অনেক সাধনার পরে পর্ব-৪৬+৪৭+৪৮

0
341

#অনেক_সাধনার_পরে
#মাইশাতুল_মিহির

[৪৬]

দীর্ঘক্ষণ কান্নাকাটির পর বিষন্ন মন কাটিয়ে আনন্দিত হলো সবাই। মিতালীকে স্টেজে নিয়ে যাওয়ার জন্য রায়াজ তাড়া দিলো সবাইকে। তাহমিনাহ, শেফালী, জারা ও মুনিয়া মিলে মিতালীকে নিয়ে স্টেজের উদ্দেশ্যে রুম থেকে বের হলো। মিতালীর বুক অজানা কারণে ধুকধুক করছে। হৃদকম্পন ক্রমাগত বেড়ে চলছে। স্টেজ সাজানো বিশালবহুল হলরুম টায় আসার পর মিতালীর ভাইরা বড় একটা লাল চাদর এনে তার মাথার উপর টান টান ভাবে ধরলে। তাকে দেখে সবাই তার দিকে ফিরে দাঁড়ালো। মিতালী চোখ তুলে স্টেজের দিকে তাকালো। অংকুর কে দেখে লজ্জা মিশ্রিত হাসি দিলো একটা।

স্টেজে ওবাইদুরের সাথে খুনসুটিতে ব্যস্ত ছিলো অংকুর। হঠাৎ-ই কোলাহলের শব্দ শুনে দরজায় তাকালো। স্থির হলো তার দৃষ্টি। বধূ বেশে মিতালী এই প্রথম দেখলো। পলকহীন ভাবে তাকিয়ে রইলো মিতালীর দিকে। মিতালী লাল শাড়ি পরে বউ সেজেছে তার জন্য। ভাবতেই মনে অদ্ভুত ভালোলাগা কাজ করছে। শপিংয়ের দিন মিতালীর সাথে দেখা। তার চারদিন পর আজ দেখা। এতোদিন ঠিক ভাবে কিটিয়েছে তা এক মাত্র অংকুর ভালো জানে। মেয়েটাকে না দেখার যতো তৃষ্ণা ছিলো, তা আজ এক নিমিষেই দূর হয়ে গেছে। পরিতৃপ্তি আসছে মনে। অদ্ভুত প্রশান্তচিত্ত নাচ করছে হৃদয়ে।

বিয়ের বেনারসির কুচি গুলো আলতো হাতে ধরে ধীর পায়ে সামনে স্টেজের দিকে এগিয়ে যেতে লাগলো মিতালী। ঠোঁটে তার প্রাণবন্ত মিষ্টি হাসি। চোখে গাঢ় কাজল। অংকুরের দিকে হাসিমুখে তাকিয়ে এগিয়ে যাচ্ছে তার দিকে। স্টেজের একদম সামনে আসলে অংকুর সিড়ির কাছে আসলো। এক হাত বাড়িয়ে দিলো মিতালীর দিকে। মিতালী মুচকি হেসে নিজের হাত বাড়িয়ে অংকুরের হাত ধরতে যাবে এমন সময় শেফালী থামিয়ে দিলো, ‘আরে দাঁড়াও দাঁড়াও। কি করছো তোমরা।’

কপাল কুঁচকালো অংকুর। হাত ফিরিয়ে নিয়ে প্রশ্ন করলো, ‘কি করেছি?’

‘বউ কে স্টেজে তুলার আগে শালীকে টাকা দিতে হয়। আর সেটা না করেই তুমি স্টেজে তুলে নিচ্ছো? এটা কি ঠিক হচ্ছে?’

শেফালীর কথা শুনে বিহ্বল হলো অংকুর। কন্ঠস্বরে বিস্ময় প্রকাশ করে বললো, ‘গেইটে না টাকা দেওয়া হলো? তাহলে আবার এখানে কেন?’

শেফালী ফিচেল গলায় উত্তর দিলো, ‘এটাই সাইন্স।’

অংকুরের পিছনে সিঙ্গেল সোফায় রাকিব বসে ছিলো। সেখান থেকেই সে বলে উঠলো, ‘দুলাভাইয়ের পকেট যেভাবে গ্রাস করছে, না জানি বিয়ের পর নিজের জামাইয়ের অবস্থা কি করে।’

শেফালী এক হাত দেখিয়ে রাকিবকে থামিয়ে বললো, ‘ওহ হ্যালো মিঃ? আমি এতোটাও বেকুব মেয়ে না যে জামাইকে পতনের কারণ হবো। ভুলে যাবেন না ‘সংসার সুখি হয় রমনীর গুনে’ আমার গুণেও আমার সংসার সুখি হবে।’

শেষের কথা গুলো চুল নাচিয়ে বললো শেফালী। রাকিব গালে হাত দিয়ে চিন্তিত ভঙ্গিতে বললো, ‘আপনার মাঝে ভালো গুণ-ও আছে?’

রাগ শরিরে তিরতির করে বেড়ে গেলো। শেফালী ক্ষুব্ধ হলো। রাকিবের সাথে কথা বলে ঝগড়া বাড়াতে চাইলো না। তাই ঝাঁঝ মেশালো গলায় অংকুকে ঝাড়ি মেরে বলে উঠলো, ‘জিমি? আমি তোমার সাথে কথা বলছি। মাঝ খানে যেন থার্ড পারসন না আসে।’

রাকিব দুই হাতে ব্লেজার ঠিক করে সোফায় হেলান দিয়ে বললো, ‘ঠ্যাকা পরে নাই আমার।’

অতঃপর আবারো কিছুসময় কথা কাটাকাটি করে আরো কিছু টাকা হাতিয়ে নিলো মেয়েরা। হতাশ হলো অংকুর। আগে যদি জানতো বউ আনতে এতো টাকা যাবে শালীদের দিয়ে, তাহলে আগে থেকেই মাটির ব্যাঙ্কে টাকা জমাতো যদিও এই আফসোস ক্ষণিকের জন্য। মিতালীর মায়াবী মুখশ্রী দেখে ভুলে গেলো সব। আবারো নিজের ডান হাতটা বাড়িয়ে দিলো। মিতালী অংকুরের হাত শক্ত করে ধরে স্টেজে উঠলো। সবাই ফুল ছিটিয়ে দিলো দুজনকে। অতিথিরা এক এক করে দেখা করতে লাগলো।

এতো এতো অতিথির মাঝে আলাদা কথা বলার চান্স পাচ্ছে না অংকুর। পাবে কি করে? আজ তো তারই বিয়ে। আসর ফেলে তো আর চিপায় গিয়ে কথা বলা যায় না। কি আর করার। নিজের অনুভূতি প্রকাশ করতে পারছে। তবে একটু আধটু কথা তো বলতেই পারে। হালকা কেশে গলা পরিষ্কার করলো অংকুর। মিতালীর দিকে একটু ঝুকে ফিশফিশ করে বললো, ‘কি ব্যবহার করেছো?’

