#তোমাকে_ঘিরে_আমার_অনুভূতি💖
#পর্ব_১২
#Anika_Fahmida
আদ্রকে নিজের চোখের সামনে দেখে অনুর বিশ্বাস হচ্ছে না যে আদ্র দেশে ফিরে এসে অনুর চোখের সামনে দাঁড়িয়ে আছে। সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। অনুর ঠোঁট ভীষণ জ্বলছে। নিজের ঠোঁটে হাত দিয়ে অনু ব্যথায় আঁতকে উঠল। একটু আগেই আদ্র অনুর ঠোঁটে গভীর চুমু দিয়ে অনুর অল্প ঠোঁট কেটে ফেলেছে। যার কারণে অনুর ঠোঁট জ্বলছে। হাতটাও ভীষণ জ্বলছে।অনু নিজের ঠোঁটে হাত রেখেই মনে মনে বলতে লাগল,
–না, এটা স্বপ্ন না। আদ্র সত্যিই ফিরে এসেছে।
আদ্র রাগী দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে আছে। আদ্রকে দেখেই বুঝা যাচ্ছে সে ভীষণ রেগে আছে। অনু ভয়ে শুকনো ঢুক গিলল। তারপর আদ্রকে বলল,
–তুমি এতো তাড়াতাড়ি কি করে চলে এলে আদ্র?
আদ্র গম্ভীর স্বরে অনুকে বলল,
–কি অনু আমাকে দেখে চমকে গেলি? তোর বিশ্বাস হচ্ছে না যে আমি তোর কাছে এতো তাড়াতাড়ি ফিরে এসেছি তাই না?
অনু এখনও চুপ করে গুটিয়ে বিছানায় বসে আছে।
আদ্র অনুর কাছে এসে অনুর গাল চেপে ধরে বলল,
–আমি নাহয় সময়ের অভাবে তোর সাথে দেখা করতে না পেরে লন্ডনে চলে গিয়েছিলাম। কিন্তু তুই কোন সাহসে এই দুই বছরে আমার ফোন ধরিস নি?
অনু ভয় পাওয়া দৃষ্টিতে আদ্রের দিকে তাকাল। আদ্র অনুর গাল চেপে ধরেছে তাই অনুর মুখ থেকে কথা বের হচ্ছে না। আদ্র চিৎকার করে অনুকে বলে উঠল,
–কি হলো বলছিস না কেন?
আদ্রের চিৎকার শুনে অনু ভয়ে কেঁপে উঠল। কাঁপা কাঁপা গলায় অনু আদ্রকে বলল,
–তুমি আমার সাথে দেখা না করেই বিদেশ চলে গিয়েছিলে। তাই তোমার উপর রাগ করে ফোন ধরি নি। এতে সাহসের কিছু নেই।
আদ্র অনুর গাল ছেড়ে দিয়ে রেগে নিজের দাঁত চেপে গম্ভীর স্বরে বলল,
–এতো রাগ আমার উপর?এতোটা? ওকে ফাইন। তোর রাগ আমি ঠান্ডা করে দিব। সমস্যা নেই।
আদ্র অনুকে কোলে তুলে নিল। হঠাৎই আদ্র অনুকে কোলে তুলে নেওয়ায় অনু ভয়ে আদ্রের শার্ট খামচে ধরে ভয় পাওয়া গলায় আদ্রের দিকে তাকিয়ে বলল,
–কি করছো আদ্র?
আদ্র অনুর দিকে তাকিয়েই বাঁকা হেসে বলল,
–আমি তোকে উত্তর দিতে বাধ্য নই অনু।
অনু আদ্রের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল,
–আমাকে ছাড়ো আদ্র। আমাকে কোথায় নিয়ে যাচ্ছো?
