ভালোবাসাময় প্রহর পর্ব-১০

0
231

#গল্পের_নাম_ভালোবাসাময়_প্রহর
#লেখনীতে_Alisha_Rahman_Fiza
পর্ব:১০

রাতের কথা শেষ না হতেই রক্তিম উঠে দাড়ালো ঢুলুঢুলু পায়ে সে রুম থেকে বের হয়ে সোজা চলে আসলো অধরার কেবিনের সামনে।সেখানে এসেই দেখতে পেলো সবাই থমথমে মুখে দাড়িয়ে আছে রক্তিমের মা রক্তিমের কাছে এসে তাকে ধরে বসিয়ে দিলো রক্তিম তখন বললো,

~মা,অধরা?

রক্তিমের মা ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন,

~আমার মেয়ে একদম ঠিক আছে বুঝতে পেরেছিস।

রক্তিম স্বস্তির নিশ্বাস ছেড়ে বললো,

~আমি দেখা করতে চাই।

রক্তিমের মা তার হাত ধরে বললেন

~রক্তিম আমি চাই বিয়েটা এখনই হয়ে যাক।

মায়ের কথায় রক্তিম ভ্রুকুচকে তাকালো আর বললো,

~এসব কী বলছো মা?এখন বিয়ে কী বলছো?

রক্তিমের ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন,

~এখন আমি যা বলবো তা ভালো মতো শুনবে ডাক্তারের রির্পোট অনুযায়ী অধরা কোনোদিন মা হতে পারবে না।

মায়ের কথা শুনে রক্তিমের মাথায় আকাশ ভে/ঙ্গে পরলো সে বললো,

~মা এসব কী অধরা জানে?

রক্তিমের মা বললেন,

~উহু শুধু আমরা জানি এখন ওকে বলারও প্রয়োজন নেই আমরা চাই বিয়েটা এখন হয়ে যাক।পরে যা বলার আমরা বলবো বুঝিয়ে।

রক্তিম বললো,

~এতে তোমাদের কোনো সমস্যা নেই।

রক্তিমের মা বললেন,

~আমি যদি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের কষ্টই না বুঝতে পারি তাহলেতো আমি ভালো একজন মাও না।আজ যদি আমার মেয়ের কিছু হতো তাহলে আমি কী করতাম?

রক্তিমের মায়ের কথা শুনে অধরার মা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে।রক্তিম মায়ের দিকে সম্মানের চোখে তাকালো সবাই খুশি থাকলেও দিবার মা মুখ কালো করে দাড়িয়ে আছে দিবার মা বললেন,

~আবেগে কোনো ভু/ল সিদ্ধান্ত নিয়ো না ভাবি।

রক্তিমের বাবা বললেন,

~এসব কী বলছিস তানহা আজ যদি দিবা থাকতো এই জায়গায় তাহলে কী করতি?

দিবার মায়ের মুখটা চুপসে গেলো রক্তিম বললো,

~অধরাকে দেখতে চাই।

রক্তিমের কথায় রাত তাকে কেবিনের ভিতর নিয়ে যায় তন্নি বসে বসে অধরার সাথে কথা বলছে তখনই অধরার নজর রক্তিমের দিকে পরলো মানুষটা একদিনেই কেমন হয়ে গেছে তার চিন্তায়।রাত আর তন্নি বের হয়ে আসলো কেবিন থেকে অধরার হাত ধরে রক্তিম বসে পরে অধরার কপালে ঠোঁট ছুইয়ে বললো,

~এখন কেমন লাগছে?

