সম্পর্কের বন্ধন পর্ব-০৭

0
5005

গল্প–#সম্পর্কের_বন্ধন
লেখিকা– #সোনালী_আহমেদ

৭.

রিপার দিকে তাকাচ্ছে না। তাকালেই দেখবে মেয়েটা তার উপর উপহাস করছে। কি দরকার যেচে যেচে লজ্জা পাওয়ার? সে মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে রইলো।
রিপা কোনোরকম রিয়েক্ট করলো না। তার মুখশ্রী দেখে বুঝবার জো নেই সে কী ভাবছে? শ্যামলের কথাকে গুরুত্ব না দিয়ে প্রশ্ন করলো,

‘ আপনার লক্ষ্য কি?’

শ্যামল ভ্রু কুচকালো। সে বুঝতে পারছে না রিপা কি বলছে? তার আবার কিসের লক্ষ্য? মেয়েটা বোধ হয় আধা পাগল-টাগল হয়ে গিয়েছে তাই হাবিজাবি বলছে। সে জোর গলায় বললো,

‘আমার কোনো লক্ষ্য-ফক্ষ্য নেই। আপনাকে সত্যি ভালো লাগে আমার সেটাই বলেছি। ‘

‘আরে দূর, আমি বলতে চাইছি, কোন উদ্দেশ্যে আমাকে সব বলেছেন। অর্থাৎ আমাকে দিয়ে কি করাতে চান?’

শ্যামল কথাটির অর্থ ধরে ফেলতেই অকপটে জবাব দিলো,

‘ আপনার আমাকে সাহায্য করতে হবে। আমি প্রমাণ ছাড়া পীরের কিছুই করতে পারবো না।’

‘কেমন সাহায্য?’

শ্যামল সিরিয়াস ভঙ্গিতে হাত নাড়িয়ে বলা শুরু করলো,

‘ প্রথমত আমাদের খুবই সাবধান থাকতে হবে। নাহলে গতবারের মতো মা আমাকে অবিশ্বাস করে অন্য কোথাও শিফ্ট করবে। ওহ,আপনি তো জানেন না। আমি শর্টকাট বলছি, গতবার ভাবীর মরার পরেই আমি অনেক ঝামেলা করেছিলাম, পুলিশ নিয়ে এসেছিলাম। তখন উনারা কোনো প্রমান না পেয়ে উল্টো আমার থেকে জরিমানা নিয়েছিলেন। মা রাগ করে আমাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন। কয়েকমাস আমি ব্যাচেলর হোস্টেলে ছিলাম। শেষে, পীরের ভক্ত হওয়ার নাটক করে মায়ের বিশ্বাস অর্জন করেছি। এবং মায়ের বাধ্য সন্তানের মতো আচরণ করছি। ‘

রিপা ঠোঁট বাঁকিয়ে বললো,

‘ওরে বাবারে, এত ক্লাইম্যাক্স। ‘

‘ আরো কত কি যে দেখেছি। আচ্ছা বাদ দেন। শুনেন, আমার কাছে খুবই দূরদান্ত প্ল্যান আছে। প্ল্যান হলো……’

রিপা মনোযোগ দিয়ে সব শুনছে। শ্যামলের প্রতি কথায় সায় দিচ্ছে, যেনো সে খুব বুঝেছে। শ্যামলও তালে তালে তাকে বুঝাতে লাগলো।

-রাতের শেষ প্রহর চলছে। চারপাশে থমথমে নিরবতা। কোথাও কোনো সাড়া নেই। সবাই বেঘোরে ঘুমুচ্ছে। শুধু ঘুম নেই দুজোড়া চোখে। একে অপরের সাথে বিস্তৃত আলোচনা নিয়ে বসেছে। যেনো আজ রাতেই সবকিছু জেনে নিবে। কথাবার্তা শেষ হওয়ার বেশ কিছু সময় পর হঠাৎ রিপার মনে পড়লো সে ইমনের থেকে শুনেছে, নুহা প্রতিরাতে শ্যামলের ঘরে যায়। মনটা ভীষণ তেতে উঠলো। রাগি রাগি ভাবে শ্যামলের বাহুতে খোঁচালো। শ্যামল তাকাতেই
রাগান্বিত কন্ঠে বলে,

