Devil & Secret Lover Part-15+16

0
2457

Devil & Secret Lover😍
লেখিকা – Shultana akther
Part -15 + 16

Part – 15

…পরের দিন রিয়াকে দেখতে এল
রিয়ার সকাল থেকেই মন খারাপ,,তার কিছুই ভাল লাগছে না
সে শুধু তার বাবার মুখ চেয়ে রাজি হয়েছে,,আর তার মন রুহানের কাছে পরে আছে,,
রিয়া ভাবছে ভালবাসা বুঝি এমনি,,

রুহান বাসায় মন খারাপ করে বসে আছে,,রিয়া ওকে এরিয়ে গেল রাগে,,
আমি রাগ ভাঙাতেই পারলাম না,,
ওহ শীট,,ভাল লাগছে না,,আজ কী মায়াপরীকে দেখতে পাব না,,
রুহান রিয়াকে কয়েকবার ফোন দিল,,রিয়া ফোন তুলল না,,

একটু পর নিলা এসে রুহানে বলছে চল,,ঘুরে আসি,,
না ভাল লাগছে না,,
তাও নিলা রুহানকে জোড় করে নিয়ে গেল,,

দুপুরে রুহানের গার্ডরা রুহানকে ফোন দিয়ে জানাল,,রিয়াকে দেখতে এসেছে,,
রুহান তো দিশে হারা হয়ে গেল,,রাগে সব ভাঙছে,,আর বলছে না এ হতে পারে না,,মায়াপরী শুধু আমার,,

কেউ রুহানকে আটকাতে পারছে না,,সবাই ভয়ে আছে,,নিলাও ভয়ে রুহানের কাছে যেতে পারছে না,,ভয়ে নিলা বাসায় চলে গেল

অন্যদিকে,,
রিয়াকে দেখতে এল,,ছেলে আর তার মা বাবা,,
ছেলের মা বলল এবার মেয়েকে আনুন দেখি

রিয়ার মামা,,কই দিদি মেয়েকে নিয়ে আয়,,
রিয়াকে আনা হলো,,রিয়াকে দেখে বলল মাশাল্লাহ
তাদের রিয়াকে পছন্দ হলো,,
ছেলে তো রিয়াকে দেখে হা হয়ে আছে,,
ছেলের মা,, ছেলেকে বলল কিরে বাবা মেয়ে পছন্দ হয়েছে,,
ছেলে বলল হুম মা,,

ছেলের মা বলল,, মা তুমি ভিতরে যাও,,

রিয়া ভিতরে গেলে ছেলের বাবা বলল,,আপনারা চাইলেই ২ দিন পর আঙটি পড়ানো ও বিয়ে পড়িয়ে ফেলব,,আমরা দেরি করতে চায় না,,ছেলের ছুটি কম
আর আপনারা ছোট করেই অনুষ্ঠান করে তুলে দিন শুধু,,
বাকি সব আমরা করব,,

রিয়ার বাবা টেনশনে পড়ে গেলেন,,কী করবে রিয়া রাজি হবে,,আর পাত্রও তো ভালো,,

রিয়ার মামা,,দুলাভাই এমন পাত্র হাতছাড়া কইরেন না,,আর আপনারও বয়স হলে,,কখন কী হয়ে যায়,,আর আপনি বললে রিয়া রাজি হবেই

রিয়ার বাবা সবার জোড়াজোড়িতে রাজি হয়ে গেল বলল আলহামদুলিল্লাহ
মিষ্টি মুখ করেন সবাই

সবাই খুশি,,রিয়া শুধু অবাক বাবা তাকে জিজ্ঞেস করল না একবারও

ছেলের বাড়ির সবাই চলে গেলে,,
রিয়া ; বাবা আমি এখন বিয়ে করব না,,

রিয়ার বাবা কেন মা,,তর কোন পছন্দ আছে,, থাকলে বল,,

রিয়ার তখনি রুহানের কথা মনে পরল,,তবে রুহানের অবহেলার কথা ভেবে মন বলল সব ভুল,,আমার ধারনাই ভুল,,(মনেমনে)
না বাবা তবে এখনি না
রিয়ার বাবা,, আরে মা আমি ওনাদের কথা দিয়ে দিয়েছি,,
আমার কথাটা ভাব,,