হঠাৎ অংকুরের এমন উদ্ভট কথায় অবাক হলো মিতালী। কিন্তু কাউকে বুঝতে দিলো না। ভ্রুঁ কুঁচকে ঠোঁটে হাসি রেখে সামনে তাকিয়েই কন্ঠ নিচু করে জিজ্ঞেস করলো, ‘মানে? কি ব্যবহারের কথা বলছেন আপনি?’

‘না মানে, হঠাৎ এতো সুন্দরী হলে কিভাবে? আজকে একটু বেশি সুন্দর লাগছে।’

মিতালী হাসি হাসি ভাব রেখেই দাঁত চিবিয়ে বললো, ‘এতো কথা বলেন কেন? চুপ থাকেন।’

‘আশ্চর্য। আমার বউ, আমি কথা বলবো না? তোমার শুনতে ইচ্ছে না করলে কানে তুলা দিয়ে রাখো না। কে বলেছে আমার কথা শুনতে?’

মিতালী সকলের অগোচরে চোখ পাকিয়ে অংকুরের দিকে তাকালো। দাঁতে দাঁত কটমট করে বললো, ‘আপনার বউটা কে?’

অংকুর দাঁত কেলিয়ে বলল, ‘তুমি ছাড়া আর কে হবে? আমি তো তোমাকেই বিয়ে করছি। আমার গুলুমুলু তুলতুল টাকে।’

বিরক্তি আর নিতে পারলো না মিতালী। হতাশ হয়ে বললো, ‘আমি যেহেতু বউ, সেহেতু আমি-ই শুনবো তাই না? আর বিয়ের দিন অত্যন্ত মুখটা বন্ধ রাখেন।’

অংকুর ত্যাড়া ভাবে বললো, ‘আমার বিয়ে, আমি মুখ খোলা রাখবো। বন্ধ রাখতে যাবো কেন?’

মিতালী রুক্ষভাষী কন্ঠে আওয়াজ নামিয়ে বললো, ‘আর একটা ফালতু কথা বললে স্টেজ থেকে চলে যাবো।’

অংকুর ভাবলেশহীন ভাবে প্রতিত্তুর করলো, ‘যাও না। কোলে তুলে আবার নিয়ে আসবো।’

সত্যি সত্যি হতাশ হলো মিতালী। এই ছেলের সাথে কথায় পারা যায় না। ছেলে মানুষ এতো কথা বলতে পারে। নিরবে ফুঁশ করে বিরক্তির নিশ্বাস ফেলল একটা।
.

চুপিচুপি পায়ে হাঁটছে রাকিব। সতর্ক দৃষ্টি বুলিয়ে চারপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করছে। এতো এতো মানুষের ভিড়ের মাঝে শেফালীকে খুঁজছে তার চোখ। কিন্তু পাচ্ছে না। সেই কখন থেকে শেফালীর দেখা নেই। মেয়েটা গেলো কোথায়? কিছুটা চিন্তিত হলো। অস্থির হলো মন। কমিনিটি সেন্টারের তৃতীয় তলার চারপাশ খুঁজতে লাগলো তার প্রেয়সী কে। স্টেজের আশেপাশে কোথাও নজরে এলো না। কিছুটা রাগ হলো রাকিবের। হুট করে কোথায় উধাও হয়ে গেছে এই মেয়ে। বিরক্তি ভাব নিয়ে অন্য দিকে পা বাড়ালো। শেফালীকে খুঁজতে খুঁজতে কিছুটা ভিতরে নির্জন জায়গায় আসলো। তখুনি নিজের থেকে একটু দূরে শেফালীকে আসতে দেখে দাঁড়িয়ে পরলো। শেফালী রাকিবকে এখানে দেখে কিছুটা অবাক হলো। এগিয়ে এসে জিজ্ঞেস করলো, ‘আপনি এখানে?’

রাকিব পালটা প্রশ্ন করলো, ‘এতোক্ষণ কোথায় ছিলে? কখন থেকে খুঁজছি তোমায়।’

শেফালী স্বাভাবিক ভাবে বললো, ‘কেন? কোনো প্রয়োজন?’

রাকিব পূর্ণাঙ্গ দৃষ্টি মেলে তাকালো শেফালীর দিকে। ধীর পায়ে শেফালীর একদম কাছে এসে দাঁড়াল। ভড়কালো না শেফালী। স্থির দাঁড়িয়ে থেকে রাকিবের দিকে তাকিয়ে রইলো। রাকিব শেফালীর দিকে একটু ঝুকে এসে চোখে চোখ রাখলো। মৃদু গলায় বললো, ‘তোমাকে প্রয়োজন।’

আলতো হাসলো শেফালী। দুই গালের টুল দুটো ভেসে উঠলো তাৎক্ষনাৎ। চোখ ফিরিয়ে অন্য দিকে তাকালো। রাকিব তার টুল পরা গালের হাসি দেখে বলল, ‘ট্রাস্ট মি শেফালী। তোমার টুল দুটো এতো কিউট। বিয়ের পর এখানে লবণ মরিচ রেখে কাচা ফল খাবো।’

রাকিবের প্রথম কথা গুলোতে লাজুক হাসলেও শেষের কথাটা শুনে চোখ বড়বড় হয়ে গেলো। তার এমন চাহনী দেখে উচ্চ স্বরে হেসে উঠলো রাকিব। রাগে শরির রিনরিনিয়ে উঠলো শেফালীর। দাঁতে দাঁত কিড়মিড় করে বললো, ‘আপনি আস্তো একটা অসভ্য।’

লেহেঙ্গা ধরে গটগট পায়ে চলে গেলো সেখান থেকে। রাকিব ঠোঁটে হাসি রেখে আগের ন্যায় দাঁড়িয়ে শেফালীর চলে যাওয়া দেখলো। এক মাথা মাথার পিছনের চুল গুলো চুলকে নিজেও পা বাড়ালো।
.

