নিশি পর্ব-০৪+৫

0
1509

নিশি
লেখাঃ অন্না

পর্ব:৪
,
নিশি মুখ তুলে তাকিয়ে সামনের মানুষটাকে দেখে টাসকি খেয়ে যায় ,,,,,,,,,,,
,
নিশি অবাক চোখে সামনেে মানুষটির দিকে তাকিয়ে থাকে, কারন মানুষটি আর কেউ নয়,, নিরব,,,,,
,
নিশি::::: তুমি,,,,,,,
,
নিরব:::: what rubbish ! ,,, how dare you,,,,, তুমি আমার নাম ধরে ডাকো,,, যানো আমি কে?
সামান্য একজন স্টাফ হয়ে আমার নাম ধরার সাহস কোথায় পাও?
,
নিরবের কথা শুনে নিশির চোখ দিয়ে টপটপ করে পানি পরতে শুরু করে,,, যে নিরব একদিন ও নিশির সাথে কড়া ভাবে কথা বলেনি, আর সেই আজ চিল্লিয়ে কথা বলছে তাও সবার সামনে,,,,, এই নিরব আর সেই নিরবের মধ্যে আকাশ পাতাল ব্যবধান,,, নিশি কখনও ভাবে নি নিরবের সাথে এমনভাবে দেখা হয়ে যাবে,,,,
,
এর মধ্যে নিশির বস এগিয়ে আসে,,,,
> নিশি কি হয়েছে?
,
নিরব:::: আর কি হবে কি সব ফালতু স্টাফ রেখেছেন যাদের টাইমিং বলে কিছু নাই,,, আজ আমার প্রথম দিন আর আজকেই ও ৩০ মিনিট লেট,,,,
,
> সরি মি,নিরব,,, আসলে ওকে আপনার বেপারে কিছু বলা হয়নি,,, আর আমরা তো জানতাম না আপনি আজ অফিস জয়েন করবেন,,, তা না হলে আমরা সব অ্যারেজমেন্ট করে রাখতাম,,
.
নিরব::::: আমার অফিস আমি যখন খুসি আসতে পারি আপনাদের সতর্ক হওয়া উচিৎ ছিলো,,,,
,
> সরি মি,নিরব,,,, নিশি, উনি আমাদের নতুন এমডি,,, উনার কিছুদিন পরে জয়েন করার কথা ছিলো, কিন্তু আজ হঠাৎ করে,,,,,
,
নিশি::::: সরি স্যার আমার ভুল,,,, সরি এমডি স্যার,কাল থেকে আর এমন হবে না,,,, সরি,,,,
,
নিরব::::: নেক্মট টাইম এমন হলে আর আমার অফিসে কাজ করতে হবে নার,,বাসায় খিচুরি রান্না করেন,,,, যত্তসব,,,,
,
নিরব চলে গেলো,,,, আর নিশি নিরবের যাবার দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে,,,, নিশিকে এত্ত শক্ত ভাষায় কথা নিরব কোনোদিন ও বলে নি,,,, যখন নিশি নিরবকে ছেরে দেয় তখনও না,,,,
,
> নিশি আর ইউ ওকে?
,
নিশি:::: জি স্যার,,,
,
> আসলে উনি একটু রাগি,, কিন্তু মনটা অনেক ভালো,,,,, যত দুর পারো উনার মনের মতো কাজ করো,,,, ,,
.
