#ভালোবাসা_অবিরাম
#পর্বঃ০৯
#আইরাত_বিনতে_হিমি
গোধূলি আকাশ যেনো একটুপরই সন্ধ্যা নামবে। এমনই সময় ছাদের এক কোনায় দাড়িয়ে নিজের জীবনের ছন্দ মিলাচ্ছে নিলু। ভাবনার জগতে বিভর সে একদম বিয়ে থেকে শুরু করে কালকের ঘটনা তাকে ভাবিয়ে তুলছে জীবনের ১৮ এর কোঠায়ও কারো জীবনের ভালোবাসার পাত্র হতে পারল না সে। ভেবেছিলো বিয়ের পর স্বামীকে নিয়ে সুখি হবে স্বামীর ভালোবাসা পাবে কিন্তু তার কিছুই হলো না সব যেনো গলক ধাধার মতো হয়ে যাচ্ছে এ যোনো দাবার গুটি যোনো চাল ভুল দিলেই জীবন নষ্ট হয়ে যাবে। তারই ভাবনার মাঝে তাকেপিছন থেকে কে যেনো জড়িয়ে ধরল আচমকা ঘটে যাওয়া ঘটনায় সে ভরকে গেলো এবং সাথে সাথে বলে উঠলো
কে?
ভাবিমনি আমি
ওহ মিষ্টি তুমি
হুম কেমন আছো
ভালো তুমি
ভালো
এতদিন কোথায় ছিলে তুমি
আসলে আমি তো বডিং এ থেকে পড়াশোনা করি তাই এতদিন সেখানেই ছিলাম আজ ছুটি পেয়েছি তাই ভাবলাম তোমার সাথে দেখা করে যায়
অহ আচ্ছা তা কখন আসছো
এই তো এইমাত্র দেখোনা ড্রেস চেন্স না করে তোমার সাথে দেখা করতে চলে আসছি
আচ্ছা চলো নিচে যায় তুমি ফ্রেশ হয়ে কিছু খাবে
আচ্ছা চলো কিন্তু ভাবিমণি তুমি কি ভাবছিলে
কয় না তো কিচ্ছুনা তুমি চলো তো
আচ্ছা ঠিকআছে
নিজের কেবিনে পায়ের উপর পা তুলে চিন্তিত ভঙ্গিতে বসে আছে আসফি চৌধুরী মস্তিষ্কে তার একটাই ভাবনা বড় আম্মু কি ঠিক নাকি আমার এত বছরের বিশ্বাস ঠিক তাই তো সে গোপনে রিমির পিছনে সোর্স লাগিয়েছে।তার কাছে খবর আশলো বলে
এই দিকে গাড়িতে করে ঢাকার বাহিরে যাচ্চে তাকে পিছন থেকে ফল করছে এক গুপ্তচর যা রিমির দৃষ্টির বাহিরে। রিমির গাড়ি চলতে চলতে একসময় তা একটি নির্জন রাস্তার সামনে থেমে গেলো তা দেখে গুপ্তচরও একটু আড়ালে সাইড হলো। একটুপর সেখানে দুইজন লোক আসলো যার সাথে রিমি খুব আস্তে আস্তে কথা বলছে আর খুবই সর্তকতার সাথে আশেপাশে চোখ বুলাচ্ছে এমন সময় এমনই একজনকে তার চোখের সামনে দেখলো যে সে বিশ্বাস করতে পারলো না তাই সে অতি দ্রুত তার হিডেন ক্যামেরাটি অন করে ফেললো এবং তাদের কথোপকথন ভিডিও করে ফেললো এক পর্যায়ে সবাই ঐখান থেকে চলে গেলো এবং রিমিও চলে গেলো আর তাদের সাথে সাথে গুপ্তচরও চলে গেলো এবং ফুটেচটি তার মালিককে পাঠিয়ে দিলো
সন্ধ্যায় রুমানা চৌধুরী নিলুর মাথায় বিলি কেটে দিচ্ছে আর গল্পের ছুড়ি নিয়ে বসেছে তার এমন ভাব যেনো নিলুকে ছেড়ে দিলে নিলু হারিয়ে যাবে এই কয়দিনে সে মেয়েটিকে প্রচন্ড ভালোবেসে ফেলেছে তাই তিনি নিলুকে প্রশ্ন করলেন
নিলু
হুম
আমাকে ছেড়ে কখনো চলে যাবি না তো
নিলু হেসে দিয়ে বললো এই মাকে কি আমি ছাড়তে পারি
রুমানা বললো দেখ নিলু আমি সব জানি তোর আর আসফির সব ঘটনা আমি জানি তাই বলছি আমায় ছেড়ে যাস না আমার উপর একটু ভরসা রাখ আমি সব ঠিক করে দিবো
নিলু হাসলো আর বললো আমার তোমার উপর ভরসা আছে বলেই এখনো এই বাসায় আছি
মিস্টি মেয়ে
এইদিকে নিজের কেবিনে বারবার পায়চারি করছে আসফি গোপন সূত্রে খবর পেয়েছে রিমি ঢাকার বাহিরে যাচ্ছে কিন্তু রিমি ঢাকার বাহিরে যাবে তাকে তো বলেনি এমন সময় তার ল্যাপটপে একটা নটিফিকেশন এলো তারও বুঝতে বাকি রইলো না কে মেসেজকরছে তাই আর দেড়ি না করে তাড়াতাড়ি ল্যাপটপের সামনে গেলো আর ফুটেজে চেক করে যা দেখলো তা যেনো নিজের চোখকে বিশ্বাস করার অযোগ্য
#চলবে