হবে কি আমার পর্ব-০৫

0
3603

#হবে_কি_আমার💞
#writer_Ruhi_mondal
#পর্ব_5

সন্ধ্যা সাড়ে সাতটা,,

অরিন্দম প্রায় অনেকক্ষণ থেকে বাড়ি কলিং বেল বাজাচ্ছে কিন্তু ভিতর থেকে কোনো রেসপন্স আসছে না, অনেকক্ষণ হয়ে যাওয়ার অরিন্দম একটু ঘাবড়ে যায়, ডুবলিকেট চাবি নিয়ে বাড়ির গেইট খুলে বাড়ি ঢুকে দেখে চারিদিকে অন্ধকার হয়ে আছে, অরিন্দম সারাদিন অনুর চিন্তায় মনোযোগ দিয়ে কাজ করতে পারিনি,এইজন্য তাড়াতাড়ি বেরিয়ে অনুর জন্য প্রয়োজনীয় শপিং করে বাড়ি ফিরেছে কিন্তু এমন অবস্থা দেখে আরো ঘাবড়ে যাচ্ছে মেয়েটা অন্ধকারে কি করছে,, ভেবে হাতে থাকা ব্যাগ ছুড়ে সোফায় ফেলে এক প্রকার দৌড়ের উপরে চলে যায় অন্ধকারে, রুমে গিয়ে ফোনে টর্চ জ্বালিয়ে বউ, বউ ,করে ডাকতে থাকে কিন্তু কোন শব্দ না পেয়ে তার গলা যেন শুকিয়ে আসছে, সে পুরো ঘর খুঁজে ছাদে গিয়ে অনুকে পেলো না, এতক্ষণ পর তার মনে আসলো যে অন্ধকার কেন? তাই সে ইলেকট্রিক চেক করতে চলে গেল গিয়ে দেখে ফিউজ উড়ে গিয়েছে ফিউজ ঠিক করে ড্রয়িং রুমে এসে দেখতে থাকে কিন্তু সে অনুকে দেখতে পাচ্ছে না,অরিন্দম এবার অত্যন্ত ভয় পেয়ে যায় তরতর করে ঘাম বের হতে লাগল সে ভাবছে মেয়েটা কোথায় চলে গেল? কলকাতা শহরে একা ছোট মেয়ে যদি কোনো খারাপ কিছু হয়ে যায়!! আর অনুকে ছাড়া ও থাকবে কি করে? কিভাবে থাকবে তাকে ছাড়া? একদিনে যে এতো মায়া বেড়ে গেছে, অরিন্দম কিচেনের কথা মনে পরতে পাগলের মত ছুটে পা বাড়াতে গিয়ে থেমে গেল হঠাৎ কারো কান্নার আওয়াজ ভেসে এলো কানে,,,কান্নার শব্দ অনুসরণ করে ধীরপায়ে এগিয়ে এসে চমকে উঠল কারন ডাইনিং টেবিলে একটা কোনে গুটিশুটি হয়ে হাঁটুর মধ্যে মুখ গুঁজে বসে ফুঁফিয়ে ফুঁফিয়ে কেঁদে চলেছে অনু,, অরিন্দমের যেনো প্রাণ ফিরে পেল, তবুও অনু কাঁদছে কেনো এটা ভেবে দ্রুত পায়ে গিয়ে অনুর সামনে বসে ওর মাথায় হাত বোলায়,, অনু মাথায় কারো স্পর্শ পেয়ে মাথা তুলে অরিন্দম কে দেখে কেদে উঠল তারপর অরিন্দমের গলা জড়িয়ে ধরে,,,,অরিন্দম টাল সামলাতে না পেরে একটু পরে যেতে গিয়েও নিজেকে সামলে নিয়ে অনুর মাথায় আলতো ভাবে হাত বুলিয়ে নরম সুরে বলে,,

