Devil & Secret Lover Part-17+18

0
2658

Devil & Secret Lover😍
লেখিকা -Shultana Akther
Part – 17+18

….রুহান সবাইকে বিদায় জানিয়ে,,
ড্রাইভিং করতে লাগল,,

রিয়া কান্না করছে,,একটু পর পর নাক মুছছে
তার চেয়ে তার বাড়ির সবার জন্য মন খারাপ লাগছে,,,
তারউপর ডেবিলের সাথে বিয়ে হলো,,না জানি কী হয়,,স্যার এর যে রাগ,,,হয়ত আমাকে মেরেই ফেলবে,,, হাতে এখনো গান😂😂

রুহান,,ড্রাইভ এর পাশাপাশি রিয়াকে দেখছে,,রিয়াকে কান্না করতে দেখে তার খারাপ লাগল,,তবু কিছু বলল না,,
মায়াপরী তোমাকে তো শাস্তি পেতেই হবে,,আমাকে অবহেলার জন্য,,আমাকে না বুঝার,,এতদিন ভালবাসা দেখলে এখন ডেবিলকে দেখবে,,, (মনেমনে)

রুহান তাদের বাসার সামনে এনে গাড়ি থামাল,,

রিয়া মনেমনে বলছে এত বড় বাড়ি,,বাড়ি নাকি রাজবাড়ি 😱

রুহান রিয়াকে নামতে বললে,,রিয়া বলে না নামব না,,বাড়ির কেউ আমাকে মেনে নিবে না,,আমি বাড়ি যাব,,কান্না করে বলছে

রুহান রিয়াকে ধমক মারল,,বল চুপ থাক,,

রুহান আচমকা,,রিয়াকে কোলে তুলে হাঁটা ধরল,,
রিয়া নামাতে বললেও নামায়নি,,

রুহান বাসায় ডুকতে যাবে তখনি তার মা বলে,,থাম রুহান,,দাড়াও আর আাগাবে না,,

রিয়া বলে বলেছিলাম আমাকে কেউ মানবে না,,আমি বাড়ি যাব,,

রুহান বলে থামবে তুমি নাকি কোল থেকে ফেলে দিব,,
রিয়া চুপ😷😷

রুহান বলল মা কেন আসব না,,
আমি বলছি তাই দাড়াও কিছু সময়,,

রুহানের মা রিয়াকে এসে বরন ডালা দিয়ে বরন করা শুরু করল,,বলল বাহ কি মিষ্টি বউমা,,রুহানের বাবাও বলে এত মিষ্টি আর মায়াবি তাই তো আমাদের ছেলে পাগল হয়েছে,,মাশাল্লাহ

রিয়া অবাক এরা স্যারকে কিছুই বলছে না,,উল্টো গুন গাইছে আমার,,সবাই কত ভাল,,,মনেমনে,,

তখনি নিলা আসে,,,বলে রুহান এসব কী,,তুমি বিয়ে করলে না জানিয়ে,,আর তাও এই মেয়েকে সমান্য পিএ যে

রুহান নিলা থাম,,কার বিষয়ে বলছো,,ও আমার বউ,,সো লিমিট রেখে কথা বল,,

তার পর রুহান রিয়াকে নামিয়ে উপরে চলে যায়,,

রুহানের মা রিয়াকে নানা বিষয়ে কতা বলছে,,আর আদর করছে,,
রিয়া মনেমনে বলল,,স্যার এর মা বাবা কত ভাল,,আর স্যার একটা ডেবিল,,

নিলাকে রুহানের মা থাকতে বললেও চলে যায়,,নিলা রাগে ফুলছে,,
নিলা মনেমনে বলে,,রুহান তুমি শুধু আমার,,এই রিয়াকে তো আমি আমার পথ থেকে সরাবই,,

রুহানের মা রিয়াকে রুহানের ঘরে নিয়ে যায়,,রিয়া ভয় পাচ্ছে,, তাও গেল,,রুহানের মা রিয়াকে একটা শাড়ি দিয়ে বলল ফ্রেশ হয়ে নিতে,,পরে আসবেন উনি,,

তখন রুহান গোসল করে বের হয়,,রিয়া রুহানকে খালি গায়ে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে,,ফর্সা বুকের লোমে বিন্দু বিন্দু পানি জমে আছে,,যা রিয়াকে টানছে,,রিয়া যে নেশায় আছে,,কখন রুহান তার কাছে চলে এলে,,সে টেরই পায়নি,,

