আঁধারিয়া অম্বর পর্ব-০৮

0
936

#আঁধারিয়া_অম্বর
#সুরাইয়া_সাত্তার_ঊর্মি
০৮।

ছোট ছোট বরফ টুকরো ছোট একটি বোলে করে নিয়ে এলো শ্যামা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের গালটা একবার দেখে নিলো। ফোলা ফোলা। পাঁচ আঙ্গুলের লাল দাগ হালকা । শ্যামা স্বযত্নে বরফের টুকরো গালে ঘসতেই ব্যথা অনুভব করলো। দাঁতে দাঁত খিঁচিয়ে সরিয়ে ফেললো যখন তখন। এই মুহূর্তে তার মার কথা বড্ড মনে পড়ছে। ছোট বেলায় যখন শ্যামা ছুটোছুটি করে ব্যথা পেতো, তার মা কত যত্ন করে ঔষধ লাগিয়ে দিতো, কখনো মাথায় আঘাত পেলে এভাবেই বরফের টুকরো নিয়ে মাথায় ঘসে দিতো। কিন্তু? তখন এতটা ব্যথা অনুভব হতো না। অথচ এখন শ্যামা নিজের ব্যথাতে নিজেই স্পর্শ করছে আর মরিচের মতো জ্বালা করছে। শ্যামা এক পলক আয়নায় দেখে নিলো। তার পরই মনে মনে ছক কেঁটে ফেললো চৈতিকে সে দাঁতে নয়, বাতে বাড়ি দেবে। চৈতির কিছু ছবি আছে এখনো শ্যামার কাছে। রিদের কোলে বসে কিস করছিলো রিদকে। যদিও রিদের চেহারা অস্পষ্ট। কিন্তু চৈতি বড় ট্রোলের স্বীকার হবে। ভেবেই বাঁকা হাসলো শ্যামা। পরক্ষণেই আবার দাঁত খিচিয়ে চোখ বুঁজে চেপে ধরলো পাথরের টুকরো। কিন্তু এবারো সে ব্যর্থ হলো। ব্যথায় কুকিয়ে অস্পষ্ট স্বরে ডাকলো,

“মা..!”

অনেকক্ষণ ধরেই দরজার সামনে দাঁড়িয়ে ইজহান সবটুকু কাজ পর্যবেক্ষন করলো শ্যামার। মেয়েটি ব্যথায় কুঁচকে যাচ্ছে বার বার। হুট করেই ইজহানের বড্ড মায়া লাগতে লাগলো মেয়েটির উপর। সে ধীমি পায়ে এগিয়ে গেলো শ্যামার দিকে। শ্যামা এখনো বন্ধ চোখ জোড়া কুঁচকে আছে। ঘন ঘন শ্বাস ছাড়ছে। ইজহান অপলক দৃষ্টি তাকিয়ে আছে শ্যামার দিকে। মসৃণ মুখখানায় লাল দাগেও শ্যামার সুন্দর্য কম হয়নি। কঁপালে ছোট ছোট চুল গুলো বড্ড আদুরে লাগছে। শ্যামার গোলাপের পাপড়ির মতো ঠোঁট গুলো কাঁপছে। সব মিলিয়ে এই মুহূর্তে ভয়ার্ত অপ্সরী লাগছে। ইজহানে বড্ড লোভ হলো, মেয়েটি আদুরে ছোট ছোট চুল গুলো গুছিয়ে কানের পিছনে করে দিলো। বরফের বোল থেকে একটুরো বরফ তুলে তার পকেট থেকে রুলাম বের করে ভরে নিয়ে স্বযত্নে লাগিয়ে দিতে লাগলো শ্যামার গালে।

একটা উষ্ণ অনুভতি সারা শরীর ছুঁয়ে গেলো শ্যামার। ইজহানের দিকে হকচকিয়ে তাকালো। চোখে বিস্ময়। উদাসীন ও অনুভূতিহীন গম্ভীর দৃষ্টিতে আজ যেন কিছু বলছে। শ্যামা তাই পড়ার চেষ্টা করছে। ইজহান আলতো হাতে বার বার বরফের টুকরো স্পর্শ করছে গালে। কিন্তু এবার ব্যথা অনুভব করলো না শ্যামা। করবেই বা কিভাবে? এই মিস্টিরিয়াস, অ্যারোগান্ট ছেলেটি তাকে যত্ন করছে? আদো বিশ্বাস হওয়ার কথা?