‘ ওই নার্স প্রতিরাতে আপনার ঘরে যেতো কেনো? অস্বীকার করার ভুলেও চেষ্টা করবেন না।’

মেয়েরা বড়ই অদ্ভুত। কারণবিহীন হুটহাট তাদের মুড বদলে যায়। এদের বুঝা শুধু কঠিন নয়, অসম্ভবও বটে। কথাটা ভেবেই চোখ মেলে তাকালো শ্যামল। অস্বীকার করতেই নিচ্ছিলো, কিন্তু রিপার শাসানো রুপ দেখে থেমে গেলো। শ্যামল দুষ্টু হেসে বলে,

‘কেনো আবার বুঝো না?’

কথাটা শেষ করে পলক ফেলবার সময় পেলো না শ্যামল। রিপা ঝট করে ওকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিলো। গলায় এক হাত দিয়ে চেপে বললো,

‘ ঢং করছেন?ঢং? মজার ছলে বললেও, আমার কেনো মনে হচ্ছে এমন কিছুই হয়েছে।’

শ্যামল হাত সরিয়ে কাশতে লাগলো। কাশতে কাশতে থেমে থেমে বললো,

‘ আ আরেহ! ও আসতো, আ আমি কি যেতাম নাকি? আমি তো বারণ করতাম। কিন্তু সে আমাকে ইম্প্রেস করতে আসতো। ‘

‘তো আপনিও নাচতে নাচতে গলায় ঝুলে যেতেন?’

‘না,না। বকাঝকা করে বের করে দিতাম। এরপরেও বেহায়ার মতো প্রতিদিন আসতো। কসম, আমাদের ভেতর তেমন কোনো রিলেশন নেই। বিলিভ মি।’

‘ আমার দাদী বলে, পুরুষ আর বিড়াল এ দুই জিনিসকে বিশ্বাস না করতে, কারন এরা যেখানে সেখানে মুখ দেয়। ‘

রিপার ভ্রু নাচানো কথায় বেকায়দায় পড়ে গেলো শ্যামল। এখন কীভাবে বিশ্বাস করাবে সে সত্যিই নুহার সাথে কিছু করে নি। মনে মনে আল্লাহকে ডাকলো তাকে সাহায্য করতে। এজন্যই চালাক বউ বিয়ে করতে নেই। বউ হবে সিদাসাদা গাঁধার মতো। তাকে যেভাবে বলবে সেভাবেই চলবে। তাহলে সংসারে অশান্তি, জ্বালা-যন্ত্রণা এসব দেখা দিবে না। শ্যামল বড্ড ভুল করেছে। তার উচিত ছিলো, সাদাসুন্দর গোলগাল আর কান্ডজ্ঞানবিহীন মেয়েকে বিয়ে করা। তাহলে তার সংসার স্বর্গ হতো। শ্যামল নিষ্পাপ বাচ্চাদের মতো মুখ বানিয়ে রিপার পানে চেয়ে রইলো। রিপা তার কাছ থেকে সরতে সরতে বললো,

‘ সময় শেষ হয় নি,এখনো অনেক সময় রয়েছে। কখনো যদি কানে আসে আপনাদের মধ্যে কিছু ছিলো, মনে রাখবেন সেদিন আপনার জীবনের শেষ দিন করে ছাড়বো। সাবধান করে দিলাম! ভালো হয়ে যান।’

শ্যামল ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। তার মনে হচ্ছে, এতক্ষণ তার মাথার উপর বস্তা,না না বস্তার পুরো গোডাউন ছিলো। স্বস্তির নিঃশ্বাস ফেলে সোজা হয়ে বসলো। আপাতত সবকিছু ঠিক হয়েছে। নিজেকে ধাতস্ত করে শাঁসালো নুহা থেকে তাকে দূরে থাকতে হবে। শুধু দূরে নয় মহাদূরে। নাহলে কখন কোন কেলেঙ্কারি ঘটবে কে জানে? মেয়েরা হলো এটম বোম্ব। এরা তুচ্ছ কারণেও ফেটে যায়। পুরুষদের খুবই সাবধান থাকতে হবে নাহলে পলকেই ছাড়খার হয়ে যাবে। ভেবেই লম্বা নিঃশ্বাস ফেললো শ্যামল।


