Story – Secret Lover
।।
Writer – Tafsirah Islam
।।
Part – 1
।।
উফ….এত সকাল সকাল কে এলো…
।।।
।।।
।।।
অনেকটা বিরক্তি নিয়েই তিথি দরজা খুলতে গেলো…
।।।
।।।
।।।
এদিকে কে যেন বেল বাজিয়েই যাচ্ছে…
।।।
।।।
উফ…আসছি আসছি…সকাল সকাল শান্তিতে ঘুমাতে ও দেবে না…?
।।।
।।।
।।।
তিথি দরজা খুলেত আজও অবাক ??
।।।
।।।
বড় একটা লাল গোলাপের তোড়া ??
।।
।।
অবস্য তিথি বেশি একটা অবাক হয় নি.. কারন গত এক বছর ধরেই প্রায়ই এরকম হয়ে আসছে…
।।
।।
।।
কে দিয়ে গেলো.. উফ আজও কোথাও কাউকে দেখছি না…
।।
।।
।।
তিথি বের হয়ে এদিক ওদিক খুজে কাউকে না পেয়ে চলে এলো…
।।
।।
।।
তিথি ফুলের তোড়া টা রুমে নিয়ে দেখেছে..
।।
এমন সময়ে তিথির চোখ পরল তোড়া তে রাখা কার্ড টাতে..
।।
তিথি কার্ডটা নিয়ে দেখলো কার্ডে
❤ Good morning sweetheart ❤
❤ A beautiful bouquet for a beautiful girl ❤
লেখা আছে…
।।
।।
ধুর….
আজও একই কথা লেখা…নাম ঠিকানা কিছুই নাই..
।।
।।
অনেকটা বিরক্তি নিয়েই ফ্রেশ হতে চলে গেলো..
।।
।।
তিথি : আজ ভার্সিটিতে লেট করা যাবে না.. ইম্পরট্যান্ট ক্লাশ আছে..
।।
তিথির মা: আচ্ছা একটু বোস আমি নাস্তা দিচ্ছি..
।।
তিথি : আচ্ছা তাড়াতাড়ি দাও…
নাস্তা করে ভার্সিটির জন্য রেডি হয়ে নিলাম..
।।
ওহহো..পরিচয় তো দেয়া হয়নি..আমি তাহমিনা জামান তিথি, মা বাবার একমাত্র মেয়ে..এবার অনার্স 1st year এ..
।।
তিথি বের হয়ে রিকশা খুঁজছে ভার্সিটির যাওয়ার জন্য..
।।
তিথি : উফ একটা রিকশা ও নেই.. একটু সামনের দিকে যাই..
এমন সময়ে তিথির ফোন আসলো..
তিথি ফোনে কথা বলতে বলতে হাটছে..
পেছনে যে গাড়ি আসছে সেদিকে কোনো তাল-ই নেই..
গাড়ি হর্ণ বাজাচ্ছে তিথির যেন কানেই যায় নি..
।।
।।
গাড়ি তিথির প্রায় কাছে চলে এসেছে…
তিথি : আআআআআআআআ………
।।
।।
।।
।।
চলবে….