নিশি:::: জি স্যার
,
নিশি ওর নিজের কেবিনে চলে গেলো,,, নিরবের কেবিন আর নিশির কেবিন পাশাপাশি,,,, নিশি কেবিনে ঢুকে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে,,,, নিরব পাশের রুম থেকে কান্নার আওয়াজ পায়,,,,,, নিরব ভালোকরেই বুঝতে পারে নিশি কান্না করছে,,,, নিরব নিশির ল্যান্ড লাইনএ ফোন করে,,,,
,
নিশি:::: নিশি স্পিকিং,,
,
নিরব:::: এক্ষুনি আমার কেবিনে আসো,,,
,
নিশি কিছু না বলে ফোন কেটে দিয়ে নিরবের কেবিনের সামনে গিয়ে নক করে,,,,
,
নিরব:::: coming,,,,
,
নিশি কিছু না বলে নিরবের সামনে গিয়ে দাড়ায়,,,
নিরব মুখ তুলে দেখে নিশির নাক, আর চোখ লাল হয়ে আছে,,,, নিশিকে এভাবে দেখে নিরবের খুব কষ্ট লাগে, কিন্তৃ দেড় বছর আগের কথা মনে হতেই নিরবের মুখটা কষ্টে,রাগে লাল হয়ে যাচ্ছে,,,, নিজেকে কন্ট্রোল করেই নিশির সাথে কথা বলে,,,,
,
নিরব:::; মিস,নিশি,,,,, সরি সরি মিসেস নিশি,,,,
,
নিশি:::: স্যার মিস, নিশি,,,,,
,
নিরব:::: কেনো এখনো বিয়ে করোনি? নাকি ধনী কাউকে পাও নি??/
,
নিশি::: স্যার আপনি কেনো ডেকেছেন সেটা বললে ভালো হতো,,,
,
নিরব::: ওহ্ যাস্ট স্যাট আপ,,, তোমার থেকে শুনে আমার কাজ করতে হবে নাকি? ভুলে যেওনা তুমি আমার সামান্য স্টাফ,,,,
,
নিশি:::: আমি আমার অবস্থান টা যানি স্যার,,, আপনাকে কষ্ট করে মনে করিয়ে দিতে হবে না,,,,,
,
নিরব::: চুপ একদম চুপ,,,
,
নিশি::: আপনি এমন কেনো করছেন আমার সাথে দয়া করে বলবেন?
,
নিরব:::: কেমন করছি হ্যা,,,, তুমি যেটা আমার সাথে করেছো তার তুলোনায় এগুলো তো তুচ্ছ,,,, বড়লোক কাউকে বিয়ে করার ইচ্ছা ছিলো না তোমার? দেখো আজ আমি কোথায় বিলং করছি,,,, ভালোবাসা ভিক্ষা চাইছি আমি তোমার কাছে,,, কিন্তু আমার ভালোবাসার কোনো দাম ছিলো না তোমার কাছে,, আর থাকবেই কি করে,,, তখন তো আমার কাছে কিছুই ছিলো না,,, দেখো একবার তাকিয়ে এখনকার আমি আর তখনকার আমির মধ্যে কতটা তফাত,,,, তুমি তো এমন কাউকে আশা করেছিলে তাই না নিশি???? তোমার মতো লোভী,বেইমান,সেলফিস আমি দুটো দেখিনি,,,,তোমাকে আমি কখনও ক্ষমা করবো না,, কখনও না,,,
,
নিশি:::: বলা শেষ,, এখন কাজের কথায় আসেন,,,
,
,
নিরব নিশির কথা শুনে রাগে নিশির মুখের ওপর কয়েকটা ফাইল ছুরে দেয়,,,, নিরবের কাজ দেখে নিশি বেশ কোনো অবাকই হয় না,, কারন যে কষ্ট টা নিশি নিরবকে দিছে এতে নিরবের কাছ থেকে এর থেকে ভালো ব্যবহার আশা করেনা নিশি,,,,
নিশি চুপ করে ফাইল গুলো তুলে রুম থেকে বেরিয়ে যেতে নিলো,,,,
,
নিরব::: লান্স টাইমের আগে যেনো ফাইল গুলো আমার টেবিলে পাই,,,,
,
নিশি দাড়িয়ে নিরবের কথা গুলো শুনে বেরিয়ে যায়,,,, নিশি বেরিয়ে যেতেই নিরব টেবিলের ওপরের সব জিনিসপত্র ছুরে ফেলে দিলো, দেওয়ালে গিয়ে সজোরে বারি মারে,,,,,, নিশির সাথে এই ব্যবহার টা নিরব করতে চায় নি,কিন্তুু নিশির ওপর রাগ টা আর কন্ট্রোল করতে পারে নি,,,,,,
,
শুভ:::: কি ম্যাডাম মন খারাপ কেনো?