অবশেষে আসলো কাঙ্ক্ষিত সময়! উপস্থিত হলো নিকটাত্মীয় সবাই। কাজি সাহেব আসলেন। কাবিননামা খুলে দুজনের সামনে বসলেন। এক এক করে পুরো কাবিননামা পড়তে লাগলেন। অংকুর ও মিতালী পাশাপাশি বসে আছে। মিতালীর হৃদপিন্ড দ্রুত চলছে। ভয়ে শরির অসাড় হয়ে এসেছে এমন। কান্না পাচ্ছে ভীষণ। চোখে জমে এলো বিন্দু বিন্দু জলের কণা। মিতালীর এই বেহাল অংকুর খেয়াল করলো। তাই হাত বাড়িয়ে মিতালীর হাতটা শক্ত করে ধরলো। ভিজে যাওয়া কাজল কালো চোখ তুলে অংকুরের দিকে তাকালো মিতালী। অংকুর চোখের ইশারায় তাকে আশ্বাস দিলো। কিছুটা শান্ত হলো মিতালী। তবুও যেন ভয় কাটেনি। বিয়ের ঠিক এই মুহূর্তে প্রত্যেক মেয়েকেই এমন পরিস্থিতির স্বীকার হতে হয়। কারণ টা নাহয় অজানা-ই থাক।

মিতালীর ভয়ের মুহূর্তে অংকুরকে তার হাত ধরে শান্ত্বনা দেওয়া দেখলো জুলফিকার। খুশি হলেন তিনি। খুশি হলেন এই ভেবে যে মেয়েকে তিনি ভুল কারোর হাতে তুলে দেননি। যথাযথ যোগ্য ব্যক্তিটির কাছে তার বড় রাজকন্যা কে তুলে দিচ্ছেন। মন ভরে দোয়া করলেন মেয়ে ও মেয়ের জামাইয়ের জন্য।

মিতালীর অপর পাশে শেফালী বসে আছে। এক হাতে মিতালীর কাধ ধরে রেখেছে। কষ্ট লাগছে তার। তবুও শান্ত সে।

কাজি সাহেব প্রয়োজনীয় সব তথ্যাদি পড়ে অংকুর কে কবুল বলতে বললেন। অংকুর স্বাভাবিক ভাবে কবুল বললো। তারপর মিতালীর সম্মতি চাইলেন। মিতালীর গলা শুকিয়ে এসেছে প্রায়। বুক কাঁপছে তার। চোখ লাল হয়ে এলো। জুলফিকারের দিকে তাকালে জুলফিকার চোখের ইশারায় বলতে বললেন। শেফালী মিতালীকে জড়িয়ে ধরে বললো, ‘বুবু? চুপ আছো কেন? কবুল বলো।’

বেশ কিছুসময় নিরব রইলো মিতালী। অংকুর মিতালীর হাতটা শক্ত করে ধরে কন্ঠ নিচু করে বললো, ‘বিশ্বাস করো না আমাকে?’

মিতালী মাথা উপর নিচ দুলালো। অংকুর আবারো বললো, ‘ভরশা রাখতে পারো। এইযে হাতটা ধরলাম। মৃ’ত্যু’র আগ পর্যন্ত আর ছাড়বো না ইনশাআল্লাহ। সারাজীবন পাশে থাকবো তোমাকে ভালোবেসে।’

অদ্ভুত রকমের শান্তি পেলো মিতালীর মন। দীর্ঘক্ষণ নিরবতার পরে সম্মতি দিয়ে কবুল বললো মিতালী। চারপাশ থেকে সবাই খুশি হয়ে আলহামদুলিল্লাহ বললো। কাজি সাহেব কাবিননামা এগিয়ে দিলে দুইজন নাম লিখলো। ইমাম দোয়া পড়ালেন। একে অপরের মুখে মিষ্টি তুলে দিলেন সবাই।

অতঃপর কাবিননামায় নিজেদের নাম লিখে, ধর্মীয় নিয়মকানুন মেনে, লিখিত ও বৈধ ভাবে একে অপরের পরিপূরক হয়ে গেলো অংকুর ও মিতালী।

চলমান…

#অনেক_সাধনার_পরে
#মাইশাতুল_মিহির

[৪৭]

বিয়ের দিনটা আনন্দদায়ক হলেও বিদায়ের মুহূর্তটা বেদনাদায়ক। প্রত্যেকের মনে ছুঁয়ে আছে বিদায়ের বিষণ্ণতা। মন ভালো নেই কারোর। আদরের মেয়েটার বিদায়কাল ক্ষীণ। সবার চোখে পানি জম পরিপূর্ণ। এই বুঝি বাধ ভেঙ্গে গড়িয়ে পরবে গালে।

দিন গড়িয়ে রাত নামলো। চারপাশ নিঝুম অন্ধকারাচ্ছন্ন হলো। দূর আকাশের চাঁদটা আজ থালার ন্যায় পরিপূরক। মিটমিট তারার জ্বলছে। আকাশটা ভীষণ স্বচ্ছ। তবে মন বিষন্ন। মিতালীর চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। ঠোঁট ভেঙ্গে আসছে বারবার। জুলফিকার কে জড়িয়ে ধরে অঝোরে কেঁদে উঠলো। জুলফিকার কাঁদলেন। চোখের পানি বাধা মানছে না তার। শব্দহীন কান্না গুলো ভীষণ ব্যাথার হয়। বড় মেয়ে চলে যাবে তবুও যেন অদ্ভুত ভাবে নিজেকে শক্ত রেখেছেন। মিতালীর মাথায় হাত বুলিয়ে বুঝালেন কিছু সময়।

মিতালীর থেকে সামান্য একটু দূরে অংকুর দাঁড়িয়ে আছে। চেহারা তার স্বাভাবিক। না দুঃখিত, না আনন্দিত। মনে মনে অনেক কষ্ট হচ্ছে তার। মিতালীকে এভাবে কাঁদতে দেখে অনেক কষ্ট লাগছে। ইচ্ছে করছে মেয়েটার মাথা বুকে জড়িয়ে ধরে শান্ত্বনা দিতে। কিন্তু এতো মানুষের সামনে এমন কিছুই সম্ভব না। যতোই সে স্বামী হোক না কেন। মিতালীর এতো কান্নায় কিছু করতে না পেরে নিরবে দীর্ঘশ্বাস ফেললো।

মিতালী জুলফিকার কে ছাড়িয়ে আমেনার কাছে আসলো। আমেনা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমেনা নিজেও শব্দ করে কাঁদছে। মেয়েটাকে বিদায় দিতে হচ্ছে। এখুনি চলে যাবে। এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে?ছোট ছোট পায়ে ‘ হাটি হাটি পাপা ‘করা মেয়েটা কত্ত বড় হয়ে গেলো। জুলেখা কাঁদলেন। মিতালীকে জড়িয়ে ধরে মাফ চাইলেন।

‘মুখে মুখে অনেক কথা শুনিয়েছি তোকে। কি থেকে কি বলেছি পরে বড্ড আফসোস করেছি। এই বুড়ো দাদীটাকে মাফ করে দিস ময়না। আর কতোদিন বাঁচবো জানা নেই। আমার আওলাদের সুখ দেখে যেতে পারলেই শান্তি। মাফ করে দিস দাদীকে।’ দুই হাত সামনে এনে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বললেন জুলেখা। মিতালীকে জড়িয়ে ধরলো দাদীকে।