চৈত্রমাস। চারপাশ রোদের উত্তাপে গরম হয়ে আছে। ঘর থেকে পা ফেলতেই মনে হচ্ছে চামড়া জ্বলে যাচ্ছে। এ অতিরিক্ত গরমের কারণ কি? চারদিকে গাছপালা কেটে ফেলায় এত গরম পড়ছে নাকি জ্বালানি হতে নির্গত কার্বন মনোক্সাইডের প্রভাবে? শ্যামল ভ্রু কুচকে ভাবছে। তার ভাবনা-চিন্তার পরিসর বিস্তৃত। তার সবকিছুতে যুক্তি লাগে। যুক্তি না থাকলে সে ওই জিনিস নিয়ে ভাববে না। কাঠফাটা গরমের মধ্যে মাজারের বাহিরে বসে থাকতে বড্ড বিরক্ত হচ্ছে শ্যামল। সকাল না হতেই নির্মলা বেগম তাদের সবাইকে নিয়ে পীরের দরবারে হাজির হয়েছেন। উদ্দেশ্য হলো রিপার জন্য পীরের আশীর্বাদ। এই পীর সাহেবের আগে কিছুই ছিলো না, অথচ এখন কত কি। তার সেবায় পাঁচ ছয়জন নিয়োজিত। তারউপর সে বিশাল এক মাজার বানিয়েছে। রাস্তা দিয়ে যে পথচারী যায়, সে এসে কিছুক্ষণ কান্নাকাটি করে কতগুলো চকচকে নোট দানবাক্সে ঢুকিয়ে যায়। শ্যামল ভীষণ চিন্তিত, এ লোকের তো বিরাট ধান্ধা হয়েছে। খুবই জোরালো প্রমান না পেলে এসব অন্ধভক্ত তাড়ানো তার জন্য কঠিন হয়ে পড়বে।

রিপা ইমনের দ্বিতীয় স্ত্রী সেজে পীরের এক কক্ষে বসে আছে। নিখুঁত ভাবে সে অভিনয় করে যাচ্ছে। পীরের কক্ষের দরজা লাগানো। নির্মলা বেগম সহ বাকিরা বাহিরে দাড়ানো। পীর সাহেব এখন ধ্যান করছেন। উনি ইমনের প্রথম স্ত্রীকে আহ্বান করছেন। কিছুক্ষণের মধ্যেই সে আসবে। হঠাৎ করে রুমের বাতি নিভে গেলো, এক দমকা বাতাস এসে গা ছুঁলো। রিপার শরীর চমচম করে উঠলো। পীর হুংকার দিয়ে ইমনের প্রথম স্ত্রীর রুপ ধারন করে নিলেন। তিনি মোটা স্বরে বললেন, ‘ কেমন আছো রিপা?’

রিপা বললো, ‘ ভ্ ভালো আছি।’

পীর নাটকীয় ভঙ্গিমায় রিপার সাথে কথা বলতে লাগলো। রিপাও দক্ষতার সহিত অভিনয় চালিয়ে যাচ্ছে। সে ভীষণ ভয় পাচ্ছে এমন ভান ধরলো। পাঁচ মিনিট না যেতেই পীর সাহেব আবারো শরীর ঝাঁকিয়ে নিজের অস্তিত্বে ফিরে এলেন। বাহির থেকে এক রক্ষী দরজা খুলে দিতেই হুড়মুড় করে রিপার পরিবার ডুকে পড়লো। তারা তাকে একে একে এ প্রশ্ন, সে প্রশ্ন করতে লাগলেন। রিপা উচ্ছ্বাসের সহিত বললো,

‘মা,মা আমি আপুর সাথে কথা বলেছি।’

নির্মলা বেগম পীরের দিকে শ্রদ্ধার দৃষ্টিতে তাকিয়ে বললেন,

‘এ সবই উনার কান্ড। আমি তোকে সকালে বলেছিলাম না উনার কত ক্ষমতা। এবার নিজের চোখে দেখলি তো।’