অধরা অক্সিজেন মাক্সের কারণে কথা বলতে পারেনা রক্তিম অধরাকে বললো,

~দ্রুুত সুস্থ হও অধরা আমাদের যে বিয়ে করতে হবে।

শত কষ্টের মাঝেও অধরার ঠোঁটের কোণে হাসি ফুটলো রক্তিম এভাবেই অধরার পাশে বসে রইলো।রক্তিমের মা দিবার মায়ের কাছে গিয়ে বললেন,

~তানহা,তুমি এখন বাসায় চলে যাও এখানে আর কোনো কাজ নেই।

দিবার মা বললেন,

~ভাবি এসব কী বলছো আমার পরিবারের দুঃখের মধ্যে আমি তাদের সাথে থাকবো না।

রক্তিমের মা হেসে বললেন,

~এখন সব ঠিক আছে আমাদের মেয়ে এখন ঠিক আছে।

দিবার মা বললেন,

~তবুও একবার ভেবে দেখো ভাবি।

রক্তিমের মা হাত দিয়ে তাকে থামিয়ে দিয়ে বললেন,

~তোমার এসব ভাবতে হবে না তানহা।

দিবার মা কিছু না ভেবে সেখান থেকে চলে গেলো রক্তিমের মা রাতের পাশে গিয়ে বসে পরলো।রক্তিম কেবিন থেকে বের হয়ে বললো,

~মা,হাসপাতালে তো আর বিয়ে হয় না ৫দিন পর অধরাকে ডিসচার্জ করা হবে আর অধরাও ঠিক হবে একটু তাই ডিসর্চাজের পরেরদিনই আমরা বিয়ে করবো।

রক্তিমের মা বললেন,

~ঠিক আছে কিন্তু তোর সাথে আমার কথা আছে।

রক্তিম মাকে নিয়ে হাসপাতালের ক্যান্টিনে গিয়ে বসলো রক্তিমের মা বললেন,

~আমার মনে হচ্ছে ডাক্তার যা বলছে তা সব মিথ্যে।

রক্তিম অবাক হয়ে বললো,

~তুমি এসব কী বলছো?

রক্তিমের মা বললেন,

~আমি ঠিকই বলছি তানহাকে আমি ডাক্তারের রুম থেকে বের হয়ে আসতে দেখেছি আমার কেন জানি মনে হচ্ছে এসবের পিছনে তোর ফুপি আছে।

রক্তিম বললো,

~আমি অন্য ডাক্তারের কাছে নিয়ে যাবো অধরাকে। আর ফুপিকে আর এই ডাক্তারকে আমি ছাড়বোনা।

রক্তিমের মা রক্তিমের হাত ধরে বললেন,

~এখন কিছুই করিস না আগে বিয়েটা হয়ে যাক তারপর আমি অধরাকে ৬দিন পর আমার বাসায় চাই ব্যাস।

রক্তিম মায়ের হাতে চুমু খেয়ে বললো,

~তাই হবে মা তাই হবে।

রক্তিম অধরাকে একই হাসপাতালে রাখলো কিন্তু অন্য ডাক্তারের আন্ডারে সবাই যখন জিজ্ঞেস করলো এর কারণ তখন রক্তিম সবাইকে জানালো এই ডাক্তার অনেক ভালো।

৫দিন পর

অধরা আজ নিজ বাসায় চলে আসলো সে বিছানায় শুয়ে আছে আর তন্নির দৌড় ঝাপ দেখছে কালকে বোনের বিয়ে তার কতো কাজ।অধরার অনেক আজব লাগছে রক্তিমের সিদ্ধান্তে এতো তাড়াতাড়ি বিয়েটা কেন করতে চাইছে সে?এখন পর্যন্ত অধরার হাত ও পা ঠিক হয়নি তাহলে কেন এসব হচ্ছে।অধরার ভাবনার মাঝে রুমে প্রবেশ করলো রক্তিমের মা হাতে অনেক গুলো ব্যাগ নিয়ে অধরা তাকে দেখে সালাম দিলো তারপর বললো,

~আন্টি, এগুলো কীসের জন্য?