তাদের থেকে ঠিক অনেকটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে শেফালী। বিষন্ন তার মন। চোখ দুটো লাল বর্ণ ধারণ করে আছে। মিতালী তাকালো ছোট বোনের দিকে। ধীর পায়ে শেফালীর দিকে এগিয়ে আসলো। শেফালী নিরবে খুব শান্ত ভাবে তার বুবু কে জড়িয়ে ধরলো। নিজেকে আর সামলাতে পারলো না। হাউমাউ করে কেঁদে উঠলো শেফালী। মিতালী শেফালীর মাথায় হাত বুলিয়ে দিলো। কান্না থামানোর দিক নির্দেশনা দিলো। কিন্তু শেফালীর কান্না থামলো না। প্রথমের ন্যায় শব্দ করে কেঁদে চলছে। অপরদিকে দেরি হয়ে যাচ্ছে। বড়রা তাড়া দিলো বের হওয়ার জন্য। এতো রাত করে নতুন বউকে নিয়ে যাওয়া ঠিক হবে না। কিন্তু শেফালী মিতালীকে ছাড়লো না। জড়িয়ে ধরে রইলো।

শেফালীকে ধরেই মিতালী গাড়ির কাছে আসলো। তবুও শেফালী ছাড়লো না। আরো কিছুসময় কান্নাকাটির পর মিতালী গাড়িতে উঠার জন্য অগ্রসর হয়ে উঠলো। শেফালী এখনো শব্দ করে কেঁদে চলছে। শেফালীর এমন কান্না একদম নিতে পারছে না রাকিব। তার প্রচুর খারাপ লাগছে মেয়েটাকে এভাবে কাঁদতে দেখে। প্রথমে ভাবলো শেফালীর কাছে এসে তার কাধে হাত রেখে শান্ত্বনা দিবে। কিন্তু এই ভাবনা তার মাঝেই রইলো। এগিয়ে যাওয়ার আগেই রায়াজ এসে ধরলো শেফালীকে। শেফালী কান্নার বেগ সামলাতে না পেরে রায়াজের বাহু জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। দাঁড়িয়ে পরলো অংকুর। এখানেও রায়াজের আদিক্ষেতা দেখে রাগ উঠলো তার। চোয়াল শক্ত করে সবার আগে চুপচাপ গিয়ে গাড়িতে উঠে বসলো।

মিতালী সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো। ড্রাইভার গাড়ি স্টার্ট দিলে শু-শু শব্দ তৈরি করে গাড়ি সামনে এগিয়ে যেতে লাগলো। এতোক্ষণ ফুঁপিয়ে কাঁদার কারণে এখন থেমে থেমে কান্নার খিচঁকি উঠছে। চোখের পানি কমেনি। অংকুর মলিন চোখে তাকালো মিতালীর দিকে। তারপর নিজের দুই হাতের মাঝে মিতালীর একটা হাত ধরলো। মিতালী তার দিকে চোখ তুলে তাকালে অংকুর চোখের ইশারায় শান্ত হতে বললো। কন্ঠ নিচু করে বললো,

‘প্লিজ শান্ত হও। আর কান্নাকাটি করতে হবে না। কালকেই তো সবার সাথে দেখা হবে। এভাবে কাঁদলে পরে মাথা ব্যাথা করবে। প্লিজ আমার কষ্ট হচ্ছে। কান্না থামাও এবার।’

জড়তাহীন চোখে অংকুরের দিকে তাকিয়ে রইলো মিতালী। এই মানুষটা তার স্বামী। এমন একজন মানুষকে জীবনে পেয়ে সে কতো বড় ভাগ্যবতী। এতো ভালোবাসা পাওয়ার যোগ্যতা সে রাখে, সেটা অংকুর কে না দেখলে বুঝতে পারতো না। সে বিন্দুমাত্র দুঃখি নয়। সে খুশি। এমন একজন মানুষকে সারাজীবনের জন্য পেয়ে অতিরিক্ত খুশি। মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো মিতালী।
.

দুই বাড়ির মধ্যখানের দূরত্ব অতিক্রম করে কাঙ্ক্ষিত বাড়ির সামনে এসে গাড়ি থামলো। অংকুর গাড়ি থেকে নেমে অপর পাশের দরজা খুললো। তারপর এক হাত বাড়িয়ে দিলো মিতালীর দিকে। মিতালী মুচকি হেসে অংকুরের হাত ধরে গাড়ি থেকে নামলো। চারপাশে বেশ কিছু মানুষের ভীড় জমেছে নতুন বউ দেখবার আশায়। অংকুর মিতালীর হাত ধরে নিজেদের ফ্ল্যাটের সামনে আসলো। সুপ্তি বেগম বরণ থালা হাতে নিয়ে আগে থেকেই পুত্রবধূ বরণ করার অপেক্ষায় দাঁড়িয়ে ছিলো। অংকুর মিতালীকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেলো। খুবই আন্তরিকতার সাথে মিতালীকে বরণ করে ভিতরে নিয়ে গেলো। বাসার ভিতরে মেহমান বলতে অংকুরের নিকটাত্মীয় দের উপস্থিতি কেবল। মিতালীকে সোফায় বসিয়ে সুপ্তি ও অংকুরের ফুপি, খালারা ব্যস্ত হয়ে পরলেন। অংকুরের কাজিনরা মিতালীকে চারপাশ থেকে ঘিরে বসে পরিচিত হতে লাগলো। মিতালীও সাবলীল ভাবে সবার সাথে ভাব জমাতে ব্যস্ত হলো।

অংকুর ভীষণ ক্লান্ত। তাই বাসায় এসেই নিজের রুমে চলে গেছে। অনেকক্ষণ সময় নিয়ে গোসল করে বের হলো। ভেজা চুল মুছে কালো টি-শার্ট পরে নিলো। রুম থেকে বের হয়ে ড্রয়িংরুমের দিকে তাকাতেই দেখলো মিতালী সবার সাথে বেশ জমিয়ে আড্ডা দিচ্ছে। কথার ফাঁকে ফাঁকে খিলখিলিয়ে হাসছে। এই শব্দ তৈরি করা হাসিটা অংকুরের কাছে মুক্ত ঝরা হাসি মনে হচ্ছে। ভালো লাগা কাজ করছে মনে।

অংকুরকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে লাফিয়ে উঠলো অংকুরের সকল কাজিনরা। ডৌড়ে এসে ঘিরে ধরলো তাকে। আকর্স্মিক ঘটনায় অংকুর ভ্যাবাচ্যাকা খেলো প্রায়। অংকুরের কাজিনরা তাকে রুমে যেতে নিষেধ দিয়েছে। নিজের রুমে যাওয়ার নিষেধাজ্ঞা পেয়ে ক্ষেপে গেলো অংকুর। কাজিনদের কথার উপেক্ষা করে রুমে ঢুকার প্রয়াস করলো। হুমড়ি খেয়ে পরলো অন্যরা। দরজার সামনে দাঁড়িয়ে অংকুর কে বাধা দিতে লাগলো। অংকুরের এক কাজিন। নাম তানভীর বললো, ‘ভাই, তিন ঘন্টার লাগি রুমটা ছাড়েন।’

তখন রাকিব অংকুরের ঘাড়ে চাপড় দিলো একটা। ব্যাথায় মৃদু আর্তনাদ করে উঠলো অংকুর। পিছু ফিরে তাকাতেই রাকিব তার দিকে হালকা ঝুকে নিচু গলায় বললো, ‘গাধা হইছোস? তোর রুম খাইতে যাবে না। তোর বাসর সাজাবে ইডিয়ট।’

অংকুর এক হাতে মাথা চুলকালো। বেকুব বেকুব লাগলো নিজেকে। কিছুটা ইতস্ততবোধ করে বললো, ‘ঠিক আছে। যা করার কর। কিন্তু বেশি ঘাটাঘাটি করবি না।’

রুমের যাওয়ার অনুমতি পেতেই উল্লাসিত হয়ে উঠলো সবাই। অংকুর চুপচাপ বাসার বাহিরে গেলো তারই সমবয়সী কাজিনকে নিয়ে। মিতালী নিরবে বসে বসে ভাই বোনদের ঝগড়া দেখে উপভোগ করছিলো।
.

ঘড়ির কাটা রাত্রীর সাড়ে বারোটা ছুঁই ছুঁই। খাওয়াদাওয়া শেষে মিতালীকে অংকুরের রুমে দিয়ে গেলেন সুপ্তি বেগম। মিতালীকে যেন অন্যরা এখন বিরক্ত না করে সে ব্যাপারে কড়া ভাবে নিষেধ দিয়ে গেলেন। অন্যরাও চুপচাপ মেনে নিলো। সকালে আলাপ করা যাবে নাহয়। সুপ্তি বেগম মিতালীর হাতে গোলাপি কালারের পাতলা সুতি শাড়ি দিয়ে ফ্রেশ হতে বলে চলে গেলেন রুম থেকে। সবাই যেতেই মিতালী রুমটা ঘুরে ঘুরে দেখলো। ইয়া বড় একটা রুম। যাবতীয় সব আসবাবপত্র উপস্থিত। মিতালী খেয়াল করলো রুমে কোনো বুকশেলফ নেই। একটা স্টাডি টেবিল আছে, সেটাতে অফিসিয়ালি কিছু ফাইল, কাগজপত্র সাজানো। চুপচাপ ভ্রুঁ উঁচিয়ে বিজ্ঞব্যক্তিদের মতো রুমটা ভালো করে দেখলো। মনে মনে একটা জায়গা ঠিক করে নিলো। এখানে একটা বুকশেলফ রাখা যাবে। হাসলো মিতালী। আজ থেকে এই ঘর তার। এই ঘরটা মিতালী আর অংকুরের। দুজনার!

চলমান…

#অনেক_সাধনার_পরে
#মাইশাতুল_মিহির

[৪৮]

চোখের স্নিগ্ধ পানি শুনিয়ে এখন পানিশূন্য হয়ে গেছে চোখ দুটো। মায়াবী মুখশ্রী এখন ফ্যাকাশে, মলিন। বিষণ্ণবদন হৃদয়। বারান্দার কার্নিশে দাঁড়িয়ে আছে শেফালী। বুকে দুই হাত গুঁজে তাকিয়ে আছে দূর আকাশের দিকে। পরিবেশটা অন্ধকার। একদম নিরব নিস্তর। গোমট বাধানো এই নিঝুম রাত্রীতে মন ভালো নেই শেফালীর। বুবুকে বিদায় দেওয়ার পর থেকে কিছুই ভালো লাগছে না। বাসাটা একদম খালি পরেছে। বুবুর রুমটা। আর এইযে বারান্দাটা। এটাও একদম ফাঁকা। এখন এখানেই দাঁড়িয়ে অতীতের স্মৃতিচারণ করছে শেফালী। বুবুর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ভীষণ ভাবে মিস করছে। বুবুর বিদায়ের পর এতোটাই কেঁদেছে যে এখন চোখেতে পানি নেই বললেই চলে। আচ্ছা! সে বুবুকে ছাড়া থাকবে কিভাবে? ভাবতেই বুকের বা পাশে চিনচিন ব্যাথা অনুভব হচ্ছে শেফালীর।

হঠাৎ-ই কাধে কারোর হাতের স্পর্শ পেয়ে পিছু ফিরে তাকালো শেফালী। জুলফিকার কে দেখে আলতো করে স্মিতি হাসি দিলো একটা। তারপর জুলফিকারের দিকে ঘুরে দাঁড়াল। জুলফিকার স্বাভাবিক ভাবে জিজ্ঞেস করলেন, ‘কি? মন খারাপ?’

শেফালীর ঠোঁটে এখন মিহি হাসি। মৃদু গলায় বলে উঠলো, ‘জানো আব্বু? এই বারান্দায় আমি আর বুবু অনেক সময় কাটিয়েছি। আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। কিন্তু যেদিন বুবুর সাথে রাতে বারান্দায় আড্ডা দিতাম সেদিন কিভাবে যেন অনেক দেরি হয়ে যেতো। তবুও ঘুম আসতো না। কতো কতো সমস্যার কথা বুবুকে বলেছি। হোক সেটা প্রয়োজনীয় কিংবা অপ্রয়োজনীয়।। বুবু বিরক্ত হয়নি। মিষ্টি করে হাসি দিয়ে সমাধান করে দিতো। মন খারাপের সময় যখন বুবুকে পাশে পেতাম তখন কতো ভালো লাগতো। আর আজ দেখো? এইযে এখন আমার এতো কষ্ট হচ্ছে। কিন্তু বুবুকে বলতে পারছি না। বারান্দায় আমি একা দাঁড়িয়ে আছি। বুবু পাশে নেই। আব্বু? আমার অনেক কষ্ট হচ্ছে। বুবুকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি বুবুর কাছে যাবো।’