‘হ্যা, মা। ‘

নির্মলা বেগম ফিসফিস করে বললেন,

‘এবার হাতের ওই বালাজোড়া খুলে দে। সাহেব খুবই খুশি হবেন। উনি না করবেন,তুই জোর করে দিস।’

পীরের কানে স্পষ্ট কথাটা ডুকেছে। রিপা এক পলক তার দিকে তাকিয়ে বললো,

‘ কিন্তু মা, আপু তো বলেছে আমার শরীরে সবসময় এইসব অলংকার রাখতে। তিনি এগুলোতে ফুঁ দিয়ে দিয়েছেন, এখন নাকি কেউ আমার ক্ষতি করতে পারবে না। আমি কি দিয়ে দিবো?’

‘সত্যি বলছিস? না, না, বাপু তাহলে দরকার নেই।’

‘হ্যা,সত্যি। সাথে এটাও বলেছেন উনার অলংকার গুলো যেনো সাহেব-বাবা থেকে নিয়ে যাই। ওগুলা নাকি তিনি আমার জন্য রেখেছেন। আমি কতবার না না বলেছিলাম, কিন্তু উনি কঠিন আদেশের সুরে বলেছেন আমি যদি এসব না নেই তাহলে নাকি কখনো ইমন সুস্থ হবে না। ওরা নাকি উনার পিছন ছাড়বেন না।এখন আপনি বলেন আমি কি করবো?’

সাহেব-বাবা বিস্ফোরিত চোখে তাকালেন। তার মুখশ্রী দেখলে যে কেউ বলবে সে তার জীবনে এ প্রথম এতটা আশ্চর্য হয়েছে। এবং এমন আশ্চর্য সে আর কোনোদিন হবে না। সে তৎক্ষণাৎ ঘাড় হেলিয়ে বললো,

‘মিথ্যা বলছে এই মেয়ে। আমি এসব কিছুই বলি নি।’

কথাটা বলেই জিভ কাটলো সে। মুখ ফসকে কি বলে ফেললো। তারা তাকাতেই সে কথাটা ঘুরিয়ে বললো,

‘আমার কথার অর্থ হলো প্রিতী এসব কথা কেনো বলবে? এত দিনেও তো কখনো বলে নি।’

রিপা বলে,

‘ এতদিন বলে নি, আজ বলেছে। আপনি না দিলে আমার কি? ইমন সুস্থ হবে না এটুকুই তো?
আচ্ছা এটা বলেন তো,আপনি কীভাবে জানলেন মিথ্যা? তখন তো আপনার মধ্যে আপু ছিলেন। তাহলে উনি কি বলেছেন সেসব তো আমার জানার কথা। তাই না?’

পীর থতমত খেয়ে গেলো। কথা বলার মতো কিছু খুঁজে পাচ্ছেন না। নির্মলা বেগম খুশি খুশি মুখে বলে,

‘ বলেছে বলেছে পীরসাহেব। বউটা ছিলোই এমন উদার। আপনি দিয়ে দেন। ওসব সে পড়ে দিয়েছে। এগুলো পরলে আমার ছেলের মঙ্গল হবে, সে দ্রুতই সুস্থ হয়ে উঠবে।’

সাহেব-বাবা ক্ষুব্ধ দৃষ্টিতে তাকালেন রিপার দিকে। তার দৃষ্টি দেখে রিপার মনে হলো, লোকটা তাকে একা পেলে না চিবিয়ে গিলে খাবে। রিপা না দেখার মতো নির্মলা বেগমের সাথে বানিয়ে বানিয়ে এটা সেটা বলতে লাগলো। পীর যা বলেছিলো তার একটা শব্দ ও বললো না। তা দেখে পীর আরো ক্ষুব্ধ হলো। খুবই কষ্টের সহিত তিনি রিপার হাতে জিনিসগুলো এগিয়ে দিলেন। রিপা নিতে যেয়ে দেখলো, তিনি শক্ত করে ধরে রেখেছেন। রিপাও জোর করে টেনে নিয়ে নিলো। পীর সাহেব কঠিন দৃষ্টি নিক্ষেপ করলেন সাথে সাথে রিপা চোখ টিপে তার দিকে হাসি ছুড়ে দিলো।

#চলবে….