,
নিশি:::: আরে কিছু না, এমনি
,
শুভ:::: স্যার বকা দিছে?
,
নিশি হালকা একটু হাসি দিলো,,,
,
শুভ :::: এতোদিন দেখছি তোমায়,, তোমাকে একটু হলেও তো চিনি নাকি??
,
নিশি’::: হুম এখন যান কাজ করেন নয়তো আপনি ও খাবেন,,,,
,
শুভ:::: তোমার জন্য এইটুকু ঝারি কেনো অনেক কিছু করতে পারি,,,
,
শুভর কথাটা নিরব এসে শুনতে পায়,,, নিরব রেগে গর্জে উঠে,,,,,
,
নিরব::: এটা কি কোনো পার্ক?,,,
,
শুভ:::: সরি স্যার,,,, আসলে,,,,
,
নিরব:::: সরি মাই ফুট,, এখানে কাজ করতে এসেছো নাকি অন্যের দায়িত্ব নিতে এসেছো? আর একবার যদি দেখি কাজ বাদ দিয়ে গল্প করো তাহলে,,,,,
,
শুভ’:::: আর হবেনা স্যার,,,, সরি স্যার,,,,
,
শুভ চলে যায় ,,, নিশি ও যেতে লাগে,,,,,,,,
,
নিরব:::: নিশি,,,,
,
নিশি:::: জি স্যার
,
নিরব:::: কিছুনা,,, আউট,,,,
,
নিশি চুপ করে সরে আসলো,,,,
,
নিশি:::: ও কেনো আমার সাথে এমন করছে,,, জানি আমি যা করেছি ঠিক করিনি কিন্তুু যা করেছি ওর ভালোর জন্য করেছি,,,,,, কিন্তুু ও,,, ওর তো বিয়ে ,,,,,,
,
বিয়ের কথা মনে হতেই নিশির বুকের মধ্যে ছ্যাত করে উঠে,,,,
,
নিশি ফাইলগুলো রেডি করে নিরবের টেবিলে রেখে আসে, তখন নিরব কেবিনে ছিলোনা,,,, নিশি তার কেবিনে এসে চুপ করে বসে পরলো,,,,
,
শুভ:::: হাই ম্যাম
,
নিশি::’: আপনি আবার এসেছেন,স্যার জানলে কিন্তু
,
শুভ”::: এখন লান্স টাইম ম্যাডাম,,, চলেন কিছু খেয়ে আসি,,,
,
নিশি:::: না আমার ভালো লাগছে না,,, আপনি খেয়ে আসেন,,,
,
শুভ’::: কাম ওন নিশি চলো তো
,
শুভ নিশির হাত ধরে ক্যান্টিনে নিয়ে যায়,, নিরব এটা দেখে আবার কেনো জানি রেগে যায়,,,
,
শুভ:::: তুমি বসো আমি আসছি,,,
,
নিশি বসলো একটা চেয়ার টেনে,,, আর শুভ একটা কেক নিয়ে নিশির সামনে রাখলো,,,,
,
শুভ:::: Happy Birthday my dear nishi
,
নিশি:::: থ্যাংকইউ,,, আপনি জানতেন?
,
শুভ:::: তোমাকে কি করে ভুলি বলো,,,,
,
নিশি:::: মানে?
,
শুভ::: তোমাকে সব কথার মানে বুঝতে হবে না,, কেক টা কাটো,,,,
,
নিশি কেক টা কাটতে যাবে ঠিক তখনই নিরব এসে নিশির সামনে দাড়ায়,,,,,,
পর্ব: ৫
,
নিশি কেক টা কাটতে যাবে ঠিক তখনই নিরব এসে নিশির সামনে দাড়ায়,,,,,,,
,
নিরব:::: কি হচ্ছে এখানে? কাজ কর্ম বাদ দিয়ে এখানে বসে বসে আড্ডা?
