#সেলিব্রেটি_লাভার❤
#part:10
#Writer: #TanjiL_Mim❤
.
.
🍁
বাড়ির ভিতরে ঢুকতেই নিতু এসে ঝাপটে জড়িয়ে ধরে নাচতে শুরু করল আমায়!!ওর এমন কাজে আমি অনেকটাই অবাক হয়ে গেলাম!!হর্ঠাৎ মেয়েটার হলোটা কী??
নাচতে নাচতেই নিতু বললঃ
—-আপু আজকে আমি খুব খুশি!!!
—–রুহানের সাথে দেখা হলো নাকি!!
——সেটা হলে তো আরো খুশি হতাম আমি!!!
নিতুর কথা শুনে বুঝতে পারলাম রুহানের সাথে দেখা হয়নি!! তাহলে অন্য কী কারণ থাকতে পারে এত খুশির হওয়ার পিছনে!!আমার ভাবনার সুতো কেটে নিতু বললঃ
——আপু আমি আজকে মিস্টার আয়ানের অটোগ্রাফ পেয়েছি!!!
——কী ওহ…..খুব ভালো!!!
——হুম আপু উনি খুব ভালো জানো তুমি??!!!!
—–হুম জানবো তবে একটু পড় আমি খুব ক্লান্ত বইনা!!এতটুকু বলে পাশ কেটে চলে আসলাম আমি!!কারন ও এখন একবার বক বক শুরু করলে আর থামবে না!! তাই একবারে ফ্রেশ হয়ে তারপর শুনবো ওর কথা!!!!
রুমে ঢুকে কিছু জামাকাপড় নিয়ে ঢুকে পরলাম ওয়াশরুমে!!!
এদিকে নিতু খুশিতে রুমে বসে আবার লুঙ্গি ড্যান্স গানে নাচ শুরু করল!!এই মেয়েটা মনে হয় সত্যি পাগল হয়ে গেছে!!!
ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই!!আবার নিতুর বক বক!!এই মুহুর্তে ওর কথা শোনার জন্য প্রস্তুত আমি!!কারন মনটা প্রফুল্ল আছে এখন পুরো ১ঘন্টার শাওয়ার নিয়ে এখন শান্তি লাগছে আমার!!নিতুর কথা শুনতে যাবো এর আগেই ফোনটা বেজে উঠল আমার!!উপরে দিহানের নাম দেখে কিছুটা ভরকে গেলাম আমি!!
মস্তিষ্কের কোনায় একটা জিনিসই মাথা আসছে হর্ঠাৎ ওর আবার হলো “কী”!!চট জলদি করে ফোনটা তুলে নিলাম আমি!!
ফোন তুলতেই ওপাশ থেকে ঘাবড়ে যাওয়া অনুভূতি নিয়ে বলল দিহানঃ
——দোস্ত তাড়াতাড়ি অফিসে আয়!!না হলে বস অনেক বড় ভুল করে ফেলবে!!!
——-ওর কথা শুনে মুহূর্তেই মনটা বিগড়ে গেল আমার,,নিশ্চয়ই আয়ানকে নিয়ে আবার ভুলভাল চিন্তা ভাবনা!!বার বার এই কথাগুলো মাথায় আসছে আমার!!!হালকা স্পীডে দিহানকে বললাম……
——–আসছি আমি!!এই বলে হালকা তৈরি হয়ে বেরিয়ে আসলাম বাসা থেকে!!!!
এদিকে নিতু মন খারাপ নিয়ে বসে পরল বিছানায়!!কত সুন্দর ভাবনাগুলো ভেবে ছিল আপুকে বলবে!!কিন্তু তা আর হলো না তাই মন খারাপ নিয়েই বসে রইল সে………
__________________________________________
রেস্টুরেন্টে বসে আছে রুহান!!অনেকক্ষণ যাবৎ সে অপেক্ষা করছে আয়ানের জন্য কিন্তু আয়ানের কোনো খবর নেই আসার!!এর আগে একবার ফোন দিয়েছিল বলেছিল তো আসছে কিন্তু শালার এখনো খবর নেই কোনো!!বিরক্তির চরম সীমানায় পৌঁছে গেছে সে!!একই তো মেয়েটার সাথে আর দেখা হবে কিনা সেটা নিয়ে চিন্তা!!দ্বিতীয় তো কাল রাতে আয়ানে হর্ঠাৎ বিয়ের অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়া!!এই সব কিছু নিয়ে চরম অস্থিরতা নিয়ে বসে আছে রুহান!!কখন আয়ান আসবে আর তার অপেক্ষার অবসান ঘটবে!!!আরো কিছুক্ষন পর………
-এক প্রকার দৌড়ে রেস্টুরেন্টে ঢুকলো আয়ান!!সে জানে তার প্রচুর দেরি হয়ে গেছে!!হর্ঠাৎ রাস্তায় বাচ্চাগুলো আর ওই মেয়েটার সাথে দেখা হয়েই তো দেরি হয়ে গেল!!!এই ভেবে একপ্রকার দৌড়ে চলে আসল রেস্টুরেন্টে ভিতর আয়ান!!!