বাবা আমি,বলছিলাম,,

না আর কথা না,,বিয়ে হবে,,ছেলে আমার পছন্দ হয়েছে,,আর ছেলেরা তকে পড়াবে বলছে,,আর চাকরি করলে সেটাও করতে দিবে,,
তো এমন পরিবার কয়টা আছে, বল মা

রিয়া আর কিছু বলল না,,রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল,,
রিয়ার কাঁদছে,,কেন কেউ তাকে বুঝে না,,
রুহান কেন বুঝলো না,,বাবাও বুঝলো না,,

রিয়ার বাবা মা চিন্তায় পরে গেল,,তারা রিয়াকে ডাকলে,, রিয়া বলল ভাল লাগছে না,,

রিয়ার মামা বলল সব টিক হয়ে যাবে,,একটু সময় দে,,,
রিয়ার বাবা বলল,,বিয়ের ব্যবস্থা এত তাড়াতাড়ি কি করে করব,,
রিয়ার মামা আরে,,দুলাভাই আমি থাকতে চিন্তা কিসের,,

রিয়া বসে কান্না করছে,,

অন্যদিকে রুহান সব ভেঙে চুরমার করে বসে আছে,,হাত ও কেটে গেছে,,
রুহান ভাবছে রিয়া তাকে বুঝলো না,,তার ভালবাসা অর্থহীন হয়ে,,না মায়াপরী এমন করো না,,আমার থেকে দুরে যেও না,,
কতভাবে বুঝালাম তাও বুঝলে না,,

রুহানের মা,,রুহানের ঘরে আসল,,এসে ছেলের এই অবস্থা দেখে ভয় পেয়ে গেলেন,, হাত কেটে রক্ত পরছে তাও খুজ নেই,,
বাবা তর কি হয়েছে বল আমাকে,,,,

রুহাম তার মার কোলে মাথা রেখে কেঁদে দিল,,
রুহান তার মাকে সব বলল,,আমার ছেলে কিসে কম,,কেন তার ভালবাসার মানুষকে পাবে না,,
অবশ্যই পাবে,,দরকার হলে তুলে আনবি,,
আর তরও ভুল আছে,,আজ অবধি মেয়েটাকে মনের কথা বললি না,,

রুহানের মা রুহানের হাত বেন্ডেজ করে,বলল এবার খেয়ে নে,,তুলে আনতে গেলে শক্তি লাগবে,তাই চুপচাপ খেয়ে নে,,
,খাইয়ে দিয়ে চলে আসল,,

রুহান ভাবল মা তো ঠিকিই বলছে,,তাই তো রিয়াকে মনের কথা সরাসরিই বলতে হবে,,না আর দুরে না,,
তাও রুহানের এটা ভেবে রাগ হলে,,বন্ধু হিসেবে দেখতে আসবে এটা তো বলতে পারতো,, কেন বললো না,,

চলবে,,,

Devil & Secret Lover😍
লেখিকা – Shultana akther
Part – 16
…… রুহান রিয়ার উপর রাগ করল,,তাও ভাবল,,যাই হোক মায়াপরীকে আমার করতে হবে,,দরকার হলে তুলে আনব,,,

রিয়া সারা রাত কান্না করল,,খেতেও গেল না,, তবে কাউকে বুঝতে দিল না,
সবাইকে বলল ভাল লাগছে না

পরেরদিন রিয়া অফিসে এসে নিজের কেবিনে গেল,,

রুহান রিয়ার আগেই এসে বসে আছে,,
রিয়া আসতেই রুহান রিয়াকে কয়েকবার ডাকে,,
নানা কাজ দেয়,,