রুহান বলল এইভাবে তাকিও না,,নজর লাগবে,,

রিয়া বলল তাকাতে বয়েই গেলো,, বলে গহনা খুলে ওয়াশরুমে ডুকে গেল,,

রুহান রুমেই বসে ছিল,,কিছু সময় পর,,রিয়া গোসল করে বের হতেই,,

রুহান রিয়াকে বেজা চুলে আর এলোমেলো শাড়িতে দেখে,,তার নেশা লেগে গেল,,রুহান আস্তে আস্তে রিয়ার দিকে এগিয়ে যাচ্ছে,,

রিয়া আানমনে আয়নার সামনে দাড়িয়ে ছিল,,
রুহান আচমকা,,রিয়াকে টেনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়,,,
রুহানের মনে হলো,,সে তো রেগে আছে,,তাই সে রিয়ার ঠোঁটে কামর বসিয়ে দিল,,

রুহান রিয়াকে ৫ মিনিট পর ছাড়ল

রিয়া রাক্ষস নাকি,,আমার ঠোঁটের বারটা বাজিয়ে দিল,, খাটাস পাজি,,

রুহান হুম রাক্ষস,,বলে নিচে চলে গেল,,

কিছু সময় পর,,রুহানের মা রিয়াকে এসে নিয়ে গেল,,

নিচে সবাই খেতে বসেছে,,
রুহান আড় চোখে রিয়াকে দেখছে

রুহানের বাবা,,, রুহান বিয়ে তো এইভাবে করে ফেললে,,তাও তো আমার একমাত্র ছেলে বলে কথা,,রিসিপসান তো করতে হবে,,

রুহান হুম বাবা তোমারা যা ভালো বুঝ,,

রুহানের বাবা,,কাল তো সম্ভব নয়,,তো পরের দিন ঠিক করি,,

রুহান হুম ওকে বাবা,

রুহান খেয়ে উপরে চলে গেল,,

রিয়ার খাওয়া শেষ হতেই,,রুহানের মা রিয়াকে নিজের ঘরে নিয়ে,,গহনা দিয়ে আশীর্বাদ ও সাজিয়ে দিতে লাগল,,
রিয়া না করলেও শুনলো না,,

রুহান ঘরে এসে অবাক,,ঘর সাজানে,,রুহান ভাবছে এটা হয়তো বাপির কাজ,,
রুহান মনে মনে ভাবছে পিচ্চি কে নিয়ে ফুল সজ্জা
হা হা হা।।।

রিয়াকে রুহানের মা সাজিয়ে,,রুহানের ঘরে দিয়ে গেল,,
রিয়া তো ঘরে ডুকেই অবাক,,ঘর সাজানো,,
তার মানে ফুল সজ্জার জন্য,,
রিয়ার ভয়ে গলা শুখিয়ে যাচ্ছে,,

রুহান গিয়ে দরজা লাগিয়ে আসল,,

রিয়ার দেন ভাঙল দরজা লাগানোর শব্দ,,আর দেখল রুহান তার দিকে এগোচ্ছে
রিয়া বলল আমার দিকে আসছেন কেন,,

রুহান ফুল সজ্জা করব না,,

রিয়া বলল না না,,ভয়ে পিছিয়ে যাচ্ছে

রুহান রিয়ার আর একটু কাছে এসেই হঠাৎ হেসে৷ দিল,,বলল তোমার সাথে ফুল সজ্জা হা হা হা,,

রুহান বলল আমার হাত পা টিপে দাও,,ঘুমাবো আমি,,গো

রিয়া বোকা বনে গেল,,আর রেগে বলল পারব না,,

রুহান বলল ওকে তো ফুল সজ্জাটা করে ফেলি,,

রিয়া না না,,আমি পা টিপে দিচ্ছি,,
গুড গার্ল,,

রিয়া পা টিপ দিচ্ছে আর মানে মনে বকছে,,বেটা হারে বজ্জাত,, তর ভাল হবে না,,হাতি,,গন্ডার,,

রুহান বলল বকা শেষ হলে এবার হাত টিপে দাও,,
রিয়া ভাবছে শুনল কি করে,,আমি তো মনে মনে বকা দিলাম😱😱

রুহান ঘুমের ভান ধরে শুয়ে রইল,,
,,
রিয়ার গুম পেল,,সে হাত টিপতে টিপতে,, রুহানের হাতের উপরই ঘুমিয়ে গেল,,