শেফালীর প্রথম কথা গুলো স্বাভাবিক থাকলেও শেষের কথা গুলোতে কান্নায় জর্জরিত হয়ে এলো। নিজেকে সামলাতে পারলো না আর। ঠোঁট জোড়া ভেঙ্গে কেঁদে উঠলো শেফালী। জুলফিকার মেয়েকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে লাগলেন। বুঝালেন, ‘মেয়েদের জীবন এমন-ই হয়। মিতালীর জন্মস্থান এই বাড়ি। কিন্তু তার নিজের বাড়ি, নিজের সংসার হবে অংকুরের বাড়ি। সেখানেই সারাজীবন কাটিয়ে দিতে হবে তাকে। এই নিয়ম প্রত্যেক মেয়ের জন্য-ই প্রযোজ্য। তুমি এভাবে কাঁদলে আমাদের সামলাবে কে? আমি তো জানি। আমার ছোট রাজকন্যা সব পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে জানে।’

কিছুটা শান্ত হলো শেফালী। বেশ কিছুসময় নিরব রইলো দুজন। অতঃপর শেফালী বাচ্চাদের মতো করে জুলফিকারের দিকে তাকিয়ে বলে উঠলো, ‘আমি তো কখনো-ই বিয়ে করবো না। এই বাড়ি ছেড়ে, তোমাদের ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না।’

শব্দ করে হেসে উঠলেন জুলফিকার। হাসতে হাসতে বললেন, ‘পরে দেখা যাবে।’
.

রুমের বিশাল বড় থাইগ্লাসটা খোলা। বাহির থেকে ভেসে আসছে শীতল প্রভঞ্জন। অন্ধকারাবৃত পরিবেশে ঝিঁ ঝিঁ পোকাদের সুর। থাইগ্লাসের এক পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মিতালী। বিয়ের ব্রাইডাল সাজ মুছে এখন নরমাল বেশে আছে। পরনে শাশুড়ির দেওয়া গোলাপি কালার সুতি শাড়িটা। মনটা ভালো নেই। ভুলবশত মোবাইলটাও আনতে ভুলে গেছে। নাহলে বাড়িতে একবার কল দিয়ে কথা বলতে পারতো। মনটাও একটু হালকা হতো। অংকুরের মোবাইল দিয়ে কল দেওয়ারও ব্যবস্থা নেই। লোকটা কোথায় গেছে কে জানে। এখনো আসেনি।

বেশকিছু সময় একা অতিবাহিত করার পর দরজা খোলার শব্দ কানে আসতেই পিছু ফিরে তাকালো মিতালী। কালো টি-শার্ট পরিহিত অংকুর কে দেখে অসাড় হলো মিতালী। ধাতস্থ হলো মন। অংকুর মিতালীর দিকে এক পলক তাকিয়ে নিরবে রুমের দরজা লাগিয়ে দিলো। তারপর এগিয়ে আয়নার সামনে এসে পকেট থেকে মোবাইল ওয়ালেট বের করে রাখলো। হাত ঘড়ি খুলে মিতালীর দিকে ফিরে তাকালো। স্বাভাবিক ভাবে জিজ্ঞেস করলো, ‘ওযু আছে?

মিতালী এপাশ থেকে ওপাশ মাথা নাড়িয়ে ‘ না ‘ বুঝালো। অংকুর বললো, ‘তাহলে ওযু করে আসো। নামাজ পরবো।’

মিতালী অংকুরের কথা মতো তাই করলো। ওয়াশরুম থেকে ওযু করে এসে দেখলো রুমের মাঝখানে জায়নামাজ বিছিয়ে অংকুর তার অপেক্ষায় বসে আছে। মিতালী মাথায় নামাজের হিজাব পরে অংকুরের পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পরে নিলো। অংকুর মোনাজাত শেষ করলেও মিতালী দীর্ঘক্ষণ সময় নিয়ে মোনাজাত করতে লাগলো।

মোনাজাত করতে থাকা মিতালীর দিকে গালে এক হাত দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইলো অংকুর। মুগ্ধ তার চোখ দুটো। তার পাশে নামাজরত অবস্থায় বসা মেয়েটি তার স্ত্রী। তার অর্ধাঙ্গিনী! তার প্রেয়সী! ভাবতেই ঠোঁটে সন্তুষ্টি, প্রাপ্তি ও প্রশান্তিময় হাসি ফুটে উঠলো।

অনেকটা সময় নিয়ে মোনাজাত শেষ করার পর অংকুর হঠাৎ-ই মিতালীর কোলে মাথা দিয়ে শুয়ে পরলো। আকর্স্মিক ঘটনায় হকচকিয়ে গেলো মিতালী। চোখ বড় বড় করে তাকালো অংকুরের দিকে। অংকুর পাত্তা দিলো না। নিজের মর্জি অনুযায়ী মিতালীর এক হাত টেনে বুকের মাঝে রাখলো। মিতালীর চোখের দিকে তাকিয়ে বললো, ‘সত্যি কি আমাদের বিয়ে হয়ে গেছে?’

অংকুরের এমন অদ্ভুত প্রশ্ন শুনে হেসে ফেললো মিতালী। তার হাসি দেখে কপাল কুঁচকালো অংকুর। প্রশ্ন করলো, ‘হাসছো কেন?’

মিতালী মুখে হাসি রেখেই বললো, ‘এমন অদ্ভুত প্রশ্ন করলে হাসবো না?’

অংকুর চটজলদি উঠে বসলো। মিতালীর একদম কাছাকাছি বসে বুকে হাত গুঁজলো। তারপর জড়তাহীন গলায় বললো, ‘তুমি আমার বউ। আমরা এখন একই রুমে আছি। আমাদের মাঝে কোনো দূরত্ব নেই। মোবাইলের টাকা খরচ করে রাতে কথা বলতে হবে না। বাসায় এসেই তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যেতে পারবো। যখন ইচ্ছে তোমার গুলুমুলু গালে চুমু খেতে পারবো। মানে ব্যাপারটা বুঝছো? বিয়ে করলে কতো লাভ হয় দেখেছো?’

অংকুরের এমন কথা শুনে হাসি থামিয়ে রাখতে পারলো না মিতালী। শব্দ করে খিলখিলিয়ে হেসে উঠলো। হাসি থামাতে না পারছে কোনো মতে। অংকুর কপালে পরপর কয়েকটা সূক্ষ্ম ভাজ ফেলে তাকিয়ে রইলো মিতালীর দিকে। মিতালী কোনো মতে হাসি খানা থামিয়ে স্বাভাবিক হওয়ার প্রয়াস করলো। তবুও হাসি থামলো না। ঠোঁটে আলতো হাসি থেকেই গেলো। অংকুর আবারো বললো, ‘হায় রাব্বা! এতো লাভ জানলে আরো আগেই বিয়ে করে ফেলতাম। এই দেখো, এখন তুমি মন খুলে হাসছো। যদি বিয়ে না হতো তাহলে তোমার হাসির শব্দ শুনতাম শুধু। কিন্তু এখন সরাসরি দেখছি। ভালো লাগছে। আর এখন ইচ্ছে করছে তোমাকে চুমু খাওয়ার। এই দেখো, টুকুশ করে চুমু খেয়ে নিলাম।’

মিতালী কিছু বুঝার আগেই অংকুর টুশ করে গালে একটা চুমু দিলো। চোখ দুটো ছানাবড়া হয়ে গেলো মিতালী। রসগোল্লা সমান চোখে অংকুরের দিকে তাকিয়ে অস্ফুটিত কন্ঠে বলে উঠলো, ‘অসভ্য!’

