বাঁধিব হৃদয়ে তোমায় পর্ব-০১+০২

0
545

#বাঁধিব হৃদয়ে তোমায়
#পর্ব-০১+০২
#সুমাইয়া মনি।

ভরা ক্যাম্পাসের সামনে আবিরের মুখের ওপর পাঁচশো টাকার নোট ছুঁড়ে মারল বিভা। আবিরের বন্ধুসহ বাকিরা বিস্ময়ে কিংকর্তব্যবিমূঢ়। শুধু টাকা ছুঁড়ে দিয়ে ক্ষান্ত হয়নি বিভা। চোখ থেকে সানগ্লাস খুলে নিয়ে ডাট দু’টো ভেঙে আবিরের হাতে দিয়ে রেগে চেঁচিয়ে বলল,
‘আমি কলগার্ল না! নেক্সট টাইম কাউকে টাকা দেওয়ার আগে চোখের সানগ্লাস খুলে ভালো করে দেখে নিবেন।”

কথা গুলো বলেই হনহনিয়ে হাঁটা ধরলো বিভা। এতক্ষণে যাদের নজরে বিষয়টি পড়ে নি তারাও দেখেছে। আবির ভাঙা সানগ্লাসটির দিকে একবার তাকিয়ে ক্রোধ চোখে বিভার যাওয়ার দিকে তাকায়। ততক্ষণে বিভা তার দৃষ্টির সীমানার বাহিরে চলে গেছে।
অপমানে লজ্জায় দাঁতে দাঁত চেপে রাখে আবির। কে এই মেয়ে? কেন এমনটা করল সে জানে না। আগে কখনো এই ক্যাম্পাসে দেখেনি তাকে। আশেপাশের ছাত্রছাত্রীরা কানে কানে ফিসফিস করে কিছু বলা বলি করছে। আবির ভাঙা সানগ্লাস ফেলে ক্লাস রুমে আসে। সঙ্গে ওর বন্ধুরাও ভেতরে আসে। আবিরের ক্ষোভিত চেহারা দেখে আপাতত কেউ কিছু জিজ্ঞেস করার আগ্রহ করছে না। রাগ কমলে নিজে থেকে বলবে ভেবে চুপ থাকে তারা।
____
কলেজের সামনে এসে নিবর হয়ে দাঁড়িয়ে রয় বিভা। অনেক মেহনতের পর তার প্রিয় কলেজে ভর্তি হতে পেরেছে। খুশি যেন ভাষায় প্রকাশ করা মুশকিল। ভর্তির কাজ সম্পূর্ণ করে বড়ো বোন ববির সঙ্গে বাড়িতে ফিরছিল বিভা। রিকশার জন্য রাস্তার অপর পাশে অপেক্ষা করছে। পথমধ্যে বাইকের মধ্যে বসা সানগ্লাস পরিধান একটি ছেলে ওর দিকে পাঁচশো টাকার নোট ছুঁড়ে দেয়। বিভা স্তব্ধ, বিস্মিত! সঙ্গে সঙ্গে বাইকটি এগিয়ে কলেজের গেট দিয়ে ভেতরে ঢুকে যায়। পাশের লোকজনকে দেখে বিভা লজ্জা পায়। ববি বিষয়টি খেয়াল করেনি। সে বুঝতে পারছে না রাস্তার মধ্যে এভাবে তাকে টাকা ছুঁড়ে দিয়ে কি বুঝাতে চাইলো, সে একজন কলগার্ল? রাগ হয় তার। হাতে নিয়ে ববিকে একটু দাঁড়াতে বলে কলেজে প্রবেশ করে। মাঝপথেই আবিরকে দেখতে পায় বিভা। টাকা ছুঁড়ে দিয়ে আসে মুখের উপর। সঙ্গে কিছু কঁড়া জবাব।

আবির বাইকে বসা অবস্থায় অন্যমনস্ক হয়ে ফোনে কথা বলছিল। বাইক চালাচ্ছিল ওর বন্ধু মারুফ। তখন একজন মহিলা এসে তার কাছে সাহায্যের জন্য। মারুফকে দাঁড়াতে বলে মানিব্যাগ থেকে টাকা বের করে। ততক্ষণে মহিলাটি আরেকজন লোকের কাছে টাকার জন্য হাত পাতে। এর মধ্যেই সেখানে বিভা, ববি এসে দাঁড়ায়। আবির পিছনে না তাকিয়ে টাকা বের করে ছুঁড়ে দেয় বিভার দিকে। হাতের ইশারায় মারুফকে বাইক চালাতে বলে।
আবির ঘটনাটি কাঠিন্যে গলায় বলল তার বন্ধুদের।
‘আমি সেই মহিলাকে টাকা দিয়েছি। তাকে না।” আবির রাগী কন্ঠে বলে।

