Devil & Secret Lover Part-13+14

0
2496

Devil & Secret Lover😍
লেখিকা – Shultana akther
Part – 13 -14

….রিয়া বাসায় ফিরে, ঘুমিয়ে গেল,,অফিসের ব্যাপারে কাউকে কিছু বলল না,,চিন্তা করবে বলে,,

রুহান,, রাগে কাপছে,,কেন সে তার মায়াপরীর খেয়াল করল না,,আজ সে না থাকলে কী হতো,,ঐ সয়তানের নোংরা ছোয়ার শিকার হতো,,
এই ভেবে রুহান,,শাওয়ার নিতে গেল,,
পরে ঘুমিয়ে গেল,,

পরেরদিন,, রুহান এসে কেবিনে বসে আছে,,রিয়ার খুজ নাই,,
রুহান ভাবছে রিয়া কি আাসবে না,,

একটু পর রিয়া আসল,, আসতেই যখন স্যার এর কেবিনে যেতে নিলে, সবাই তাকে আটকায়,,
কাল কী হলেো,,কেমনে হলো,, এই সেই,,
আর কেউ কেউ তো অন্য কিছু ভাবছে

রিয়া কিছুই বলতে পারছে না,,ওর কান্না পাচ্ছে

তখনি রুহান লেপটপে চেয়ে দেখে,,সবাই রিয়াকে গিরে ধরেছে,, রিয়া চুপচাপ,,

রুহান,,এখানে কী হচ্ছে,, সবাই বলক স্যার কিছু না,,কি হচ্ছে বলতে বলছি,,
তখন একজন বলে,, স্যার সবাই রিয়া মেমকে কালকের বিষয়ে কথা শুনাচ্চে,,
হোয়াট,, এসবের মানে কী,,
কাল ওনার দোষ ছিল না,, জেনেও এমন কথা,,
সবকটাকে চাকরি থেকে বের করে দিব,,
পরের বার এমন কিছু শুনলে,,

সবাই ভয়ে চলে যায়,,
আর রুহান,,রিয়াকে বলে,,কেবিনে টেবিলে একটা ফাইল আছে,,নিয়ে নিচে আসুন,,মিটিং আছে,যেতে হবে,,

রিয়া ভাবছে,,কিসের মিটিং,, আগে বলেনি,
সে ফাইল নিয়ে নিচে গেল,,

রুহান বলল গাড়িতে উঠ,,
রুহান রিয়াকে নিয়ে একটু শহর থেকে দুরে,, একটা নদীর পাড়ে গেল,

রিয়া বলল সার আমরা এখানপ কেন এলাম,,
রুহান বলল,,মন ভাল করতে,,
রিয়া তো মিটিং,,
ওটা পরে করা যাবে,,

রুহান আর রিয়া পাশাপাশি হাটছে,,
রুহান টুকটাক কথা বলছে,,রিয়া তার উওর দিচ্ছে

রিয়ার ভাল লাগছে,,রুহানের সাথে ফ্রীলি কথা বলে,,
রুহান পরে রিয়াকে একটা অনাথ আশ্রমে নিয়ে গেল,,
অনাথ আশ্রমে যেতেই বাচ্চারা রুহানকে ঘিরে ধরল,, রুহান রিয়াকে একটা চকলেটের পেকেট দিয়ে বলল,, যাও বাচ্চাদের দাও,,

রিয়ার খুশি দেখে কে,, সে বাচ্চাদের চকলেট দিল, আর পরে ওদের সাথে,, খেলতে লেগে গেল,,,

রুহান দুর থেকে রিয়াকে দেখছে,,,
এইভাবেই রিয়া আর রুহান,,সারাদিন মজা করল,,

রিয়া হঠাৎ,, রুহানকে জড়িয়ে ধরে বলল,, ধন্যবাদ,,আমাকে এত সুন্দর দিন উপহার দেওয়ার জন্য,,
রিয়ার হোস নেই,,সে রুহানকে জড়িয়ে ধরে আছে,,

এইদিকে রিয়া আর রুহান আনন্দ করছে,,আর তানবীর,,রিয়াকে কিডনাপ করে,,বিয়ের প্লেন করছে,,,তুলে এনে বিয়ে করবে,,

