তোর নামের বৃষ্টি পর্ব-২১

0
779

#তোর_নামের_বৃষ্টি
#পর্ব:২১
জাবিন মাছুরা (লেখিকা)
,,
গভীর রাতে শরীরে শীত অনুভব করতেই আমার ঘুম ভেঙে গেল। শরীর ফাঁকা ফাঁকা লাগছে। ভালো ভাবে খেয়াল করে বুঝতে পারলাম আমার গায়ে ওড়না নেই।

সাথে সাথে উঠে বসলাম। পুরো রুম জুরে অন্ধকার বিরাজমান। চারপাশে হাল্কা শীতল হাওয়া বইছে। মাথার উপর টিনের ছাদ হওয়ার সুবাদে বৃষ্টি টুপ টুপ ফোঁটার আওয়াজ কানে ভেসে আসছে।
ভাইয়া যে আমার পাশে শুয়ে আছে ভাবতেই বুকের ভেতর ধ্বক করে উঠলো। লজ্জা লাগতে শুরু করল।ছিঃ ভাইয়া যদি এমন অবস্থায় আমাকে দেখে তাহলে কি বাজে পরিস্থিতিতেই না পড়তে হবে। তাই তাড়াতাড়ি করে বালিশের আশে পাশে হাত দিয়ে ওড়না খুঁজতে লাগলাম।কিন্তু বিছানার কোথাও ওড়নাটা পেলাম না। অবশেষে উপায় না পেয়ে ভাইয়ার ফোনের লাইট অন করলাম। ভয় নিয়ে ভাইয়ার দিকে ধরলাম। একপল তার দিকে তাকিয়ে মাথার উপর আকাশ ভেঙে পড়ল। আপনা আপনিই হাতে থেকে মোবাইলটা পড়ে গেল বিছানার উপর। মাথাটা ঘুরতে লাগল। এমন পরিস্থিতিতে ভাইয়া ঘুম ঘুম গলায় বলে উঠলেন,

-লাইট অন করছিস কেন? স্টুপিড। (ত্বকি)

ভাইয়া যে জেগে আছেন মনে পড়তেই আমি অবাক হয়ে উঠলাম। একে তো ঠান্ডা লাগছে তার উপর ভাইয়ার কন্ঠস্বর পেয়ে ভয়ে হাত পা কাঁপতে কাঁপতে শুরু করল। নিজেকে স্বাভাবিক করে লজ্জা মাখা কন্ঠে বললাম,

-আমার ওড়না,, (মেঘা)

-হুমম (ত্বকি)

-আমার ওড়না আপনার কাছে কেন? (ত্বকি)

-নিশ্চুপ (ত্বকি)

মেঘার কথা শুনে ত্বকি চুপ করে রইল।

-ওড়নাটা দিন না (মেঘা)

-উহু। দিব না। (ত্বকি)

-কেন? এটা তো আমার ওড়না। (মেঘা)

-কে বলছে এটা তোর ওড়না? (ত্বকি)

ভাইয়া এমন কথা শুনে আমি থতমত খেয়ে গেলাম। তার উপর বিরক্ত লাগতে শুরু করল। একে তো আমার ওড়না গায়ের উপর দিয়ে শুয়ে আছে। তাও স্বীকার করছে না যে, ওড়নাটা আমার। দূর, ভালো লাগে না।

-তোর ওড়না? (ত্বকি)

তার কথার উওর দেওয়ার মতো ভাষা পেলাম না।লজ্জায় শরীর অবস অবস লাগছে। তাও আস্তে করে বললাম,

-হুম। দিন না প্লিজ। (মেঘা)

-না দিব না, এই ওড়নাটাই তোর চেয়েও আমার অধিকার বেশি। তাই আর চাইবি না। ওকে? (ত্বকি)

আমার ওড়নায় আমার চেয়ে ভাইয়ার অধিকার বেশি কথাটা মাথায় ঢুকল না। মনের মাঝে প্রশ্ন জাগতে শুরু করল, কীভাবে? কিছুটা সময় চুপ থেকে, লজ্জা মাখা কন্ঠে বলে উঠলাম,

– কিভাবে? (মেঘা)

মেঘার কথা শুনে ত্বকি গম্ভীর গলায় বলল,

-ওড়নাটা তোর কিনা যানিনা। কিন্তু ওড়নাটা আমার বাবুর আম্মুর আর আমার একমাত্র বউ এর। ছো, ওড়নাটার উপর তোর চেয়ে আমার অধিকার বেশি। (ত্বকি)