শ্যামা ঠোঁট নাড়লো,

“মি. ইজহান.. আমি..”

কথার মাঝেই ঠোঁটের উপর তর্জনী আঙ্গুল চেঁপে ধরলো ইজহান। নরম আওয়াজে বলল,

“ডোন্ট টক!”

শ্যামা এবার কিংকর্তব্যবিমূঢ়। বড় বড় চোখে চেয়ে দেখলো শুধু। মি. ইজহান মুচকি হাসলো। এই প্রথম তার ঠোঁটে কোনে হাসি দেখতে পেলো শ্যামা। অপলক দৃষ্টি তাকিয়ে রইলো পুঙ্খানুপুঙ্খ ভাবে।এত সুন্দর হাসতে পারেন উনি? পিনপতন নিরবতা ঘরময়। একটি ক্ষুদ্র জিনিস পড়লেও যেন শব্দ হবে মারাত্মক ভাবে । ঠিক তখনি একটি অভাবনীয় কাজ করে বসলো ইজহান। শ্যামার খুব কাছে এসে ব্যথা পাওয়া গালে তার নরম চিকন ঠোঁট স্পর্শ করলো। সাথে সাথে দুহাত মুঠ করে ধরলো। বন্ধ করে ফেললো চোখ জোড়া-ও। ভয়ানক ভাবে বুক উঠানামা করতে লাগলো। ঘন ঘন পড়ল শ্বাস। মি. ইজহান আরো এগিয়ে এলেন। দু হাতে কোমড় চেপে ধরে মিশিয়ে নিলেন শ্যামাকে নিজের সাথে। ছোট ছোট অসংখ্য চুম খেলেন ঘারে, গলায়। এবার তার স্পর্শে শ্যামা হারিয়ে যেতে চাইলো। অস্পষ্ট স্বরে বলল,

“মি. ইজহান? কি করছেন?”

ইজহান আবারো ঠোঁটের উপর আঙ্গুল ছুঁয়ে চুপ করিয়ে দিলো।বড্ড অবাক হলো, আজ তার স্পর্শে কোনো যন্ত্রণা নেই। জোরজবরদস্তি নেই। শ্যামা তার প্রতিটি স্পর্শ ভালোবাসা পাচ্ছে, শান্তি পাচ্ছে। হারিয়ে যেতে চাইছে। এবার ইজহান ওকে কোলে তুলে নিলো। পা বাড়ালো বিছানায়। সেদিন রাতে আবার মেতে উঠলো আদিম খেলায়। তবে, আজ এ খালে কষ্ট নেই। সুখ আর সুখ।

—————–

পরের দিন সকালে শ্যামা আগেই ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। ইজহান তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুমন্ত ইজহানকে কতটা নিস্পাপ লাগছে, যেন সদ্য ফোটা গোলাপ। ঘুমন্ত মুখটির একটি ছবি অবশ্যই তুলে নিতে ভুললো না শ্যামা। রেডি হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে ইজহানকে পেলো না। এতে সে খুশিই হয়েছে। আজ ইজহানের সামনে পড়লে হয়তো লজ্জায় লাল হতে হতো বারবার। এসব ভেবেই ব্যাগ পত্র গুছিয়ে সে নিচে নেমে আসে। টেবিলে উপর সাজানো খাবার গুলো থেকে শুধু একটি ডিম আর দুপিস রুটি খেয়ে জুস টুকু খেয়ে নিলো সে। জুসটুকু বেশি খেতে পারলো না। এতটা ঝাঁঝালো, আর কেমন যেন টেষ্ট। শ্যামা ফেলে দিলো। এবং পানি খেয়ে বেড়িয়ে এলো। বাসে চেপে চলে এলো অফিসে। অফিসের ভিতরে ঢুকতেই ফুসুরফাসুর করতে লাগলো তার কলিগরা। শ্যামা আড় চোখে তাকিয়ে জাহিদের পাশে বসে পড়লো। তখনি জাহিদ খুশি খুশি মনে বলল,