‘দোস্ত এখানে বড়ো মিস্টেক হইছে। তোরও দোষ না, মেয়োটিরও দোষ না।’ সামিম বলল।

‘আবিরকে সবার সামনে এভাবে অপমান না করলেও হতো। মানে অন্য ভাবেও মেয়েটি বলতে পারতো।’ মাহিন আবিবের কাঁধে হাত রেখে বলল।

‘মেয়েটি তোকে ভুল বুঝেছে। এত রাগ হবার কিছু নেই আবির।’ জামিলা বিনয়ী কন্ঠে বলল।

‘যাই হোক না কেন। মেয়েটি যদি এই কলেজে পড়ে থাকে। তাহলে এই অপমানের জন্য আমি ওর জীবন অতিষ্ঠ করে তুলব।” ক্ষেপে বলল আবির।

‘সেই পুরান কাহিনি। নতুন কিছু ভাব আবির।’ বিরক্তি নিয়ে বলল মারুফ।

‘মারু আবিরকে উস্কে দিস না হারামি।’ জামিলা আঙুল তুলে বলল।

‘কাজটা ঠিক করেনি মেয়েটি। সুন্দর করে বলতে পারতো।’ আবির বলল।

‘তুইও তো ছুঁড়ে না দিয়ে ভালোভাবে টাকা দিতে পারতি। নিজের দোষ খোঁজ আগে।’ জামিলা জোরে জোরে বলল।

আবির জামিলার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে রুম প্রস্থান করে। পিছন থেকে মারুফ, সামিম ডাকলেও সাড়া দেয় না আবির।
__
রিকশায় বসে ববিকে আবিরের কথা খুলে বলে। ববি রাস্তায় কিছু না বললেও এখন বিভার উদ্দেশ্যে অনেক কিছু বলে।

‘কি দরকার ছিল এমনটা করার বিভা।’ ববি বলল।

‘ছেড়ে দেওয়ার মেয়ে আমি নই আপু। আমরা গরীব, তাই বলে কি মানুষ না। সে আমাকে কলগার্ল মনে করেছে নাকি।’ রাগী কন্ঠে বলল বিভা।

‘হয়তো ভুল করেছে ছেলেটি। তাই বলে মুখের উপর টাকা ছুঁড়ে দেওয়া ঠিক হয়নি।’

‘ভুল-টুল আমি বুঝি না আপু।’

‘কাকে বোঝাচ্ছিস ববি। ও যে ত্যাড়া জানিস না।’ বিলকিস বানু কথাটি বলে এগিয়ে এলেন তার মেয়েদের নিকট।

বিভা মা’কে দেখে মুখ ঘুরিয়ে নিল। ববি নরম স্বরে বলল,
‘বিভা বহু কষ্টে তোর পছন্দের কলেজে ভর্তি করিয়েছি। আমরা চাই তুই পড়াশোনা করে বড়ো কিছু হবি। এমন কিছু করিস না, যাতে আমাদের সেই চাইয়াটা অপূরণ রয়ে যায়।’

‘হবো, হবো। মন-প্রাণ খুলে দোয়া করো আপু। আর তোমার মা’কেও একটু বইলো দোয়া করতে।’ আড়চোখে তাকিয়ে বলল বিভা।

‘কেন তোর বলতে লজ্জা লাগে, আমি কি তোর সৎ মা।’ মেকি রাগ নিলে বলল বিলকিস বানু।

‘আমি তোমার মেয়ে নাকি। তোমার মেয়ে তো আপু একাই।’ বলে বিভা বাথরুম ঢুকে যায়।

বিলকিস বানুর বাকি কথা শুনে না।

‘মা শোনো, কিছু টাকা আছে রেখে দেও।’