রিয়ার মনে পরতেই সে রুহানকে ছেড়ে দিল,, স্যার সরি,,
রুহান মহা খুশি,,তার মায়াপরী তাকে জরিয়ে ধরেছে,,,ইটস ওকে,, নাও ফ্রেন্ড,,
রিয়া,, হুম বন্ধু

এর পর,,ওদের বন্ধুত্ব চলতে থাকে,,
রিয়াও অজানা ভাবেই,,রুহানকে পছন্দ করে ফেলে,, রুহান এর জন্য আলাদা অনুভূতি হয় তার,,

রিয়া ভাবছে,,হয়ত এড নামই ভালবাসা,,আবার ভয় হচ্ছে,, যদি রুহান তাকে শুধু বন্ধু ভাবে
রিয়া ভাবছে,,আর অজানা কে,,আড়ালে কে,,এখনও তার খোজ পেলাম না,, সে কেন এমন,, সামনে কেন আসে না,,
সবই ধোয়াশা রিয়া কাছে,

পরেরদিন রিয়া অফিসে যাবে,,বের হলে,কিছু দূরে যেতেই,, একটা গাড়ি,,তার সামনে থামল,,তার মুখে কী জানি দিল,,রিয়া অজ্ঞান হয়ে গেল,,

রুহানের গার্ডরা দেখে,,আটকাতে চেষ্টা করলে পারেনি,,

রুহান অস্তির,,মায়াপরী কেন আসে না এখানো,,

রুহানের গার্ডরা,,তখনি ফোন দিয়ে সব বলল,,রুহান রেগে গেক,,বলক নিশ্চয়ই নিরব এর কাজ,,না পরে খুজ নিয়ে জানতে পারে,,নিরব দেশের বাহিরে,,
পরে ওর তানবীর এর কতা মাথায় আসে,,সে ঝামেলায় সব ভুলে গিয়েছিল,,
ওহ শীট,,আমার অবহেলার জন্য,,মায়াপরী বিপদে,,

রুহানে লোক লাগিয়ে তানবীর এর প্রাইবেট নাম্বার জোগার করে,,লোকেশান জেনেছে,,
আর ফোর্স নিয়ে সেদিকেই যাচ্ছে,,

রিয়া চোখ মেলে নিজেকে একটা,,অন্ধকার রুমে দেখে,,চিৎকার করে,,তার হাত পা বাঁধা ,,হেল্প মি,,কেউ দরজাটা খোল,,

তখনি একটা লোক,,ভিতরে ডুকে,,লোকটা আর কেউ না তানবীর,,রিয়া আরো ভয় পাচ্ছে

রিয়া,,সার আমাকে কেন এখানে এনেছেন,,দয়াকরে আমাকে ছেড়ে দিন,,

তানবীর রিয়ার চুলের মুটি ধরে বলল,,আমাকে রিজেক্ট করেছিলি তাই না,,এবার তকে কে বাঁচাবে তকে,,

রিয়া শুধু কান্না করছে,, সত্যি কে আমাকে বাচাবে,,রুহান আপনি কই,,আপনার বন্ধু বিপদে (মনেমনে)

অন্যদিকে,রুহান ,মায়াপরী তোমাড কিছু হবে না,আসছি আমি,,কী করছ গাড়ির গতি বাড়াও,,

তানবীর রিয়ার হাত খুলে দিয়ে বলল,,কাজী বসা চুপচাপ বিয়ে করবি,,বেশি কথা বললে,,খুব খারাপ হবে,,

রিয়া বলছে জীবনে না,,আমি আপনাকে বিয়ে করব না,,কখনও না,,

তানবীর,,তুই ভাল কথার মানুষ না,,তোকে রেপ করব আজ,,পরে কার কাছে মুখ দেখাবি,,
তানবীর আস্তে আস্তে রিয়ার দিকে এগিয়ে যাচ্ছে

রিয়া পিছিয়ে যাচ্ছে,, দয়া করে স্যার এমন করবেন না,,দয়া করুন,,

রুহান ভাঙা ভাঙলো বাড়িতে এসে,,সবাইকে বলে,,পরে ডুকতে,,সে রিয়া যেন কিছু না হয়,,সে পিছন দিক দিয়ে ডুকছে,,
আর ওুলিশ ভেতরে ডুকে,,সবাইকে নিঃশব্দে আটক করে নেয়,,