অনু চিল্লাতে লাগল। আদ্র অনুকে কোলে করে নিয়েই ড্রইং রুমে পৌঁছাল। আদ্র বিদেশ থেকে এতো তাড়াতাড়ি দেশে ফিরেছে দেখে আমেনা বেগম খুশি হন। কারণ আমেনা বেগম জানেন আদ্রের জন্যই তার মেয়ে অনু চুপচাপ গম্ভীর হয়ে গিয়েছিল। কিন্তুু এখন অনু হাসিখুশি থাকবে। আমেনা বেগম মনে মনে ভাবছে এখন হয়তো অনুর রুমে গিয়ে আদ্র অনুর সাথে গল্প করছে। তাই আমেনা বেগম বেশ খুশি মনে আদ্রের জন্য রান্না করছিল। কিন্তু অনুর চিৎকার শুনে আমেনা বেগম চমকে উঠে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। কিন্তু ততক্ষণে অনেক দেড়ি হয়ে যায়। আদ্র অনুকে নিয়ে দ্রুত বাসা থেকে বেরিয়ে যায়। আমেনা বেগম বাসার সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেও আদ্র বা অনু কাউকেই খুঁজে পেল না। আমেনা বেগম মনে মনে বলল,
–আদ্র আমার মেয়েকে নিয়ে কোথায় গেল?
আদ্র নিজের গাড়ির ড্রাইভিং সিটের পাশের সিটে অনুকে বসিয়ে গাড়ির ডোর লাগিয়ে দেয়। তারপর নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে লাগে। এতো দ্রুত গাড়ি চালাচ্ছে যে অনুর ভীষণ ভয় লাগছে। আদ্র প্রচুর রেগে আছে। আদ্রের চোখ মুখ লাল হয়ে আছে। অনু কাঁদো কাঁদো স্বরে আদ্রকে অনুরোধ করে বলল,
–আমাকে বাসায় যেতে দাও আদ্র। আমি তোমার সাথে এমন রাগ আর কখনো দেখাবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমাকে মাফ করে দাও আদ্র। আদ্র তুমি কি আমার কথা শুনছো?
আদ্র ধমক দিয়ে অনুকে বলল,
–একদম চুপ অনু। কথা বলবি না।
অনু আদ্রের ধমকে চুপ হয়ে গেল। অনু মনে মনে বলল,
–আজ আমি শেষ। অনু আজ হয়তো তোর শেষ দিন। আদ্র আমার উপর এতো রেগে আছে তা আমি বুঝতে পারি নি। ইশ কেন আমি কিছু বুঝলাম না!
প্রায় তিন ঘন্টা হয়ে গেছে এখনও আদ্র গাড়ি চালাচ্ছে। বিকেল পেড়িয়ে রাত ঘনিয়ে এসেছে। অনু কত আরামের ঘুমটাই না ঘুমাচ্ছিল। কিন্তু আদ্র কি করল? সব এরকম তোলপাড় করে দিল? আদ্র একটা বিশাল বড় বাড়ির সামনে গাড়ি থামায়। বাড়িটা ভীষণ ভুতুড়ে। ভুতুড়ে বাড়ি আজ প্রথম নিজ চোখে দেখে অনুর শরীর থরথর করে কাঁপতে লাগল। অনু থরথর করে কাঁপতে কাঁপতে আদ্রকে বলল,
–আদ্র তুমি আমাকে কোথায় নিয়ে এলে?
আদ্র অনুর দিকে শান্ত দৃষ্টিতে তাকাল। এই শান্ত চাহনি অনুকে ভয়ে কাঁপিয়ে তোলার জন্য যথেষ্ট। আদ্র অনুর কানের কাছে ফিসফিস করে বলল,
–এই ভুতুড়ে বাড়িটাতে তোকে থাকতে হবে অনু।
অনু আর্তনাদ করে আদ্রকে বলে উঠল,
–না! কখনোই না।
অনু গাড়ির দরজা খুলে বেরিয়ে যেতে চাইলেও পারল না। গাড়ির দরজাটা কিছুতেই খুলছে না। আদ্র অনুর কান্ড দেখে শব্দ করেই হেসে ফেলল। অনুর দিকে তাকিয়ে হাসতে হাসতেই বলল,
–তোর ভয় লাগছে তাই না রে অনু?
অনু মিনতির স্বরে আদ্রকে বলল,
–আমার সাথে এমন করো না আদ্র। আমি এই ভুতের বাড়িতে থাকতে পারবো না।
আদ্র অনুর কোনো কথা না শুনে গাড়ি থেকে নেমে অনুকে কোলে তুলে নিয়ে হাঁটতে লাগল। অনু নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। অনু আদ্রের মাথার চুল টেনে ধরে বলল,
–আমাকে ছাড়ো নাহলে তোমার মাথার সব চুল টেনে ছিঁড়ে ফেলব। ছাড়ো বলছি।
আদ্র মুচকি হেসে অনুকে বলল,
–ছিঁড়ে ফেল। মানা করেছে কে?
