আমার শুধু তোমাকেই চাই পর্ব-০১

0
6334

#আমার_শুধু_তোমাকেই_চাই🍁🍁
#লেখিকা;সুমাইয়া_সুলতানা_সুমী
#প্রথম_পর্ব

১.
বর্তমানে আমি একটা ছেলের সামনে মাথা নিচু করে দাড়িয়ে আছি আর ছেলেটা আমার সামনে দাড়িয়ে তার হাতদুটি বুকের সাথে ভাজ করে রেখে ব্রু দুটি কুচকে আমার দিকে তাকিয়ে আছে।
,,,,,কিছুক্ষণ আগে,,,,

ইস জামটা টা একদম নষ্ট হয়ে গেছে আমি বার বার বললাম যে আমি জুস নিবো না তাও জোর করে দেবার কি দরকার ছিলো এখন হলো তো আমার জামাটাই নষ্ট হয়ে গেলো (এই বলে একা একাই বকবক করতে করতে ওয়াশরুম এর দিকে যাচ্ছিলাম আর তখনি কারো সাথে খেলাম এক ধাক্কা। সামনে তাকিয়ে দেখি একটা ছেলে তারপর কোনো কিছু না ভেবে সটান করে দিলাম এক চড় তারপর অনেক বকাঝকা করলাম এরপর ভালোকরে নিচে তাকিয়ে দেখি আসোলে ওই ছেলেটা না বরং আমিই ওনাকে ধাক্কা দিছি কেননা ওয়াশরুমের সামনে কোনো বাচ্চা হয়ত ভুল করে তার খেলনা গাড়ি রেখে গেছে আর ওতেই আমি বেধে ওনার উপর পরেছি।

আ,,,,আসলে আমি খুবি দুঃখিত আমি বুঝতে পারিনী আমি ভেবেছি যে আপনি ইচ্ছা করে পা দিয়ে আমায় ফেলে দিতে চেয়েছিলেন তাই ওমন করে ফেলেছি এই জন্য আমি খুবি ল,,(আর বলতে পারলাম না তখনি সামনে থাকা ছেলেটা আচমকা আমার ঠোঁটে তার ঠোঁট মিলিয়ে দিলো আর ৩ সেকেন্ড পর ছেড়ে দিয়ে চলে গেলো যেনো কিছুই হয়নি এমন ভাব করে আর আমি তো কেবলাকান্তর মতো ওখানেই দাড়িয়ে রইলাম কিছুক্ষণের মধ্যে কি যে হয়ে গেলো কিছুই বুঝলাম না। মেঘার কথায় আমার হুস আসলো)

২,.
কিরে মাহি তুই এখানে কী করছিস ওইদিকে তোর ভাই তোকে খুঁজছে তো(মাহিকে ধাক্কা দিয়ে)

হুম যাচ্ছি বাবা তুই কথাগুলো এমন ভাবে বললি যেনো মনে হচ্ছে তুই আমার ভাবি(মেঘা কে কিছু বুঝতে না দিয়ে)

হুম ভাবি তো হতেই চাই কিন্তু তোর গাম্বাট মার্কা পুলিশ ভাই তো আমার দিকে তাকাই ও না সব সময় মুখটা বাংলার পাঁচ এর মতো করে রাখে (মেঘা)

এই তুই কিন্তু ভুলে যাচ্চিস আমি কে তুই আমার সামনে আমার ভাইকে নিয়ে এভাবে বলতে পারিস না (রাগার ভান করে)

ওক্কে আমার ননদীনি সাহেবা আমার ভুল হয়ে গেছে আপনি এবার চলেন নইলে আপনার ভাই মেঘ আমায় আবার আস্তো গিলে খাবে (মেঘা)

তুই কিন্তু ভুলে যাচ্ছিস ভাইয়া তোর থেকে ১০ বছরের বড় আর আমার থেকেও তাই সাবধানে কথা বল আর এখন তো এতো বকবক করছিস কিন্তু ভাইয়ার সামনে তো সব ফুস (মাহি)

কি করবো বল তোর ভাই যে রাগি ওরে বাবা বেশি কথা বললে যদি আবার জেলে ঢুকিয়ে দেয় যতই হোক পুলিশ অফিসার মেঘরাজ চৌধুরী বলে কথা (মেঘা)

হুম হয়েছে এখন চলেন মহারানি।
তারপর আমি আর মেঘা ওখান থেকে সোজা ভাইয়ার কাছে চলে গেলাম।

ভাইয়া (মাহি)

কিরে এতোক্ষণ কোথায় ছিলি সেই কখন থেকে তোকে খুঁজছি (মেঘ)

