ভালোবাসা অবিরাম পর্ব-০৮

0
549

#ভালোবাসা_অবিরাম
#পর্বঃ০৮
#আইরাত_বিনতে_হিমি

বিয়ের দ্বিতীয় রাতে নিজের স্বামীর মুখ থেকে ডিভোর্সের কথা শুনে পায়ের নিজ থেকে মাটি সরে গেলো যেনো নিলুর চারদিক যেনো অন্ধকার হয়ে যাচ্ছে কেউ যেনো তাকে গভীর সমুদ্রে হাত পা বেধে ফেলে দিচ্ছে বুকে চিনচিন ব‍্যথা হচ্ছে অসহ‍্য যন্ত্রণায় বুক ভাসিয়ে কাদতে ইচ্ছে করছে। দুগাল বেয়ে অঝস্র ধারায় বর্ষণ হচ্ছে এক ধ‍‍্যানে আসফির দিকে তাকিয়ে আছে যেনো এই চোখ দিয়ে আসফিকে বোঝাতে চাচ্ছে এমন কাজ করতে বইলেন না আমি যে এই অসহনীয় কাজ করতে পারব না যদিও আসফি তার আকুতি বুঝতে পারিনি কারণ আকাশের দিকে তাকিয়ে কথাগুলো বলছিলো। নিলু নিজের ভেতরের যন্ত্রণাকে লুকিয়ে রেখে চোখের পানি মুঝে মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল

শুনেন

আসফি এইবার পেছন ফিরে তাকালো আর বলল

জ্বি বলো

আমি আপনার কাজ করে দিবো কিন্তু আমার একটা শর্ত আছে

জ্বি বলো কি শর্ত

আমাদের ডিভোর্সের কথাটা আপাদত কেউ জানবে না। অন্ততপক্ষে আমার মাকে কিছু জানাবেন না প্লিজ। আমাদের ডিভোর্সের পর কিছুদিন আমাকে আশ্রয় দিয়েন প্লিজ আমি তারপর নিজে কিছু একটা করে এই বাসা থেকে চলে যাবো

কোথায় যাবে তুমি নিশ্চয় মার কাছে

নাহ মার কাছে যাবো না আমার মা এই কষ্ট সয়তে পারবে না। এইটা শহর এইখানে কার সংসার ভাঙ্গলো কার সংসার গড়লো এইদিকে কারও কোনো খেয়াল নেয়। কিন্তু আমি আর আমার মা গ্রামে থাকি সেখানে এইসব নিয়ে মানুষের অনেক মাথা ব‍্যথা কেনো ঘর ভাঙ্গলো কার দোশ ছিলো নিশ্চয় মেয়ের কোনো সমস‍্যা ইত‍্যাদি আরো অনেক কিছু আমি চাই না আমার জন‍্য আমার মা এই কষ্ট টা ভোগ করুক তাই আমি সেখানে যাবো না।

এইসব কথার শেষে নিলু একটা তাচ্ছিল্যের হাসি দিলো

দেখো নিলিমা তোমার কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু আমার কিছু করার নাই আমি তো অন‍্য কাউকে ভালোবাসি আমি কীভাবে ঠকায় বলো।

নিলু আবার একটা হাসি দিয়ে বললো

মিঃ চৌধুরী আপনি ভেবে দেখুন আপনি কাকে ঠকাচ্ছেন যাই হোক আমি এইসব কথায় নাই গেলাম কি বলেন

দেখো নিলু তুমি চাইলে আমি তোমার জন‍্য এই শহরে ফ্লাট রেখে দিতে পারি টাকা পয়শা দিয়ে হেল্প করতে পারি

আরে থামুন মিঃ এতো সহানুভূতির কোনো প্রয়োজন নেই। যে স্ত্রীর মর্যাদা দিতে যানে না তার কাছ থেকে আমার এগুলো নিতে আত্মমর্যাদায় লাগবে। So please আমাকে সহানুভূতি দেখাতে আসবেন না

দেখুন আপনি কিন্তু আমায় অপমান করছেন আমি আপনার ভালোর জন‍্যই বলছিলাম

এইবার নিলু উচ্চস্বরে হেসে উঠলো আর বললো

আমার ভালো আপনি নাহয় নাই ভাবলেন। অনেক রাত হয়েছে যান ঘুমিয়ে পড়েন

আপনি ঘুমাবেন না

হ‍্যা ঘুমাবো আমি এই বেলকনিতেই শুয়ে পরবো আপনি যান বেডে যেয়ে সুয়ে পরেন

দেখো এইবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো আমার তোমার সাথে বেড শেয়ার করতে কোনো সমস্যা নাই
তবে তোমার সমস্যা হলে আমি শোভায় ঘুমাচ্ছি। শোনো নিলু তুমি আমাকে যতটা অমানবিক ভাবছো আমি ততটাও অমানবিক নয়

নাহ সমস‍্যা নাই আমি এখানে adjust করতে পারবো

আর একটা কথা বললে মুখে টেপ লাগিয়ে দেবো এতটুকো একটা পিচ্চি মেয়ে কথা বলছে কি দেখো যেনো সে অনেক বড় হয়ে গেছে।