বিলকিস বানু টাকার দিকে একবার তাকিয়ে ববির উদ্দেশ্যে বলল,
‘আর কত করবি রে মা তুই। তোর বাবা মারা যাওয়ার পর থেকে সংসারে হাল একা ধরেছিস। আমাকেও কাজ করতে দিচ্ছিস না। এখন তো বিভা বড়ো কলেজে ভর্তি হয়েছে। একা সামলাতে পারবি না রে। তোরও তো একটা ভবিষ্যৎ আছে।’

‘আপাতত আমার ভবিষ্যৎ বলতে বিভা। এসব কথা রাখো এখন মা। শুনতে ভালো লাগছে না।’

বিলকিস বানু থেমে যায়। মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয় কিছুক্ষণ। স্বামীকে হারানোর পর এখন দুই মেয়েই তার জীবনের অংশ। মাঝে মাঝে ববির কষ্ট গুলো উপলব্ধি করে বুক ভার হয়ে আসে তার। সংসারের জন্য কত খাটে মেয়েটি।
_____
পরেরদিন কলেজের গেটের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রয় বিভা। চোখেমুখে খুশির ঝিলিক, বুকে ঈষৎ ভয় নিয়ে ভেতরে প্রবেশ করে। আজ কলেজের প্রথম দিন। সবার অনুভূতি কেমন হয় সে জানে না। তবে তার একদিকে ভয় লাগছে, আবার আনন্দ হচ্ছে। ছোট ছোট কদমে এগিয়ে যায় ভবনের দিকে। ক্যাম্পাসের বারান্দা দিয়ে হাঁটছিল তখন পিছন থেকে বিভার উদ্দেশ্যে করে একজন বলে,
‘অ্যাই লালু-ব্লু এদিকে আসো।”

বিভা আশেপাশে একবার নজর বুলায়। সেটি দেখে ছেলোটি হেসে পূনরায় বলল,
‘তোমাকেই বলছি আসো।’

ভয়ে ভয়ে বিভা এগিয়ে যায়। ছেলেটি একা নয়। সঙ্গে আরো তিনজন ছেলে আছে। তাদের সে চিনে না। তবে একজন বিভাকে দেখে উঠে যায়। ছেলেটি মাথা দুলিয়ে দুলিয়ে বলল,
‘ফার্স্ট ইয়ার না?’
বিভা মাথা ওপর, নিচ দুলিয়ে হ্যাঁ সম্মতি জানায়। পাশে তাকাতেই কিছু ছেলেদের মুরগীর মতো বসে থাকতে দেখে।
আর কিছু মেয়েরা কাগজে কিছু একটা লিখতে ব্যস্ত। বিভা বুঝতে পারে তারা তাদের Rag দিচ্ছে। বিভা এরকম Rag দেওয়ার বিষয় অনেক শুনেছে। ভয়ে অবস্থা খারাপ তার।
ছেলেটি আবার বলে,
‘অভিনয় জানো?’
বিভা মাথা এদিক,সেদিক দুলায়। যার উত্তর না।
‘বোবা নাকি? কথা বলতে পারো না?’
‘না।’
‘না মানে?’
‘অভিনয় জানি না।’
‘না জানলেও অভিনয় করে দেখাতে হবে।’
‘আশ্চর্য! যে যেটা পারে না তাকে দিয়ে সেটা করানো মূল্যহীন।’ কথাটি বলে বিভা ভেতরে ভেতরে জিহ্বায় কামড় বসায়। কিছুতেই জবান বন্ধ রাখতে পারল না।
‘সিনিয়রদের মুখে মুখে তর্ক করছো। মূল্য, অমূল্য বিষয় আমাদের শিখাবে তুমি?’
বিভা না সূচক মাথা নাড়ায়।
‘আমি যখন বলেছি তোমাকে অভিনয় দেখাতেই হবে। এটা সিনিয়রদের নির্দেশ।’
বিভা মেনে নেয়। কারণ সে চায় না সিনিয়রদের সঙ্গে অযথা তর্ক করতে। বলল,
‘কিসের অভিনয় করতে হবে?’
‘আমি বলছি…’ পিছন থেকে একটি তেজী কণ্ঠের স্বর ভেসে আসে। বিভা সহ বাকিরা তাকিয়ে দেখে আবির। সাদা শার্ট, কালো প্যান্ট পরিধান। কপালে সিল্কি চুলগুলো মৃদু বাতাসে দোলখাচ্ছে। আজও চোখে কালো সানগ্লাস পড়েছিল। আদল জুড়ে বিচরণ করছে এক ফালি জেদ্দ। বিভার চিনতে অসুবিধা হয়না। নজর সরিয়ে নেয়। শুকানো গলায় ঢোক গিলে বিভা। অনুমান করে বুঝতে পারে সে-ও তাদের মতো সিনিয়র হবে। কালকের জন্য প্রতিশোধ সে ঠিক নিবে। আগে যদি জানতো সে তার সিনিয়র হবে, কক্ষণোই টাকা মুখে ছুঁড়ে মারত না, সানগ্লাস ভেঙে দিতো না। ভেবেই ভয়ে মাথা আরো নিচু করে চোখমুখ কুঁচকে ফেলে বিভা।
.
.
.
#চলবে?