রেস্টুরেন্ট ঢুকতেই সামনে দেখতে পেল আয়ান!!মুখ গম্ভীর করে বসে আছে রুহান!!বসে বসে চাটনী খাচ্ছে সে!!রুহানের এমব কাজে অনেকটা অবাক হলো আয়ান!!এমন পাগলের মতো চাটনী খেতে হয়তো প্রথম দেখছে আয়ান রুহানকে!!আয়ান চট জলদি করে বসে পরল রুহানের সামনে থাকা চেয়ারে!!!
এদিকে আয়ানকে দেখেও না দেখার মতো ভাব নিয়ে চাটনী খাচ্ছে রুহান!!!সামনে যে কেউ এসে বসে আছে সেটা নিয়ে এই মুহুর্তে রুহানের কোনো তোয়াক্কা নেই!!!!
আয়ান তার মাথা চুলকে বললঃ
——সরি দোস্ত, আসলে রাস্তায় কিছু বাচ্চাদের সাথে দেখা হয়েছিল!!!আর কিছু বলার আগেই রুহান বলে ফেললঃ
——হুম বুঝতে পারছি আর বলতে হবে না!!!!
——সরি দোস্ত!!!
রুহান কিছুক্ষন মুখ গম্ভীর করে বললঃ
——-ঠিক আছে!!যা মাফ করলাম!!!এখন বল কাল রাতে হর্ঠাৎ কথায় হাওয়া হয়ে গেলি!!তুই তো বলেছিলি পড়ে বলবি এখন বলল___
আয়ান এক দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করল কাল রাতের হয়ে যাওয়া ঘটনা!!সব শুনে রুহান যেন অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে!!!
কিছুটা হতোভাগ হয়ে বলল সেঃ
——-ছিঃ অনন্যা এতটা খারাপ!!কিন্তু ও তোর সাথে এমন কেন করতে চাইছিল!!!
——-সেটাই তো!!কিন্তু আমার বুঝতে বাকি নেই ও কী জগন্য খারাপ কিছু ভেবেছিল!!সব বলে আবারো আয়ান মনে মনে ভাবল….
আবারো ঋনী হয়ে গেলাম আমি তোমার প্রতি মিস প্রিয়সী!!ভেবে মুচকি হাসল আয়ান!!!
বেশকিছুক্ষন পর………
রেস্টুরেন্টে কিছু খেয়ে বাসায় ফেরার কথা বলল রুহান!!কিন্তু আয়ান বলল এখন তার কিছু কাজ আছে!!পরে যাবে!!!আয়ানের কথা রাখতেই রুহান আয়ানকে “বাই” বলে বেরিয়ে আসল রেস্টুরেন্ট থেকে!!!
তার কিছুক্ষন পর আয়ানও বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে!!কারো কাছে কিছু হিসাব মিলাবে আয়ান!!এই ভেবে গাড়ি স্টার্ট দিল আয়ান!!তারপর এগিয়ে গেল তার গন্তব্যে…….
__________________________________________
পরিবেশটা খুবই মুগ্ধকর!!চারদিকে বাতাস বইছে খুব জোরে!!কারন চারপাশের গাছপালায় ভরা প্রচুর!!রাস্তাটির দু-পাশে রয়েছে ইয়া বড় বড় সব গাছ!!আর যার বিনিময়ে বয়ে চলেছে এই মাতাল করা সুবাসহীন বাতাস!!বাতাসে অসম্ভব রকম চুলগুলো উরছে আমার!!বিকালটা হয়তো এখন মুগ্ধতার নাম নিয়েই শুরু হলো আজ!!!কিছুক্ষণ আগেই অফিস থেকে বেরিয়ে আসলাম আমি!!হয়তো আর কিছুক্ষন দেরি হলেই ভয়ংকর কিছু হয়ে যেত!!এই মুহূর্তে ইচ্ছে করছিল দিহানের মাথাটা চাটি মেরে ফাটিয়ে দেই!!যা ভেবেছিলাম তাই হলো!!বস ঠিকই আমায় আর আয়ানকে নিয়ে ভুল-ভাল ভাবনা কাগজে লিখে পোস্ট করত!!দেন তারপর কি হতো ভাবতেই গায়ে কাটা দিচ্ছে আমার!!!কিন্তু ঠিক সময় পৌঁছে সবটা ঠিক করে ফেলেছি ভেবেই স্বস্তির নিশ্বাস ফেললাম আমি!!এই মুহূর্তে একটা নীরবতায় ঘেরা পরিবেশে হেঁটে চলেছি আমি!!তবে এখানে আসার মূল কারণ হলো দিহান!!দিহান তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতেই এখানে এসেছে!!আর আমি আসার কারন হলো দিহানের সাথে রাইসার জগড়া!!ওদের দুটোর মধ্যে কারনে অকারনেও জগড়া হতে থাকে!!কিন্তু এরা একে অপরকে ভালোবাসে খুব সেটা আমি জানি!!কাল রাতে কথা কাটাকাটি নিয়ে ঝগড়া হয়েছে তাদের!!সেটারি মিল করতেই এখানে আসা!!সব মিল করে দিলাম ওদের!!এখন ওদের
মাঝখানে থেকে কাবাব মে হান্ডি হতে চাই না আমি!!তাই ওদের থেকে একটু দূরেই নীরবতায় ঘেরা এই পথ দিয়ে হেঁটে চলেছি আমি!!পরিবেশটা সত্যি খুব সুন্দর!!এর আগে এখানে আসা হয়নি আমার!!যার কারনে আরো ভালো লাগছে ভীষণ!!!
