#তুমি_প্রেম_আমার❤️
#part:09💘
#Writer: #TanjiL_Mim❤️
.
.
🍁
“মুখে পানি পরাতে এক প্রকার লাফ দিয়ে উঠলাম ঘুম থেকে…একপ্রকার রাগান্বিত হয়ে চোখ ডলতে ডলতে বললামঃ
——-“ওই কে রে সাতচুন্নি কোথাকার,সকালবেলা আমার মুখে পানি দিয়ে ঘুম থেকে উঠায়..’!!
“ওদিকে রিতু বিরক্ত মাখা মুখ নিয়ে বললোঃ
——–“কখন থেকে ডাকছি তোকে খেয়াল আছে তোর ভার্সিটি যাবি না নাকি কটা বাজে খেয়াল আছে..’!!
“রিতুর কথা শুনে ঘড়ির দিকে তাকাতেই চোখ গোল গোল হয়ে গেছে ৯ঃ৩০ টা বেজে গেছে ও নো….
——-“সাতচুন্নি যখন পানি দিয়ে উঠাতে হলো তখন আরো আগে উঠাবি না এই বলে এক প্রকার লাফ দিয়ে উঠলাম তারপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে রিতুর দিকে হা হয়ে তাকিয়ে আছি’!!এতক্ষণ খেয়াল করি নি ময়দা সুন্দরী পুরো ময়দা মেখে এসেছে…”!!
“একপ্রকার চেচিয়ে বললামঃ
—–“উরে মামা তোকে দেখি হেব্বি সুন্দর লাগছে’!!
——“ভালো লাগছে প্রথম বার শাড়ি পড়ে ভার্সিটি যাচ্ছি..”!!
“রিতু কলা পাতা রঙের খুব সুন্দর একটা শাড়ি পরেছে, হাত ভর্তি চুরি, চোখে গাড়ো কাজল, আইলাইনার সহ ছোট্ট একটা টিপ,চুলগুলো খোঁপা করে পিছনে সাদা রঙের ফুল দিয়ে সাজিয়েছে মুখে ভাড়ি মেকাপ দিয়ে ফুলটু সুন্দর করে সেজেছে সে’!” রিতুর কথা ধ্যান ভাঙল আমার….”!!
——“কি হলো এইভাবে তাকিয়ে থাকবি নাকি তুই তৈরি হবি দেখ দেরি হয়ে যাচ্ছে কিন্তু…’!!
“রিতুর কথা শুনে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললামঃ
——-“নো টেনশন চিল বেবি চিল মাএ ১৫ মিনিট লাগবে…’!!এখন বল কি পরবো আমি..’!!
——-“কি পরবি মানে শাড়ি পরবি….
——“ওহ….আচ্ছা ওয়েট……
“তারপর আম্মাজানরে চেচিয়ে ডাকলাম……
—–“মা…..ও……মা…….
“আম্মাজানে দৌড়ে এসে বললঃ
——“কি হইছে…'”!!
——“তাড়াতাড়ি একটা শাড়ি বের করে দেও ভার্সিটি যেতে হবে…….
“তারপর আম্মাজানে আমার জন্য একটা কলাপাতা রঙের শাড়ি বের করে দিল রিতু আর আমার শাড়ির রঙ এক হলেও ডিজাইন ভিন্ন…’!!!
তারপর আরকি আম্মাজানে শাড়ি পরিয়ে দিল..”!!
——“আচ্ছা আম্মু আপু কই……
——“ও তো অফিসে চলে গেছে…..
——-“ওর জন্য তো দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে…….
——“রিতুঃকেন কি করেছিস কাল রাতে…..
——“কি করেছি পুরো রুম শুধু দৌড়াদৌড়ি করেছি……
——“কেন????
—–“হুম বলবো পরে আগে তৈরি হয়ে চল তো……
“সুন্দর করে শাড়িটা পরে,চুল গুলো খুলে দিলাম,মুখে সামান্য মেকাপ, চোখে হালকা কাজল,এক হাতে কাচের চুরি,আরেক হাতে ঘড়ি…’!”দেন আমি তৈরি তারপর আম্মাজানকে বিদায় জানিয়ে চললাম আমরা…’!!!
.
.
.
.
-“রিকশায় করে চলছি আমি আর রিতু..’!!