অনু অবাক হয়ে আদ্রের দিকে তাকিয় রইল। আদ্রের চুল এতক্ষণ অনু টেনে ধরলেও এবার ছেড়ে দিল। অনু কখনো ভাবে নি আদ্রের চুল এতোটা নরম হবে। চুপ করে নিজের হাতের দিকে তাকিয়ে আদ্রের মাথার নরম চুলের কথা অনু ভাবতে লাগল। আদ্র বাড়িটার দরজা খুললেই সব কিছু অন্ধকার দেখা গেল। চারিপাশটা অন্ধকারের জন্য কোনো কিছু দেখা যাচ্ছে না ভালো মতো। সবুজ ড্রিম লাইট জ্বলছে। কিন্তু এতো নিরবতা দেখে অনু ভয়ে আদ্রের বুকের শার্ট চেপে ধরল। তারপর আদ্রের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে রাখল। আদ্র অনুকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। অনু এখনও বুঝতে পারছে না তার সাথে কি কি হবে। আদ্র দুতলার রুমে অনুকে নিয়ে গিয়ে বিছানায় বসাল। এই রুমটা আরও বেশি অন্ধকার। অনু আদ্রকে ভয় পাওয়া স্বরেই জিজ্ঞেস করল,
–এই রুমটা এতো অন্ধকার কেন? তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন? ঠিক কি করতে চাইছো আদ্র? তুমি কি বুঝতে পারছো না আমার খুব ভয় লাগছে?
আদ্র রুমের লাইট লাগিয়ে দিল। রুমের চারিপাশটা এবার অনু পরিস্কার দেখতে পেল। রুমটা কেমন যেন পুরনো। আদ্র অনুর কাছে এগিয়ে এসে শান্ত স্বরে বলল,
–তোর সাথে আমি কি করব সেটা পড়ে বুঝতে পারবি। আপাতত রুমে বসে থাক। আমি আসছি।
আদ্র রুম থেকে চলে যাচ্ছে দেখে অনু তাড়াতাড়ি আদ্রের হাত চেপে ধরল। আদ্র পেছন ফিরে নিজের হাতের দিকে অনুর আবদ্ধ করা হাত দেখে অনুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল,
–কি হলো? তোকে না বসতে বললাম। তাহলে আমার হাত ধরেছিস কেন? চুপচাপ ওখানে বসে থাক।
অনু ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল,
–আদ্র এই বাড়িটায় কেউ থাকে না?
আদ্র শান্ত স্বরে অনুকে বলল,
–না, থাকে না। তো কি হয়েছে?
–তুমি আমাকে একা ফেলে চলে যাচ্ছো কেন? যদি ভুত এসে আমাকে নিয়ে যায়? তখন আমার কি হবে?
আদ্র হেসে ফেলে অনুকে বলল,
–আরে বলদি এতো ভয় পেলে হয় নাকি? তোর মাথায় তো সামান্য বুদ্ধিটাও নেই। নো প্রবলেম। তোর মাথায় আমি বুদ্ধি ঢুকিয়ে দিব।
অনু রেগে গিয়ে আদ্রকে বলল,
–আবারও তুমি আমাকে বলদি বলছো?
–বলদিকে বলদি না বলে কি বলা যায়?
অনু রেগে গিয়ে আদ্রকে বলল,
–চলে যাও তুমি। আমাকে ভুত নিয়ে যাক।
অনু আবারও বিছানায় মুখ গম্ভীর করে বসে পড়ল। আদ্র অনুর কান্ড দেখে হেসে আবারও যেতে যাবে ঠিক তখনই অনু আবারও আদ্রকে থামিয়ে দিয়ে বলল,
–দাঁড়াও আদ্র।
আদ্র আবারও যেতে গিয়েও থেমে গিয়ে অনুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল,
–আবার কি হলো?
–তুমি ভুতুড়ে বাড়ি থেকে এখন চলে গেলে আমাকে ভুত মেরে ফেলবে। হয়তো তোমার সাথে আমার আর দেখা হবে না। কিন্তু আমি এই শেষবারের জন্য তোমাকে কিছু বলতে চাই।
আদ্র অনুকে জিজ্ঞেস করল,
–কি বলতে চাস?