রুহান ভিতর রুম থেকে রিয়ার চিৎকার শুনে ঐদিকে যায়,,গিয়ে দেখে,তানবীর রিয়ার দিকে যাচ্ছে,,

সে ধরাম করে তানবীরকে লাথি মারে,,তানবীর পড়ে যায়,,
রিয়া রুহানকে দেখে প্রান ফিরে পায়,,

রুহানকে দেখে তানবীর মারতে গেলে,,পেরে উঠে না,,রুহান ইচ্ছে মত মারছে,,বলছে,,আনার কলিজায় হাত দেওয়ার শাস্তি তুই পাবি,,
তকে আগেও না করেছিলাম,,
রুহান মারতে ৃারতে আদমরা করে ফেলে,

রিয়া শুধু রুহানকে দেখছে,,রুহান এখানে কী করে,,কেমনে জানল,,
অফিসার এসে রুহানকে থামায়,,

রিয়া গিয়ে রুহানকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে,,
রুহান বলে পাগলি কাদে কাঁদে না,,আমি তাকতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না,,

রিয়া তাও ফুফিয়ে কাঁদছে,,
রুহান রিয়াকে কোলে নিয়ে যেতে তাকে,,
রিয়া অবাক,,
রুহান রিয়াকে গাড়িতে বসিয়ে দেয়,,

রুহানের রাগ এখনো কমছে না,,তানবীরকে মেরে ফেললে রাগ কমতো,

রিয়া জিজ্ঞেস করল,কী ভাবে জানল কী,,
রুহান বলে এসব না জানা ভালো,,
রিয়া আর কিছু জিজ্ঞেস করেনি,,

রিয়া হঠাৎ বলে,,বাবা এসব জানলে,আর আমাকে জব করতে দিবে না😂😂
আজ যদি কিছু হয়ে যেত,,হয়ত আমি মরে যেতাম

রুহান এই কথা শুনে আচমকা,,গাড়ি থামিয়ে,,রিয়াকে কাছে এনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়,,,

রিয়া সক😱😱

রুহান রিয়ার ঠোঁটের সাদ নিতে বেস্ত,,
প্রায় ১০ মিনিট পর রুহান রিয়াকে ছাড়ে,,

দুজনেই হাপাচ্চে,,, রিয়া তো লাজুক হয়ে নিচে চেয়ে আছে,,

রুহান বলছে,,এসব যেন না শুনি আর,,তোমাকে ছাড়া আমার চলবে না,,মাথায় ডুকাও,,তুমি অফিসে আসবে,,আর এসব কাউকে বলার দরকার নেই,,,দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও,,

রিয়া মাথা নাড়ায়,,হুম,,

রুহান রিয়াকে বাসায় নামিয়ে চলে আসে,,

চলবে,,

Devil & Secret Lover😍
লেখিকা – Shultana Akther,,
Part -14

….রিয়া বাসায় এসে কাউকে কিছু বলে না,,

রিয়ার মা জিজ্ঞেস করে,,কি হলো মন খারাপ কেন তর,,
রিয়া বলে কিছু না মা,,এমনি শরীর ভাল লাগছে না,,বলে রুমে এসে দরজা লাগিয়ে দেয়,,

রিয়ার মাও আর কিছু জিজ্ঞেস করেনি,,

রিয়া রুমে এসে শাওয়ার নিতে গেল,,
পরে এসে ভাবছে,,আজ স্যার না এলে কী হতো,,
জানেয়ারটা তাকে ছিড়ে খেত,,

ভাবতেই রিয়ার শরীর ঠান্ডা হয়ে আসছে, রিয়ার,,
আচ্ছা স্যার কীভাবে জানল,,আমি ওখানে,,
আর স্যার ওখানে গেল কী ভাবে,,,
স্যার কিছু বলল না,, জিজ্ঞেস করায় কিছুই বলল না,,,সবই গোলমাল লাগছে রিয়ার,,
তাও সব শেষে রক্ষা ভেবেই,, সে ঘুমপর দেশে পারি দিল,,

রুহানের এখনও রাগ কমছে না,,,রুহান পুলিশ সুপারকে ফোন দিয়ে বলল,,এই হারামির যেন কঠিন শাস্তি হয়,,