অংকুর ত্যাঁছড়া ভাবে বললো, ‘এক্সকিউজ মি? অসভ্যের কি দেখলে? এখনো তো কিছুই করলাম না। তাছাড়া আমার বউ। যখন ইচ্ছে চুমু খাবো। তাতে তোমার কি? এই যে এখন আবারো খেতে ইচ্ছে করছে। তাই আবারো চুমু খেলাম।’

বলতে দেরি। অথচ মিতালীর গালে চুমু খেতে দেরি নেই। মিতালী এবারো যার-পর-নাই অবাক। অংকুরের এমন কর্মকান্ডে প্রচন্ড লজ্জাভূতি হলো সে। গাল লাল হয়ে এলো লজ্জায়। অংকুরের সামনে বসে থাকার মতো স্বস্তি আর পেলো না। চটজলদি উঠে দাঁড়াল। কোনো রকমে আমতা আমতা করে বললো, ‘আব্ আমার ঘুম পেয়েছে। আমি ঘুমাই। অনেক রাত হয়েছে। আপনিও ঘুমিয়ে যান।’

বিলম্ব করলো না এক মুহূর্তও। দ্রুত পা চালিয়ে বিছানার কাছাকাছি আসলো। পুরো বিছানা জুড়ে গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে ছিটানো। রজনীগন্ধা ফুলের সৌরভে চারপাশ মুখরিত। গোলাপ ফুল ও রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো রুমের সাজসজ্জা পছন্দ হলো মিতালীর। এতোক্ষণ মোণোটা বিষন্ন থাকায় রুমটা খেয়াল করেনি। এখন মুগ্ধ চোখেমুখে রুমের চারপাশ তাকিয়ে দেখতে লাগল। অংকুর জায়নামাজ টা গুছিয়ে আলমারি তে রেখে দিলো। মিতালীর দিকে তাকিয়ে বিড়বিড় করে বললো, ‘বাসর রাত ফেলে কোন পাগলে ঘুমায়?’
.

রিসিপশনের ডেকুরেশনের রঙটা সিলেক্ট করা হয়েছে আকাশী রঙের। চারপাশ সাদা ও আকাশী রঙের ফুল দিয়ে সাজানো। চলছে মেহমানদের আপ্যায়ন। মিতালী স্টেজের মাঝে বসে আছে। তার দুই পাশে চার বোন তাকে ঘিরে আছে। তাহমিনাহ, জারা, মুনিয়া ও শেফালী। সবাই প্রফুল্লিত। আচ্ছাদিত ভাবে কথার ঝুলি নিয়ে বসেছে। তাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে অংকুর তার অফিসের লোকদের সাথে কথা বলছে। ব্যস্ত রাকিব। এদিক সেদিক খুব সাবলীল ভাবে সামলাচ্ছে। কোনো প্রকার ত্রুটি তার পছন্দ নয়। ব্যস্ততার মাঝেও আড় চোখে তার শ্রেয়সী কে দেখে ভুলে নি। আজ মেয়েটকে অন্য দিনের তুলনায় অদ্ভুত সুন্দর লাগছে। হালকা নীল রঙের লেহেঙ্গায় প্রচুর কিউট লাগছে। ইশ! বুকের বা পাশে গিয়ে লাগে একদম। শেফালীর জন্য মনে তৈরিকৃত লুকানো অনুভূতি গুলো শেফালীর কাছে প্রকাশ করার ইচ্ছাপোষন করলো তার মন। কিন্তু এটা কি আদৌ সম্ভব? শেফালী মানবে? নাকি ভুল বুঝে দূরে তাড়িয়ে দিবে? শেফালীর মনেও কি তার জন্য অনুভূতি রয়েছে? তাহলে ওই রায়াজ ছেলেটা? রায়াজের কথা মনে পরতেই ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। অংকুরের সাথে দাঁড়িয়ে বেশ ভালো জমিয়ে কথা বলছে। এই ছেলের মুখের হাসি রাকিবের স’হ্য হচ্ছে না। মানলাম তুই শেফালীর কাজিন। তাই বলে এতো ক্লোজ হতে যাবি কেন? কোথায়, রাকিব তো তার কাজিন সিস্টারদের সাথে এতো ক্লোজ না। এই রায়াজ আর শেফালীকে নিয়ে যতোই ভাবছে, ততোই রাগ আকাশ চুম্বী হচ্ছে তার। নিরবে রাগের তপ্ত শ্বাস ফেললো একটা। রায়াজের দিকে সকলের অগোচরে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বাড়ালো খাবারের দিকটা দেখতে।
.

স্টেজ এখন খালি। মিতালী একা একা বসে আছে। শেফালীরা নিচে নেমে একে অপরের সাথে কথা বলছে। অংকুর মিতালীকে একা বসে থাকতে দেখে তার দিকে এগিয়ে গেলো। মিতালীর পাশে বসে মোবাইল ঘাটতে লাগলো। ভাব খানা এমন যে মোবাইলে অনেক বড় ইম্পরট্যান্ট কাজ করছে। অবশ্য মিতালী এইদিকে তেমন ধ্যান দিলো না। স্বাভাবিক ভাবে তাকিয়ে রইলো সামনে। অংকুর কিছুসময় পর কন্ঠস্বর নিচু করে বললো, ‘তোমাকে অনেক সুন্দর লাগছে।’

মিতালী দৃষ্টি সামনের দিকে রেখেই মুচকি হাসলো। অংকুর আরো কিছুসময় মোবাইল টিপে পকেটে রাখলো। তারপর মিতালীর দিকে পূর্ণাঙ্গ দৃষ্টি মেলে তাকালো। মিতালী ঘাড় ঘুরাতেই অংকুরের চোখে চোখ পরলো তার। তখুনি অংকুর প্রাপ্তির হাসি দিয়ে বলে উঠলো, ‘আমি জিতে গেছি।’

মিতালী মাথা নিচু করে লাজুক হাসলো। লজ্জা পেলো ভীষণ। কাল রাতের পর থেকে অংকুরের সামনে যেতে ভীষণ লজ্জা লাগছে তার। অংকুর মিতালীর লজ্জা মিশ্রিত লাজুক মুখ খানি দেখে মিষ্টি করে হাসি দিলো একটা। সেখানে উপস্থিত হলো তাহমিনাহ। দুজনকে হাসতে দেখে টিটকারি মা’র’লো, ‘বাহ্ বাহ্, সারারাত প্রম করার পরেও এখনো এতো প্রেম বাকি? বলি মানুষের সামনে প্রেমটা একটু কমিয়ে করেন জিজু।’

অংকুর ফিচেল গলায় উত্তর দিলো, ‘এতো বছর সিঙ্গেল থাকার পর বউ পেলাম। তাও যদি বলো প্রেম কমিয়ে করতে। তাহলে কি মানা যায় বলো?’