“মামা তোর হয়ে আমি কিন্তু একটা রিভেঞ্জ নিয়া ফালছি। এবার কয় ট্রিট কখন দিবি?”

শ্যামা অবাক হয়ে বলল,

“কিসের রিভেঞ্জ? ”

জাহিদ ফিসফিস করে বলল,

“তোরে কাল চৈতি থাপ্পড় মেরেছিলো, তার প্রতিশোধ।”

শ্যামা বড় বড় চোখ করে বলল,

“তুই তো ছিলি না? জানলি কেমনে?”

জাহিদ ভাব নিয়ে বলল,

“তুমি না বললেও এ জাহিদ সবই জানে!”

শ্যামা জাহিদের মাথায় চাটি মেরে বলল,

“ভাব কম দেখাও, সত্য কও!”

শ্যামার চাটি মারা জায়গায় জাহিদ হাত বুলাতে বুলাতে বলল,

“মারোস কেন মামা? কইতাছিতো। দারোযান চাচা বলল আমি ঢুকতেই!”

শ্যামা বলল,

“ওহো। তা কি রিভেঞ্জ নিছো?”

জাহিদ ফেইসবুক লগ ইন করলো। যেখানে একটা ফেইক পেইজে একটি ভিডিও ছাড়া হয়েছে। তার উপরে নারেশন ছিলো এমন,

‘নায়কা চৈতির কীর্তিকলাপ ফাঁস করায়, এক রিপোর্টারের উপর করলো হামলা। পর পর দুটি চর দিয়ে খেন্ত না উনি। বরং শাসিয়ে গেছেছেন, হুমকি ধামকি ও দিয়েছেন!’

শ্যামা অবাক হয়ে চেয়ে রইলো। আত্মকে উঠার মতো বলল,

“মামা তুই কি করছোস এইটা?”

“কি করছি?”

“তুই সাপের লেজে পা দিছোস! তুই জানোস না এর পরে এই মাইয়া আরো বাড়বো। তুই জানোস না এ মাফিয়ার গফ? কখন কি করে বসে? তার উপর তুই আমার আইডেন্টি ওই রিদ শালা জাইনা যাইবো।”

শ্যামার কঁপালে হাত। জাহিদ বলল,

“তোর আইডেন্টিটি জাইনা ওই বেটার কি লাভ?”

” তুই বুঝবি না!”

শ্যামা চিন্তায় পড়ে গেলো। এদিকে এই ভিডিও ভাইরাল হয়ে গেলো। ভাইরাসের মতো ছড়িয়ে গেল দ্রুত। চৈতির ফ্যানফোলোয়ার তার পেইজে তাকে থু থু করতে লাগলো। এসব এত জলদি হয়ে গেলো যে চৈতির নতুন যুক্ত বদ্ধ হওয়া মুভি গুলো তার হাত থেকে যেতে লাগলো। ফেইসবুক এখন হটটপিক হয়ে দাঁড়িয়েছে। চৈতির কমেন্ট বক্সে ঝড়তুলেছে। কেউ কেউ বলছে,

‘একজন রিপোর্টকে মারার সাহস হয় কি করে?’

আরেকজন লিখেছে,

‘রিপোর্টের কাছে ক্ষমা চাইতে হবে”

তো আবার চৈতির পক্ষ নিযে আবার কেউ কেউ বলছে,

“রিপোটাররা যা ইচ্ছে তাই লিখে, একদম ঠিক করেছে চৈতি। ”

তখনি আরেকজন বলছে,

“আরো দুটি থাপ্পড় দেয়া উচিত ছিলো!”