#বাঁধিব_হৃদয়ে_তোমায়
#পর্ব_০২
#সুমাইয়া মনি।

‘ভিক্ষুকের অভিনয় করে দেখাতে হবে। সামিম ক্যান্টিন থেকে একটি বাটি নিয়ে আয়।’ কাঠ কাঠ কন্ঠে কথাটি বলে উঠে আবির।

সামিম আবিরের নির্দেশ অনুযায়ী ক্যান্টিনের দিকে দৌঁড়ে যায়। আবিরের দিকে তাকিয়ে শুঁকনো গলায় পুনোরায় ঢোক গিলে বিভা। অপমানে মুখ থমথমে হয়ে আছে তার। দূর থেকে কিছু ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে তাদের দেখছে। সামিম ফিরে আসে একটি বাটি নিয়ে। আবির হাতে নিয়ে বিভার দিকে এগিয়ে দেয়। বলে,
‘শুরু করো অভিনয়।’
বিভা দৃষ্টি নত রেখে বলল,
‘আমি পারব না।’
‘না বলার পরিনতি কিন্তু ভয়ানক হবে মিস… নাম কি তোমার?’ পাল্টা প্রশ্ন করে আবির।
‘বিভা।’
‘বিভা হও বা টিভা, অভিনয় শুরু করো।’
অসহায় হয়ে আবির সহ ওর বন্ধুদের দিকে একবার তাকায়। সে চাইলেই প্রতিবাদ করতে পারে। কিন্তু আপুর কথা ভেবে চুপ আছে।
‘কি হলো…আহ!’ আবিরের পুরো কথা শেষ করার আগেই একজন মহিলা এসে আবিরের কান মলে দেয়। তাকে দেখে ভয়তে সকলে জড়োসড়ো। আইরিন ম্যাম এই কলেজের টিচার এবং আবিরের নিজের মা। তার ছেলের কর্মকাণ্ডে তিনি ভীষণ ক্ষেপে আছে। প্রতিদিনই স্টুডেন্ট রা তার কাছে আবিরের নামে যার্গের বিচার নিয়ে হাজির হবে। আজও এক স্টুডেন্ট তাকে ডেকে নিয়ে এসেছে। তিনি রাগী কণ্ঠে বলে,
‘তোমাকে বহুবার বলা হয়েছে স্টুডেন্টদের যার্গ-টার্গ না দিতে।
কথা শুনছো না। তুমি কলেজের স্টুডেন্ট নও। ভার্সিটির থার্ড ইয়ারের স্টুডেন্ট। তাহলে তুমি কীভাবে কলেজের স্টুডেন্টদের যার্গ দেও? এখন মেয়েদের সঙ্গে মিসবিহেভ করছো। না জানি কখন সম্মান নিয়ে টানাটানি করবে।’
আবির ভীরু গলায় বলল,
‘আম্মু আমি এমনটা কখনোই করব না…’
‘থামো! এটা কলেজ। আমাকে ম্যাম বলে সম্বোধন করবে আম্মু নয়। তোমার বন্ধুদের নিয়ে যাও এখান থেকে। কোনো ক্লাসরুমে যেন না দেখি তোমাদের। ক্লাসরুম তোমাদের আড্ডা দেওয়ার স্থান নয়। ফারদার যার্গের কাহিনী যেন না শুনি।’

