প্রেমরোগ পর্ব-২৪

0
547

#প্রেমরোগ-২৪ (বোনাস)
#তাসনিম_তামান্না

কুয়াশা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলের কাছে আসতেই দেখতে পেলো। হলুদ রঙের একটা কাগজে ভাজ করা। কুয়াশা আলত হাতে কাগজের ভাজটি খুলতেই চোখের সামনে ভেসে উঠলো সুন্দর হাতের লেখা গুটিগুটি অক্ষরে লেখা
“~শুভ সকাল মুগ্ধময়ী~
ঘুমকন্যার ঘুম ভাঙ্গলো তাহলে? আমি অফিসে গেলাম। খেয়ে নিও। নিজের খেয়াল রেখো লজ্জাবতী বউ। ”
এইটুকু লেখা চিরকুট তাতে একরাশ সিন্ধতা মিশে আছে। কুয়াশার ঠোঁটের কোণে স্মৃত হাসির রেখা ফুটে উঠলো। মন ভালো করার জন্য এতোটুকু যথেষ্ট। কফি খেতে খেতে বাগানে গিয়ে বাড়ির চারিদিকে একবার চক্র দিয়ে আসলো। ফুলগুলো ছুঁয়ে দেখলো। একটা দোলা নেই বলে কুয়াশার খুব আপসোস হলো। মনে মনে ভেবে ফেললো আজ তুষার বাসায় আসলে একটা ঝ গ ড়া বাধাতেই হবে। এমন রসকষহীন মানুষ কিনা তার স্বামী ভেবেই হাসলো। আবার ভাবলো আসলেই কি রসকষহীন? শা লা একটা ভিদভিদে শ য় তা না হলে এতো সুন্দর চিরকুট লিখতে পারে। ইশ ‘মুগ্ধময়ী’ আমি। কি সিন্ধতা মিশিয়ে লিখেছে। কুয়াশা মনের সুখে গুনগুনিয়ে গান গেলো। কিন্তু সুখ বেশিক্ষণ থাকলো না। মনের সন্দেহের দানা বাঁধলো এতো সুন্দর করে চিরকুট লেখা শিখলো কিভাবে? ওনার কি আগে থেকে প্র্যাকটিস আছে? তার মানে ওনার গার্লফেন্ড…
কুয়াশা আর ভাবতে পারলো না। চোখ ছলছল করে উঠলো প্রিয় মানুষটাকে দেখা তো দূর ভাবতেই কষ্টে বুক ফেটে আসে। সারাদিনটাায় কুয়াশার অস্থিরতা কাটলো। বাসা থেকে ফোন দিলেও কথা বলল না ফোন অফ করে রেখে দিলো। তুষারও আজ ফোন দেয় নি কাজের চাপ বেশি ছিল। তাছাড়া ভেবেছিল কাল রাতের লজ্জার জন্য হয়ত কুয়াশা ভালোভাবে কথা বলতে পারবে না তাই আর ফোন করায় গা লাগায় নি। তুষার লক খুলে ভিতরে আসতেই কুয়াশাকে ড্রাইংরুমের সোফায় থমথমে মুখে বসে থাকতে দেখে তুষারের ভ্রু কুঁচকে গেলো। গ্লাসে পানি ঢেলতে ঢেলতে বলল
” হোয়াট হ্যাপেন? হাড়ির তলার কালির মতো মুখ করে বসে আছো কেনো ”
তুষারের কথাটা জেনো আগুনে ঘি ডেলে দেওয়ার মতো কাজ করলো। কুয়াশা খেপা বাঘিনীর মতো তেড়ে এসে তুষারের কলোয়ার ধরে বলল
” তুই এতো সুন্দর চিরকুট লেখা কোথা থেকে শিখলি? তোর তো ডজন খানেক গার্লফ্রেন্ড আছে তুই বলেছিলি তাহলে তো আমার কোনো দরকার নাই আমি কাল ই বাড়ি চলে যাবো ”
তুষার বড় বড় চোখে বিস্ময় নিয়ে কুয়াশার দিকে তাকিয়ে আছে কি বলবে বুঝতে পারছে না কুয়াশার এমন আকস্মিক আক্র মণের জন্য মটেও প্রস্তুত ছিল না। তুষার আমতা আমতা করে বলল
” কি সব নিজের মতো বকবল করে যাচ্ছো? ব্যপারটা ক্লিয়ারলি বললে না বুঝবো কি হয়েছে? ”
” কিছু হয় নি তো কি হবে? কিন্তু এখন হবে। আমি এখনি বাড়ি যাবো ”
” এটা কি তোমার মিরপুর টু গাজীপুর যে চাইলেই যেতে আসতে পারবা? তোমার এমন অযথা রাগের কারণ বুঝতে পারছি না। না বললে বুঝবো কিভাবে? ”
” তাই তো তুই তো কিছু বুঝিস না। তুই তো কচি খোকা ”
তুষার রাগ তিরতির করে বারছে। কলোয়ার থেকে কুয়াশার হাত ছাড়িয়ে নিয়ে রাগি কন্ঠে বলল
” ডোন্ট ক্রস ইউর লিমিট। নিজের সীমার মধ্যে থাকো না হলে… ”
” না হলে কি? গার্লফ্রেন্ড বাসায় আনবেন? ”
তুষারের বিরক্তিতে চুখ মুখ কুচকে গেলো বলল
” গার্লফ্রেন্ড কোথা থেকে আসলো? ”
