ডেভিল পর্ব-১৬

0
630

#ডেভিল
#জয়ন্ত_কুমার_জয়

[16]

পিছন থকে আমায় জরিয়ে ধরে ফিসফিস করে বললো

এই সবগুলা কাপর আমার পিচ্চি বউটার, জানো আমি যখন নিজের জন্য কিছু কিনতে যেতাম তখন যে শাড়িটা আমার পছন্দ হতো সেটাই কিনে রাখতাম

উমমম বুঝলাম।এখন ছাড়েন

কেন? কোথায় যাবা? আর কোথাও যেতে দিবো না তোমায়।সারাজীবন এভাবে জরিয়ে ধরে থাকবো

আচ্ছা ঠিক আছে, আমি চেঞ্জ করবো আর আপনি জরিয়ে ধরেই থাকেন, আচ্ছা?

ঠিক আছে

ওইই কি ঠিক আছে হুম? আমি চেঞ্জ করবো আর আপনি জরিয়ে ধরে থাকবেন? সরম লজ্জা বলতে কি কিছু নেই

সমস্যা কি? আমি আমার বউকে জরিয়ে ধরবো এতে সরমের কি আছে?

ইসসস রে, শখ কতো

আর আমার সব শখ তুমি পুরন করবা বুঝলা

ওনার কাছ থেকে ছাড়িয়ে ওয়াসরুমে গেলাম।ফ্রেশ হয়ে চেঞ্জ করে নেওয়ার জন্য।ওয়াসরুমের আয়নায় নিজেকে দেখছি।কাল অব্দি আমি অামার নিজের বাড়িতে ছিলাম,আর আজ আমি কারো স্ত্রী,কারো বউমা,কারো ভাবি।সময়ের ব্যাবধানে কতোকিছু পাল্টে গেলো।বাপির কথা খুব মনে পড়ছে।খুব মিস করছি বাপিকে।কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে নিতেই দেখি টাওয়ালটা আনিনি।এই রে! এবার কি হবে? টাওয়ালটাতো আনতে ভুলেই গেছি।ও মাই গড! শাড়িটাও তো আনিনি।এই লোকটার জন্য সব ভুলে গেছি।এখন কি করবো।ওনাকে ডেকে টাওয়ালটা দিতে বলবো? নাহ্ এটা ঠিক হবে না।ওয়াসরুমের দরজাটা আস্তে করে খুলে দেখিতো উনি আছে কি না,না থাকলে এক দৌড়ে গিয়ে নিয়ে আসবো।

কই ঘরে তো ওনাকে দেখতে পাচ্ছি না। তার মানে উনি বাহিরে গেছে মনে হয়।ওই তো বিছানায় টাওয়ালটা,যাই চট করে নিয়ে আসি।ওয়ান,টু,থ্রি বলে দিলাম এক দৌড়, তারাতারি টাওয়ালটা নিয়ে আবার ওয়াসরুমে আসলাম।মনে হচ্ছে বিশ্বযুদ্ধ জয় করে এসছি।কাপরটা আনতে পারিনি কারন কাপরটা।ড্রপে রাখা আছে।টাওয়ালটা দিয়ে সারা শরীর পেচিয়ে নিলাম।

কাপর বেড় করতেই চোখ পড়লো সোফায় রাখা ওনার সাদা টি-শার্টটার।টি-শার্টটা হাতে নিতেই সেই পারফিউম এর সুগন্ধ পাচ্ছি, উফফ পাগল হয়ে যাবো এবার মনে হচ্ছে। আচ্ছা এটা পড়লে কেমন হয়? রাতে তো আর কেউ দেখতে আসবে না নতুন বউ কি পড়ে আছে।ওনাকেও তো দেখতে পাচ্ছি না, এটাই পরি।এরপর ওনার টি-শার্টটা পরে আয়নার সামনে দারিলাম।

ও মাই গড নেহা! তোকে কি কিউট লাগছেরে! নিজের ওপর নিজেই ক্রাস খাচ্ছি। নিজের চুল দিয়ে গোফ বানাচ্ছি,দাড়ি বানাচ্ছি এমন সময় ওনার আগমনে আমি অনেকটাই ভয় পেয়ে গেলাম

আরেহ এটা কি পড়ছো তুমি?আমার টি-শার্ট পড়ছো কেন

কেন আপনারটা কি আমি পড়তে পারি না?

হুম কেনো পারোনা তবে একটু ভুল ভাবে পড়েছো দারাও আমি ঠিক করে দিচ্ছি (মুচকি হেসে আমার দিকে এগোতে এগোতে বললো)

এই না,না বলছি,আমি নিজেই ঠিক করছি ন….

