Game Part-01

0
1662

#Game
#সূচনা_পর্ব
#মিমি_মুসকান ( লেখনিতে )

১০ বছর বয়সী আদুরী বসে আছে মেঝেতে। ঘরের এক কোনে নিজেকে আষ্টেপৃষ্ঠে ধরে কেঁদেই যাচ্ছে। পুরো ঘর অন্ধকারে আচ্ছন্ন! এই অন্ধকার ঘর টার মতোই তার জীবনে অন্ধকার ছেয়ে গেছে। চোখ থেকে ঝরছে অজস্র অশ্রু। তার অবাধ্য এলোমেলো চুল গুলো ছড়িয়ে আছে মেঝেতে। আজ প্রায় দুদিন হলো এই অন্ধকার ঘরেই কেটেছে তার সারাটা দিন। একবারের জন্যও অশ্রু বন্ধ হয় নি তার। এই দুদিন ধরে না খেয়ে দেয়ে কাঁদার কারনে চোখের নিচ কালো হয়ে গেছে তার। তার ফর্সা গাল দুটো লাল হয়ে আছে। ঠোঁট জোড়া কাঁপছে, তবুও কান্না থামছে না খানিকক্ষণের জন্য।

হাত দুটো মেঝেতে মুষ্টিবদ্ধ করে রেখে রাগ থামানোর চেষ্টা করছে। রাগে তার শরীর কাঁপছে। হঠাৎ করেই ঘরের দরজা খোলার আওয়াজ আসল কিন্তু এতে এক ফোঁটা বিচলিত হলো না সে। হাতে একটা খাবারের থালা নিয়ে একজন প্রবেশ করল ঘরে। মুখ শুকনো, না ঘুমানোর কারনে তারও অবস্থা বেহাল। ঘরে প্রবেশ করেই ঘরের আলো জ্বালালো সে। অতঃপর এসে দাঁড়ালো আদুরীর সামনে। আদরের বোনটি আজ দুদিন ধরে কিছু খায়নি খুব কষ্ট হচ্ছে তার। আদুরী এখন খানিকক্ষণ এর জন্য কান্না থামিয়ে কাঁপা কাঁপা গলায় বলল…

– দ..দা!

খাবারের প্লেট বিছানায় রেখে আদুরীর সামনে মেঝেতে বসে পড়ল সে। বলে উঠল..

– আদুরী!

আদুরী এবার তার মুখের দিকে তাকায় দেখে অভ্র বসে আছে তার সামনে। অভ্র আদুরী কে এই অবস্থায় দেখে ভড়কে যায়, দু’চোখ ফুলে গেছে কাঁদতে কাঁদতে তবে অভ্র”র চেহারায় কাঁদার কোনো ছাপ নেই, আছে তো রাগ আর দুঃখের ছাপ। এটাই তার চেহারা বিষন্ন করে রেগেছে। তবুও একটা জোরপূর্বক হাসি দিয়ে ছোট বোনের কান্না বন্ধ করার ব্যর্থ চেষ্টা করলো সে। আদুরী অভ্রের কোলে গিয়ে বসে জরিয়ে কাঁদতে লাগলো। অভ্র তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। খানিকক্ষণ বাদে কান্না থামে আদুরীর, তবুও অশ্রু গড়িয়ে পড়ে চোখ থেকে। চোখের অশ্রু ও আজ বেইমানি করছে বলে মনে হচ্ছে। অভ্র আদুরী’র মাথায় হাত বুলিয়ে আলতো করে একটা চুমু দেয়। অতঃপর তাকে বলে উঠে…

– আদুরী!

– ….

– খাবার এনেছি খেয়ে নাও।

– ….

– দুদিন’ধরে কিছু খাও নি, খেয়ে নাও। নাহলে অসুস্থ হয়ে যাবে।

– আম্মু কে এনে দাও।

– ….

