শ্রাবণ তোমার আকাশে পর্ব-২৮

0
471

#শ্রাবণ_তোমার_আকাশে
#লেখনীতে-ইশরাত জাহান ফারিয়া
#পর্ব___২৮

শাইনি কঠিন সুরে জিজ্ঞেস করে, ‘সত্যিই সব ঠিক আছে?’

বেলা চুপ হয়ে গেলো। এই প্রশ্নের মিথ্যে উত্তর দেওয়া ওর পক্ষে সম্ভব নয়। আর ও তো প্রতিজ্ঞা করেছিল শাইনির সাথে কথা বলবে না৷ তাহলে বলছে কেন? ভালোবাসার মানুষের ওপর যে রাগ পুষে রাখা যায় না মুহূর্তেই বুঝে গেলো সেটা। বেলা উদাস কন্ঠে বলতে নেয়, ‘আ আসলে…মন…’

শাইনি ওকে থামিয়ে দেয়। বলে, ‘তাঁর উদাস কন্ঠটা বলে দেয়, সে দূরে থাকলেও তাঁর মন পড়ে আছে ওই একটি বেপরোয়া লোকের কাছে, যে মৃত্যুর আগেও ছাড়তে চায়না তাঁকে।’

বেলা ধরা গলায় জিজ্ঞেস করে, ‘ঘা গুলো শুকিয়েছে আপনার? কষ্ট হয় না তো? ব্যথা হয় শরীরে? ভালো আছেন?’

‘হ্যাঁ, শুকিয়েছে। ব্যথা হয় বুকে। যতটা থাকা যায়, পারা যায় ততোটাই ভালো আছি আমি!’

এ পর্যায়ে বেলা আর কান্না আটকাতে পারলো না। হু হু করে কেঁদে ফেললো। ওপাশ থেকে শাইনি চুপ করে শুনলো, কাঁদুক মেয়েটা। কত কষ্টই না দিয়েছে এতদিন৷ দেখা হয় না প্রায় এগারো মাস যাবৎ। ফোনে কথা অবধি বলেনি। ইন্টারনেটের এই আধুনিক যুগে ভিডিয়ো কল দেওয়ার মতো সহজ পদ্ধতি থাকা স্বত্তেও নিজেকে দেখায়নি শাইনি। চেহারার যা বিশ্রি অবস্থা হয়েছিল, মাথায় চুল ছিলো না, ফর্সা মুখে কালচে দাগছোপ পড়ে ভয়ানক অবস্থা হয়েছিল ওর। কড়া ডোজের এন্টিবায়োটিক ঔষধ ওকে কাহিল করে দিয়েছিলো। ওকে এভাবে দেখলে বেলা খুব কষ্ট পেতো, তাই নিজের কষ্ট হলেও বেলার মুখোমুখি হওয়ার সাহস করেনি। মেয়েটা বড্ড ইমোশনাল। দেখা যাবে, ওর এই অবস্থা দেখার পর দুশ্চিন্তা করে মরবে। অবশ্য শাইনির নিজেরও কম কষ্ট হয়নি। সেই দুঃখগুলো বুকে চাপা দিয়ে রেখেই বাবার কথামতো সে চলেছে। দীর্ঘ এই পথযাত্রার সঙ্গী হয়ে অবশেষে নিজের শরীর থেকে ক্যান্সার নামক ভয়াবহ রোগটিকে বিতাড়িত করতে পেরেছে। মৃত্যুকে খুব কাছ থেকে অবলোকন করে অবশেষে সে জয়ী হতে পেরেছে। এর পেছনে অবশ্যই বেলার ভালোবাসা এবং বাবা-র দোয়া রয়েছে। আল্লাহ তায়ালা ওর মনোবাসনা পূরণ করেছেন। ওর বেলা বউয়ের সঙ্গে আরও কয়েকটি বছর বেঁচে থাকার সুযোগ করে দিয়েছেন। এ সুযোগের হাতছাড়া করবে কেন ও?

‘কান্না করে মন হালকা হয়েছে?’