,
শুভ:::: স্যার প্লিজ এখন লান্স টাইম, আমরা যা ইচ্ছা ককেতে পারি,, এখানে আপনার কথা বলা টা অন্যায়,,
,
নিরব:::: তুই আমাকে ন্যায় অন্যায় শেখাবি???
,
নিশি:::: স্যার আপনি এবার বেশি বেশি করছেন এভাবে কথা বলা আপনার ঠিক হচ্ছে না,,,,
,
নিরব::: ওহ্ যাস্ট স্যাটআপ,,, আমার ছোট ভাই এর সাথে কিভাবে কথা বলবো না বলবো তোমার কাছ থেকে শিখতে হবে?
,
নিশি:::: আপনার ভাই মানে?(নিশি নিরবের ভাই এর কথা যানতো কিন্তু চিনতো না,, তাই নিশি অবাক হয়)
,
শুভ:::: হুম ভাই,,, লুকিয়ে এখানে জব করি ভাইয়া যানে না,,,, আমিও জানতাম না ভাই এখানেই এমডি হয়ে আসবে,,,,,
,
নিশি:::: ওহ্,,,,,
,
নিরব:::: তুই এখানে কি করছিস?
,
শুভ:::: ওহ্ আজ নিশির বাথডে,,, সেলিব্রেট করছি,, আয় জয়েন কর,,,
,
নিরব::: এসব ফালতু কাজ করার মতো আমার সময় নাই,,, তুই কর,,,
,
বলেই নিরব চলে গেলো,,, নিশি নিরবের যাবার দিকে তাকিয়ে আছে,,, এই মেয়েটা এটাই করে,,, চোখ থেকে টপটপ করে পানি পরে যাচ্ছে,,,,
,
শুভ::::এইেমেয়ে কাদছো কেনো? ওর কথায় কিছু মনে করোনার,,,ও এমন ছিলোনা ,,,, কিছুদিন আগে থেকে এমন হয়ে গেছে,,,,, বাবা মা ভাবলো বিয়ে দিলে ঠিক হয়ে যাবে, কিন্তু এখনও বিয়ের নামই মুখে আনে না,,,,,, ,
,
শুভর কথা শুনে নিশি থ মেরে যায়,,, তার মানে নিশির ধারনাটা ভুল,,,, নিরব বিয়ে করেনি,,,,কষ্টগুলো নিজে সহ্য করছে,,,, এতোবড় একটা ধাক্কা নিরব একা কি করে সামলিয়েছে,,,,, তাই ও এমন হয়ে গেছে,,,, এতে তো নিরবের কোনো দোষ নাই নিশি নিজেই নিরবকে এমন বানিয়ে দিছে,,,,, কিন্তুু নিরব কেনো বিয়ে করেনি এখনও,,, নিশু দৌড়ে নিরবের কেবিনে ঢুকে পরে,,,, শুভ কিছুই বুঝলোনা,,,, হা হয়ে দাড়িয়ে নিশির যাবার দিকে তাকিয়ে আছে,,,,,
,
নিরব:::: কেবিনে ঢোকার আগে নক করতে হয় জানা নাই?
,
নিশি:::: আপনি সেদিন বিয়ে টা করেন নি কেনো????
,
নিশির কথা শুনে নিরব বসা থেকে উঠে নিশির সামনে এসে দাড়ায়,,,,
,
নিরব;::: কেনো খুব কষ্ট হলো নাকি আমি বিয়ে করিনি জেনে?
,
নিশি:::: বিয়ে না করলে ওই বিয়ের কার্ড?????