– কি হলো আমার আম্মু কে এনে দাও।

অভ্র আদুরী’কে নিজের সামনে বসায়। আদুরীর শরীর কাঁপছে! অভ্র আদুরীর দু’চোখ মুছে দেয়। চোখ দিয়ে আবার অশ্রু ঝরার আগেই অভ্র শান্ত গলায় বলে ওঠে…

– এই কান্না এখানেই শেষ, আর যেন না কাঁদতে দেখি।

– তো কি করবো আমি।

– আদুরী! মানুষ সারাজীবন বেঁচে থাকে না এটা তোমাকে বুঝতে হবে।

– কিন্তু ওরা মেরেছে আমার আম্মু কে। আমি কি করে এটা ভুলে যাবো।

– ভুলে যাবে না বলেই আর কখনো কাঁদবে না।

আদুরী অবাক চোখে তাকিয়ে থাকে অভ্র’র দিকে। অভ্র তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলে…

– শোন! মানুষ নিজের কষ্ট ভুলার জন্য’ই কান্না করে, আর আমি চাই তুমি নিজের কষ্ট যেন কোনোভাবেই না ভুলো তাই আর কখনো কাঁদবে না।

আদুরী মাথা নিচু করে নেয় কারন এটা তার পক্ষে সম্ভব না। অভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বলে…

– তোমাকে আমি আজ দুদিন সময় দিয়েছিলাম কাঁদার জন্য,‌তাই বাপি কেও আসতে দেয় নি এখানে। এই দুদিন ধরে এই বাড়িতেই শুধু তুমি কেঁদেছো আর কেউ কাঁদেনি এর মানে কি মা কে শুধু তুমিই ভালোবাসতে আমরা বাসতাম না। না আদুরী কারন টা এটা না। কারন হলো আমার মা’র শেষ কথা। উনি মারা যাবার আগে আমার কাছে শেষ বারের মতো এটাই চেয়েছেন যেন তার এই ছোট্ট প্রিন্সেস কখনো না কাঁদে, শুধু তুমি না বাকি সবাই। এই বাড়িতে কেউ যেনো কখনো না কাঁদে এটা তার মৃত্যুর পরেও বজায় থাকবে।

– ….

– আমি সবাই কে তো সামলাতে পেরেছি কিন্তু তোমাকে ছাড় দিয়েছি এর কারণ আছে। কারন টা এটাই তুমি অধরা খানের মেয়ে মেহরিন বর্ষা খান। সবার মতো তুমি বাবা’র পরিচয়ে না মায়ের পরিচয়ে বড় হয়েছো। সব জায়গায় তুমি নিজেকে অধরা খানের মেয়ে হিসেবে পরিচিত পেয়েছো। এমন কি সবাই তোমাকেই জুনিয়র অধরা খান বলতো। আর অধরা খানের জীবন এতোটা সহজ ছিল না। তার মতোই তোমার জীবনটা এতো সহজ না। সবার চেয়ে আলাদা হবে তোমার জীবন। তোমার ওপর নির্ভর করে আমার বাকি ভাই বোনদের জীবন।

– ….. ( নীরবে চোখের জল ফেলছে আদুরী )

– মেহেরিন!

আদুরী এবার ঘাবড়ে যায়, অভ্র রেগে গেলেই তাকে নাম ধরে ডাকে। আদুরী এবার সম্পূর্ণ নিশ্চুপ হয়ে যায়। চোখের অশ্রু এবার শুকিয়ে যায়। অভ্র‌ বলে ওঠে…