রক্তিমের মা বললেন,

~আমার মেয়ের জন্য যে কাল বউ সাজবে এগুলো পরে।

বউ শব্দটা শুনে অধরা লজ্জা পেয়ে গেলো রক্তিমের মা অধরার হাত ধরে বললেন,

~আমার কথা মনোযোগ সহকারে শুনবে কাল বিয়ে তুমি আজ রেস্ট করবে কারো সাথে দেখা করার প্রয়োজন নেই আমি তোমার মাকেও বলেছি এ কথা।

অধরা মুচকি হেসে মাথা নাড়ালো রক্তিমের মা অধরার কপালে চুমু খেয়ে বললেন,

~তুমি ঘুমাও আমি যাচ্ছি।

রক্তিমের মা রুম থেকে বের হয়ে তন্নির কাছ থেকে অধরার ফোনটা নিয়ে নিলো কারণ সে জানে দিবা আর তার মা কিছু তো একটা করবে তার জন্য সে অধরার সাথে কাউকে দেখা করতে দিবেন না আর ফোনও নিজের কাছেই রাখবেন সে মনে মনে বললেন,

~আমার ছেলের খুশি কাউকে ভ/ঙ্গ করতে দিবো না।

দিবা তার মায়ের সামনে ফুসছে সে কোথাও যাইনি বরং সে বাসায়ই ছিল।দিবার মা বললেন,

~শুনো দিবা এখন তুমি অধরার কাছে যাবে গিয়ে বলবে তার কথা শুনে তুমি দুবাই থেকে চলে এসেছো। তাকে কথার মাঝেই তুমি জানিয়ে দিবে সে যে কখনো মা হতে পারবেনা তখন দেখবে বিয়ে বন্ধ হয়ে যাবে।

দিবার মুখে হাসি ফুটে উঠলো সে ব্যাগ নিয়ে বের হয়ে গেলো অধরার বাড়ির উদ্দেশ্যে।অধরা রুমে শুয়ে আছে আর রক্তিমের সাথে কথা বলছে দিবা তার রুমে প্রবেশ করতে নিবে তখনই তন্নি এসে দিবার হাত ধরে বাহিরে নিয়ে এসে বললো,

~তুমি না দুবাইতে?

দিবা অসহায় মুখে বললো,

~অধরার কথা শুনে চলে আসলাম তন্নি অনেক কষ্ট লাগছে অধরার জন্য।

তন্নি বললো,

~আহা অনেক কষ্ট সোনা গো আমার তুমি আগে সোফায় বসো।

বলেই দিবাকে সোফায় বসিয়ে দিলো এরপর রান্না ঘরে গিয়ে শরবত বানালো সেই শরবতে ইচ্ছা মতো মরিচ দিলো।এরপর হাসি মুখে দিবার হাতে দিয়ে বললো,

~চট করে গি/লে ফেলো আপু।

দিবা একবার শরবতের দিকে তাকিয়ে হালকা ঢোক গিললো তন্নি দিবার হাত ধরে মুখের ভিতর গ্লাসটা ঢুকিয়ে দিলো সবটুকু শরবত খাইয়ে দিলো দিবাকে।দিবার মুখ দিয়ে ধোয়া বের হচ্ছে এমন লাগছে দিবা আর কিছু না বলে ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়।তন্নি দিবার যাওয়ার দিকে তাকিয়ে বললো,

~একদিনেই তুই দুবাই গিয়েছিস আর সেদিনই ফিরত এসেছোস আমাকে তুই কী ব/ল/দ পেয়েছিস ব/দ/মা/ই/শ বেডি।

অবশেষে রক্তিম আর অধরার বিয়ের দিন চলেই আসলো অধরা লাল বেনারসি পরেছে এক হাতে তার মেহেদী সে এখন বিছানার সাথে হেলান দিয়ে বসে আছে আর বরপক্ষের অপেক্ষা করছে তখনই তন্নি এসে বললো,

~বরপক্ষ চলে এসেছে।

তন্নির কথা শুনে অধরার মনে শিহরণ বয়ে গেলো তার চোখ টলমল করে উঠলো আর বললো,

~এই বুঝি সুখের মিলন।

চলবে