ওই একটু ওয়াশরুমে গিছিলাম।

তা তুই খেয়েছিস তো??(মেঘ)

হ্যাঁ ভাইয়া খেয়েছি তুমি খেয়েছো??(মাহি)

হুম খেয়েছি,,,আচ্ছা,, তা তুমি খেয়েছো(মেঘা কে উদ্দেশ্য করে)

এ্যা(মেঘের কথা শুনে মেঘা চোখগুলো বড় করে মেঘের দিকে তাকিয়ে রইল)

কি হলো ওমন করে তাকিয়ে আছো কেনো? বলো খেয়েছো?(মেঘ)

মেঘের কথা শুনে থতমত খেয়ে চোক নামিয়ে নিয়ে বলল। জ,,,জি।

হুম ভালো।আচ্ছা শোন তোরা আনন্দ কর আমি একটু ওদিকে যাচ্ছি (এই বলে মেঘ ওখান থেকে চলে গেলো)

৩,,
বাপরে বুকের ভিতরটা এখনো ধুকপুক ধুকপুক করছে কি যে হয়েছিলো (মেঘা)

তাই না ভাবা গো ভাবা কি প্রেম।(মাহি)

হুট বাদ দে তো চল তোকে একজন এর সাথে পরিচয় করিয়ে দেই।(মেঘা)

কার সাথে??(মাহি)

আগে আয় তো তারপর বলছি।এরপর মেঘা মাহিকে নিয়ে একটা ছেলের কাছে গেলো ছেলেটা পিছন ঘুরে ছিলো তাই মুখ দেখা যাচ্চিলো না।

মাহির ভাইয়া।(মেঘা)

ইয়েস (পিছন থেকে সামনে ঘুরে)

আরে এটা তো সেই ছেলেটা যে একটু আগে ওয়াশরুমের সামনে আমাকে কিস করেছিলো ছি,, তারমানে এর নাম মাহির দেখতে তো একদম হিরো কিন্তু বেটা একটা লুচ্চা (মনে মনে)

মাহির ভাই এ হলো মাহি আমার বান্ধবী আর মাহী এ হলো মাহির আমার খালাত ভাই। (মেঘা)

আসসালামু আলাইকুম (মাহীকে উদ্দেশ্য করে)

এ্যা চোখ বড় বড় করে ড্যাবড্যাব করে তাকিয়ে(বেটা একটু আগে আমার সাথে লুচুগিরি করে এখন সালাম দিচ্ছে। কি হচ্ছে এসব আচ্ছা ওয়াশরুমে সত্যি এনিই ছিলো?? হ্যাঁ এনিই তো তাহলে এখন এতো সাধু সাজছে কেনো মনে মনে)

এই যে মিস কেউ সালাম দিলে তাকে ওয়ালাইকুম সালাম বলতে হয় এ্যা বলতে হয় না(মাহির)

জ,,জি,ও,,ওয়ালাইকুম সালাম(মাহি)

আচ্ছা ভাইয়া তোমরা কথা বলো আমি একটু আসছি। এই বলে মেঘা চলে গেলো।

কী এত ভাবছো বিউটি কুইন ওয়াশরুমে আমিই ছিলাম। আমিই তোমার ওই মিষ্টি ঠোঁটে কিস করেছি (ঠোঁট কামরে কথাটা বললো) ইস কি নরম তোমার ঠোট মন চাই ওনি বলার আগেই মেঘা চলে আসলো)

এই মেঘা তোর বান্ধবী কে নিয়ে যা তুই জানিসই তো আমি মেয়েদের সাথে বেশি কথা বলি না। ভালো লাগে না আমার আমি গেলাম (এই বলে ওনি চলে গেলেন আর যাওয়ার আগে আমার কানের কাছে আস্তে করে বলে গেলো উম্মাহ আমি ওনার এহেন কাজে কেঁপে উঠলাম)

৪,,,
দেখেছিস ওনি আমার ভাই অনেক ভদ্র মেয়েদের দিকে একদমই তাকায় না আর স্পর্শ করাতো দূরে থাক। (মেঘা)

ওমমম তাকাই না এমনি সালা লুচ্চা কিন্তু ওনি আমার সাথে এমন করলো কেনো?? হুম মনে তো চাচ্ছে মেঘাকে এখুনি তার ভায়ের করা কান্ড গুলো বলে দিই কিন্তু না ও তো বিশ্বাসই করবে না যে হারে ভায়ের গুনোগান করছে৷ প্রমান থাকলে ভালো হলো। কী বদ লোকটা (মনে মনে)