– জীবন একটা game এর মতো। ভিডিও গেইমস খেলো তো। সবসময় কি জিতো, একবার ও কি হেরে যাও না। যখন হেরে যাও তখন সেই লেভেলেই থাকো আর জিতলে উপরের লেভেল উঠো। জীবনটাও ঠিক তেমনি। শুধু পার্থক্য এখানে হারলে সেই লেভেলে থাকবে না বরং নিচে পরে হারিয়ে যাবে। তাই জীবনে কখনো হেরে গেলে চুপচাপ বসে থাকলে চলবে না উপরে উঠার চেষ্টা চালিয়ে যাবে। আর পাঁচটা জীবনের মতো তোমার জীবন না এটা মাথায় রাখতে হবে। এখন একজন মারা গেছে সামনে হয়তো তোমার পাশে আর কেউ’ই থাকবে না তখন কি করবে তুমি! এভাবে বসে কাঁদবে, অধরা খান হলে কি এটাই করতো বলো আমায়! নিজেকে অধরা খানের মেয়ে বলে পরিচয় দাও আর এতোটুকুতেই ভেঙ্গে পরছো? সারা বাড়িতে শুধু তোমার কান্নার আওয়াজ আসছে, আর কেউ কাঁদছে। আমাকে দেখেছো কাঁদতে,‌ না বাপি কে! আমরা কি ভালোবাসতাম না মা কে। জানো তো কারা মেরেছে, কেন মেরেছে, কিভাবে মেরেছে সব জানো। তাহলে জেনে বসে আছো কেন? কিছু করছো না কেন? Khan”রা কি এতো দুর্বল! শত্রু দের নিজের দুর্বলতা’র সু্যোগ কেন দিচ্ছ? যেন তারা আবার এসে তোমার ক্ষতি করতে পারে তাই!

আদুরী একদৃষ্টিতে তাকিয়ে আছে অভ্র’র দিকে। অভ্র’র কথা অর্থ সে বুঝতে পারছে। অভ্র এবার আদুরীর গালে হাত রেখে তার চোখের দিকে তাকিয়ে বলে…

– কি করতে হবে বুঝতে পারছো তো! আমি জানি আমার ছোট্ট বোনটা পারবে।

আদুরীর ঠোঁটের কোনে এবার হাসি ফুটে। সে অভ্র’র হাত ধরে বলে ওঠে…
– yep, they game is begin now and i promise you that I win this game everytime.

অভ্র কিঞ্চিত হেসে বলে…
– আমি জানি তুমি পারবে আমি তোমাকে কথা দিচ্ছি মা’র শেষ প্রতিশ্রুতি আমি রাখবো। কখনো কাঁদতে দেবো না তোমায় কখনো না!
বলেই আদুরীর কপালে আলতো করে একটা চুমু দেয়। আদুরী গিয়ে জরিয়ে ধরে অভ্র কে।

[ ৬ বছর পর… ]

রাস্তায় সাইকেল হাতে নিয়ে কাব্য বলে উঠে..
– কিরে আর কতোক্ষণ! দি কখন আসবে?

ইহান হেলমেট লাগাতে লাগাতে বলে..
– দা কল করতে গেছে এখন’ই আসবে।

রোদ্দুর সাইকেলে বসে বলে..
– দি আজ অনেক দেরি করছে! ওই তো দা আসছে।

সবাই তাকিয়ে আছে, হাতে গ্লাফস পরে আসছে নীল। নীল কে দেখে রোদ্দুর বলে উঠে..
– কি বললো দি?

– ফোন বাজছে কিন্তু রিসিভ করছে না। আমি মেসেজ দিয়েছি।

– তাহলে কি ওয়েট করবো।

– নাহ চল আমরা শুরু করি!

– আচ্ছা!

চারজন মিলে সাইকেল রেস করার জন্য প্রস্তুত নেয়। খানিকক্ষণ পরই সাইকেল চালাতে শুরু করে। সবার আগে নীল, তারপর রোদ্দুর, শেষে ইহান আর কাব্য। কাব্য ইচ্ছে করেই ধীরে ধীরে চলছে। কারন তার খুব ঘুম পাচ্ছে। এই সকাল সকাল সাইকেল চালানোর কোনো শখ ছিল না তার। কাব্য একটা হাই তুলে পাশে তাকাতেই একজন থেকে ঘাড়বে যায়। সে কাব্য কে দেখে চোখ টিপ দিয়ে তাকে ছাড়িয়ে চলে যায়। ইহান বলে উঠে..
– এতো..