“রিতু বলে উঠলঃ
—–“এখন বল কাল রাতে কী হয়েছিল??
“তারপর একটা হাসি দিয়ে ওকে সব বললাম আমি..’!!সব শুনে ওর হাসি থামছেই না…ওর সাথে আমিও হাসতে হাসতে চললাম ভার্সিটি..’!!
__________________________________________
★
“পুরো ভার্সিটি সাজাতে ব্যস্ত আছে আরুশ,আরিয়ানসহ আরো সিনিয়র আপু ভাইয়ারা…’!!!পুরো ভার্সিটি খুব সুন্দর করে সাজানো হয়েছে আজকে…’!!!আরুশ আর আরিয়ান অনেক ব্যস্ত..”!!!
.
.
.
” ভার্সিটিতে ঢুকতে পুরো হা হয়ে তাকিয়ে আছি’ আমি আর রিতু’!!কারন পুরো ভার্সিটি খুব সুন্দর করে সাজানো হয়েছে’!!হাটি হাটি পা পা করে চললাম সামনে আমি আর রিতু’!!হর্ঠাৎই চোখ গেল সামনে দেখলাম “ভাঙা টেপ রেকর্ডার” কিছু মেয়েদের সাথে কথা বলতে বলতে কাজ করছে..”!!একটা মেয়ে তো পারে “ভাঙা টেপ রেকর্ডারের” গায়ের ভিতর ঢুকে যায়’!!মেয়েটাকে দেখেই বুঝে গেছি এ ক্রাশ খেয়ে গদো গদো কারন আজকে ”ভাঙা টেপ রেকর্ডার” কালো রঙের একটা শার্ট আর কালো জিন্স পরেছে,শার্টের হাতা কনুই পর্যন্ত ভোল্ট করে’!!চুল গুলো রোজ কারের মতো সাজানো’!!এক কথাই বলতে অসম্ভব সুন্দর লাগছে তাকে..’!!হর্ঠাৎ বুঝতে পারলাম “ভাঙা টেপ রেকর্ডার” এদিকেই আসছে….
——“ওরে বাবা কে জানে কি করে এমনিতে কালকে বলে ছিল তাড়াতাড়ি সর মীম এখান থেকে এই ভেবে পিছন ঘুরে আমি অবাক কারণ রিতু নেই পাশে গেল কই’!!তারপর আর কি ভাঙা টেপ রেকর্ডারের দিকে একবার তাকিয়ে তাড়াতাড়ি করে চললাম আমি রিতুকে খুঁজতে..’!!!
.
.
.
.
“এদিকে আরিয়ান মীমের এমন কাজে অবাক’!!কিছুই তো করলো না তাহলে এইভাবে পালালো কেন..”!!সে তো শুধু বলতে আসছিল শাড়িতে সুন্দর দেখাচ্ছে তাকে..”!!এই মেয়েটা আসলেই একটা পাগল না না পাগলী..”!!এই ভেবে আবারো নিজের কাজে ব্যস্ত হয়ে পরল আরিয়ান..’!!
__________________________________________
★
“কিছু একটা খুঁজতে আরুশ একটা ক্লাস রুমে ঢুকলো’!!
“এদিকে আমাদের “পঁচা পান্তা ভাত” মানে রিতু তখন দেখেছে “ফাটা ডিসপ্লে” কিছু একটা করতে অন্য রুমে যাচ্ছে সেটা দেখে সেও পিছন পিছন চলে এসেছে কালকের ফাজলামি টার শোধ নিতে হবে না নাকি’!!!বাসা থেকে সব ঠিক করে এসেছেই রিতু’!!!
.
“অনেকক্ষণ যাবৎ কিছু একটা খুঁজছে আরুশ’!! কিন্তু পাচ্ছে না হর্ঠাৎ আরুশের মনে হলো কেউ তার মুখে কিছু একটা লাগিয়ে দিয়েছে’!!মুখে হাত দিতেই আঠা আঠা লাগছে তার কাছে..’!!!
“এদিকে রিতু আরুশের পুরো মুখে কাঁদা মেখে দিয়ে দিল দৌড় তাকে আর পায় কে’!!এদিকে আরুশ ভ্যাবাচেকা খেয়ে গেছে কি হলো কিছুই যেন বুঝতে পারছে না সে’!!এমন সময় রুমে ঢুকলো আরিয়ান’!!আরুশের অবস্থা দেখে হা করে হেঁসে দিল সে’!!!
