মুখোশের_আড়ালে পর্ব-০২

0
3485

#মুখোশের_আড়ালে
#Writerঃতাসনিম_রাইসা(আরিয়ানা)
#Partঃ2

পেছনে তাকিয়ে দেখি মিমি,আমার কলিজার দোস্ত,
.
মিমিঃকিরে দোস্ত কেমন আছিস?
.
রাইঃআলহামদুলিল্লাহ ভালো,তুই?
.
মিমিঃহুম ভালো।।আচ্ছা তোকে দেখে তো মনে হয় না যে তুই ভালো আছিস?কি হয়েছে বল??
.
রাইঃকই কিছু হয় নি তো আমার
.
মিমিঃউফফ মিথ্যে কেনো বলছিস রাই।।আমি কিন্তু বুঝতে পারি,সো মিথ্যে বলিস না।।বল আমাকে কি হয়েছে??

এবার রাই নিজেকে আর সামলাতে পারলো না।মিমিকে জড়িয়ে ধরে কান্না করে দিল।।মিমি রাইকে এভাবে কান্না করতে দেখে কিছুটা ঘাবড়ে গেল।।রাইকে কখনো এভাবে কান্না করতে দেখে নি মিমি।।রাই কান্না করেই যাচ্ছে।।মিমি রাইকে জিজ্ঞাসা করছে,

মিমিঃরাই কি হয়েছে বল আমাকে? এভাবে কান্না করছিস কেনো?
.
রাইঃদোস্ত আমার সব শেষ,,আমি কাউকে মুখ দেখাতে পারবো না।

এবার মিমি কিছুটা ভয় পেয়ে গেলো।।কি এমন হলো রাইয়ের সাথে,ও এসব কেনো বলছে।। মিমি নিজেকে সামলে রাইকে জিজ্ঞাসা করলো,

মিমিঃরাই প্লিজ বলবি কি হয়েছে?? এসব কেনো বলছিস??
.
রাইঃদোস্ত প্রতিদিন রাতে কেউ একজন আমাকে ধর্ষন করে।বাট কে কিভাবে করে আমি কিছুই টের পাই না

রাইয়ের কথা শুনে মিমি পুরো অবাক।।কি সব বলছে আর রাই মিথ্যে কথা বলার মত মেয়ে না।।তাহলে কি এসব সত্যি।।মিমি নিজেকে সামলে রাইয়ের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো,

মিমিঃরাই তুই কি সত্যি বলছিস।।কে এরকম করবে??
.
রাইঃআমি জানি না দোস্ত কে এমন জঘন্য কাজ করে??
.
মিমিঃরাই কান্না করিস না আমি দেখছি কি করা যায়

কথা শেষে দুইজন ক্লাসে চলে যায়।।কোনো রকম ক্লাস করে রাই বাসায় এসে ব্যাগ রেখে বিছানায় গা এলিয়ে দেয়।।কখন যে ঘুমিয়ে পরে টেরই পায় নি।। ঘুম থেকে উঠে দেখে সন্ধ্যা হয়ে গেছে।।তাই ফ্রেশ হয়ে কিছু খেয়ে পড়তে বসে রাই।।পড়ায় তার মন বসছে না তাও বৃথা চেষ্টা করে যাচ্ছে সে।।
হঠাৎ রাইয়ের ফোনটা বেজে উঠে।।ফোনটা হাতে নিয়ে দেখে অচেনা একটা নাম্বার থেকে কল এসেছে।।ইচ্ছে না থাকা সত্ত্বেও ফোনটা রিসিভ করল সে,

রাইঃআসসালামু আলাইকুম।।কে বলছেন??

