন তেমনি রয়ে গেলো।

: কুকুরের লেজ হাজার ঘি মাখলেও সোজা হয় না।

: কি এত্ত বড় সাহস.