তারপর ওখানে অনেক মজা করে ভাইয়ার সাথে বাড়ি ফিরে আসলাম।

(চলুন এখন আমার পরিচয়টা দিই আমি মাহিয়া চৌধুরী মাহি অর্নাস ১ম বর্ষে পড়ি আর মেঘরাজ চৌধুরী হলো আমার ভাই বর্তমানে পুলিশ এর একজন বড় অফিসার। আমার বাবা মা নেই ভাইয়ের কাছে শুনেছি আমার বয়স যখন দেড় বছর তখন একটা এক্সিডেন্ট এ বাবা মা মারা যায় তখন থেকেই ভাইয়া আমাকে মানুষ করেছে অনেক কষ্ট করে। একটু রাগি তবে অনেক ভালো মনের মানুষ আর আমায় অনেক ভালোবাসে আর আমি ও।)

পরদিন,,,,,

এই মাহি টাও না একদিন ও সময়মত রেডি থাকে না এই আমাকেই সকাল সকাল যেতে হবে তারপর ওকে উঠিয়ে রেডি করিয়ে তারপর ভার্সীটি যেতে হবে। আরে তোর ভাইয়ের সাথে বিয়ে দিয়ে ও বাড়িতে আমায় রাখলেই তো হয় তাহলে আমার এতো কষ্ট করতে হতো না,,, (এই দাখো নিজের সাথে বকবক করতে করতে কখন যে মাহিদের বাসায় চলে আসছি বাসার সামনে গিয়ে কলিং বেল চাপলাম তারপর ওদের বাড়ি কাজের মাসি এসে দরজা খুলে দিয়ে চলে গেলো। সামনে তাকিয়ে দেখি সয়ং রাক্ষসরাজ থুরি মেঘরাজ ডাইনিং টেবিলে বসে আসে তাই আমি আস্তে আস্তে ওনার কাছে গিয়ে মাথা নিচু করে বললাম।

ই,,,ইয়ে ম,,,মানে মাহি কোথায়(মেঘা)

উপরে ওর নিজের রুমে (অনেকটা গম্ভীর সুরে বলল মেঘ)

জ,,জী আমি ত,,তাহলে যাই(,এই বলে যেই সিঁড়ির দিকে পা বারাবো ওমনি ওনি আবার ডেকে উঠল ওরে বাবা আবার কী বলবে)

এই মেয়ে শোনো(মেঘ)

জ,,জী বলুন(ভয়ে ভয়ে)

সকালে খেয়েছো??

এ্যা(চোখ বড় বড় করে)

(এই মেয়ে আমার সাথে কথা বলতে এতো ভয় কেনো পাই কে জানে আরে এতো ভয় পেলে মেঘরাজ চৌধুরীর বউ হবে কীভাবে তবে ভয় পেলে অনেক সুন্দর লাগে মনে চাই গালটা টিপে দিই মনে মনে)

কি হলো বলো??(মেঘ)

জ,,,জি,, খেয়েছি।

আচ্ছা, এখন তাহলে তুমি উপরে যাও,
জি আচ্ছা,(এই বলে আমি ওখান থেকে চলে গেলাম)

৫,,,
তারপর আমি উপরে মাহীর ঘরে চলে আসলাম বাপরে বাঁচলাম সব সময় গোমরা মুখ করে থাকে উফ তবে আজকে দেখতে সেই লাগছিলো কিন্তু। উপরে এসে দেখি নবাবজাদী এখোনো ঘুমাচ্ছে এই দুই ভাইবোন আমায় পাগল করে দিবে। তারপর মাহিকে উঠিয়ে রেডি করিয়ে দুজন মিলে ভার্সীটিতে আসলাম।

আহ কী ভালো লাগছে বল আসোলে ভার্সীটি লাইফটাই অন্যরকম কি বলিস?(মাহি)

হ্যাঁ আরে ওই দেখ মাহির ভাইয়া চল কথা বলে আসি (মেঘা)

আরে এনি এখানে?? কীভাবে?? ও আমি জানবো কেমনে আমরা এই প্রথম ভর্তির পর আসলাম । মেঘা আমার হাত ধরে টেনে ওনার কাছে নিয়ে গেলো। ওনি ওনার বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিলো ৪ টা ছেলে আর দুটো মেয়ে।

মাহির ভাই তুমি এখানে?? (মেঘা)

আরে মেঘা যে হ্যাঁ আমি এখানকার এই ভার্সীটিতে ফাইনাল ইয়ারে তা তুই এখানে আর তোর সাথে এই৷ মেয়েটা কে(মাহিকে উদ্দেশ্য করে)

(কি বজ্জাত ছেলেরে বাবা কাল আমার সাথে ওমন অসভ্যতামী করে এখন এমন একটা ভাব করছে যেনো আমায় চেনেই না বেটা বদ মনে মনে)

চলবে,,,,,