‘আপনি নিষ্ঠুর।’

‘বউকে খুব ভালোবাসি।’

‘ভালোবাসলে এত কষ্ট দিতেন না৷’

শাইনি জিজ্ঞেস করলো, ‘কী করেছি আমি?’

বেলা জীর্ণ গলায় আড়ষ্ট কন্ঠে বলল, ‘জানেন না? ওহ, আমাকে তো ভুলেই গেছেন এখন! আমি আর কে?’

শাইনি হাসি চাপিয়ে বলল, ‘আসলেই তো! কে তুমি রমণী, হৃদয়হরণী?’

বেলা বলল, ‘আচ্ছা আ.. আপনি কী ওখানে কোনো সাদা চামড়ার মেয়েকে দেখে প্রেমে পড়ে গেছেন?’

শাইনি ভ্রু কুঁচকে তীক্ষ্ণ কন্ঠে জিজ্ঞেস করলো, ‘কেন বলো তো?’

বেলা বলল, ‘তাহলে আমাকে দেখা দেন না কেন আপনি?’

‘দূরে আছি তাই।’

‘ভিডিয়ো কলে আসুন না, দেখি আপনাকে। আপনার বুঝি আমাকে দেখতে ইচ্ছে করে না? কতদিন দেখিনা আপনাকে!’

শাইনি দৃঢ় কন্ঠে জবাব দিল, ‘না।’

বেলা আহত হলো, ‘কেন?’

‘ওটা উহ্য থাকুক।’

বেলা মন খারাপ করে ফেললো, ‘বউ তো পুরাতন হয়ে গেছি৷ এবার আপনি নতুন কাউকে জুটিয়ে নিন। আমি বাঁধা দেব না।’

শাইনি ম্লান হেসে বলল, ‘তোমার বাঁধা মানছেই বা কে? আমার বউকে আমি জুটিয়ে নেব, তাতে কার কী সমস্যা থাকতে পারে!’

বেলা রেগে বলল, ‘আপনি ফোন দিবেন না আমাকে।’

‘কেন?’

‘আপনি এখন আমার সাথে কথা বলতে ইচ্ছুক নন, বুঝতে পারছি। এতদিন যখন না বলে থাকতে পেরেছেন, বাকি দিনও পারবেন। আমার মতো নগন্য একটা মেয়েকে মনে রেখে কার কী লাভ বলুন। ওই দেশে চোখের সামনে সারাক্ষণ সাদা সাদা চামড়ার মেয়েরা ঘুরাঘুরি করে, দেখতে নাকি খুব সুন্দর। আব্বু বলেছে। আপনি হয়তো সেজন্যই আমার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলেছেন। যতই হোক, আমি তো আর সাদা চামড়ার অধিকারীনি নই।’

বেলার কন্ঠের তেজের সাথে সাথে ওর জেলাসি ভাবটা বেশ বুঝতে পারলো শাইনি। ও মিটিমিটি হেসে যাচ্ছে, তবে বেলা বুঝতে পারলো না। এতদিন পর শাইনির সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে বেচারি ইমোশনাল হয়ে পড়েছে, যার দরুন বাচ্চাদের মতো আবোলতাবোল বকেই যাচ্ছে। একপর্যায়ে ফোন কেটে দিলো বেলা। শাইনি ব্যাক করলো না। বেলা তাতে প্রচন্ড ক্ষেপলো। রাগে,দুঃখ ওর কান্না পেলো আবারও। আসলেই শাইনি ওকে আগেরমতো ভালোবাসে না। শুধু মুখে মুখেই ওর যত মধুর কথা। কল করতে গিয়েও আর ফোন করলো না শাইনিকে। ও দেখতে চায় শাইনি ওকে ফোন করে কি-না। কিন্তু না, সেইদিন আর ওই নম্বর থেকে আর কোনো ফোন আসেনি। বেলা প্রচন্ড হতাশ হলো। কী দরকার ছিল তখন রাগ করে ফোন কেটে দেওয়ার? শাইনি হয়তো কষ্ট পেয়েছে ওর আচরণে, তাই আর কল ব্যাক করেনি। নিজের ভুল বুঝে পেরে নিজেই নিজের কপাল চাপড়ালো বেলা। তখুনি ফোনটা টুং করে শব্দ করে ওঠলো। বেলা বিরক্তি নিয়ে ফোনটা হাতে নিলো। স্ক্রিনে তাকিয়ে দেখলো শাইনির নম্বর থেকে ম্যাসেজ এসেছে৷ গোটা বাংলা অক্ষরে লেখা ম্যাসেজটা কোনো হুমকির চেয়ে কম কিছু নয়।