” আমি যে সেদিন বলছিলেন আপনার গার্লফ্রেন্ড আছে। তাকে চিরকুট লিখে লিখে আপনি এতো সুন্দর চিরকুট লিখতে শিখেন না? ”
তুষার হতাশ নিশ্বাস ত্যাগ করে বলল
” তুমি যে কি পরিমাণ গা ধী তুমি নিজেও জানো না। অফিস থেকে এসে এসব আজাইরা আজগুবি কথা শুনতে মটেও ভালো লাগছে না সারাদিন বাসায় বসে এসব চিন্তাভাবনা করো তাই না? আর কয় দিন পর পা গ ল হয়ে যাবে। ”
” আমাকে গা ধী বললেন কোন সাহসে? এতো বড় ইনসাল্ট? ”
” গা ধী বললেও গা ধী কে ইনসাল্ট করা হবে তুমি যে কি তুমি নিজেও যানো। বাই দ্যা ওয়ে আমি গার্লফেন্ড বলতে মেয়ে বন্ধু কে বুঝিয়েছি প্রেমিকাকে নয় ”
তুষারের কথা শুনে কুয়াশা খুশিতে বাক- বাকুম হয়ে গেলো চোখের পানি মুছে বলল ” সত্যি? ”
তুষার একপলক তাকিয়ে বলল ” কিছু না জেনে আগে থেকে এভাবে সমুদ্র বানানোটা বন্ধ করো। বাই দ্যা ওয়ে আর তুমি কি জেলাস? ”
কুয়াশা এলোমেলো দৃষ্টি দিয়ে আমতা আমতা করে বলল
” আমি জেলাস হতে যাবো কেনো? ”
” প্রেমে পড়েছ হয়তো ”
কুয়াশা বিকৃতি মুখোভঙ্গি করে ভেংয়িয়ে বলল
” যেই না চেহারা তাতে আবার প্রেম হুহ্ আমি কেনো কেউ ই আপনার প্রেমে পরবে না ”
তুষার বাঁকা হেসে বলল ” আমি চাইলে এখনি মেয়েদের লাইন পড়ে যাবে তখন তোমার কি হবে বলো তো ”
” হ্যাঁ হ্যাঁ যত সব ঢং আমার জানা আছে বুইড়া বেটা পিছনে কত মেয়ে ঘুরে ”
তুষার রেগে বলল
” এই তুমি আমাকে কি বললে? ”
” কেনো শুনতে পান নি? বুইড়া বেটা বলছি বুইড়া বেটা ”
” ইউ… তোমাকে তো আমি পরে দেখে নেবো ”
কথাটা বলে তুষার রুমে চলে গেলো। কুয়াশা পিছন থেকে ঘু ষি দেখালো। মনে মনে বলল
” সত্যি আমার বুদ্ধি দিন দিন লোপ পাচ্ছে কিভাবে আজকের সুন্দর দিনটা নষ্ট করলাম ঔ খ বি শ বেটার কথা ভেবে দূর ”
কুয়াশা রাতের রান্না করতে লাগলো। তুষারে চিন্তায় সব নাওয়া খাওয়া বাদ দিয়ে বসেছিলো। তুষার ফ্রেশ হয়ে বার বার নিজেকে আয়নায় দেখছে সে কি সত্যি সত্যি বুড়ো হয়ে গেছে কি না সেটাই বোঝার চেষ্টা করছে। কিন্তু না ঠিকি তো আছে। তুষার চিন্তিত হয়ে ভাববো কার কাছে শোনা যায়? একটা ফেন্ডের কাছে ফোন দিয়ে বলল
” হ্যালো দোস্ত ”
” বল শুনতেছি ”
” আমি কি বুইড়া হয়ে গেছি ”
সজিব হেসে লুটোপুটি খেতে খেতে বলল
” লাইক সিরিয়াসলি? মোস্ট হ্যান্সাম বয় কি না এসব কথা বলছে? ”
তুষার মাথা চুলকে বলল
” আমি বলি নি বউ বলল ”
” বউরা ওমন বলে বরকে খেপানোর জন্য এতো সিরিয়াসলি নেওয়ার কিছু নেই আমার বউ কত কি বলে। তো বাচ্চা কবে নিবি? ”
তুষার বিষম খেলো বলল ” এতো তারাতাড়ি? এখনো ঠিক মতো সংসার টাই করতে পারলাম না ”
” কিন্তু বিয়ের তো অনেক গুলো বছর হয়ে গেছে এখন তো নেওয়ায় যায় বউ বাচ্চা ভরা সংসার ”
” হুম রাখছি কাল পার্টিতে দেখা হচ্ছে ”
” হুম ”
রাতে ডাইনিং টেবিলের খাবার খেতে খেতে বলল
” শুনেন আপনার সাথে আমার ইম্পর্টেন্ট একটা কথা আছে ”
” তোমার ইম্পর্টেন্ট কথা মানেই আজাইরা কথা বলো কি বলবে ”
কুয়াশা রাগতে গিয়েও রাগলো না বলল
” আপনি এতোটাই খ বি শ যে ছাদে বা বাগানে একটা দোল না নাই। আর বাড়ির গাছ গুলোও যত্ন নেন না ”
” কুয়াশা এসব উল্টো পাল্টা কিসব ল্যাংগুয়েজ ইউজ করো? ”
” বেশ করি আরো করবো ”
” বেশি পকপক না করে খাও ”
” দোলনা এনে দিবেন কবে ”
” এতো রাতে এনে দিতে তো পারবো না সময় হলে পেয়ে যাবে ”
চলবে ইনশাআল্লাহ