Dangerous_Girl পর্ব-০৪

0
1065

Dangerous_Girl

দুষ্ট পাগলীর মিষ্টি বর

পর্ব-৪

সাইকেল চালিয়েই মূলত তখন স্কুলে যাইতাম। আর ক্লাশ নাইন থেকে বাইক চালাতাম।

আর ইন্টার ১ম বর্ষ থেকে সিগারেট খাইতাম।

: সিগারেট খাইতেন আপনি ?

: এত অবাক হওয়ার কি আছে। মেয়ে বলে কি সিগারেট খেতে পারবে না।

: না না পারবেন পারবেন। আপনি তো টম বয়।

: চুপ!! কথার মধ্য আরেক বার আঙ্গুল চালালে এক দম হাত পা ভেঙ্গে হাসপাতালে ভর্তি করে দিবো।

: ওকে আর বলবো না।

: আমি বেন্ডে গান করতাম। সব কিছুই ছিলো ছেলে মানুষের মত। এমনকি আমি ছেলে মানুষের চেয়ে মেয়ে মানুষের প্রতি বেশি ক্রাশ খাইতাম। কিন্তু একটা ঝড় এসে আমায় বদলে দিলো বদলে দিলো আমার জীবন ধারাকে।

: কি সেই ঝর?

: ভালোবাসা।

: কোন মেয়েকে ভালোবেসে কি নিজেকে বদলে ফেলছেন।

: চুপ। আমি কি ছেলে নাকি যে মেয়েকে ভালোবাসবো।

: আপনিতো বললেন আপনি মেয়েদের উপর ক্রাশ খান। তাই ভাবলাম…….

: যাই করি না কেনো,,, অভার অল আমি একটা মেয়েই তো।

: বাহ এত তারা তারি বুঝতে পারলেন?

: এটা এত তারাতারি ছিলো না। এই একটা জিনিস বুঝতে আমার সময় লেগেছে ১২ টা বছর।

: তাই। তাহলে তো প্রথম থেকে শুনতে হয়। বলুন একদম শুরু থেকে।

: যখন ক্লাশ টুতে পরতাম। তখন আমার একটা দোস্ত ছিলো। ওর নাম ছিলো সাগর। আমাদের পাশের বাসায় ভাড়া থাকতো। ওই ছিলো আমার জীবনের প্রথম ক্রাশ।

: মারডালা। আমিতে টুতে পড়ার সময় পেন্টটাও ঠিক ভাবে পরতে পারতাম না। আর আপনি কিনা ক্রাশ…….. মাই গড।

: আসলে আমি একটু বেশি পাকনা ছিলাম। সেই সময় সবাই যখন জিজ্ঞেস করতো মা মনি বড় হয়ে কি হবা। আমি কি বলতাম জানেন?

: কি?

: সাগর কে বিয়ে করবো। সবাই তখন হাহা করে হাসতো। আমার খুব রাগ লাগতো এটা নিয়ে। মাঝে সাগরের আম্মুকেও বলতাম আন্টি আমি কিন্তু সাগরকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে যাবো। আন্টিও সবার মত হাসতো।

: তারপর?

: কিন্তু ক্লাশ থ্রীতে উঠতেই সাগররা খাগড়াছড়ি চলে গেলো। ওর বাবার বদলি হয়ে ছিলো। সেদিন খুব কষ্ট হয়ে ছিলো। কারণ সাগর ছিলো আমার অন্যতম খেলার সাথি।

: তারপর।

: এরপর থেকে দীর্ঘদিন আমি ব্যস্ত ছিলাম আমার ছেলেমানুষিকতা নিয়ে। আমি ছিলাম আমার পাড়ার মধ্যে অন্যতম হাইলাইট মেয়ে। সুন্দর যে কম ছিলাম তাও না। অলটাইম ছেলেদের ড্রেস পরে ঘুরতাম বলে অনেকে উল্টাপাল্টা কথা বলতো কিন্তু আমি তার কেয়ার করতাম না।

ক্লাশ ৮ এ উঠতে উঠতে এলাকার বেশির ভাগ ছেলেই আমায় প্রপোজ করা শেষ করে ফেলেছিলো। এরি মধ্যে ৫ টা ছেলেকে রাস্তায় থাপ্পড় মেরেছিলাম।

: বলেন কি? কি করছিলো