রুহান ভেবেছিল রিয়া তাকে বলবে,,না রিয়া চুপচাপ সব কাজ করছে,,

রুহান আবার রিয়াকে ডাকল,,
রিয়া আসতেই বলল,,তোমাকে নাকি দেখতে এসেছিল,,আমাকে বললে না,,বলার প্রয়োজন পরলো না,,
রিয়া জী স্যার,,স্যার আপনি ব্যস্ত তাই বলিনি বিয়েতে বলব,,আর আমার বলা বা না বলা আপনার কিছু যায় আসে না স্যার,,কে আমি আপনার,,সমান্য কর্মচারি,,

রুহান বুঝল রিয়া রেগে আছে,,তাই এসব বলছে,,
রুহান হঠাৎ রিয়াকে টেনে কাছে নিয়ে আসল,,
আর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল,,

রুহান পাক্কা ১০ মিনিট পর রিয়াকে ছাড়ল,,

ছাড়ার পর রিয়া রুহানকে ঠাস করে চড় মারল😱😱
রুহান ভাবতেই পারেনি এমন কিছু রিয়া করবে,,😵

রিয়া ; আমাকে কী আপনি ফালতু পেয়েছেন যখন ইচ্ছা এটা ওটা করবেন,,বস বলে মাথা কিনে নিয়েছেন। আমরা মধ্যবিত্ত তবে সস্তা না,,আর আমার ঠোঁট আপনার সমপত্তি না,যে যখন তখন কিস করবেন,, আমি কে আপনার কেউ না,,তবে কেন বারবার এমন করেন,,রেগে রিয়া যা ইচ্ছে বলছে

রুহান ; দয়াকরে তুমি থাম,,আর বললে না তুমি কে,,আর কত ভাবে বুঝাব কে তুমি,,তুমিই সব আমার,,একদিন তুমি বলছিলে আড়ালে কে,,কে গিফট দেয় জান না ,,তখনও বলেছিলাম,, সে যদি আমি হই,,তখনও তুমি বুঝনি,,আমি তোমায় ভালবাসি,,কেন বুঝনা,,আমার শুধু তোমাকে চাই,,তুমি আমার কাছে সবচেয়ে দামি,,আর তুমাকে সস্তা ভাবব ছি রিয়া,,

রিয়া ; আরে থামেন রাখেন ভালবাসা,,ইচ্ছে হলে কাছে নেন,,ইচ্ছে হলে দুরে সরিয়ে দেন,,এতই সব ভালবাসা,, এই কদিন কইটা কথা বলেছেন,,নীলা মেমকে নিয়ে বিজি আপনি,,
এতদিন কথা না বলে থাকলেন তখন ভালবাসা কই ছিল,,আসছেন লোক দেখানো ভালবাসা দেখতে,,,

রিয়ার রাগ অভিমান দুটোই জমে বিশাল আকার ধারন করছে,,তাই সে রুহানের কোন কথাই বুঝতে চেষ্টা করছে না,,রাগে যা নয় তা বলে,
রুহানকে বলল স্যার ২ দিন পর আমার বিয়ে দাওয়াত রইল আসবেন,, বলে কান্না করতে করতে চলে আসল বের হয়ে,,

রুহান ডাকলেও শুনল না,,রুহানও মনমরা হয়ে বসে আছে,, তার জন্যই এমন হলো,,

রুহান ; আমাকে বুঝলে না মায়াপরী,,ওকে এতদিন ভালবাসা দেখলে,
,এখন ডেবিল রুপ দেখবে,,এতদিন ছিলাম লাভার,,এখন হবো ডেবিল

ডেবিল কামিং

আমিও দেখব কী করে অন্য কাউকে বিয়ে কর,,

রুহান ও বের হয়ে গেল অফিস থেকে,,,,,

রিয়া বসায় গিয়ে মুখ চেপে কান্না করতে লাগল,,

রুহান বাসায় গিয়ে তার গার্ডদের বলল সব নজর রাখতে,,

এই ভাবেই ২ দিন চলে গেল,,রুহান আর রিয়াকে এই ২ দিন পোন দিল না,,

রিয়া ভেবেছিল রুহান তাকে ফোন দিবে,, কিন্তু না ফোন দিল না,,রিয়া ভাবছে সব ভুল,,ভুলে গেছ তাকে,,
কিন্তু রিয়া জানে না তার জন্য কী অপেক্ষা করছে,,