আবির তার বন্ধুদের নিয়ে চলে যায়। বিভা অবাক হয়ে আইরিন ম্যামকে দেখছে। ফর্সা চেহারার সুন্দর গঠনের দেহ তার। চুল গুলো পরিপাটি করে বাঁধা। গায়ে খয়েরী রঙের শাড়ি। দেখতে ভীষণ সুন্দর তিনি। আইরিন ম্যাম বিভার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন,
‘কলেজে নতুন?’
‘জি ম্যাম।’
‘কোন গ্রুপের?’
‘সায়েন্স।’
‘ওহ! কিছু মনে কোরো না।’
নেতিবাচক মাথা দুলায় বিভা।
‘যাও ক্লাসে।’ বলে তিনি চলে যায়।
বিভা নিজের ক্লাস রুমে আসে। সবাই একবার বিভাকে দেখে। পরক্ষণে নজর সরিয়ে নেয়। বাকি সবার মতো বিভা এতটা স্মার্ট, স্টাইলিশ ছিল না। পরনে ছিল ঢিলাঢালা কালো রঙের থ্রিপিস। মাথার চুল গুলো বেনী করা। শ্যামলা গায়ের রং। অতি সুন্দর না হলেও, নজরে পড়ার মতো।
পিছনের বেঞ্চে এসে বসার পর একটি মেয়ে তার পাশে এসে বসতে বলে। বিভা বসে। মেয়েটি মিষ্টি হেসে জিজ্ঞেস করে,
‘তুমি বোধহয় নতুন?’
‘হুম।’
‘আমিও নতুন। দু তিনদিন হয়েছে মাত্র। এখনো কারো সঙ্গে পরিচিত হতে পারিনি। তোমার নাম?’
‘বিভা। তোমার?’
‘মোহনা।’
দু’জনের বাক্যবিনিময়ের মাধ্যমে স্যার আসে। ক্লাস আরম্ভ হয় ওদের। অর্ধেক ক্লাস শেষ হবার পর তারা ক্যান্টিনে আসে। চিকেন রোল নিয়ে আসে মোহনা। নিজেই বিভাকে ট্রিট দিবে। খেতে খেতে গল্প করে। তখন সেখানে আবির তার বন্ধুদের নিয়ে উপস্থিত হয়। অনেকেই ওদের দেখে সিট ছেড়ে ক্যান্টিন থেকে বেরিয়ে যায়। মোহনা আবিরের উপস্থিতি টের পেয়ে বিভাকে নিয়ে চলে যেতে চাইছিল। তবে বিভা খাবার শেষ করে যাওয়ার আর্জি জানায়। খাবার রেখে যাওয়া মানে নষ্ট করা। বিভা সেটা পছন্দ করে না। চুপচাপ বসে খাচ্ছে তারা।