এসব কমেন্ট পড়ে শ্যামা হতভম্ব। তখনি শান্তনু এসে দাঁড়ালো হন্তদন্ত হয়ে। রাগে কিড়মিড় করে বলল,

“এসব তোমরা করছো তাইনা?”

জাহিদ না বুঝার ভান করে বলল,

“কি করছি আমরা, স্যা….র”

শান্তনু বলল,

“না বোঝার ভান করো না। তোমাদের জন্য আমি না উল্টো কেইস খাই। তোমাদের দুজনকে একসাথে রাখা যাবে না। জাহিদ কোমার পোষ্টিং আমি অন্য জায়গায় করে দিচ্ছি। তোমরা আমার প্রতিষ্ঠান লাটে উঠাতে চাইছো? তা হতে দিচ্ছি না।”

বলে শান্তনু চলে গেলো। এদিকে শ্যামা ভয় পেয়ে গেলো। বলল,

“তুই চলে গেলে, আমার কি হবে? কিভাবে সামলাবো সব??”

জাহিদ আশ্বাস দিয়ে বলল,

“তুই চিন্তা করিস না, স্যার প্রতিষ্ঠান থেকে বের করলেই বা কি, আমাদের বন্ধুত্ব তো আর নষ্ট করার ক্ষমতা তার নেই! যাষ্ট একটা ফোন করবি বান্দা হাজির।”

হেসে ফেললো শ্যামা। বলল,

“তোরে বড্ড মিস করবো! ”

“আমিও!”

এর মাঝেই পাঁচটি দিন কেঁটে গেলো। জাহিদের পোষ্টিং হয়ে গেলো। এর জায়গায় নতুন একজন মেয়ে জয়েন হলো। নাম সানজিদা। মেয়েটিকে প্রথম দেখাতে ঝগড়া বাজিয়ে দিলো শ্যামার সাথে। শ্যামা হতবুদ্ধি। শান্তনু স্যারের কাজিন বলে দাপট আরো বেশি। শ্যামা চুপ করে রইলো। দুদিনেই মেয়েটি তুলকালাম বাজিয়ে দিয়েছে এর থেকে দূরে থাকাই বেটার। এর মাঝে চৈতি নিউজটা হুট করেই চেপে গেলো সব। হ্যাকার্স ধারা পেইজটি বন্ধ করিয়ে দিলো।যেখানে চৈতিকে চলচ্চিত্র জগত থেকে বায়টক করতে মেতে উঠেছিলো সব, তখনি গুজব বলে চালিয়ে দিলো। একপ্রকার সব ঠান্ডা। শ্যামা আর মাথা ঘামালো না চৈতি তার শাস্তি ঠিকি পেয়েছে। এর পর আর লাগতে আসবে না। হয়তো কখনো ওর সাথে, এসব ভেবেই ওর শান্তি। অফিস শেষে বরাবরের মতোই ইজহানের বাসায় চলে আসে সে। বাড়িতে কেউ নেই, ইজহান সাত দিনের জন্য বাহিরে গেছে। সেই রাতের পর আর ইজহানকে দেখেনি শ্যামা। মনের মাঝে কেমন একটা খচখচ করছে। মনে হচ্ছে অজানা বিপদ আসতে চলেছে তার সামনে। শ্যামা ইজহানের রুমে বিছানার উপর শুয়ে আছে। পুরো বাড়িতে একা থাকতে বড্ড ভয় হচ্ছে। তখনি মেইন গেটে খটখট শব্দ হয়। শ্যামা বুজতে পারে না. এতো রাতে কে এলো এখানে? তার রুমের জানালা দিয়ে বাহিরে তাকাতেই চক্ষু চড়কগাছ। ইজহানের দাদিজান হেসেছে। কিন্তু কেন?ইজহানতো বাড়িতে নেই, তা উনারা জানেই তাহলে কি শ্যামার কাছে এসেছে??শ্যামার ভাবার মাঝে আবার ডোর বেল বেজে উঠে।চমকে উঠে শ্যামা। খানিকটা ভয়ে ভয়ে দরজা খুললতেই, খড়খড়ে আওয়াজে বলে উঠলো দাদিজান,