– দি! দি চলে এসেছে এবার মজা হবে।
বলেই দুজন হেসে সাইকেল জোরে চালাতে শুরু করে। এদিকে সে রোদ্দুর কে ওভার করে সামনে চলে যায়। নীল পিছন থেকেই তার আভাস পেয়ে আরো জোরে চালায় থাকে। সেও হারবার পাত্র নয়। অবশেষে নীল কেও অভারটেক করে ফেলে অবশেষে জিতে যায় এই রেস। নীল হেলমেট খুলে বলে উঠে..
– দি ইট’স নট ডান। তুমি রেস’র মাঝে এসেছো।

সে হেলমেটটা খুলে হেসে বলে উঠে..
– না মাঝে ঢুকি নি বরং দেরি করে রেস এ এসেছি। বাট তুমি তাও হেরে গেলে। ( নীলের গাল ধরে টেনে )

ইহান হেসে বলে উঠে..
– প্রত্যেক বারের মতো তুমি জিতে যাও।

সে কাব্য এর মাথায় হালকা মেরে বলে..
– এখানে এসে আলসেমি কেন করিস, কচ্ছপের মতো সাইকেল চালাস কেন?

কাব্য মাথার হাত দিয়ে বলে…
– তবুও জিততে পারি না, কিন্তু কচ্ছপ কিভাবে জিতল এটাই ভেবে পাই না।

রোদ্দুর বলে উঠে..
– এটা কিভাবে হলো দি! তুমি শেষে এসেও কেন জিতলে

সে হেসে বলে উঠে..
– কজ ইট’স মি,নিহারিকা নিহা খান!

নীল বলে উঠে..
– আমিও আদ্রিয়ান খান নীল, একদিন না একদিন আমিও তোমাকে হারাবো।

নীলের মাথার চুল এলোমেলো করে..
– আমি সেই দিনটার জন্য অপেক্ষা করবো, কিন্তু আরেকজন কোথায়?

ইহান বলে উঠে..
– সে হলো অমাবস্যা চাঁদের মতো কয়েকদিন পর পর দেখা পাওয়া যায়।

নিহা বলে উঠে..
– সকাল ৮ টা বাজে এখনো ঘুমায় সে!

নীল বলে উঠে..
– এখন উনার কাছে সকাল ৬ টা বাজে বুঝলে। আপাতত আজ ১১ টার আগে ঘুম থেকে উঠবে না।

কাব্য বলে উঠে..
– তো কি করবে, কাল অনেক রাত করে বাড়ি এসেছিল।

নিহা কাব্য’র ঘাড়ে হাত রেখে বলে..
– হুম জানি, আর ফ্রেন্ড’র সার্পোট টানা লাগবে না তোর। এখন বাসায় চল। দেখি তিনি স্বপ্নে কি দেখে।

রোদ্দুর বলে উঠে..
– তার স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিনত হবে।
সবাই একসাথে হেসে উঠে। অতঃপর সবাই খান বাড়িতে পৌঁছায়!

নীল দৌড়ে রুমে ঢুকে বিছানা থেকে নিশি কে কোলে তুলে নেয়। অতঃপর ওকে নিয়ে ‌ সুইমিংপুলে ফেলে দেয়। নিশি লাফিয়ে উঠে। অতঃপর রেগে তাকিয়ে থাকে নীলের দিকে। নীল নিশি’র মুখ দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাবার অবস্থা। নিহা, কাব্য, ইহান আর রোদ্দুর ও হাসতে থাকে। নিশি চেঁচিয়ে বলে উঠে..

– দা… দা!