‘প্রতিটি মানুষের সুস্থ থাকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় যে জিনিস, সেটা হলো খাবার। আর তুমি কী করছো? না খেয়ে আমাকে মিথ্যা বলছো? তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি মোটেও। খেয়ে নাও, নয়তো আমি আর কখনোই ফোন দেব না। আর না দেশে ফিরবো। তুমি কী ভেবেছো আমি তোমার সম্বন্ধে কিছু জানি না? তোমার শান্ত গলায় বলা কথাগুলো যে মিথ্যে তা আমি বুঝতে পারবো না? তুমি আসলে আমাকে পুরোপুরি চিনে ওঠতে পারোনি। আমার রাগ সম্বন্ধে একটু ধারণা আছে তো তোমার? নিজের প্রতি এতটা অবহেলা করে কী বোঝাতে চাও? আমাকে খুব ভালোবাসো! আমাকে ভালোবাসলে, আমার মানুষটার প্রতি যত্ন নিতে কার্পণ্যবোধ করতে না প্রিয়। কখনো মিথ্যে বলবে না, আই নিড অ্যাকুরেট আন্সার অলওয়েজ। আমি কাউকে ওয়ার্নিং দেই না। তুমি আমার ‘প্রিয়’ বলেই ওয়ার্নিং দিয়েছি। সেকেন্ড চান্স পাবে না। মিথ্যেটা অন্তত আমার সাথে বলো না। সো, কিপ ইটিং!’

ম্যাসেজটা পড়ে বেলা এক মুহূর্ত দেরি না করে ঘর থেকে বেরিয়ে গেলো। দুপুরের খাবার নিয়ে বসলো। সীমা বেগম অসময়ে মেয়েকে খেতে বসতে দেখে খুব অবাকই হলেন, তবে মনে মনে খুশিও হলেন। যাক, মেয়ের মতি ফিরেছে। নিজের চেহারা-শরীরের যা হাল করেছে তাতে মাঝেমধ্যে নিজের মেয়েকে চিনতেই পারেন না তিনি। আর বেলা গপগপিয়ে খাচ্ছে। যেন শাইনি ওর সামনে বসে জ্বলন্ত দৃষ্টিতে ওকে অবলোকন করে যাচ্ছে, না খেলে, নিজের যত্ন না নিলে শাইনি যে আর ফিরবে না, যেন বারবার তা মনে করিয়ে দিচ্ছে। পেটপুরে খেয়ে নিজের ঘরে ফিরে এলো বেলা। বিছানাপত্র গুছিয়ে, কাপড় নিয়ে গোসলে ঢুকলো। সময় নিয়ে গোসল সেরে ঘরে এসে দেখলো শিলা ওর বিছানায় শুয়ে আছে। উলটো ঘুরে শুয়ে থাকায় বেলা উঁকি দিয়ে দেখলো, শিলা ভাতঘুম দিয়েছে। মেয়েটার মায়াভরা মুখখানি দেখে মায়া হয় বেলার। বাবা-মা, পরিবার থাকতেও ওদের সাথে নেই ও। নাজনীন বেগমের ভুলের জন্য ষোড়শী মেয়েটা আজ নিজের মায়ের কাছ থেকে দূরে৷ এ বয়সে মেয়েরা একটু বেশিই আবেগী হয়। কাছের মানুষদের কাছ থেকে প্রতারিত হওয়া ওদের সহ্য করতে পারে না। শিলাও পারেনি নিজের মা’কে ক্ষমা করতে। আচ্ছা, শাইনি কী সবকিছু জেনে গেছে? নাজনীন বেগম যে ওর মা নয় তা কী জানে? হয়তো না..তাহলে সবচেয়ে বড় আঘাতটা ও-ই পাবে। বেলা একটা দীর্ঘশ্বাস ফেলে ভেজা কাপড়গুলো বারান্দায় মেলে দিলো। তারপর ঘরে এসে বিছানায় বসে ফোনটা হাতে নিলো। নোটিফিকেশন চেক করতে গিয়ে দেখল হোয়াটস অ্যাপে শাইনি লিখেছে ‘খাওয়া হয়েছে, ভেরি গুড। নিয়মিত চালিয়ে যাও। ব্যতিক্রমী হয়ো না!’