“কি হ্যাঁ মেয়ে, এতখন লাগে দরজা খুলতে? ”

শ্যামা শুকনো ঢুক গিললো। কুশলবিনিময়ে বলল,

“সরি দাদি জান!”

দাদিজান চেচিয়ে উঠলেন,

“বলেছিনা মেয়ে, মেডাম ডাকবে আমায়?”

শ্যামা দমে গেলো,

“জি মেডাম। তা আপনি এখানে? ইজহান তো বাড়ি নেই!”

দাদিজান চোখ গরম করে বললেন,

“ওই ছোকরা বাড়ি নেই তো কি হয়েছে? আমি আমার নাতি বাড়ি আসতে পারি না নাকি? ”

“না না, তা বলি নি। আপনি কেন আসতে পারবেন না!”

“তাহলে কথা কম বলো। যাও চা নিয়ে আসো আমার জন্য। ”

শ্যাম হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে চলে গেলো। চা এনে দেখলো দাদিজান ঘুমিয়ে গেছে। শ্যামা কিছুই বুঝলো না কি করবে? সেও পাশে বসে রইলো। এক পর্যায় সেও ঘুমিয়ে গেলো।শ্যামার যখন ঘুম ভাঙ্গলো তখন দেখলো দাদিজান নিপার সাথে বসে গল্প করছে আর নিপে টেবিলের উপর খাবারের আইটেম সাজাচ্ছে। আজ কোনো অনুষ্ঠান কিনা? বুঝতে পাড়লো না শ্যামা। রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য পা বাড়াতেই দাদিজান বলে উঠলো,

“এই মেয়ে যাচ্ছো যাও আর আজ এ বাড়িতে এসো না। আজ ইজহানের বার্থ ডে। বড় বড় মানুষ আসবে। তোমাকে দেখে আবার কে না কে কি ভাবে? আমরা তো আর একটি রক্ষিতাকে বউ বলে পরিচয় করিয়ে দিতে পারি না।”

শ্যামার বুকের মাঝে সুঁইয়ের মত গিঁধে গেলো কথা গুলো। হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে বলল,

“ঠিক আছে মেডাম, আজ আর আমার ছায়াও পড়বে না এ বাসায়!”

বলেই মলিন হাসলো শ্যামা। সেদিকে তাকিয়ে দাদিজান মুখ বাঁকালেন, “আদিখ্যেতা ”

—————-

আর কিছুক্ষণ পরেই প্ল্যান ল্যান্ড করবে বাংলাদেশে। ইজহানের বড্ড ছটফট করছে মন। আজ সাত দিন চলছে সে দেখে না শ্যামাকে। বুকটা খা খা করছে যেন চৌচির মাঠের মতো। যেন মরুভূমির তৃষ্ণার্থ পথিক সে। ইজহান বার বার ঘড়ি চেক করলো। ঘড়ির কাটা যেন নরছেই না আজ। হতাশার শ্বাস ছাড়লো সে। তার পামে তাকা অধিরাজ তার স্যারের হাসফাস দেখে হাসচ্ছে, মুখে যতই বলে তার শ্যার মেয়েটিকে ঘৃণা করে, কিন্তু মন থেকে এখনো ভালোবাসে সে।

কিন্তু ইজহানের এই ছটফটানি দূর হবে তো? এক পলক শ্যামার দেখা পেয়ে তৃষ্ণা মিটবে তো? শ্যামা তার জন্য অপেক্ষা করবে? যেমনটি সে গুনছি অপেক্ষার প্রহর??

চলবে,

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 🙈