বলে শাওয়ার নিতে গেল,,
পরে ভাবছে,,আজ আর একটু দেরি হলে,,মায়াপরীর ক্ষতি হয়ে যেত,,
না পরেরবার আরো সতর্ক থাকতে হবে,,মায়াপরীর গায়ে আমি কোন আচ আসতে দিব না

পরেরদিন সকাল বেলা,,রিয়া রুহান দুজনেই অফিসের জন্য বের হয়,,

রুহান আগে এসে বসে আছে,,
রিয়াও রুহানের কেবিনে এসেছে,

রুহান রিয়াকে বলল ফাইলটা দেখ বসে,,আর হুম কমপ্লিট কর,,
জী স্যার

তখনি হঠাৎ একটা মেয়ে,,কেবিনে ডুকে রুহানের গলা জড়িয়ে ধরল,,
বলল দেশে এসে আমাকে ভুলে গেছ,, এটা ঠিক না রুহান,
রুহান ; আরে নিলা তুমি,, হেয়াট এ সারপ্রাইজ,,
তাও না বলে চলে আসলা,,

নিলা ; হুম তোমাকে দেখতে মন চাইল,,আর মিস করছিলাম,,তাই চলে এলাম, বলে আসলে তো আর সারপ্রাইজ হতো না,,

ওহ এ নিলা,,রুহানের সাথে একসাথে পড়াশুনা করেছে,,তবে রুহানকে ভালোবাসে,,

তবে রুহান এসব পাত্তা দেয়না,,

এদিয়ে রিয়া লুচির মত ফুলছে,,বেহায়া মেয়ে আমার স্যার এর গলা জড়িয়ে ধরে আছে,,
কে এটা,, স্যার কেন কিছু বলছে না,,আর যাই হোক তাই বলে গলায় ঝুলে থাকবে,,অসভ্য মেয়ে,,পাজি লুচ্চা (মনেমনে)

রুহানের রিয়ার দিকে চোখ পড়তেই দেখল,,রিয়া রাগে ফাটছে,,
রুহান নিলাকে সরতে বলল,,আর রিয়াকে কেবিনে যেতে বলল,,

রিয়া বলছে,,এমনে বলে সামনে বসে কাজ কর,,এখন সাতচুন্নিকে পেয়ে আমাকে ভুলে গেছে,,
ডেবিল,,সয়তান পচা মনে মনে যাতা গালি দিচ্ছে রুহানকে😂😂

রুহানের রিয়া এইভাবে রেগে যাওয়া দেখে মনেমনে বলল,,রিয়া কী জেলাস তাহলে,,
ওহ মাই গড,,মায়াপরী জেলাস😍

নিলা ; এই মেয়েটা কে?
পিএ তবে ওর আরেকটা পরিচয় আছে পরে দিব তোমাকে,,এখন তোমার খবর বল,

রুহান আর নিলা গল্প করছে,,

অনেকক্ষন হলো রুহান তাকে ডাকেনি,তাই নিলা রেগে আগুন,,

রুহান নিলাকে বলে ফাইল কমপ্লিট করতে,,আর সে নিলাকে নিয়ে বাসায় যায়,,

রিয়া ফাইল শেষ না করেই বাসায় চলে আসে,,
বাসায় এসে সব মেলে ফেলে দিচ্ছে,, রিয়ার মা বাবা কেউ কিছু জিজ্ঞেস করলে বলছে না,,
শুধু বলল যাও সবাই,, আমার ভাল লাগছে না,,

রুহান বাসায় এসে নিলার সাথে তার মা বাবার পরিচয় করিয়ে দিল,,পরে খাওয়া দাওয়া,,

রুহানের খেতে বসেই মনে হল,,রিয়া খেয়েছে তো নাকি,,যে বেখেয়ালি,,
রুহান রিয়াকে ফোন দিল,
,তবে রিয়া ফোন ধরেনি,,ফোন কেটে দিল,,,

রুহান ভাবছে হয়ত পরে কল করবে,,
খাওয়া শেষে সবার যার যার মত ব্যস্ত, গল্প করছে বসে,,

সন্ধায় রুহান রিয়াকে আবার ফোন দিল,,
তবে রিয়া আবার ফোন ধরল না,,

রুহান প্রায় ৭ টা কল দিল,,
রিয়া বলল এখন আমাকে ফোন দেন কেন,,সাত চুন্নির সাথে কতা শেষ,,হয়ত কাজে আমাকে খুজছে,,বেটা খাটাশ

