কি আশায় বাঁধি খেলাঘর পর্ব-১৬ এবং শেষ পর্ব

0
795

কি আশায় বাঁধি খেলাঘর (১৬-শেষ পর্ব)

নিষাদের ফোন ঘাটতে সোহান মেসেজ অপশনে গেলো।চন্দ্রর সাথে কি কি কথোপকথন হয়েছে তা দেখার জন্য।নিষাদের টেক্সট পড়ে সোহান বিড়বিড় করে বললো,”সব শালা মাইয়া পাগলা,তোরে ভাবতাম ভদ্র পোলা,তুই তো দেখি আরো বেশি পাগল। ”

সব মেসেজ পড়ার পর সোহান বুঝতে পারলো চন্দ্র জানে না এটা যে নিষাদের নাম্বার।চন্দ্রর দিকে তাকালো সোহান এক পলক। চন্দ্রর নীল দু চোখের দিকে তাকিয়ে সোহান যেনো আনমনা হয়ে গেলো। সেই মুহুর্তে সোহান সিদ্ধান্ত নিলো নিষাদের কাছে চন্দ্রকে সে কিছুতেই থাকতে দিবে না।
চন্দ্র শুধু তার,প্রথম বারে নিজের ভুলের জন্য সে চন্দ্রকে পায় নি কিন্তু এবার আর ভুল করবে না।কিছুতেই না।

তাৎক্ষণিক সোহান একটা প্ল্যান বানিয়ে ফেললো।চন্দ্রকে কল দিলো নিষাদের ফোন থেকে।
চন্দ্র নাম্বার দেখে বিরক্ত হয়ে কল কেটে দিলো।সোহান আবারও কল দিলো,চন্দ্র আবারও কেটে দিলো।
এবার সোহান টেক্সট দিলো চন্দ্রকে,”আমার হৃদয় আকাশের একমাত্র চাঁদ তুমি,তোমাকে ভালোবাসার পরে আমি আর কাউকে ভাবতে পারছি না।এ কি এক দুর্বিষহ যন্ত্রণায় মরে যাচ্ছি আমি চন্দ্র।প্লিজ চন্দ্র,একবার বলো আমার সাথে একটু যোগাযোগ রাখবে।
আমাকে ভালোবাসতে হবে না,আমাকে তোমার একজন বন্ধু ভেবে নাও অথবা শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে রাখো চন্দ্র।আমার এটুকু চাওয়া তোমার কাছে।বেঁচে থাকার জন্য আর আর অন্য কিছু প্রয়োজন হবে না চন্দ্র।এটুকু অনুগ্রহ কি আমি পাবো না? ”

চন্দ্র মেসেজটি পড়ে যথেষ্ট বিরক্ত হলো।এতোদিন এই বিষয়টি নিয়ে খুব একটা পাত্তা দেয় নি।কিন্তু আজকে লোকটির আবদার দেখে চন্দ্র অবাক হলো। চন্দ্রর বুঝতে দেরি হলো না ভবিষ্যতে এই লোক প্রচুর ঝামেলা পাকাবে।

চন্দ্র রিপ্লে দিলো,”একজন স্ত্রীর সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী শুধু তার স্বামী।সবচেয়ে বড় এবং বিশ্বস্ত বন্ধু তার স্বামী। আর ভালোবাসার মানুষ?
শুধুমাত্র স্বামী।
আল্লাহ আমাকে একজন অত্যন্ত ভালো মানুষ উপহার দিয়েছেন স্বামী হিসেবে।যে আমাকে ভালো রাখার জন্য যথেষ্ট। আমার অন্য কোনো শুভাকাঙ্ক্ষী প্রয়োজন নেই।আপনার মতো ফালতু লোক পারেই অন্যের সংসার নষ্ট করতে।এতোদিন আপনার মেসেজ আমি শুধুমাত্র ফান হিসেবে নিয়েছি,ভাবতেই পারি নি আপনি এতো গভীরে চলে যাবেন।আপনাকে সাবধান করে দিচ্ছি আমি তাই।ভবিষ্যতে আর কোনোভাবে যোগাযোগ করবেন না।”

মেসেজটি পাঠিয়ে চন্দ্র নিষাদকে বললো,”আমার একটা নতুন সিম কার্ড লাগবে।আমি আর এটা ব্যবহার করতে চাচ্ছি না।”

নিষাদ বললো,”তুমি চাইলে আমার সাথে এক্সচেঞ্জ করতে পারো।আমার কাছে একটা নতুন সিম কার্ড আছে।”