– দা বাসায় নেই,‌ এখন তার অফিস টাইম ভুলে গেছিস।

– আজ দা আসুক! তোমার নামে যদি না বিচার দিয়েছি আমি।

– আমিও দেবো সকাল সকাল এক্সারসাইজ না করে ঘুমানো দা জানলে মজা বুঝাবে।

নিশি অসহায় মুখ করে নিহা’র দিকে তাকায়। নিহা তার কাছে একটা তোয়ালে নিয়ে যায়। অতঃপর নিশি কে উঠিয়ে তাকে চেঞ্জ করে আসতে বলে।
নিশি চেঞ্জ করে এসে ‌নীলের পিছনে দৌড়ায় থাকে। নীল ও দৌড়াতে থাকে। পুরো বাড়ি জুড়ে দুজনে ছুটছে বাকি ‌তাদের কান্ড দেখে হাসতে থাকে।
.

শাহরিয়ার অভ্র খান অফিসে ঢোকার সাথে সাথে তার পিএ এসে উপস্থিত।

– গুড মর্নিং স্যার!

– মনিং! তা আজকে কি কি আছে বলো।

– স্যার গুড নিউজ আছে।

– বলো।

– অবশেষে আমরা আমাদের নিউ কোম্পানির ব্রাঞ্চ লঞ্চ করতে যাচ্ছি যার কারনে পরশু প্রেস কনফারেন্স হবে। আপনাদের সবাইকে থাকতে হবে।

– আচ্ছা ঠিক আছে। আর কিছু..

– হ্যাঁ স্যার…

– বলো।

– এ্যাকচুয়েলী স্যার আমার বিয়ের তারিখ ঠিক হয়েছে।

– ওহ congratulations!

– Thank you স্যার এই যে বিয়ের কার্ড। আপনাদের সকলকে আসতে হবে। প্লিজ স্যার…

– চেষ্টা করবো!

– প্লিজ স্যার, ম্যাম আর স্যারদের নিয়ে অবশ্যই আসবেন।

– ঠিক আছে। তাহলে তো তুমি রিজাইন নিচ্ছো!

– হ্যাঁ স্যার, রিজাইন লেটার টেবিলে দিয়ে দিয়েছি।

– নতুন পিএ এর Advertisement দিয়েছো।

– না স্যার আসলে আমার একজন বান্ধবী ছিল, আমি এই জন্য ওকে সিলেক্ট করেছি। শুধু একবার আপনি তার cv দেখে নিবেন। সে এটার জন্য একদম যোগ্য!

– তুমি দেখেছো এতেই হবে, তুমি জানো আমার কেমন পিএ লাগবে।

– জ্বি স্যার!

– কবে থেকে জয়েন করবে!

– স্যার আমার বিয়ে অ্যাটেন্ড করেই জয়েন করবে, অন্য শহর থেকে আসছে তো তাই…

– আচ্ছা ঠিক আছে!
.
খান বাড়িতে…

সবাই একসাথে বসে খাবার খাচ্ছে। নিশি বলতে শুরু করে..
– দা জানো আজ ভাইয়া কি করেছে আমার সাথে..

– কি করেছে?

নিহা বলে উঠে..
– ঘুমের কোলে সুইমিংপুলে ফেলে দিয়েছে!

কাব্য বলে উঠে..
– এরপর তোমার বোন ঘুম থেকে লাফিয়ে উঠে!

সবাই হেসে উঠল। নিশি রেগে কাব্য’র দিকে তাকায়। কাব্য এবার চুপচাপ খেতে থাকে। নিশি আবারও অভ্র কে ধরে..
– কি হলো কিছু বলো?

-‌ রিভেঞ্জ নিয়ে নেবে কেউ কিছু বলবে না।

অভ্র’র এই কথায় নীল শুকনো ঢোক গিলে। নিশি বাঁকা হেসে ওর দিকে। অভ্র আবার বলে উঠে..

– পরশু প্রেস কনফারেন্স আছে, নিহা আমার সাথে যেতে হবে তোকে!

– ঠিক আছে দা কিন্তু..

– কিন্তু!
সবাই চুপ হয়ে গেল। নিহা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে..

– ভুলে গেছিলে আর আগে একবার কি হয়েছিল? তারা কার কথা জিজ্ঞেস করবে!

নীল বলে উঠে..
– সবসময় এর মতো এবারও..