,
নিরব:::: জানি তুমি কার্ড টা খুলে দেখোনি,,,, দেখলে ঠিকই বুঝতা,,, ওইটা বিয়ের কার্ড ছিলোনা,,, আমার প্রমশোন লেটার ছিলো,,,,,
,
নিশি:::: তো তুমি,,,,,, আপনি কেনো বলছিলেন ওটা বিয়ের কার্ড,,,,,
,
নিরব’:::: আমার ভালোবাসার পরিক্ষা নিয়েছিলাম,,, কিন্তু আমি তো জানতাম না আমার ভালোবাসার মানুষটির আমার ওপর কোনো ভালোবাসাই ছিলো না,,, তার তো ছিলো উচ্চাঙখা,,,, সে কোটিপতি ঘরের বউ হতে চেয়েছিলো,,, যার কোটি কোটি টাকা থাকবে,,১০-২০ টা গাড়ি থাকবে, ৭-৮ টা বাড়ি থাকবে,,, এমন কাউকে ও বিয়ে করতে চেয়েছিলো,,, আর আমি সামান্য ২০০০০ টাকা মাইনে সামন্য একজন সে কি ভাবে আমাকে বিয়ে করতো? তাই তো সে আমাকে ছুরে ফেলে দিতে দুবার ভাবেনি,,,আমার ভালোবাসাকে পায়ের সাথে পিষে দিয়েছে,,, আমাকে তার রাস্তার কাটা মনে হয়েছে,,,, বোঝা মনে করেছে আমায়,,, তাই তো তার জীবন থেকে নিরবে চলে এসেছি,,,,,
,
নিশি কিছু বলছে না,, মাথা নিচু করে নিরবে চোখের পানি ফেলছে,, কারন সে যা চেয়েছে তাই নিশি পাচ্ছে,,,, নিশি নিজের হয়ে কোনো প্রতিবাদ করলো না,,, নিরবে রুম থেকে বের হতে গেলো,,, আর নিরব ওর হাত ধরে টেনে দেওয়ালের সাথে চেপে ধরে,,,,,
,
নিরব:::চলে যাচ্ছো কেনো??? খুব গায়ে লাগছে না? আমার যে বুকে লেগেছে ,,, ,,,
,
নিশি:::: তুমি কেনো আমার সাথে এমন করছো,,,,
,
নিরব:::: কেনো জানোনা?,
,
নিশি:::: আমি জানতে চাই না,,,,
,
নিরব;;:: তুমি কি ভেবেছো এত্ত সহজে ছেরে দিবো তোমাকে??
,
নিশির মাথা ঝিম ধরে যায় নিরবের ঝাঁঝালো কথা শুনতে শুনতে,,নিশি ধপ করে ফ্লোরে পরে যায়,,, ঠিক সেই সময়ই শুভ কেবিনে ঢোকে,,,,
,
শুভ::: নিশি,,,,,
,
শুভ নিশিকে কোলে নিয়ে বেরিয়ে যায়,,, নিরব ঠায় দাড়িয়ে থাকে,,,, ও বুঝতে পারেনি নিশি ওভাবে সেন্স হারিয়ে পরে যাবে,,,, নিরব দৌড়ে বের হয়ে যায়,, নিশিকে ক্যারিডোর ও সোফায় শুইয়ে রাখা হয়েছে,,, শুভ ওর চোখে পানি ছিটা দিয়ে দেয়,, নিশি আস্তে আস্তে চোখ খুলে উঠে বসে,,, ঠিক তখনই ডাক্তার আসে,,,,,
,
নিরব নিশির থেকে কিছুটা দুরে দাড়িয়ে আছে,,শুভ নিশির পাশে বসে আছে,,,,,,
,
ডাক্তার::: এখন কেমন আছো?
,
নিশি::: জি ভালো,,,
,
ডাক্তার নিশির পাল্স চেক করে,, নিশির চোখ চেক করে,,
,
ডাক্তার:: আমি একটু আলাদা ভাবে তোমার সাথে কথা বলতে চাই,,,
,
ডাক্তারের কথা শুনে সব স্টাফ চলে গেলো,, কিন্তু নিরব গেলো না,,, ডাক্তার নিরবকে যেতে বলে,,,,
,
নিরব:::: আমি ওর বস,,, স্টাফের যে কোনো সমস্যা আমার জানা কর্তব্য আমি এখানেই থাকবো,,,,,
,
ডাক্তার আর কোনো কথা বলেনা,,, নিশিও কিছু বলে না,,,
,
ডাক্তার::: নিজের ওপর খুব স্ট্রেজ নিয়ে নিচ্ছো,, নিজের দিকে খেয়াল রাখো না তাই না,,,,
,
নিশি:::: না তেমন কিছু না,,
,
ডাক্তার ;;:: মনে হচ্ছে ঠিক মতো খাওয়া দাওয়া করো না,,,,
,
নিশি:: না আসলে,,,
,
ডাক্তার::: তোমার কি কি সমস্যা আমায় বলো তো,,,
,
নিশি:::: তেমন কিছু না,,,, জ্বর টা সব সময়ই থাকে,,, আর মাথা খুব ব্যাথা করে,,,, প্রায় প্রায়ই মাথা ঘুরে,,,,
,
,
,
ডাক্তার:::: তোমার এই মাথা ঘুরে পরে যাওয়া শুরু হয়েছে কতদিন থেকে?