রুহান সকালে গার্ডদের ফোন দিয়ে বলল আজকের কি কাজ৷, কি কি করতে হবে,,
রুহান মনেমনে বলল,,আসছি আমি,,ডেবিল আসছে,,

রিয়ার বাড়ির সবাই বিয়ের কাজে বিজি,,,
রিয়াকে পার্লার থেকে লোক আসছে সাজাতে,,

রিয়া কেঁদে সব সাজ বারবার নষ্ট করে দিচ্ছে,,

রিয়ার ভাই,,আপু বিয়ে করিস না,,আমি থাকব কী করে,,
রিয়া তার ভাইকে ধরে কান্না শুরু করল,,
রিয়ার মা বাবাও কাঁদছে তবপ আড়ালে,,

দুপুর হয়ে গেল,ছেলের বাড়ির সবাই এসে গেল,,
ওরা চাইছে আগে বিয়ে পড়িয়ে ফেলতে,,

যখন কাজি বিয়ে পড়ানে শুরু করল,,তখনি,,রুহানের এন্ত্রি,,,

রুহানের হাতে গান,,তার গার্ডদের হাতে গান,,,

জমাইবাড়ির লোক তো ভয়ে শেষ,,
রিয়ার বাবা কে আপনারা এখানে কেন,,কী চান,,

রুহান ; আঙকেল দাড়ান পড়ে বলছি,,

রিয়া,, স্যার আপনি এখানে,,আর এইভাবে,,

তুমিই তো দাওয়াত দিলে,,
রিয়ার এসব দেখে মাথা ঘুরছে,,

রুহান তার গার্ডদের বলে জামাই বারির সবাইকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিল,,ওরা জানের ভয়ে সব পাগার পার,,

রিয়ার বাবা মামা আরে কী করছেন,,আমার মেয়ের বিয়ে আজ,,
রিয়া স্যার কী করছেন থামুন,,

একটা মেয়ে গার্ড রিয়াকে টেনে ভিতরে নিয়ে গেল,,

রুহান রিয়ার বাবাকে বলল আঙ্কেল কতা আছে আপনার সাথে

বল বাবা এমন কেন করছ,,

রুহান ; আঙ্কেল আপনার মেয়ে আর আমি দুজন দুজনকে পছন্দ করি,,কিন্তু ও একটু রাগে এই বিয়েটা করছে অভিমানে,,আপনিই বলেন এতে ৩ টা জীবন নষ্ট হবে,,,

রিয়ার বাবা ; তা টিক। কিন্তু রিয়া বলল না আমাকে,
রুহান আঙ্কেল বিয়ের ব্যবস্তা করেন,,আজই বিয়ে হবে,,
ওকে বাবা যেমন বলবে,,

কাজী বিয়ে পরানো শুরু করলো,,রিয়া জানে না কার সাথে বিয়ে,,
রিয়া তার বাবাকে জিজ্ঞেস করলে বলে,,আমার ভরসা থাকলে কবুল বল,,রিয়া কবুল বলল অনেক কান্না করে,,

সব শেষে বিয়ে পড়ানো শেষ হলো,,

রিয়া তো বর রুহানকে দেখে ভয়ে শেষ,,স্যারের নাক মুখ লাল হয়ে আছপ রাগে,,

রিয়া কান্না করছে যাবে না,,

রুহান সাবইকে বলল রিয়াকে দেকে রাখবে,,আর তারা যেন কাল গিয়ে দেখে আসে,,বলে রিয়াকে কোলে করে হাঁটা ধরে,,
রিয়া চটফট করছে নামতে তবে পাড়ছে না,,,

রুহান গাড়ি লক করে দিল,,পরে রওনা দিল,,,সবাইকে বিদায় জানিয়ে,,,

চলবে,,

রিয়ার সাথেই রুহানের বিয়ে দিলাম…