“আরুশ বিরক্ত মাখা মুখ নিয়ে বললোঃ
—–“দোস্ত হাসিস না আমার চোখে লেগে গেছে হেল্প কর”!!!!
“আরুশের কথা শুনে তাড়াতাড়ি করে আরিয়ান আরুশকে ওয়াশরুমে নিয়ে গিয়ে পুরো মুখে পানি দিতে লাগল’!!!
“আরিয়ান হেঁসে বললোঃ
—–“কে করলো এমন পুরো মুখে কাঁদা দিয়ে চলে গেছে’!!!
——“আমি কি করে বলবো পিছন থেকে দিয়ে দৌড়ে চলে গেছে’!!!
——-“তবে আমার মনে হয় আমি বুঝতে পেরেছি কে দিয়েছে’!!!
“আরুশ তার মুখ পরিষ্কার করে জিজ্ঞেস করলঃ
—–“কে দিয়েছে……
——“কে আবার “পঁচা পান্তা ভাত” ওর হাতে কাঁদা দেখেছি আমি’!!
——-“ওহ তার মানে কালকের প্রতিশোধ নিয়েছে…..
—–“কিসের প্রতিশোধ…….
—–“তেমন কিছু না কালকে ওর মুখে কাঁদা দিয়েছিলাম তবে ইচ্ছে করে দেই নি তো……
—–“ওহহ……
__________________________________________
★
“সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দেখলাম রিতু একপ্রকার দৌড়ে এদিকে আসছে…..
——-“কি হলো দৌড়াচ্ছিস কেন??
——“তেমন কিছু না কালকের শোক নিলাম….
—–“কিসের….
“তারপর রিতু কালকে থেকে এইমাএ ঘটে যাওয়া আরুশের সাথে সব বললো’!!সব শুনে হাসলাম আমি তারপর চলে আসলাম নিচের অনুষ্ঠানে”!!
.
“প্রায় দুই তিন ঘন্টা যাবৎ একেক স্যারেদের ভাষন শুনতে শুনতে বিরক্ত হয়ে উঠে পরলাম আমি’!!রিতুকে বললাম তুই বস আমি একটু আসছি’!!এই বলে চলে আসলাম আমি’!!!
——“ধুর এই ভাবে বসে থাকা যায় নাকি বসে থাকার চেয়ে তো হাঁটা ভালো’!!
“একটার পর একটা রুম টপকে হাঁটছি আমি’!!এমন সময় হর্ঠাৎই একটা রুমের ভিতর থেকে কেউ হাত ধরে টান দিয়ে ভিতরে নিয়ে গেল’!!আচমকা এমনটা হওয়াতে পুরো ঘাবড়ে গেলাম আমি’!!!
—-“দেয়ালের সাথে চেপে ধরে দাঁড়িয়ে আছে আরিয়ান ভয়ে চোখ মুখ দিয়ে ঘাম বেরিয়ে আসছে আমার’!!কাঁপা কাঁপা গলায় বললামঃ
—–“আ আপনি এ এই ভাবে টা টান দিলেন কেন??
——“ওহ মিস “ঝাঁঝ বতী লবঙ্গ” ভুলে গেলে কালকের কথা’!!!
——-“কি করবেন আপনি…..(ঘাবড়ে গিয়ে)
——“কি করব এই বলে আরিয়ান আরো কাছে লাগল আমার’!!
“এদিকে আরিয়ান কাছে আসছে দেখে ভয়ে চোখ বন্ধ করে ফেলেছি আমি’!!
__________________________________________
“বেশ কিছুক্ষন হয়েছে মীম গেছে এখনো না আসাতে রিতুও বসা থেকে উঠে খুজতে লাগল মীমকে’!!!হর্ঠাৎই একটা রুম থেকে টান মেরে রিতুকে একটা রুমে নিয়ে গেল আরুশ’!!এদিকে আরুশের এমন কাজে চোখ বড় বড় হয়ে গেল রিতুর’!!!
!
!
!
!
#চলবে……..
[ভুল-ত্রুটি ক্ষমার সাপেক্ষ]🖤
#TanjiL_Mim🦋