ভাইয়ার কথাগুলো যেন আমার মাথার উপর দিয়ে গেল। লজ্জায় খাটের নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে।

মেঘার লজ্জা বাড়িয়ে দিতে ত্বকি বাঁকা হেঁসে বলে উঠলো,

-লজ্জা পাচ্ছিস কেন? আমি কি তোকে লজ্জা পাবার মতো কিছু বলেছি? (ত্বকি)

-নিশ্চুপ (মেঘা)

-অসহায়ের মতো থাকবি না। তোর ভাব দেখে মনে হচ্ছে ওড়নাটা নিয়ে আমি মহা অপরাধ করে ফেলেছি। দেখ, অনেক শীত লাগছিল। রুমে কোন কাঁথা নেই। তাই বাধ্য হয়ে তোর ওড়নাটা নিয়েছি। তোর যদি শীত লাগে তাহলে অন্য একটা ওড়না বের করে গায়ে নে। (ত্বকি)

ত্বকি ভাইয়াল কথাগুলো শুনে আমি এক মূহুর্ত দেরি না করে বিছানা থেকে নেমে পড়লাম। তার কথা মতো ব্যাগ থেকে দুটো পরিষ্কার ওড়না বের করলাম। একটা গায়ে জড়িয়ে নিলাম। অন্যটা হাতে নিয়ে লজ্জা মাখা কন্ঠে আস্তে করে বলে উঠলাম,

-এই ওড়নাটা নিন। একদম নতুন জামার ওড়না। একবারও পড়ি নি। ওটা আমাকে দিয়ে দিন। ওটা তো আমার গায়ে ছিল তাছাড়া পরিষ্কার না। (মেঘা)

মেঘার পটপটে করে বলে উঠা কথাগুলোতে ত্বকি বিরক্ত হয়ে উঠলো। মুখ দিয়ে বিরক্ত মাখা ‘চ’ শব্দ বের করে গম্ভীর গলায় বলল,

-তোকে কি বললাম কানে যায় নি? বলেছি, এই ওড়নাটা দিব না। অন্য একটা বের করে তুই নে। ভালো ভাবে বলেছি তো তাই বুঝিস নি। এখন কোন কথা না বলে চুপচাপ শুয়ে পড়। মুখ দিয়ে যদি আর একবার টু-শব্দ করিস তাহলে তোকে রুম থেকে জাস্ট বের করে দিব। আন্ডারস্টান্ড? (ত্বকি)

ত্বকি ভাইয়া ধমক দেওয়া কথা শুনে আমি ভয় পেয়ে গেলেম। এ লোকটা দিয়ে বিশ্বাস নেই, সত্যি সত্যি রুম থেকে বের করে দিতে পারে। তাই আর দেরি করলাম না। চুপ করে বিছানার এক পাশে গিয়ে শুয়ে পড়লাম। আমি তো ভাবতেই পারছি না যে, ভাইয়া আমার ওড়না জড়িয়ে শুয়ে আছে। বিষয়টা একদম মানাছে না। চিন্তা বাদ দিয়ে চোখ দুটো বন্ধ করে ঘুমোতে চেষ্টা করলাম। কিন্তু তার এমন অস্বাভাবিক কথাগুলো আমাকে গভীর চিন্তায় ফেলে দিচ্ছি। মাঝে মাঝে তার কথা শুনলেই শরীরে জ্বরের রোগীদের মতোন কম্পন সৃষ্টি হয়। কেন এমন হয় এ প্রশ্নের উত্তর জানা নেই আমার। যে প্রশ্নের উত্তর গুলো খুঁজতে খুঁজতে আমি দিশেহারা হয়ে উঠি।

অন্যদিকে,

ভোরের মিষ্টি আলো বেলকনি ভেদ করে সাদের মুখের উপর পড়তেই সাদ কিছুটা নড়েচড়ে উঠল। কিছুটা সময় পাড় হতেই সূর্য মামার তাপ আরো প্রখর হয়ে উঠল। তাপ যেন সরাসরি সাদের মুখের উপর পড়ে তাকে বিরক্ত করছে। হাজার চেষ্টা করেও সে চোখ বুজে থাকতে পারল না। অবশেষে পিটপিটিয়ে চোখ খুলে উঠে বসল। মাথাটা কেমন যেন ঝিম ঝিম করছে। হয়তো কাল রাতে জ্বর এসেছিল তার। কিন্তু কালকে কি তিথি সত্যিই তার সেবা করেছে? নাকি করেনি? রাতের কোন কথাই মনে পড়ল না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে আশেপাশে তাকিয়ে দেখতে লাগল সাদ। বিছানার এক পাশে তাকাতেই তার মুখে হাঁসি ফুটে ওঠলো। তার পাশে গুটিয়ে শুয়ে আছে রুশা। গভীর ঘুমে মগ্ন সে। সাদ রুশার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। মনে মনে বলে উঠলো,

