মুখোশের_আড়ালে পর্ব-০৫

0
2815

#মুখোশের_আড়ালে
#Writerঃতাসনিম_রাইসা(আরিয়ানা)
#Partঃ5

মিমিও কান্না করছে,বাট ওর রাজের উপর প্রচুর রাগ উঠছে,ও শপথ করেছে আজ রাজের ভালো মানুষির রুপটা টেনে ছিড়ে মুখোশের আড়ালে যে আসল রূপ আছে তা সবার সামনে বের করে ওকে শাস্তি দেবে,
মিমি অপেক্ষা করছে রাইয়ের জন্য ও কখন বলবে পরেই মিমি বলা শুরু করবে।। রাইকে সবাই প্রশ্ন করা শুরু করে,

আম্মুঃরাই ডাক্তার এসব কি বললো?? তুই প্রেগন্যান্ট কি করে হলি,কার সাথে এসব করেছিস,একবারো আমাদের সম্মানের কথা ভাবলি না

রাই কিছু বলছে না শুধু কান্না করছে,রাইয়ের আম্মু রাইকে আবারো অনেকগুলো কথা বলে,

আম্মুঃতোকে আমার মেয়ে বলতেও ঘৃণা করছে!! ছিহ তুই এমন কাজ কি করে করলি

রাই এবারও চুপ করে আছে কিছু বলছে না,শুধু কান্নাই করছে।। রাই ভাবছে কথাগুলো বললে কেউ আমাকে ছেড়ে যাবে না তো,অচেনা একটা ভয় রাইয়ের ভেতর কাজ করছে,ও এই বাচ্চাটাকে নষ্ট করতে পারবে না,নষ্ট করবে কি করে ৪ মাস হয়ে গেছে,ও তো কিছু করেনি,ও কোনো পাপ করেনি,করেছে ঐ জানোয়ারটা তাহলে এর শাস্তি আমার বাচ্চা কেনো পাবে,কি করবে ও এখন,কি করে সবাইকে এসব বলবে।। আর ভাবতে পারছে না রাই, ওর মাথা ধরে গেছে।।কেনো রাজের এমন করলো ওর সাথে।।নিরবের খুব রাগ হলো তার মায়ের প্রতি কেনো এসব বলছে,রাই কেমন তারা তো যানে,যেনেও কেনো এসব বলছে??রাই কিছু বলছে না বলে মিমির প্রচুর রাগ উঠলো,কেনো রাই কিছু বলছে না।।

মিমিঃরাই প্লিজ বল,সবটা বলে দে রাই

রাজঃকি বলবে ও,ওর বলার মতো কোনো মুখ আছে,কার সাথে কি লটরপটর করে আসছে??

রাজের কথা শুনে রাই রাগে ঘৃণায় মাথা নিচু করে ফেলে।।মিমির রাজের কথা শুনে মাথায় রক্ত উঠে যায়।। ও যেই রাজের চড় দিতে যাবে তখনি নিরব রাজের কলার চেপে ধরে,সবাই অবাক হয়ে যায় নিরবের আচরণে,

নিরবঃমুখ সামলে কথা বল রিয়াদ, আমার বোনের নামে কোনো বাজে কথা তুই বলবি না,বললে তোর জিব টেনে ছিড়ে ফেলবো,কেউ আমার কলিজাকে কিচ্ছু বলবি না,আমার বোন এরকম না

আচমকা নিরবের কথায় কিছুটা ভয় পায় রাজ।। নিরব রাইয়ের কাছে যায়

নিরবঃরাই বলনা কেমনে এসব হলো,তুই কি কারো সাথে..

নিরব আর বলতে পারলো না রাই নিরবকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে,

রাইঃবিশ্বাস কর ভাই আমি কারো সাথে এসব কিছু করি নি,আমি কাউকে ভালোবাসলেও এসবে জড়াতাম না,আর ভালোবাসলেও তো আমি তোকে বলতাম,বিশ্বাস কর আমি এমন কিছু করি নি
.
নিরবঃআমি জানি আমার বোন এমন কিছু করতে পারে না।। বল তোর সাথে কি হয়েছে??

রাইয়ের কান্নায় সবাই কাঁদছে

রাইঃভাইয়া রোজ রাতে আমাকে একজন ধর্ষণ করে,আজ তার জন্য আমার এই অবস্থা!!

রাইয়ের কথা শুনে কিছু অবাক হলো নিরব আর ওর বাবা মা।। তাদের মাথায় যেন আকাশ ভেঙ্গে পরলো,কারো মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না।। নিরবতা ভেঙ্গে নিরব বললো,

নিরবঃকিহ?? কোন জানোয়ার তোর সাথে এমন জঘন্য কাজ করেছে আমাকে বল,তাকে আমি খুন করবো

এবার মিমি বললো,

মিমিঃরাই তোকে কিছু বলতে হবে না আমি বলছি,নিরব আমার মাথার এই আঘাত এই জানোয়ার রাজ করেছে, রাইকে প্রতিদিন রাতে ধর্ষণ করে এই জানোয়ারটা,(রাজকে দেখিয়ে)

মিমির কথায় সবাই অবাক হয়ে যায়,কি বলছে মিমি এসব,রাজ কি করে এসব করতে পারে,ও তো এরকম ছেলেই না।।সবার মনে একই প্রশ্ন?? রাজ মিমির কথা শুনে ঘাবড়ে যায়,রাজ ঘামতে থাকে,চেহারায় চোরের ভাব

রাজঃকি_কি_কি সব বলছো?? মা_মা_মাথা ঠিক আছে তোমার,কা_কা_কার সাথে কি করেছে সেটা আমার ঘাড়ে চাপাচ্ছো
.
মিমিঃএখন মুখ দিয়ে ভালো কথা ফুটেছে তাই না,এতদিন তো সাধু সেজে ছিলেন,আর আপনি এভাবে আমতা আমতা করে কথা বলছেন কেনো?? তোর মতো জানোয়ারকে সম্মান দেয়াও পাপ
.
আম্মুঃমিমি এসব কি বলছিস, রাজ কি করে
.
মিমিঃএগুলো সব সত্যি,এই জানোয়ারটা সব কাজ করেছে,আমার কাছে প্রমাণ আছে

নিরব কিছু বলছে না রাগে ওর মাথা ফেটে যাচ্ছে।।মিমি এবার সবাইকে ভিডিওটি দেখালো।।রাজের হাত পা কাপছে,সে তো অন্যায় কিছু করেনি,সে তো রাইকে ভালোবাসে, তাও আজ তাকে অপমান হতে হবে,তার ভালোবাসার মানুষকে সে আজ হারিয়ে ফেলবে

চলবে___