তাহমিনাহ মাথা দুলিয়ে বললো, ‘তাও ঠিক। কিন্তু এখন যান। মামা আপনাকে ডাকছে।’

‘কোন মামা?’

‘আরেহ্ আপনার শ্বশুর আব্বা। আমার মামা। তাড়াতাড়ি যান। জরুরি কথা বলবে মনে হয়।’

‘আচ্ছা।’ বলে উঠে চলে গেলো অংকুর। তাহমিনাহ উল্লাসিত হয়ে হেসে মিতালীর পাশে বসে বললো, ‘বোইন, কাল রাতের কাহিনী বল।’

মিতালী চোখ পাকিয়ে তাকালো। কিড়মিড় করে বললো, ‘বেহায়া মেয়ে।’ উচ্চস্বরে হেসে উঠলো তাহমিনাহ। মিতালীও মিহি হাসি দিলো একটা।
.

রায়াজ, আবির, জারা, মুনিয়া ও শেফালী এক সাথে দাঁড়িয়ে কথা বলছে। ফাঁকে ফাঁকে শব্দ করে হাসছে। শেফালী ইতস্ততবোধ করছে। মূলত এখন তাকে এমন একটা কাজ দেওয়া হয়েছে যা করার সা’হস শেফালী পাচ্ছে না। জারা শেফালীর বাহুতে মৃদু ধা’ক্কা দিয়ে বললো, ‘ভীতুর ডিম। যাচ্ছিস না কেন?’

শেফালী বিরক্তির চোখে তাকিয়ে বললো, ‘আশ্চর্য। আমাকে বলতেছো কেন তোমরা? নিজেরা গিয়ে আব্বুকে বলতে পারো না?’

আবির বললো, ‘তোকে তো আঙ্কেল বেশি ভালোবাসে। তাই তোর কথায় রাজি হবে। যা প্লিজ।’

জারাও অনুনয় স্বরে বললো, ‘হ্যাঁ প্লিজ বোইন। যা।’

ব্যাপার গুলো রায়াজের অহেতুক লাগলো। রিসিপশন শেষে সবাই বাসায় ফিরবে। কিন্তু ওরা বাসায় না ফিরে ডিরেক্ট সিনেমা হলে যাবে। তাও মিতালী আর অংকুরকে সাথে নিয়ে। যা আদৌ সম্ভব না। রায়াজ প্রথম থেকেই বুঝাচ্ছে তাদের। তবুও মানছে না তার কথা। তাই এবার রায়াজ ধমকে উঠলো, ‘সমস্যা কি তোদের? কোন আক্কেলে এইসব কথা বলছিস? রিসিপশন শেষে মিতালী অংকুর বাসায় না গিয়ে কি তোদের সাথে সিমেনা দেখতে যাবে? আর ফুফা তোদের কথায় রাজি হবে? এতো আহাম্মক কেন তোরা? এখন এই টপিক বাদ দে। অন্য কিছু করার প্ল্যান কর। নয়তো কান বরাবর থা’প্প’ড় খাবি সব গুলা।’

রায়াজের ধমক শুনে জারা ও মুনিয়ার অবস্থা কাচুমুচু হলো। শেফালী মাথা দুলিয়ে রায়াজের কথার শায় জানালো। আবির বললো, ‘ভাই? আবার কবে না কবে এক হবো আমরা। পরশু আমার মিডটার্ম। কাল আমি চলে গেলে জারাও আমার সাথে যাবে। তাহলে আর এই সুযোগ পাবো বলো?’

তারপর শেফালীর দিকে তাকিয়ে বললো, ‘বোইন যাস না কেন? তুই এখুনি যা। গিয়ে সব বল। যা চাইবি তাই পাইবি। যা প্লিজ।’

বিরক্তি নিয়ে শেফালী যাওয়ার জন্য পা বাড়াতেই রায়াজ শেফালীর হাত ধরে বাধা দিলো। দাঁড়িয়ে পরলো শেফালী। রায়াজ আবির কে বললো, ‘হুদাই ফুফার ধমক খাবি তোরা। এমন কিছুই বলবি না। অন্য কিছু প্ল্যান কর। চুপচাপ দাঁড়া এখানে।’
.
দূর থেকে শেফালীকে মুগ্ধ চোখে দেখছিলো রাকিব। দূরে অবস্থান করায় তাদের কথোপকথনের কিছুই শুনে নি সে। জানার আগ্রহ-ও নেই তার। শুধু শেফালীকে দেখতে পারলেই চলে। এতোক্ষণ মুগ্ধ হয়ে দেখলেও রায়াজ শেফালীর হাত ধরাতে ক্ষুব্ধ হলো ভীষণ। নিজেকে আর সামলাতে পারলো না। দ্রুত বেগে এগিয়ে আসলো তাদের দিকে। এসেই রায়াজের হাত থেকে শেফালীর হাত ছাড়িয়ে নিলো রাকিব। আকর্স্মিক ঘটনায় সবাই অবাক হলো। রাকিবের এমন কান্ডে বিস্মিত হলো শেফালী। রায়াজ একটা ভ্রুজোড়া বাকিয়ে রাকিয়ে রইলো রাকিবের দিকে। রাকিব কারোর নজরের পাত্তা দিলো না। এগিয়ে রায়াজের মুখামুখি দাঁড়িয়ে চোয়াল শক্ত করে বললো, ‘ডোন্ট ট্রাই টু টাচ হার এগেইন।’

তীক্ষ্ণ চোখে রায়াজের দিকে তাকিয়ে শেফালীর হাত ধরে চলে গেলো সেখান থেকে। রায়াজ এখনো প্রথমের ন্যায় ভ্রুঁ বাকিয়ে তাকিয়ে রইলো রাকিবের দিকে। তার নিরবতা দেখে বাকি সবাই শুকনো ঢুক গিললো। নতুন কিছু ঘটতে চলেছে।

চলমান….