অভ্র মাথা নিচু করে বসে আছে। নিহা বলে উঠে..
– দা এবারও এমন কিছু হবে আমি জানি! তারা আবারও জিজ্ঞেস করবে.. আদুরী কোথায়?
অভ্র কিছু না বলে খাবার টেবিল ছেড়ে উঠে চলে যায়।

এদিকে দুই সাংবাদিক এর কথোপকথন..
– এই যে পরশু দিনের প্রেস কনফারেন্স এর জন্য প্রশ্ন! পড়ে নে..

– সব’ই তো আছে কিন্তু একজন নেই!

– কার কথা বলছিস? শাহরিয়ার অভ্র খান হলো ‌খান বংশের বড় ছেলে আর বর্তমানে খানদের কোম্পানির ওনার, আর তার দুই যময দুই ভাই বোন মানে নিহারিকা নিহা খান আর আদ্রিয়ান খান নীল যার মধ্যে নিহা বড় আর ছোট বোন নিশিতা নিশি খান এই.. তবে নিহা আর নীল যময হলেও নিহা বড় হওয়ায় সে থাকবে প্রেস কনফারেন্স এ। আর কার কথা বলছিস ইহান,‌রোদ্দুর আর কাব্য ওদের কথা!

– সবার কথাই তো বললি শুধু একজন এর নাম বাদে যার কথা এখনো তোর মনেও গেঁথে আছে!

– আ…আদুরী মানে ‌অধরা খান এর ছোট মেয়ে মেহরিন বর্ষা খান আদুরী!

– হুম!

– তুই কি পাগল হলি, বড় স্যার বলে দিয়েছে তাকে নিয়ে যেনো কোনো কথা না বলি!

– স্যার বললেই হলো নাকি! আমি তো তার কথা জিজ্ঞেস করবোই। তোর মনে আছে প্রায় ৬ বছর আগে অধরা খান মারা যায় তার ১ বছর পর তার ছোট মেয়ে কি কি নাই করলো। এতো ছোট মেয়ে কমপক্ষে ৬ টা খুন করেছিল না জানি আরো কতো এটা তো পুলিশ রের্কড বলেছিল,‌ এমন কি নিজের গ্যাং ও নাকি আছে তাও খুব বড়! অথচ ৫ বছর আগে হুট করেই সে উধাও, একটা কার এক্সিডেন্ট এর পর তাকে আর খুঁজে পাওয়া যায় নি। তাকে ভুলে যাবো!

– শোন সে যে খুন করেছে এটার কোনো প্রমান না আছে আমাদের কাছে আর না পুলিশদের কাছে তাই এই কথা তুলে লাভ নেই! আর গ্যাং.. সেটাও না বলাই ভালো।

– খবর আছে আমার কাছে তার ৩ বেস্ট ফ্রেন্ড মানে কাব্য, রোদ্দুর আর ইহান জড়িত আছে তার সাথে। আর ভাই বোন’রা তো জন্মগত!

– তাদের ফ্রেন্ড শিপ অনেক পুরোনো। আর তুই যদি ভাবিস তাদের আদুরী’র কথা জিজ্ঞেস করলেই বলে দিবে তাহলে তুই সম্পূর্ণ ভুল। এই ৫ বছরে অন্যান্য সাংবাদিকরা কম জিজ্ঞেস করে নি। কিন্তু তারা কিছুই বলে নি!

– হয়তো তারা ঠিক মতো জিজ্ঞেস করতেই পারি নি। তাই..

– মানে কি বলতে চাস তুই!

– সেটা না হয় পরশু দেখবি। পুরো মিডিয়া থাকবে ওখানে সেখানে তারা কোনোমতেই না বলে থাকতে পারবে না!

– দেখ তুই যা’ই করিস না কেন আমি তোর সাথে নেই কারন আমার চাকরি আমার কাছে অনেক প্রিয়!

– আচ্ছা আমি একাই দেখবো তাহলে! তুই শুধু দেখ কি কি হয়…

#চলবে….