রুহান চোখ খুলে দেখে তার মায়াপরী ঘুমে,,হাইরে ঘুম পাগলি,,

রুহাম রিয়াকে সুন্দর করে শুইয়ে দিল,,
রুহান ঘুমন্ত মায়াপরীকে দেখছে,,

রুহান ও পরে রিয়াকে বুকে টেনে ঘুমিয়ে গেল

চলবে,,,
Devil & Secret Lover😍
লেখিকা – Shultana akther
Part – 18
…..
পরেরদিন সকাল বেলা,,,
রিয়ার হালকা ঘুম ভাঙল,,কিন্তু সে নড়তে পারছে না,,একটু আড়মুড়ো ভাঙবে তাও পারছে না,,

তখনি রিয়া খেয়াল করল,,সে রুহানের বাহুডোরে আবদ্ধ,,,
রিয়া বলছে,, ঘুমন্ত অবস্থায় স্যারকে কি মিষ্টি লাগছে,,ওহ ক্রাশ,, কতক্ষন চেয়ে রইল,,

কিছু সময় ওর রুহানকে ঠেলছে,,আর ধাক্কা দিচ্ছে,, তবে সরাতে পারল না,,
রিয়া মনে মনে বলছে,,যে হাতি কি করেই আমার মত মেয়ে ওনাকে সরাবে,,

রিয়া হঠাৎ চিৎকার দিয়ে উঠল,,
রুহান রিয়ার চিৎকারে ফাল দিয়ে উঠল
কী কী হলো,,,রুহান রেগে,বলল এসবের মানে কী,,

রিয়া ; আমাকে আপনি জড়িয়ে ধরে আছেন কেন,,আপনি আমার ঘুমের সুযোগ নিয়েছেন,,ন্যাকা কান্না করে,,

রুহান চুপ রিয়া,,নয় ঠাস করে লাগামু একটা,,দিলে ঘুমের বারটা বাজিয়ে,,
রিয়া ভয়ে চুপসে গেল,,

রুহান আবার শুয়ে পড়ল,,তবে আর ঘুম আসছে না,,তার মায়পরী নেই বাহুডোরে তাই,,

রিয়া উঠে ফ্রেশ হয়ে আসল,,এসে চুল ছেড়ে,,চুল আচরাচ্চে,,
রুহান আড় চোখে রিয়াকে দেখছে,,

রিয়া বলল চোরের মত দেখার কী হলো,,

রুহান,,তোমাকে দেখতে বয়েই গেছে,,আরও কত সুন্দর সুন্দর মেয়ে আছে,,নিলাও তো কম না,,
রুহান রিয়াকে রাগাতে এসব বলছে,,

রিয়া রাগে ফায়ার,, রাগে বলছে,,এত মেয়ে আছে যেহেতু আমাকে বিয়ে করলেন কেন,,বেটা খাটাস,,তর জীবনে ভাল হবে না,,কান্না করে,,
রিয়া রুহানকে হঠাৎ বালিস দিয়ে মারতে শুরু করল,,

রুহান রিয়াকে থামাতে চাইলেও পারছে না,,শেষমেশ রুহান রিয়াকে টেনে খাটে ফেলে গলায় চুমু আর কামর মারল,,
পরে রুহান উঠে সোজা ওয়াশরুম

রিয়া বকছে,,হাতি,,খাটাস,,বক রাক্ষস,,আমার গলা কামরে দাগ করে দিল,,ন্যাকা কান্না করে বলছে,,

রুহান ওয়াশরুম থেকে গলা বের করে বলল, পিচ্চি বউ,,এটা কামর না,,লাভ বাইট,,হিহিহি,,

রিয়া বলল,,সয়তান,,পাজি,,বকতে বকতে নিচে চলে আসল,,

রিয়া নিচে এসে, রুহানের মার সাথে কথা বলতে লাগল,,আর হাতে হাতে টুকটাক চায়ের কাপ এগিয়ে দিচ্ছিল,,রুহানের মা না করলেও রিয়া শুনলো না৷

একটু পরেই রুহান ডাকতে ডাকতে নিচে নামল,বলল তোমার বাবা ফোন দিয়েছিল,,ওনি কথা বলবে,,উপরে ফোন আছে যাও কথা বলে আসও,,
রিয়া তো দৌড়,, রিয়া গিয়ে দেখে রুহানের ফোন, কিন্তু ও কল দিবে কি করে,,লক করা😴