ওপাশ থেকে কোনো রেসপন্স না পেয়ে রাই আবার জিজ্ঞাসা করলো,

রাইঃফোনের ওপাশে কে আছেন প্লিজ বলবেন

ফোনটা হঠাৎ কেটে গেলো।।রাইয়ের প্রচুর রাগ উঠলো।।নিজের রাগকে কন্ট্রোল করে পড়ায় আবার মন দিলো।।ফোনটা আবার বেজে উঠলো।।রাই ফোনটা হাতে নিয়ে দেখে একটা ম্যাসেজ এসেছে,” তুমি দেখতে যেমন মিষ্টি,তোমার কন্ঠটাও মিষ্টি”
রাই ম্যাসেজটা দেখে কিছুটা ভয় পেলো। এটা সেই ধর্ষকের নাম্বার নয় তো।।রাই আর পড়ায় মন বসাতে পারলো না।।এক গ্লাস দুধ খেয়ে রাই বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পরে
পরেরদিন সকালে রাইয়ের ঘুম ভাঙ্গতেই সে প্রতিদিনের মতো তার শরীরে ব্যথা অনুভব করে।।সে এখনো বুঝতে পারছে না তার সাথে এমনটা হয় আর সে টের কেনো পায় না।।আর কিছু না ভেবে সাওয়ার করে কলেজে চলে যায়,কলেজে গিয়ে রাই মিমিকে সবটা খুলে বলে।।ব্যাপারটা মিমি আর রাইকে খুব ভাবাচ্ছে।।মিমি রাইকে জিজ্ঞাসা করলো,

মিমিঃআচ্ছা দোস্ত তুই ঠিক মত দরজা লক করে ঘুমাস তো।।দরজা লক করে রাখলে কেউ রুমে ঢুকবে কি করে
.
রাইঃআমি দরজা ঠিকভাবেই লক করে ঘুমাই।বাহির থেকে কেউ চাবি দিয়ে না খুললে রুমে ঢুকতে পারবে না।

মিমি কি করবে কিছু বুঝতে পারছে না।।আধো কি রাইকে কেউ ধর্ষন করে নাকি এটা ওর মনের ভুল ধারণা।।মিমির মাথায় একটা প্লেন আসছে।।সে রাইকে বললো,

মিমিঃরাই আজ রাত আমি তোর বাসায় তোর সাথে থাকবো।।দুজনই সজাগ থেকে দেখবে কে এই কাজগুলো করে??তুই তো বলতে পারিস না।আমি পাশে থেকে দেখবো (মিমি)
.
রাইঃআচ্ছা দোস্ত।

দুজনে ক্লাস করে কলেজ থেকে বেরিয়ে রাইয়ের বাসায় গেলো।।রাতে খাওয়া দাওয়া করে রাই আর মিমি রুমে বসে গল্প করছে।।

মিমিঃদোস্ত তুই প্রস্তুত তো
.
রাইঃহুম

কথা বলতে বলতে কখন যে দুজন ঘুমিয়ে পরলো টেরই পেলো না।।সকালে মিমির ঘুম ভাঙ্গতেই সে নিজেকে সোফায় আবিষ্কার করলো।। মিমি কিছুই বুঝতে পারছে না, ও তো রাইয়ের সাথে বিছানায় ছিল,এখানে কি করে আসলো।।মিমি রাইকে বিছানায় দেখতে না পেয়ে খুজতে লাগলো।।রুমে না পেয়ে দরজা খুলে মিমি যেই বাহিরে যাবে তখন কারো গায়ে ওর পা লাগতেই ও পরে যায়।।তাকাতেই দেখে রাই নিচে পরে আছে,ওর গায়ে জামা নেই।।মিমি জোরে রাই বলে চিৎকার দিয়ে উঠে।।রাইকে তুলে রুমে এনে জামা পরিয়ে রাইয়ের বাবা মাকে ডাকতে যায় বাট কেউ ওর ডাকের সারা দিচ্ছে না।।ও অবাক হলো এত জোরে জোরে সবাইকে ডাকছে বাট কেউ কোনো সারা দিচ্ছে না।।ও কি করবে বুঝতে পারছে না।।একমাত্র কলিজার দোস্তের এমন অবস্থা দেখে নিজেকে সামলাতে পারলো না,কান্নায় ভেঙ্গে পরলো।।মিমি কিছুতেই বুঝতে পারছে না রাই ওর সাথে বিছানায় ছিল,দরজা লক করা ছিল রাই বাহিরে কখন গেলো? আর ও এই অবস্থা কি করে হলো?।।ওর মাথা কাজ করছে না,কি করবে ও এখন।।রাইকে বার বার ডাকছে বাট রাই উঠছে না।।চোখে মুখে বার বার পানি দিচ্ছে বাট রাই তাও উঠছে না।।মিমি কিছুটা ভয় পেয়ে গেলো
মিমি হঠাৎ কারো গলার শব্দ শুনতে পেলো।।পেছনে দরজার দিকে তাকাতেই দেখলো

চলবে__