আবির এক চেয়ারে বসে অন্য চেয়ারে পা উঠিয়ে বসেছে। ওর মধ্যে কেমন গুন্ডা গুন্ডা ভাব দেখা যাচ্ছে। জামিলা সেলফি তুলছে। সামিম, মারুফ কোল্ড কফির মজা নিচ্ছে। আবির আলস্য ভঙ্গি ভেঙে সামিমকে বলল,
‘দুইটা কফি নিয়ে আয় সামিম।’
‘কোল্ড, হট দু’টোই?’
‘হ্যাঁ!’
‘এক সঙ্গে দুইটা খাবি নাকি?’ জামিলা কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করে।
‘মোটেও না! চেটেচেটে তোদের মুখে ছুঁড়ে মারব।’ বিরক্ত স্বরে বলল আবির।
‘ওয়াক ছিঃ!’ নাক ছিটকায় জামিলা।
‘ঝামেলা কোথাকার।’ বিড়বিড় করে বলে আবির। জামিলা ঠিক শুনেছে কথাটি। বলল,
‘একদম আমাকে ঝামেলা বলবি না আবির।’ আঙুল তুলে বলে জামিলা।
‘ভুল কোথায় বললাম। তুই তো আসলেই একটা ঝামেলা।’
জামিলা রাগে ফুঁসছে। ছোঁ মেরে সামিমের হাত থেকে কফি নিয়ে ছুঁড়ে মারে আবিরের উদ্দেশ্যে। আবির দ্রুত মাথা নিচু করে ফেলে। যার দরুন মোহনার মুখে কফিটি লাগার আগেই বিভা প্লেট দিতে ঢেকে ফেলে মোহনার মুখমণ্ডল। আকস্মিক ঘটনায় তারা বাদে উপস্থিত সকলে বিস্মিত! এমনটা হবে কেউ বুঝে নি। পাশাপাশি সিট ছিল ওদের। দূরত্ব ছিল দু তিন হাত। বিভা ওদের কথপোকথন শুনলেও, মোহনা বকবক করার দরুন কিছু শুনে নি। মোহনা অবাক নজরে বিভাকে দেখছে। যদি কফিটা গায়ে লাগতো লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হতো। সেটির হাত থেকে বিভা ওঁকে রক্ষা করেছে। বিভা প্লেট রেখে উঠে দাঁড়িয়ে আবিরদের টেবিলের কাছে এসে দাঁড়ায়। বলে,
‘এমন কোনো রাগ বা দুষ্টুমি করবেন না। যার ফলে অন্যদের ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা থাকে।’
‘স্যরি।’ জামিলা নিচু স্বরে বলে।
কিন্তু আবির ক্ষেপে উঠে দাঁড়ায়। বিভার মুখোমুখি দাঁড়িয়ে বলল,
‘তোমার কাছ থেকে জ্ঞান নিতে প্রস্তুত নই।’
‘কিছু কিছু ক্ষেত্রে ছোটদের কাছ থেকে জ্ঞান নেওয়া উত্তম বলে মনে করি।’
‘নট ইন্টারেস্টেড!’
‘ইচ্ছে! জোর করে চাপিয়ে দওয়া হচ্ছে না।’ বলেই মোহনাকে নিয়ে বেরিয়ে যায়। আবির বিভার যাওয়ার দিকে তাকিয়ে রাগী নিশ্বাস ত্যাগ করে।
_____
ববি একটি গার্মেন্টসে চাকরি করে। এখন সে কর্মস্থানে আছে। একটি শার্ট সেলাই করছিল তখন সেখানে মেনেজার আকবর আলির আগমন ঘটে। বয়স অনুমান ৫৫-৫৬ হবে। চুলে ক্লব দেওয়া। পান খেয়ে ঠোঁট লাল টকটকে করে রেখেছে। ববির একটু কাছে ঘেঁষে হাত ধরে বললেন,
‘এই ভাবে করো বেবি।’
‘ববি আমার নাম আঙ্কেল।’ হাত ছাড়িয়ে বিরক্ত নিয়ে বলল ববি।
‘থুক্কু! মনেই থাকে না। খালি ভুইল্লা যাই।’ লাল টকটকে দাঁত গুলো দিয়ে হেসে বললেন তিনি।
ববি বিরক্ত প্রকাশ করে৷ মুখে কিছু বলে না। ববি এখানে জয়েন্ট হবার পরপরই আকবর আলি কু নজর পড়েছে ওর ওপর। ববির গায়ের রং কালো হলেও দেখতে মন্দ না। কাজ দেখানোর বাহানায় গায়ে হাত দেওয়ার বাহানা খুঁজে আকবর আলি। শুধু ববি নয়। সুযোগ পেলেই এখানে অনেক মেয়েদের গায়ে হাত দিয়ে কথা বলেন তিনি। বলা যায় এটা তার অভ্যেস। চাকরি যাওয়ার ভয়ে কেউ নালিশ দিতে পারে না। আকবর আলি পুনোরায় হাত ধরতে গেলে ববি হাত সরিয়ে নেয়। এতে সে কিছুটা অপমান বোধ করে। ক্ষোভ নিয়ে তার ডেকে চলে আসে।
ববি কিছুটা হলেও হাঁপ ছেড়ে বেঁচেছে। মুঠোফোনটি বের করে মায়ের কাছে কল দেয়। জিজ্ঞেস করে বিভা কলেজ থেকে বাড়িতে ফিরেছে কি-না। বিভার কাছে ফোন নেই। বাসায় আসেনি শুনে কল কেটে দেয়। ববি ভাবে বিভাকে একটি ফোন কিনে দিবে। তাহলে হয়তো একটু হলেও চিন্তামুক্ত থাকতে পারবে।
_______
রাতে….