চন্দ্র রাজি হলো। নিষাদ সোহানকে ডাকলো।সোহান তড়িঘড়ি করে মেসেজ দুটো ডিলিট করে দিলো।

সোহান দেখলো নিষাদ আর চন্দ্র সিম কার্ড এক্সচেঞ্জ করছে।সোহান বুঝতে পারলো কারণ কী এর।ঠোঁটের কোণে ফুটে উঠলো একটা মুচকি হাসির রেখা।

খাওয়ার পর চন্দ্র রুমে গেলো একটু শোয়ার জন্য।নিষাদরা সব বন্ধু মিলে বাগানে বসে আড্ডা দিচ্ছে।গান,গল্প,কৌতুকে আড্ডা জমে উঠেছে। আসরের মধ্যমনি নিষাদ কিছুক্ষণ পর পর গান গেয়ে সবাইকে শোনাচ্ছে।

সোহান উঠে এলো ওয়াশরুমের বাহানায়।আসার আগে নিষাদের দিকে তাকিয়ে চোখ মারলো।নিষাদ অতটা খেয়াল করলো না।
চন্দ্রর রুমের দরজায় এসে নক করলো সোহান।
চন্দ্রর পরনের শাড়ি কিছুটা এলোমেলো হয়ে গেছে। নিষাদ এসেছে ভেবে চন্দ্র তাড়াতাড়ি নেমে এসে দরজা খুলে দিলো।
দরজা খুলতেই সোহান রুকে ঢুকে দরজা লক করে দিলো ভিতর থেকে।
চন্দ্র হতভম্ব হয়ে তাকিয়ে রইলো সোহানের দিকে। এই সেই মানুষ যাকে এক সময় পাগলের মতো ভালোবেসেছে চন্দ্র।
আর আজকে সেই মানুষটিকেই চন্দ্র সবচেয়ে বেশি ঘৃণা করে।

সোহান চন্দ্রকে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে বললো,”ভালোবাসিস না তুই,ভালোবাসিস এখন নিষাদকে?
বড়লোক ছেলে পেয়ে দুদিনে আমাকে ভুলে গেলি?”

চন্দ্র দাঁত কিড়মিড়িয়ে বললো,”আমার হাত ছেড়ে দিন,আমাকে ছাড়ুন আপনি। ”

সোহান হাসলো।অত্যন্ত বিশ্রী ভঙ্গিতে হাসলো সোহান।সেই হাসি চন্দ্রকে ভয় পাইয়ে দিলো।
হাসতে হাসতে সোহান বললো,”আমি শুধু একটা কথা বলতে এসেছি চন্দ্র।যাকে এরকম মহাপুরুষ ভাবছো সে ততটা মহাপুরুষ নয় চন্দ্র।তুমি হয়তো জানো না সে তোমাকে একটুও বিশ্বাস করে না।তোমাকে কি পরিমাণ সন্দেহ করে সে এখনো টের পাও নি তুমি।সে সবসময় তোমাকে পরীক্ষা করে চন্দ্র।

আমি জানি চন্দ্র,তুমি এখনো আমাকে ভুলতে পারো নি।আমার ভুল ক্ষমা করে দিয়ে আমার কাছে ফিরে আসো চন্দ্র।”

সোহানের কথায় চন্দ্র ভীষণ অবাক হলো। চন্দ্রর অবাক চোখের দিকে তাকিয়ে সোহান বুঝতে পারলো চন্দ্র এখনো কিছুই বুঝে নি।

সোহান বুঝিয়ে বললো,”তোমাকে যে নাম্বার থেকে বিভিন্নভাবে উত্যক্ত করছে সেটা নিষাদের নাম্বার চন্দ্র।সে তোমাকে এখনো যাচাই করে দেখছে তুমি কেমন মেয়ে।”

চন্দ্রর মাথায় যেনো আকাশ ভেঙে পড়লো। নিষাদ চন্দ্রকে সন্দেহ করে তা চন্দ্রর ভাবনাতেও ছিলো না।রাগে অভিমানে চন্দ্র নিজের হাত কামড়ে ধরলো।

শিস দিতে দিতে সোহান যখন রুম থেকে বের হলো দেখতে পেলো নিষাদ রুমের দিকে আসছে।
নিষাদ সোহানকে রুম থেকে বের হতে দেখে চমকে উঠলো।