বেলা আশ্চর্য হয়ে মনে মনে বলল, ‘ওনি কীভাবে জানলো এটা?’ তারপর ম্যাসেজ লিখলো, ‘আপনি কীভাবে জানলেন এটা?’

‘সিক্রেট।’

‘দেশে ফিরবেন কবে?’

‘বিয়ের সময়!’

বেলা বিস্ফোরিত নয়নে তাকালো লেখাটার দিকে। বিয়ে? কার বিয়ে? কীসের বিয়ে? শাইনি ওকে রেখে অন্য কাউকে বিয়ে করবে? এসব বলছে কী ও? কাঁপাকাঁপা হাতে টাইপ করল, ‘মানে?’

‘রিভেঞ্জ। তোমার বাবা আমাকে যা জ্বালিয়েছে তার শোধ নিতে হবে না?’

‘তাই বলে আপনি আরেকটা বিয়ে করবেন?’

‘তোমার বাবা একটা চিজ। এবার শোধ নেওয়ার পালা।’

‘আপনি সবসময় আমার বাবার কথা ভাবেন। ওনার সাথেই আপনার শত্রুতা। আমি কে তাহলে?’

‘তুমি আমার বউ।’

‘বউ থাকতেও আপনি বিয়ে করবেন, তাও আবার আমার বাবার জন্য?’

‘তোমার বাবাকে বোঝাতে হবে না, আমি ভালো ছেলে, ভালো মেয়ে ডিজার্ভ করি! আমি অবশ্যই একটা ভালো মেয়েকে বিয়ে করে তোমার বাবার সামনে গিয়ে বলবো দেখুন শ্বশুরমশাই, ভালো মেয়েরাই আমাকে বিয়ে করে। খারাপ মেয়েরা নয়। খারাপ মেয়েরা তো শাইনির পায়ের তলায় থাকার যোগ্যও নয়!’

বেলা ক্ষেপাটে গলায় আওয়াতে আওড়াতে লিখল, ‘দ্বিতীয় বিয়ে করতে গেলে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হয়। আমি মরে গেলেও সেই অনুমতি দেব না আপনাকে।’

ওপাশ থেকে নীরবে হেসে শাইনি টাইপ করলো, ‘দেশে ফিরি? তারপর দেখা যাবে, তুমি কীভাবে অনুমতি না দিয়ে থাকতে পারো। দরকার হলে আবার কিডন্যাপ করবো, জোর করে অনুমতি নেব।’

বেলা অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে তাকিয়ে দেখলো। আর কোনো উত্তর দিলো না৷ এবার সে নিশ্চিত, শাইনি ওকে আর ভালোবাসে না। উপরে উপরে ‘ভালোবাসি ভালোবাসি’ বলে ওর শুধু মন রক্ষা করার জন্য। নয়তো কখনোই দ্বিতীয় বিয়ের কথা মুখে কেন মাথায়ও আনতো না। ওর জায়গা কাউকে দিয়ে দেওয়ার কথা ভাবতো না। বেলা অভিমান নিয়ে লিখল, ‘তাহলে আমিও আরাফাতকে বিয়ে করে নেব। আপনি সুখে থাকুন।’

চলবে…ইনশাআল্লাহ! মতামত জানাবেন আশা করি।