অনু ধীরে ধীরে আদ্রের কাছে এগিয়ে এসে আদ্রের মুখের দিকে তাকিয়ে রইল। আদ্র বুঝতে পারছে না অনু কি বলতে চাইছে? অনু আদ্রের মুখের দিকে অনেক্ষণ তাকিয়ে আছে। আদ্র আগের থেকেও খুব শুকিয়ে গেছে। হয়তো অনুর উপর রাগ করে ঠিকমতো খাবার খেতো না। আদ্রের চোখের নিচে কালি পড়েছে। হয়তো ঠিকমতো আদ্র ঘুমাতো না। অনু আদ্রকে ঝাপটিয়ে জড়িয়ে ধরল৷ আদ্র থমকে গেল৷ অনু আদ্রকে জড়িয়ে ধরেই বলল,
–তুমি হয়তো এখান থেকে চলে গেলে আর আমার কাছে ফিরবে না। তাই আমি তোমাকে এতোগুলো বছর ধরে যেই কথাটা বলতে পারি নি তা আজকে বলতে চাইছি। আসলে এতদিন বলতে ভয় পেতাম। কিন্তু আজকে বলতে চাই।
আদ্র এখনও চুপ করে দাঁড়িয়ে আছে। অনু আদ্রকে জড়িয়ে ধরা অবস্থায় এবার চোখ বন্ধ করে আদ্রকে জোর গলায় বলল,
–আমি তোমাকে ভালোবাসি আদ্র। আমি তোমাকে খুব ভালোবাসি। হয়তো তুমি এখন বিশ্বাস করবে না। ভাববে আমি তো তোমার সাথে এতদিন কথাই বলতে চাই নি তাহলে ভালোবসি কি করে? কিন্তু আমি তোমার ফোন না ধরলে তুমি হয়তো আমার কাছে দ্রুত চলে আসবে। এটা আমার বিশ্বাস ছিল। আর এখন আমার বিশ্বাসটাই ঠিক হলো। আমাকে তুমি পারলে ক্ষমা করে দিও আদ্র।
অনু আদ্রকে জড়িয়ে ধরা থেকে ছেড়ে দিয়ে পিছাতে লাগল। কিন্তু আদ্র আবারও অনুর হাত চেপে ধরে টেনে নিজের বুকের কাছে নিয়ে আসল। অনু আদ্রের বুকে হুমড়ি খেয়ে পড়ে। আদ্র অনুর হাত চেপে ধরেই শক্ত গলায় অনুর চোখের দিকে তাকিয়ে বলল,
–ছোটবেলা থেকেই আমার ইচ্ছে ছিল বিদেশে গিয়ে পড়াশোনা করবো। বিদেশে ঘুরে বেড়াবো। কিন্তু যখন থেকে আমার মনে তোর জন্য ভালোবাসা জেগেছিল তখন থেকে আমি শুধু প্রতি মুহুর্তেই চাইতাম যাতে তুইও আমাকে ভালোবাসিস। আমার মাঝে মাঝে মনে হতো তুইও আমাকে ভালোবাসিস আবার মাঝে মাঝে মনে হতো যদি আমার ধারণা সঠিক না হয়! কিন্তু তুই কখনও মুখ ফুটে আমাকে ভালোবাসি বলিস নি৷ তোর মুখে ভালোবাসি কথাটা শুনার জন্য আমি পাগল হয়ে গিয়েছিলাম।
অনু আদ্রের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। আদ্র দীর্ঘ শ্বাস ফেলে আবারও অনুকে বলল,
–যখন আব্বু আমাকে লন্ডনে পড়তে যেতে বলল তখন আমি না করি নি। আমি চেয়েছিলাম হয়তো তোর থেকে আমি দূরে থাকলে তুই আমার জন্য তোর অনুভূতি বুঝতে পারবি। হ্যা তুই বুঝেছিস যে আমাকে তুই ভালোবাসিস। কিন্তু একটা কথা জানিস অনু? তুই যদি আমি লন্ডন যাওয়ার পরে কোনো একটা দিন আমার সাথে একটাবার ফোনে কথা বলতি? আমি ঠিক ঐদিনই তোর কাছে ছুটে চলে আসতাম। কিন্তু আমার ভাগ্যটাই এতোই খারাপ যে তুই আমার