-তারমানে তিথিও কি এ রুমে ছিল? আমার পাশে ছিল? (সাদ)

কিছুক্ষণ তিথির চিন্তায় মত্ত রইল সে। হঠাৎ মনে পড়ে গেল আজকে তো তিথির ক্লাস আছে। ভেবেই সাদের খুশিটা দ্বিগুন হয়ে গেল যে আজকে সাইক্লোজি ক্লাসটা সাদ পাবে।
,,
সাদ তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রুশাকে রেডি করে নিজেও রেডি হয়ে নিল। আজ রুশাকে সাথে করে নিয়ে যাবে। যেহেতু তার দুটো ক্লাস আর তিথির একটা ক্লাস তাই কোন সমস্যা হওয়ার কথা না।

এদিকে,

সকাল বেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভাইয়াকে নিয়ে দাদীর রুমে এসেছি। রাতে দাদি ঘুমিয়ে পড়েছিল তাই দেখা হয়নি। রাতের ঘটনার পর তার সাথে একবারও কথা হয়নি। মাথায় কাপড় দিয়ে দাদির পাশে বসে আছি। সে ছোফাতে বসে দাদির দিকে তাকিয়ে আছে। দাদি মুখ গোমরা করে রয়েছেন। একবারও আমার সাথে কথা বলে নি।

-দাদি, আমি এসেছি তো। এখনো রাগ করে আছো আমার উপর। (মেঘা)

-নিশ্চুপ (মেঘার দাদি)

-ও দাদি কথা বলছো না কেন? (মেঘা)

মেঘার দাদি চুপ করে থেকে হঠাৎ মেঘাকে জড়িয়ে ধরে বলে উঠলো,

-রাগ করব না কেন? তুই কি জানিস তোর বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল। সব সপ্ন ভেঙে গেল। (মেঘার দাদি)

মেঘার দাদির কথা শুনে ত্বকি হেঁসে দিয়ে বলে উঠলো,

-সরি দাদি, তুমি রাগ করো না। খুব তাড়াতাড়ি তোমার নাতিনকে আবার বিয়ে করব। শুধু তোমার নাতিকে একটু তাড়াতাড়ি বড়ো হতে বল। (ত্বকি)

-কেন গো দাদা? মেঘা কি তোমাকে ভালোবাসে না? (মেঘার দাদি)

ত্বকি মেঘার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলো,
-উহু। (ত্বকি)

ত্বকির আর দাদির কথাগুলো শুনে মেঘা লজ্জায় শেষ হয়ে যাচ্ছে।

এ লজ্জাজনক পরিস্থিতিতে লজ্জা বাড়িয়ে দেওয়ার জন্য মিমমা হুট করে এসে বলে উঠলো,

-জিজু গো। আজকে কিন্তু তোমার বউকে নিয়ে পাবে না। ঠিক আছে?

মিমমার কথা শুনে তাহসিন হেঁসে উঠলো। আর মনে মনে বলে উঠলো,

-আজকে মেঘা অনেক কিছু বোঝে না তার জন্য দায়ী আমি। কখনো ওকে বান্ধবীদের সাথে মিশতে দেই নি, ভেবেছিলাম পেঁকে যাবে। কিন্তু এখন কষ্টটা তো আমারই হচ্ছে। (ত্বকি)

ভেবেই ত্বকি নিশ্বাস নিল। মিমমা বেশি কথা না বলে মেঘাকে টেনে নিয়ে অন্য রুমে নিয়ে গেল। দাদিও সাথে গেল। দাদি যাওয়ার আগে বলে গেল,

-দাদা গেলাম। নাতি বিয়ে তো অনেক কাজ বাকি আছে। রাতে বেলা কিন্তু তোমার কাছে থাকব। (মেঘার দাদি)

,,
তিন ঘণ্টা হয়ে গেছে ত্বকি একা রুমের মধ্যে বন্ধি। মেঘার দেখা মিলেনি। মেয়েটা বেড়াতে এসে তাকে ভুলেই গিয়েছে। ত্বকি শুয়ে শুয়ে ভাবতে লাগল মেঘার কথা। তার বলা কথাগুলোর কি প্রভাব মেঘার উপর পড়ে? নাকি মেয়েটা তাও কিছু বুঝে না?
(চলবে)