৮ বারের মাথায় রিয়া ফোন দরল,, বলল বলেন স্যার,,
এতখন কই ছিলা,,ফোন কেন ধরতে দেরি হলো,,
রিয়া, বলল ,কিছু হয়নি,,বলেন,,

রুহান ; কি কর,,কখন আসলা অফিস থেকে,,
রিয়া ; ঘোড়ার ঘাস কাটি,,আর যখন সময় তখনি এসেছি,,আর কিছু বলবেন😠

রুহান ; আরে রাগ দেখাচ্ছো কেন,,এমনি ফোন দিয়েছি
রিয়া ফোন কেটে দিল,,
রুহান আবার কল দিয়ে ফোন অফ পেল,,

রুহান।।তো মায়াপরী রাগ করেছে রাগ ভাঙাতে হবে,,
পরের দিন রুহান অফিস গেল, নিলাও সাথে গেল,,নিলা রুহানের সাথে আটার মত লেগে থাকে,,
রুহান রিয়াকে সময়ই দিতে পারছে না,,কাজের কথা ছাড়া কিছু বলবে তারও সময় নেই,,

এইভাবেই কদিন চলে গেল,,রুহান রিয়াকে দেখলেও মন খুলে কতা বলতে পারছে না,,

রুহানের এই অবহেলা রিয়া ভিষন কষ্ট পাচ্ছে,,,
তাও কিছু বলনি,,রিয়া ভাবছে হয়ত আমিই বেশি ভেবেছি,, স্যার কত বড়লোক,, আর আমি কে,,
রিয়া কাঁদছে😨😨
রুহান কেবিনে ডুকে দেখে রিয়া চোখ মুছচ্ছে
রুহান জিজ্ঞেস করল,,কি হলে রিয়া কাঁদছ কেন

রিয়া ; না স্যাড কাদব কেন,,চোখে কী জানি পড়েছে,,

তখনি নিলা এসে বলল,, কামঅন রুহান চল,,ঘোরতে যাব,,
রুহান,, নিলা দাড়াও,
না না চল চল,,নিলা রুহানকে নিয়ে চলে এল,,

রিয়া মুখে হাতচেপে কাঁদছে,,

রুহান নিলাকে নিয়ে বের হলেও তার মন রিয়ার কাছে পড়ে আছে,,কেন কাঁদছিল মায়াপরী,,
না না তাড়াতাড়ি রিয়ার সাতে কথা বলতে হবে

রিয়া বাসায় ফিরে দেখল হঠাৎ তার মামা এসেছে,,
রিয়া ভাবছে,, মামা তো কারন ছাড়া আসে না,,

রিয়া তার মামাকে ভাল জিজ্ঞেস করে,, ভিতরে গেল,,তার মন ভাল না,,আবার এই মামা,, না জানি কী ভেজাল নিয়ে হাজির হলো মামা,,

রিয়ারা রাতে খাবার সময়,,তার বাবা বলল রিয়া মা,,তর মামা তর জন্য একটা সম্মন্দ এনেছে,,,

রিয়া বলল বাবা আমি এখন বিয়ে করব না।।

মামা ; পাত্রের সামনে গেলেই তো বিয়ে হয়ে যায় না,,কথা দিয়েছি আমি,,একবার যা,,পরে না করে দিস,,
রিয়ার বাবা ; মা একবার এই তো,তর মামার কথা ভেবে

রিয়া ; ওকে বাবা তুমি বলছ,,তাই যাব,,

রুহান বাসায় গিয়ে নানা ভাবনা ভাবছে,, রিয়াকে ফোন দিল রুহান,,
তবে রিয়া ধরল না,,
রুহানের কিছু ভাল লাগছে না,,

পরের দিন রিয়া রুহানকে এরিয়ে চলছে,,
রুহান কথা বলতে চাইলেও পারছে না,,

এইভাবেই দিন চলে গেল,,

পরেরদিন রিয়াকে দেখতে এল

চলবে,,,,,
রিয়াকে দেখতে আসবে😱দেখতে এসে পছন্দ হলে যদি বিয়ে হয়ে যায়,,রিয়া আলাদা হয়ে যায়,,কী হবে😱😱