দ্রুত পায়ে রুমের দিকে এগিয়ে গেলো নিষাদ। চন্দ্র বিছানায় বসে আছে
থমথমে মুখ দেখে নিষাদের টনক নড়লো।নিষাদ বুঝতে পারলো কিছু একটা গড়বড় হয়েছে এখানে।

আলতো করে চন্দ্রর হাত ধরতেই চন্দ্র কেঁপে উঠলো। নিষাদকে অবাক করে দিয়ে ঝাঁপিয়ে পড়লো নিষাদের বুকে।নিষাদ বুঝতে পারছে না এই অশ্রুপাত কেনো করছে চন্দ্র।

চন্দ্র কান্না থামিয়ে বললো,”বিশ্বাস করেন না কেনো আপনি আমাকে?
কেনো এরকম পরীক্ষা করছেন আমার? ”

নিষাদ জিজ্ঞেস করলো,”কিসের পরীক্ষা চন্দ্র?
খুলে বলো কি হয়েছে? ”

চন্দ্র সব খুলে বললো নিষাদকে সোহানের কথা। তারপর নিজের ফোন থেকে সব মেসেজ বের করে দেখালো।
নিষাদ চন্দ্রর থুতনিতে হাত রেখে মুখ উপরে তুলে বললো,”আমাকে বিশ্বাস করো চন্দ্র,শেষের এই মেসেজ আমি পাঠাই নি।আর সবচেয়ে বড় কথা আমি তোমাকে একটুও সন্দেহ করি নি কখনো। আমি তো তোমাকে রাগানোর জন্য এভাবে মেসেজ করতাম।”

“সত্যি করে বলেন আপনি? আপনার কথার চাইতে ধ্রুব সত্যি আমার কাছে কিছু নেই।”

নিষাদ চন্দ্রর কপালে চুমু খেয়ে বললো,”তোমার সব কষ্ট আমি আমার ঘাড়ে তুলে নিয়েছি চন্দ্র।তোমাকে আজীবন সুখে রাখার প্রতিজ্ঞা করেছি,কেনো তোমাকে কাঁদাবো বলো।”

চন্দ্র আরো শক্ত করে নিষাদকে জড়িয়ে ধরলো। ফিসফিস করে বললো,”জানেন তো,ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়।আমি ও তেমন হয়েছি এখন।আমার আম্মা আব্বাকে খুন করেছে এই সন্দেহের বশবর্তী হয়ে। আব্বার কাছে একটা বার তিনি জানতে চান নি কোনো স্পষ্ট কারণ। সবসময় অন্য লোকের কথা বিশ্বাস করেছেন আব্বাকে কিছু বলার সুযোগ দেন নি।আম্মা যদি আব্বার কথা শুনতেন,বিশ্বাস করতেন তাহলে আমাকে আর এতিম হতে হতো না।আব্বার মনে কি পরিমাণ কষ্ট ছিলো আম্মা সেটা জানতেও পারেন নি।আমি চাই না তাই আমার বেলায় ও এরকম হোক।আপনি কোনো গোপন কষ্ট বুকে পুষে রাখেন অথবা আমি আপনাকে নিয়ে কোনো ভুল ধারণা। কখনো অন্যের কথা শুনে আমাকে দোষারোপ করবেন না,সত্যিটা খুঁজে নিয়েন।
আমাকে ভীষণ ভালোবাসবেন কিন্তু আপনি সারাজীবন।
মনে থাকবে?”

নিষাদ হেসে বললো,”তুমি বাসবে না আমাকে?”

চন্দ্র নিষাদের বুকের ভেতর আরো মিশে গিয়ে বললো,”নিজের চাইতে বেশি বাসবো।”

সোহান এসেছিলো মজা দেখতে,দুজনের ঝগড়া দেখতে।দরজার সামনে এসেই সোহানের দুই পা থমকে গেলো যেনো।
তীব্রভাবে পরাজিত হলো সোহান আবারও।
চন্দ্র নিষাদ হাত ধরাধরি করে বের হয়ে এলো রুম থেকে।সোহানের সামনে এসে নিষাদ বললো,”ধন্যবাদ দোস্ত,তুই এরকম একটা ঝগড়া লাগানোর চেষ্টা করেছিস বলেই আমার বউটা এতো তাড়াতাড়ি আমার সাথে ফ্রি হয়ে গেলো। অসংখ্য ধন্যবাদ তোকে।”

এটুকু বলে নিষাদ চন্দ্রকে আরো কাছে টেনে নিলো।

(সমাপ্ত)

লিখা: জাহান আরা