‘তোর তো প্রাইভেট পড়তে হবে তাই না বিভা?’
‘হ্যাঁ! আপু।’
‘কলেজে এমন কেউ আছে, মানে ভালো শিক্ষক?’
‘আছে আফিন স্যার। তিনি সায়েন্সের স্টুডেন্টদের পড়ায়। মোহনও তার কাছে প্রাইভেট পড়বে বলেছে।’
‘কত কি টাকা নিবে আলাপ করে কাল আমাকে জানাস।’
‘জি আপু।’
‘বলছিলাম কি, প্রাইভেট না পড়লে হয়না। এত টাকা ..’
‘টাকা নিয়ে ভেবো না মা। আমি ওভারটাইম করে নিবো। বিভার প্রাইভেট খুব জরুরী। সায়েন্সের স্টুডেন্ট বলে কথা।’
‘তোর কথা একবার ভাব ববি।’
‘সেই ছোট থেকে সব ভেবে নিয়েছি মা। এখন আর নতুন করে ভাবার নেই কিছু।’
‘আপু তোমার ওভার টাইম করতে হবে না। আমি পড়ব না।’
‘চুপ! কাল গিয়ে স্যারের সঙ্গে কথা বলে আসবি। প্রাইভেট পড়বি ব্যস!’
ববির কথার উপর আর কিছু বলল না তারা। দীর্ঘশ্বাস টেনে নিলেন বিলকিস বানু।
.
কলেজ শেষ করে প্রাইভেটের জন্য কথা বলতে শিক্ষক কক্ষে যায় বিভা, মোহনা। তারা ধীরে ধীরে একে অপরের সঙ্গে অনেকটা ক্লোজ হয়েছে। তুই করে সম্মোধন করে।
ভেতরে প্রবেশ করার পূর্বে মোহনার ফোন বেজে উঠে। বিভাকে ভেতরে যেতে বলে মোহনা বাহিরে থেকে যায়।
মনে কিঞ্চিৎ ভয় নিয়ে ভেতরে প্রবেশ করে সে।
উল্টোদিকে মুখ করে চেয়ারে হেলান নিয়ে ফোন টিপতে মগ্ন আবির। তাকে ছাড়া আর কাউকে দেখতে পায় না সে। বিভা ওর মুখ দেখনি। তাকেই আফিন স্যার ভেবে নেয়।
দ্বিধাবোধ ফেলে বলে,
‘স্যার আপনার সঙ্গে কথা ছিল?’
আবির মেয়েলী কণ্ঠের স্বর শুনে, না ফিরেই ফোন লক করে উঁচু করে ধরে স্ক্রিকে বিভাকে দেখে বাঁকা হাসে। সে বুঝতে পেরেছে বিভা ওঁকে স্যার মনে করেছে। গম্ভীর কণ্ঠে বলে,
‘বলো?’
‘আমি ও মোহনা আপনার কাছে প্রাইভেট পড়তে চাই। বেতন কত নিবেন? বাসায় পড়াবেন নাকি কলেজে বললে ভালো হতো।’
‘প্রথমত, আমি প্রেমের পাঠ পড়াতে জানি। দ্বিতীয়, আমার সঙ্গে প্রেম করলে ফ্রি-তে পড়াবো। তৃতীয়, কলেজ, বাসায়, পার্কে, রেস্টুরেন্টে এক স্থানে প্রেমপাঠ পড়লেই হবে।’

উত্তর শুনে বিভার চোখমুখ ঘুচে আসে। তীব্র রাগের আভা দেখা যাচ্ছে আদলে। তেড়ে এসে আবিরের সামনে দাঁড়ায়। ওঁকে দেখে রাগ যেন দ্বিগুণ বেড়ে যায়। আবির মুচকি হাসে বিভাকে দেখে। মুখ খুলে কিছু বলতে নিলে আবির পূর্বে বলে উঠে,
‘আরে ভাবী’যে তুমি না-কি।’
‘সাট-আপ! আমার নাম বিভা। আর আপনি এখানে কেন। শিক্ষক কক্ষকেও নিজের আড্ডা স্থান বানিয়ে ফেলেছেন।’
আবির চট করে উঠে দাঁড়ায়। বিভার ধমকে নাকে তীব্র রাগ দেখা যায় তার। কাঠিন্য কন্ঠে বলে,
‘সাহস হয় কি করে আমাকে ধমক দেওয়ার।’
‘আপনার সাহস হয় কি করে আমাকে প্রেমের পাঠ শিখানোর কথা বলার।’
‘তুমি আমাকে…’
‘এখানে কি হচ্ছে শুনি?’ ওয়াশরুম থেকে বেরিয়ে বলল আফিন।
‘কিছু না।’ কথাটি বলে জায়গা প্রস্থান করে আবির।
বিভা কিছুটা অবাক হয়। আফিন বিভাকে জিজ্ঞেস করে,
‘কিছু বলতে চাও তুমি?’
‘জি।’
‘বলো?’
.
.
.
#চলবে?