রুহান ও রিয়ার পিছে পিছে আসল,,কারন জানা ছিল পাসওয়ার্ড ছাড়া লক খুলতে পারবে না,,
রুহান বলল পাসওয়ার্ড মায়াপরী,,

রিয়া অবাক এই মায়াপরীটা আবার কে,,😱
রিয়া তার বাবাকে ফোন দিল,,মা ভাই সবার সাথে কথা বলল,,বলল সে ভাল আছে,,রুহানের মা বাবা অনেক ভাল,,
রিয়ার বাবা বলল, রুহান কাল তাদের রিসিপশানের দাওয়াত দিয়েছে,,তাই আজ আর আসবে না কাল আসবে,,
রিয়া বলল ওকে বাবা,,

রিয়া কথা শেষ করেই দেখল,,নিলার ফোন,,রিয়া বলল নেন ফোন,,

রুহান ফোন ধরেই,,নানা আদরে ভাবে নিলার সাথে কথা বলছে,,রিয়াকে রাগাতে,,

রিয়ার রাগ হলোও কিছু বলল না,,

রুহান কথা শেষ করে বলক রেডি হয়ে নাও অফিস যাবে

রিয়া বলল আমি,,
হুম তুমি,,
রিয়া বলল কেন,,
রুহান বলল,,পিএ তুমি সো কাজ আছে অফিসে,,

রুহান রেডি হয়ে এর মধ্যে নিচে নেমে গেল,,আর যাওয়ার আগে রিয়াকে বলল মিটিং আছে তাড়াতাড়ি রেডি হয়ে নাও,,আর নিচে আস,,

রুহান এসেই বলল,, মম খেতে দাও,,
রুহানের মা অবাক,,আর ওনি বলল,,আজও তুমি অফিস যাবে,,

রুহান,হুম মা কাজ আছে, আর মিটিং আছে জরুরি
এর মধ্যে রিয়াও নামল,,,
রিয়াকে দেখে রুহানের মা বলল,, রিয়া তুমিও কী অফিস যাবে,,
রিয়া,, আসলে মা,,ওনি হঠাৎ বলল মিটিং আমার যাওয়া লাগবে

রুহানের মম রুহান এসব কি,,ও কেন যাবে,,ও এই বাড়ির বউ এখন৷

রুহান বলল মা,,মিটিং টা জরুরি,,আর ও তো এতদিন পিএ ছিল,,তো সব ডিটেইলস ওর কাছে,,

রুহানের বাবা বলল,,আরে রুহানের মা বুঝো না,,রুহান বউকে এখানে রেখে কাজে, মনদিতে পারবে না,,তাই নিয়ে যাচ্ছে,,
রিয়া তো লজ্জায় মাথা নিচু করে আছে,,

রুহান বলল,,পাপা এটা কিন্তু টিক হচ্ছে না,,
ওকে ওকে মাই সান যাও তুমি,,

রুহান বলল মম ডেড আসছি,,আর মাহারানি একটু জলদি আসেন,,

অন্যদিকে, নিরব দেশে ফিরেছে,,আজ রুহান যার সাথে ডিল করবে,,তার অর্ধেক নিরবের নামে,,নিরব বলছে রুহান আমি তোকে দেখে নিব,,
সামান্য পিএ জন্য আমাকে অপমান😠

রিয়াও হাত ধুয়ে,, ওনাদের বলে বের হলো,,,
গিয়ে দেখে রুহান গাড়িতে বসে আছে,,রিয়া গিয়ে পিছে বসল,,

রুহান বলল আমি কী ড্রাইভার,,যে পিছনে বসছ,,
রিয়া জানে কথা বলে লাভ নাই,,তাই সামনে গিয়ে বসল,,

রুহান খেয়াল করল,,রিয়া সিট বেল্ট লাগায়নি,,
রুহান সিট বেল্ট,, লাগাতে এগিয়ে গেল,,

রিয়া ভাবল,,রুহান কিস করবে,,তাই সে ঠোঁট চেপে ধরল,,
কিন্তু না,,রুহান সিট বেল্ট,, লাগিয়ে দিয়ে হাসছে😁,,
রিয়া বোকা বনে গেল😱

রুহান আর রিয়া একসাথে অফিসে ডুকলো,,ওদের একসাথে দেখে সবাই অবাক,,কারন ওদের বিয়ের বেপারটা কেউ জানে না,,

চলবে,,,