ফোন ধরতি না। আমার এই বুকের ভিতরটায় যে কত কষ্ট হতো তোকে বলে বুঝাতে পারবো না। সব সময় আশা করে বসে থাকতাম তুই আমার ফোনটা ধরবি। কিন্তু তুই ফোন ধরিস নি। আমার তোর উপর ভীষণ রাগ হয়েছিল। তাই এই দুই বছর তোর থেকে দূরে থেকেছি। আর পারলাম না তোর উপর রেগে তোর থেকে দূরে থাকতে। তোকে দু চোখ ভরে ভীষণ দেখতে মন চাইলো। আমার তোকে ছাড়া থাকতে ভীষণ কষ্ট হতো অনু কিন্তু সেই কষ্ট নিয়েই আমি তোর কাছ থেকে দূরে থেকেছি। কতটা কষ্ট বুকে রেখে মানুষ তার ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে থাকে তা কি তুই কল্পনা করতে পারবি অনু? আমি তো আর পারলাম না তোর কাছ থেকে দূরে থাকতে। আর কিছুদিন তোর থেকে দূরে থাকলে হয়তো আমি মরে যেতাম।
অনু আদ্রের ঠোঁটে হাত রেখে আর্তনাদ করে বলল,
–ওমন কথা মুখে এনো না আদ্র। তোমার কিছু হলে আমি বাঁচব না।
আদ্র নিজের ঠোঁট থেকে অনুর হাত সরিয়ে দিয়ে বলল,
–আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে ফেলেছিস?
অনু আদ্রের দিকে তাকিয়ে কান্নাজড়িত কন্ঠে বলল,
–হ্যা তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। হয়তো মুখে বলে বুঝাতে পারবো না।
আদ্র অনুর দুই গালে আলতো করে হাত রেখে বলল,
–আমি নিজেও যে তোকে নিজের থেকেও বেশি ভালোবাসি অনু। হয়তো তুই আমার ভালোবাসা বুঝতে পারিস না।
অনুর শরীর কাঁপতে লাগল। অনুর চোখ জলে টলমল করতে লাগল। অনু চোখ বন্ধ করলেই চোখের জল গড়িয়ে পড়তে লাগল। আদ্র রেগে গিয়ে অনুকে বলল,
–এই অনু কাঁদছিস কেন?
অনু কান্না জড়িত কন্ঠেই আদ্রকে বলল,
–আমি আসলেই খুব বোকা আদ্র। তুমি ঠিকই বলো আমি একটা বলদি। আমার মাথায় আসলেই বুদ্ধি নেই।
আদ্র হেসে অনুর গালে আলতো করে হাত দিয়ে বলল,
–তুই বোকা বলদি হলেও তুই আমার ভালোবাসা অনু। তোর দোষ গুণ মিলেই আমি তোকে ভালোবাসি। অবশ্য তোর দোষগুলো দেখলেও তোর একটা কোনো গুণও আমি আজ পর্যন্ত দেখলাম না।
অনু রাগী দৃষ্টিতে আদ্রের দিকে তাকাল। আদ্র অনুর রাগী দৃষ্টি দেখে শব্দ করেই হাসতে লাগল। আদ্রের হাসি দেখে কেন যেন অনুর রাগ চলে গেল। অনু মুগ্ধ হয়ে আদ্রের হাসি দেখতে লাগল৷ অনু মুখ ফসকে আদ্রকে বলেই ফেলল,
–আদ্র তুমি এতো সুন্দর করে কেন হাসো?তোমার হাসি দেখলে আমার কলিজায় ব্যথা লাগে।
অনুর কথা শুনে আদ্র হাসি থামিয়ে অনুর দিকে একদৃষ্টিতে তাকাল। আদ্র মনে মনে কি ভাবছে অনু বুঝতে পারল না। কিন্তু অনু নিজেই যে এমন কথা বলবে তা অনু কল্পনা করে নি। নিজের কথায় নিজেই অনু লজ্জা পেয়ে অন্যদিকে ঘুরে দাঁড়াল।
#চলবে…