__________________________________________
চলন্ত গাড়িতে বসে ড্রাইভ করছে রুহান!!ভালো লাগছে না তার!!শুধুই মেয়েটার কথা মনে পরছে ভীষণ তার!!কী করবে কিছুই বুঝতে পারছে না সে!!কিছুটা নীরবতা কাটাতে একটা নীরব জায়গা প্রয়োজন তার!!! তাই একটা নীরব পরিবেশে ড্রাইভ করছে সে!!অন্য মনস্ক হয়ে গাড়ি চালাতে ব্যস্ত সে!!!হর্ঠাৎই একটা মেয়ে সামনে আসায় ঘাবড়ে গিয়ে গাড়িতে ব্রেক লাগায় রুহান!!!!!
ভয়ে চোখ খিচে বন্ধ করে আছি আমি!!কারন সামনে একটা গাড়ি এখনই আমায় মেরে দিয়ে চলে যেত!!!প্রকৃতির মুগ্ধতা দেখতে এতটাই ব্যস্ত ছিলাম আমি যে সামনে একটা গাড়ি আসছিল খেয়ালই করি নি!!তাই এই মুহুর্তে চোখ বন্ধ করেই দাঁড়িয়ে আছি!!হয়তো চোখ খুললেই সব শেষ!!!!
কিছুক্ষন পর আস্তে চোখ খুললাম আমি!!!সামনে গাড়িটা এখনো দাঁড়িয়ে আছে!!!এমন সময় কেউ বলে উঠলঃ
——-আপনার লাগে নি তো???
কন্ঠ শুনে মনে হলো এটা কোনো ছেলের কন্ঠ পাশ ফিরে ছেলেটিকে দেখে বেশ অবাক হয়ে গেলাম!! কারন আমার সামনে দাঁড়িয়ে আছে সেলিব্রেটি শিল্পী মিস্টার রুহান!!!
কিছুটা অবাক হয়ে বললাম তাকেঃ
——-না কিছু হয় নি ঠিক আছি আমি!!কিন্তু আপনি এখানে…….
——–হুম কেন আমার কী এখানে আসা বারন ছিলবনাকি???
——আরে না তা হবে কেন???আসলে হর্ঠাৎ করেই দেখলাম তো তাই আরকি!!!!
——-আই এম রিয়েলি সরি আসলে একটু মন খারাপ ছিল তাই আর কী অন্যমনস্ক হয়ে গাড়ি চালাতে গিয়ে এমন হয়েছে সরি……
রুহানের কথা শুনে কি বলব বুঝতে পারছি না!!মুহূর্তেই মুখ থেকে বেরিয়ে আসল……
——ওহ মন খারাপ নিশ্চয়ই গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া!!!!
আমার কথা শুনে রুহান হেসে দিয়ে বললঃ
——-আরে না তেমন কিছু নয়!!!আসলে কি বলুন তো একটা মেয়েকে ভালোবাসি কিন্তু মেয়েটাকে যে বলব তার সুযোগটাই পাচ্ছি না……
——-কি যে বলেন মিস্টার শিল্পী এত সামান্য একটা বিষয় নিয়ে কেউ মন খারাপ করে নাকি!!মেয়েটার সামনে যাবেন!!তারপর চোখ বন্ধ করে জোরে নিশ্বাস ফেলে মনের সব অনুভূতিগুলো বলে ফেলবেন ব্যস হয়ে গেল!!!
