তুই আমার জানপাখি
Faria Siddique
Part 8
চেচামেচিতে আমার ঘুম ভেঙে গেল।
আমি ভাইয়ার গলার আওয়াজ পেয়ে তারাতারি নিচে নামতে গেলাম।।
আমিঃভাইয়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়া
ভাইয়াঃ টুকু।।।।
আমি দৌড়ে সিড়ি দিয়ে নামতে গেলাম
হঠাৎ পা পিছলে পরে যাই।
ভাইয়াঃ টুকুউউউউউ।(আমার কাছে দৌড়ে এসে)
বিশাল,রুশা,জন,রুশার মা,বাবা সবাই আমার কাছে দৌড়ে আসে।।।।
ব্যাথায় আমি অজ্ঞান হয়ে যাই।
বিশালঃজানু এই জানু কথা বল(কান্না করে)
জনঃwake up janu..wake up..plzzz(কান্না করে)
ভাইয়াঃআমার টুকুর কিচ্ছু হবে না আমি কিচ্ছু হতে দিবনা।।(চিল্লিয়ে কান্না করে)
বিশালঃ ভাইয়া শান্ত হয়।।।।আমার জানুর কিচ্ছু হবে না।।।
জনঃ yes,আমাডের জানুর কিটু হবে না।।।
ভাইয়াঃ বিশাল,জন গাড়ি বের কর।
বিশাল আর জন গাড়ি বের করতে চলে গেল।।।
রুশার বাবাঃ প্লিজ বাবা একটু শান্ত হয়।।।।
রুশাঃ এই গন্ডারটা নিজের বোনকে এত ভালবাসে???(মনে মনে)
রুশার মাঃ হা বাবা একটু শান্ত হয়।।।
ভাইয়াঃ আমার টুকুর এই অবস্থা আর আপনারা বলছেন আমি শান্ত হব!!!!!!
রুশাঃ আমি বরং ভাইয়াকে একটা কল দেই।।।।
রুশা রুদ্রকে কল দিয়ে সবটা বলল।
ভাইয়া আমাকে কোলে করে নিয়ে গাড়িতে উঠিয়ে হাস্পাতালে নিয়ে গেল।
এইদিকে রুদ্র আমার কথা শুনার পর অফিস থেকে তারাতারি বের হয়ে গেল।
আর যেতে যেতে ভাবতে লাগল।।।
রুদ্রঃ আমি কান্না করছি!!!!,যেই আমি কাউকে মারার আগে দুইবার ভাবি না,যেই আমি কোনদিন ও কারোর জন্য কান্না করি নাই, মা বাবা, বোন ছাড়া কারোর কস্ট পাই নাই।ওই আমি কিনা দুইদিনের জানা একটা মেয়ের জন্য এভাবে কান্না করতাছি।।।।এইটাই কি ভালবাসা??? তাহলে আমার মত পাথরের মনেও ভালবাসা আসল।।।।।।
এতদিন আমি সিউর ছিলাম না জানপাখি আ।।আজ সিউর হলাম।।তুমি আজ থেকে আমার।তুমি না চাইলেও তুমি আমার।#তুইআমারজানপাখি।।। আমি থাকতে তোমার কিচ্ছু হতে দিব না।।।।( কথা গুলা ভাবতে ভাবতে হসপিটালে চলে এসেছে)
In Hospital
আমাকে অপরেশান থিয়েটারে নেয়া হল।
রুদ্র দৌড়ে এল।।।এসে ভাইয়াকে দেখে থেমে গেল।।
ভাইয়াও রুদ্র কে দেখে অবাক হয়ে গেল।।।।
কিন্তু দুইজন কোন কথাই বলল না।।।।
রুশার বাবাঃ রুদ্র ও হল ফারিয়ার ভাইয়া।।
রুদ্রঃ কিইইইই।।।।(চিল্লিয়ে)
রুশাঃ কি হল ভাইয়া এভাবে চিল্লায়ে উঠলি কেন?????
রুদ্রঃ না কিছু না।।।
ভাইয়া আর রুদ্র দুইজন দুইজনের দিকে তাকিয়ে আছে।
দুইজনের চোখে অনেক কথা।।।।। কিন্তু
কেউ কাউকে বলতে পারছে না।
এমন সময় ডাক্তার আসল।
ডাক্তার ভাইয়াকে বলল
doctor : দেখুন অনেক বড় ক্ষতি হতে পারত যদি সময় মত না নিয়ে আসতেন।।
ভাইয়াঃআমার বোন ঠিক হয়ে যাবে তো???????
doctor: হুম।।।কিন্তু খেয়াল রাখবেন মাথায় যেন বেশি চাপ না পরে।।।।।
সবাইঃ ok..doctor..
In siddique vila…
বাবাঃকিইইইইইইইইইইই।।।।।
দাদিমাঃ কি হয়েছে।।।।। এভাবে কান্না করছিস কেন?????
বাবাঃমা আমার কলিজা হসপিটালে।।।(কান্না করে)
দাদাভাইঃকি বলছিস এসব।।।।
বাবাঃ হা বাবা।।।
দাদিমাঃ আমি এক্ষুনি ওর কাছে যাব।।।নুরু আমাকে নিয়ে চল।।
বাবাঃ আমরা সবাই যাব।।।
এই বলে বাবারা বের হয়ে গেল।
In hospital
ভাইয়া ছোটআব্বুকে কল করে সবটা বলল।।।।
এমন সময় doctor এসে ভাইয়াকে বলল যে আমার জ্ঞান ফিরেছে।
ভাইয়া,রুদ্রসহ সবাই আমার কেবিনে এ গেল।
চলবে………