কে শোনে কার কথা! উনার নিশ্বাস অনুভব করতে পারছি এতেটাই কাছে এসেছেন,বুকে হালকা চিনচিন করছে।ভয়ে চোখ বন্ধ করলাম।উনি আমার ঠোঁট নিজের দখলে নিয়ে নিলেন। এখন আমি যেন অন্য কোনো নেশার ঘোরে। আমিও রেসপন্স দিলাম।কিছুক্ষণ পর নেশার ঘোর কাটিয়ে ওনাকে সরিয়ে দিলাম।

খুব লজ্জা করছে, ইচ্ছে করছে মাটির সাথে মিশে যেতে। লজ্জায় বিছানার এক পাশে বসে আছি।উনি হাতে খাবার নিয়ে আমার সামনে বসলেন

এই নাও হা করো

আমার খিদে নেই

কেন? একটু আগেই তে বললে খুব খিদে পেয়েছে

এখন পাচ্ছে না

ও বুঝতে পেরেছি

ওইই শয়তান পোলা আপনি যেটা ভাবছেন সেটা না

তাহলে খিদে নেই কেন?

ধুর,আপনার লজ্জা বলতে কি সত্যিই কিছু নেই,আচ্ছা দিন আমি নিজে হাতে খাচ্ছি

নো ওয়ে,

কেন?

আমি খাইয়ে দিবো।শুধু আজ নয়, আজ থেকে আমি তোমায় সবসময় খাইয়ে দিবো

আমি কি পিচ্চি নাকি

হুম,আমার পিচ্চি

উহু আমি অনেক বড় হু

এখন এই বিরিয়ানি খাবা নাকি কিস খ…

এই না না,হা করছি তো দেন

এইতো আমার পিচ্চি বউটা, বড় করে হা করো

উনি আমায় খাইয়ে দেওয়ার পর কোলে তুলে বিছানায় শুয়ে দিলেন।

ঘড়ে ডিম লাইট জ্বলছে। আমি শুয়ে আছি তবে সেটা বালিশে নয়,ওনার বুকে।উনি আমায় জরিয়ে ধরে শুয়ে আছে।ওনার জরিয়ে ধরাকে অনেক বিশ্বাস করতে ইচ্ছে করছে।

আচ্ছা আপনায় একটা কথা বলি

হুম বলো

আমায় ছেড়ে কখনো চলে যাবেন না তো

কক্ষনও না পাগলি।সবসময় এভাবে জরিয়ে ধরে থাকবো

আই লাভ ইউ

(নিশ্চুপ)

ওই আই লাভ ইউ বলছি তো

তো কি হইছে?

কি হইছে মানে? আপনি এবার আই লাভ ইউ টু বলেন

এই নাও(আমার কপালে একটা ভালবাসার ছোয়া দিয়ে)

এবার খুশি?

খুব,আই লাভ ইউ

হুম এখন ঘুমিয়ে পড়ো

ঘুমাবো মানে?

ঘুমাবা মানে ঘুমাবা

আজ তো আমাদের বাসর রাত

তো?

না কিছু না।

ধুর কি লোকরে বাবা,বাসর রাতে বউকে ঘুমোতে বলছে।ভাল্লাগেনা।মন যারা করে ওপাস হয়ে চোখ বন্ধ করে আছি। কিছুক্ষণ পর অনুভব করলাম উনি আমার জরিয়ে ধরলেন।আমার ওনার দিকে করে নিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলেন। আর আমরা হারিয়ে গেলাম ভালোবাসার এক অজানা রাজ্যে।

এই যে, শুনছেন,শুনুন না,কয়টা বাজে খেয়াল আছে?

উমম আরেকটু ঘুমাবো এখন যাও

হুম তা তো ঘুমাবেন ই,আমার ঘুৃম নষ্ট করে আরামে ঘুমানো হচ্ছে তাই না।দারান মজা দেখাচ্ছি

আয়ায়ায়া

হাহাহাহাহাহা (ওনার ঠোঁটে একটা কামর দিলাম)

কি করলে এটা ব্যাথা পাইছি তো

ব্যাথা পাওয়ার জন্যই তো কামরেছি

তবে রে, দেখাচ্ছি মজা

বলেই আমার কোমর জরিয়ে ধরলেন।

রাতে অনেক জ্বালাইছেন,এখন ছাড়েন তো

না ছাড়বো না

নিচে আন্টি ডাকছে

আন্টি মানে? মা বলে ডাকো

আস্তে আস্তে হয়ে যাবে।এখন প্লিজ ছাড়েন নিচে খাবার রেডি হইছে,আপনায় ডাকতে এসছি

তোমায় কি আটকে রেখেছি?

আটকেই তো রেখেছেন

চাবিতো তোমার কাছে,খুলে ফেলো

আচ্ছা পড়ে দিবো এখন ছাড়ুন না

না,আগে দাও

বাধ্য হয়ে ওনাকে একটা কিস করে নিচে চলে আসলাম।নিচে আসতেই

চলবে.?