,
নিশি::: মানে,,, অনেকদিন হলো,,
,
,
ডাক্তার::: ডাক্তার দেখিয়েছো?
,
নিশি::: না আসলে পেইন ওষুধ খেয়ে,,,,
,
ডাক্তার :::: কাজ টা মোটেই ভালো করোনি,,, কোনো অসুখ লুকিয়ে রাখতে হয় না,,, তোমার অবস্থা দেখে আমি কিছু অনুমান করছি,, তুমি কালকেই আমার সাথে দেখা করবে,,, এই নাও এই ওষুধ গুলো খাবে আজকে,,, আর কালকে অবশ্যই যাবে,,,,
,
নিশি একটা মুচকি হেসে ডাক্তারকে বিদায় জানিয়ে নিরবের দিকে তাকিয়ে দেখে নিরব রাগি দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে,, নিশি কিছু না বলে ওর কেবিনে চলে যায়,,,,
,
অফিস ছুটির পরে নিশি বাহিরে এসে দেখে শুভ গাড়ি নিয়ে দাড়িয়ে আছে,,,,
,
শুভ:::: নিশি চলো তোমায় নামিয়ে দেই
,
নিশি:::একা চলার অভাস আমার আছে,,, আমি যেতে পারবো,,,,
,
নিরব পিছে থেকে নিশির কথা টা শুনে,,,,, নিশি আর কথা না বলে বেরিয়ে যায়,,,,,,, নিশি রাস্তায় গিয়ে একটা রিক্সা নিয়ে নেয়,,, নিরব আচমকাই রিক্সার সামনে এসে দাড়ায়,,,,
,
নিরব::: আমার সাথে চলো,,,
,
নিশি::: কোথায়?
,
নিরব::: ডাক্তারের কাছে,,,
,
নিশি::: আমার কারো দয়া লাগবে না,,,
,
নিরব::: দয়া নয় কর্তব্য,, আমার একজন স্টাফ,,,,
,
নিশি:::: ভয় নেই আমি মরে গেলে অফিসের বস হিসেবে আপনাকে বড় এ্যামাউন্ট দিতে হবে না,,,
,
নিশির কথা শুনে নিরব থমকে গেলো,,,, নিশির কোনো খারাপ নিরব চায় না, কারন আজও নিরব নিশিকেই ভালোবাসে,,, তার জন্যই অন্য কাউকে নিজের জীবনে আনে নি,,, নিশিকে কষ্ট দিতে চায় না ও কিন্তু তার পরেও মনেক কষ্ট রাগ হয়ে বের হয়ে আসে নিরবের,,,,,নিজেকে কন্ট্রোল করতে পারে না,, নিশি চলে যাবার পর রাগ টাও বেড়ে গেছে,, যা কিছুতেই বসে আনতে পারে না,,, কিন্তু আজ নিশির এ অবস্থা দেখে নিরবের সব রাগ নিমিষেই হারিয়ে যাচ্ছে,,,
,
,
নিশি বাসায় আসতেই ওর ভাই বোন চিল্লিয়ে ওঠে,,,
,
নিশি::: কি রে কি হলো,,,,,
,
নিশির মা::: ভেতরে এসে দেখ,,,
,
নিশি ভেতরে গিয়ে অবাক,,,,,
,
continue