#মুখোশের_আড়ালে
#Writerঃতাসনিম_রাইসা(আরিয়ানা)
#Partঃ1
~প্রতিদিন রাতে ধর্ষনের শিকার হয় রাই। ও বুঝতে পারে না তার সাথে এরকম জঘন্য কাজ কে করে।রাই প্রতিদিন ঘুমানোর আগে দরজা ভালোভাবে লক করে নেয়। তাহলে কি করে তার নিজের ঘরেই কেউ তাকে ধর্ষন করে?? প্রতিদিন হাজারো প্রশ্ন ঘোড়পাক খায় তার মাথায়। বাট সে কোনো উত্তর খুঁজে পায় না
রাই মধ্যবিত্ত পরিবারের সবার আদরের একমাত্র মেয়ে,মা বাবা,বড় ভাই আর চাচাতো ভাইকে নিয়ে তার পরিবার। রাই আই এ সেকেন্ড ইয়ারে পড়ে। ওর মেধা খুব ভালো,ক্লাসের ফাস্ট গার্ল সে। রাই দেখতে মা শা আল্লাহ সুন্দর। যে কেউ প্রথম দেখাতেই তার প্রেমে পরে যাবে। অবশ্য রাই অনেকগুলো প্রেমের প্রস্তাব পেয়েছে বাট সে কখনো কারো প্রস্তাবে রাজি হয় নি।।
প্রতিদিনের মতো আজও রাই ঘুম থেকে জেগে শরীরে প্রচন্ড ব্যথা অনুভব করে,তার বুঝতে বাকি থাকে না যে আজও ও ধর্ষন হয়েছে।।বাট কে ওর আড়ালে ওর এত বড় সর্বনাশ করছে??পরিবারের কাউকেই ও সন্দেহ করতে পারবে না কারণ তারা ওকে অনেক ভালোবাসে।।তারা ওর ক্ষতি চাইবে না। রাই ভাবছে, আমি তো কারো সাথে রিলেশনও করি না যে এসবে জড়াবো। প্রতিদিন ঘুম থেকে উঠে শরীরে ব্যথা আর বিশেষ কিছু কারণ দেখে রাই বুঝতে পারে সে কারো হাতে ধর্ষন হয়। কে আমার এত বড় ক্ষতি করছে?? আমার ক্ষতি করে তার কি লাভ??
রাই আরো ভাবছে তার পরিবার যদি জানতে পারে তাহলে কি জবাব দেবে তাদের?? তারা যদি ওকে ভুল বুঝে দূরে সরে যায়?? তাহলে কি করবে ও??
রাই আর ভাবতে পারছে না।ওর মাথা ধরে আসছে।। রাই কান্নায় ভেঙ্গে পরে। ও বুঝতে পারছে না ও কি করবে??
কিছুক্ষণ পর রাই বিছানা ছেড়ে উঠার চেষ্টা করছে বাট শরীরের ব্যথায় ঠিকভাবে নড়তে পারছে না।তাও কষ্ট করে বিছানা ছেড়ে জামাকাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলো।।প্রায় ১ ঘণ্টা ধরে সাওয়ার নিলো রাই। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে কলেজের জন্য তৈরি হয়ে নিচে নামলো রাই।মাকে দেখে বললো,
।
রাইঃআম্মু আমি কলেজে যাচ্ছি
.
আম্মুঃসে কি! নাস্তা করবি না
.
রাইঃ নাহ ইচ্ছে করছে না,খিদে নেই
.
আম্মুঃযে মেয়ে খিদের জ্বালা সহ্য করতে পারে না সে কি না বলছে খিদে নেই খাবে না!! এটা আমাকে বিশ্বাস করতে হবে
.
রাইঃএভাবে বলার কি আছে? খিদে নেই তাই খাবো না। খিদে লাগলে কলেজে গিয়ে ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেবো।। আমি যাচ্ছি,আমাকে পেছন থেকে ডাক দিবা না
।
কথাটা বলেই রাই বেরিয়ে পরলো কলেজের উদ্দেশ্যে।।কলেজে গিয়ে রাই ক্যাম্পাসে একা চুপচাপ বসে আছে।।হঠাৎ গায়ে কারো হাতের স্পর্শ পেয়ে পেছনে তাকালো।।।
চলবে__