দেখুন আমি পিচ্চি নয় আর আমাকে এইসব বলে রুমে নেওয়া যাবে না

তাই না

এই কথা বলে আসফি নিলুর হাত ধরে সামনে হাটতে শুরু করলো। আর তার কান্ডতে নিলু বললো

আরে কি করছেন কি হাতে ব‍্যথা পাচ্ছি তো ছাড়ুন বলছি ছাড়ুন

আসফি এক ধাক্কা মেরে নিলুকে খাটে ছুরে মারলো আর বললো

চুপচাপ এখানে সো আর ঘুমো আমাকে একদম রাখাবে না রাগলে আমি কি করতে পারি তা হয়তো তোমার জানা নেই

নিলু ভয়ে আর কিছু বললো না একদম খোরগশের বাচ্চার মতো চুপচাপ কাথা মুড়ি দিয়ে সুয়ে পড়লো আর আসফিও শোভায় সুয়ে পড়লো

সকাল ৮ টাহ খাবার টেবিলে সবাই বসে breakfast করছে আর serve করছে বাড়ি বউয়েরা। আজকে নিলুও সবার সাথে খাবার serve করছে যদিও সবাই বারণ করছিলো কিন্তু নিলু তা শোনেনি। খাবার শেষ করে যখন আসফি উঠে যাবে তখন আসফির বড় আম্মু রুমানা চৌধুরী বলে উঠলো

আসফি

জ্বি বড় আম্মু

আমার রুমে যাও তোমার সাথে আমার কিছু কথা আছে

ওকে বড় আম্মু

আসফি রুমানা চৌধুরীর রুমে এসে study table এর উপর থেকে একটি বই হাতে নিয়ে এদিক সেদিক ঘুরাচ্ছিলো তখনই রুমানা চ‍ৌধুরী রুমে ঢুকলো আর বললো ঐ টাহ হুমায়ূন আহমেদের চন্দ্রকথা তোমার পছন্দ হলে তুমি নিয়ে পড়তে পারো

না এইটা আমার পড়া

ওহ আচ্ছা

কি বলবে বলে ডাকছো

দেখো আসফি তুমি এখন যথেষ্ট বড় হয়েছে ভালো মন্দ বোঝার ক্ষমতা নিশ্চয় তোমার আছে আর আমি মনে করি এইবার ছেলেদের মধ‍্যে তুমিই সবচেয়ে বুদ্ধিমান সেই তুমি যদি এমন কাজ করো তখন আমরা কীভাবে মেনে নেই বলো

কেমন কাজ বড় আম্মু

এইয‍ে তুমি নিলিমাকে মানতে পারছো না। তারপর বাসর রাতে তুমি কি করছো তাও আমি শুনছি আবার নাকি রিমি সাথে বাহিরে ঘুরতেও গেছো। দেখো আসফি বিয়েটা কোনো ছেলে খেলা নয় যে তুমি চাইলে বিয়ে করবে আর যখন ইচ্ছে তা ভেঙ্গে এইটা বিয়ে আসফি এইটার মর্মতা বুঝতে শিখো

সরি বড় আম্মু তুমি খুব ভালো করেই জানো এই বিয়েটা আমি করতে চায়নি

কেনো করতে চাও বলো ঐ শিকদার গ্রুপের কর্ণধারের মেয়ে রিমিকে বিয়ে করবে বলে। আসফি তুমি কি জানো শিকদারদের সাথে আমাদেল কেমন শত্রুতা তুমি কি জানো না ঐ শিকদার তোমার বড় আব্বুর কি হাল করেছিলো মানুষটাতো মরেই গেছিলো আসফি তাহলে তুমি কি করে এতটা পাষান্ড হয়ে ঐ মেয়েকে বিয়ে করতে চাইছো তোমার কি মনে হয় না ব‍্যাপারটাহ অনেকটা rediculus person দের মতো হয়ে যায়

দেখো বড় আম্মু এইখানে তো রিমির কোনো হাত নেই

তুমি কি শিউর কোনো হাত নেই তুমি কি শিউর ওহ তোমাকে ফাসানোর চেষ্টা করছে না। কখনো কি খোজ নিয়ে দেখছো যে ওহ তোমাকে ফাসিয়ে এই বাড়ির ক্ষতি করার চেষ্টা করছে কিনা কি হলো বলো

নাহ দেখিনি তবে আমার বিশ্বাস আছে

তোমার বিশ্বাস দিয়ে তো কাজ হবে না। যদি প্রমাণ করতে পারো এর পিছনে রিমির কোনো হাত নেই রিমি আমাদের পরিবারের কোনো ক্ষতি করতে চারয় না। তাহলে আমি রুমানা চৌধুরী এই বাড়ির কর্তী তোমাকে কথা দিচ্ছি আমি নিজে দাড়িয়ে থেকে তোমাদের বিয়ে দিবো I promise you. আর যদি তা না হয় তাহলে আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে বুঝছো

হ‍্যা বুঝেছি আমাকে 1 month time দাও আমি সব কিছু ক্লিয়ার করে দিবো। আর তোমার কথা যদি সত‍্যি হয় তাহলে আমিও বলে দিচ্ছি আমি আসফি চৌধুরী নিজের পরিবারের কোনো ক্ষতি হতে দিবো না। আর যে ক্ষতি করার চেষ্টা করছে তাকেও ছেড়ে দিবো না।
আসি তাহলে….
#চলবে