——-কিন্তু আমার সাথে তো তার দেখাটাই হচ্ছে না………
——–মিস্টার শিল্পী এটা কোনো সমস্যাই নয় আপনি যাকে ভালোবাসেন সেও যদি আপনাকে ভালোবেসে থাকে তবে আপনাদের আবার দেখা হবে!!আর খুব তাড়াতাড়ি!!আপনি শুধু সেই সময় পর্যন্ত নিজেকে প্রস্তুত করুন!!যাতে তার সাথে দেখা হলেই আপনি নীর দিধায় আপনার অনুভূতিগুলো বলতে পারেন!!আর যদি সেটা না হয় তবে আর কী ঘরে বসে রবীন্দ্র সংগীত গাইবেন!!!!
আমার কথা শুনে উচ্চস্বরে হাসল রুহান!!!!নিজের হাসি থামিয়ে রুহান বললঃ
——সিরিয়াসলি রবীন্দ্রনাথ সংগীত গাইবো!!!
——হুম গাইবেন!!আর একটা সিক্রেট টিপস দেই আপনাকে বেশি মন খারাপ হলে কী করবেন..৷৷
রুহান অতি আগ্রহের সাথে বললঃ
—–কী?????
——তবে শুনুন প্রথমে নিজের রুমের দরজাটা বন্ধ করবেন!!তারপর মোবাইলটা হাতে নিয়ে লুঙ্গি ড্যান্স গানটা অন করে লুঙ্গি আর টিশার্ট পরে উড়াধুড়া ড্যান্স দিবেন!!ব্যাস তারপর মন খারাপ কোথায় থাকে শুধু সেইটা দেখবেন!!!!
আমার টিপস শুনে আরো উচ্চস্বরে হাসল রুহান!!!!হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা তার!!!
——সিরিয়াসলি বলছি আপনার টিপস শুনে আমি অবাক!!আজকে থেকে তাই করব!!!
——আরেকটা কথা বলি আমি নিজেও এমন করি বুঝতে পেরেছেন মিস্টার শিল্পী!!!বলে দুজনেই হাসলাম!!!!
রুহান মুআকি হেঁসে বললঃ
——আপনার সাথে কথা বলে আর আপনার টিপস শুনে আমার সত্যি মন খারাপ চলে গেছে!!তা আপনার নামটা কী???
এমন সময় ফোনটা বেজে উঠল আমার উপরে দিহানের নাম দেখে ফোনটা তুলে বললাম আসছি “আমি”!!!বলে ফোনটা কেটে দিলাম!!
——-মিস্টার শিল্পী আমার এখন যেতে হবে তাই “বাই”!!আর আমার টিপসটা ব্যবহার করতে ভুলবেন না কিন্তু!!!!
রুহান আবারো হেসে বললঃ
——নিশ্চয়ই!!কেন নয়!!!??আপনার নাম টা তো বলে যান!!!
——-TanjiL_Mim!!!!
এই বলে আমি চললাম আমার গন্তব্যে……..
এদিকে রুহানের কাছে নামটা চেনা চেনা লাগছে তার!!হর্ঠাৎই অবাক হয়ে গেল রুহান!!তার মানে এই কী সেই “জার্নালিস্ট”……..
ভেবেই অবাক হলো রুহান!!আরেকটু জোর গলায় বলল মেয়েটাকে রুহানঃ
——-আপনি একজন জার্নালিস্ট “মিস”
রুহানের কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে পরলাম আমি!!!কেমন যেন “মিস” শব্দটা মাথায় আটকে গেল!!তারপর মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানালাম আমি রুহানকে!!তারপর আবার চললাম আমি আমার গন্তব্যে!!!!
এদিকে রুহানও বেশ অবাক হয়ে গেল!!ভাবতেই পারে নি সে যে তার সাথেও দেখা হবে আয়ানের বলা মেয়েটার সাথে!!!আরো অবাক হলো রুহান কারন তার মন খারাপ নিমিষেই ঠিক হয়ে গেল গেল!!”আশ্চর্য”আবারও বলল “সে”
——-“মিস জার্নালিস্ট” Thank You so much For Your Tips…..
-এই ভেবে মুচকি হেসে গাড়িতে বসে চলল সে তার গন্তব্যে………!!!
এদিকে আমি ভাবছি রুহান হয়তো আমায় ধন্যবাদ জানালো!!তাই আমিও আর পিছন না ঘুরে সামনে থেকেই মুচকি হেসে চললাম……..
অনন্যাদের বাসার সামনে দাঁড়িয়ে আছে আয়ান!!তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে অসম্ভব ভাবে রেগে আছে সে!!রাগান্বিত অবস্থায় ভিতরে ঢুকলো আয়ান……….
!
!
!
#চলবে………