_______”কি হয়েছে বউ, তুমি কাঁদছো কেন?”

অনু হেঁচকি তুলে কেঁদে ওঠে বলল,,

________ “বরবাবু তুমি আমাকে রেখে চলে গিয়েছিলে কেন? জানো আমার কত ভয় করছিল অন্ধকারে! তুমি কেন চলে গিয়েছিলে?”

অরিন্দম অনুকে কি করে বোঝাবে সেটাই ভাবছে,, তারপর অনুকে বুক থেকে উঠিয়ে অনুর দুগালে হাত রেখে বলে,,

_____বউ আর কাঁদতে হবে না,, আমি এসে গেছি তো, এবার চুপ করো!!

অনু নাক টেনে টেনে বলল,

_____”বরবাবু তুমি আমাকে আর ছেড়ে চলে যাবে না বলো?”

অরিন্দম অনুর চোখের জল মুছিয়ে দিয়ে বলল,

_____”না বউ যাবো না!!!” তারপর অনুর মুখটা দেখে হালকা হাসে,কারন অনুর চোখে মুখে কাজল লেপ্টে আছে, লিপস্টিক ও ঠোঁটের চারিপাশে মাখামাখি হয়ে গেছে, এই অবস্থা তেও অনুকে খুব কিউট দেখতে লাগছে!! অরিন্দম কে হাসতে দেখে অনু ঠোঁট ফুলিয়ে বলে,,

________’বরবাবু আমি কাঁদছি তুমি হাসছো কেন?”

অরিন্দম এবার নিজের হাসি চেপে রেখে বলল,

_______”ঠিক আছে আমি আর হাসবো না তুমি কান্না বন্ধ করো আর রুমে গিয়ে ফ্রেশ হবে চলো, বলে হাত ধরে তুলতে গেলে,,

অনু মুখ ফুলিয়ে বলে,,

______বরবাবু আমার পায়ে লেগেছে আমি হাটতে পারছি না!!অরিন্দম তাড়াতাড়ি করে আবার বসে পড়ে অস্থির হয়ে অনুর পা চেক করতে লাগে আর বলতে থাকে,,, কোথায় লেগেছে? কী করে লাগল?,

অনু কাঁদো কাঁদো হয়ে বলে,

_______”অন্ধকারে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে শাড়ি পেঁচিয়ে পরে গেছি,, অরিন্দম দেখল পায়ে খুব একটা লাগেনি সামান্য ফুলে উঠেছে, তাই সে অনুকে পাজা কোলে নিয়ে রুমের দিকে যেতে থাকে,অনু খুশি হয়ে বলতে থাকে,,

_____ “বরবাবু তুমি আমাকে কোলে নিয়েছো আমার খুব মজা লাগছে!”

______________

খাটের ওপর বসে আয়নায় নিজের মুখ দেখেই চোখ বড় বড় করে তাকিয়ে আছে অনু, অরিন্দম গেছে ফ্রেশ হতে ,অরিন্দম বেরোতে অনু নিজের মুখ দেখে এতক্ষণ মিটমিট করে হাসছিল এবার খিলখিল করে হেসে ওঠে,অরিন্দম চুল মুছতে মুছতে চোখ ছোট ছোট করে অনু কে বলল,

________বউ তুমি এমন হাসছো কেন?

অনু হাসি থামিয়ে বলে,

_______”বরবাবু আমাকে দেখে ভূতের মত লাগছে এই জন্য তুমি তখন হাসছিলে? অরিন্দম কথাটা শুনে মুচকি হাসলো!

_________বরবাবু আমাকে নিয়ে চলো আমি মুখ ধোবো, অরিন্দম ও বাধ্য ছেলের মতো অনুকে কোলে নিয়ে ওয়াশরুমে গিয়ে দাঁড় করিয়ে দেয়, তারপর অনুর জন্য আনা প্লাজো আর একটা কুর্তি ধরিয়ে দিয়ে চেঞ্জ করতে বলে বাইরে চলে আসে,,অনু চেঞ্জ করে অরিন্দম কে ডাকে সে বেচারা আবার গিয়ে তাকে কোলে নিয়ে খাটে এসে বসায়!”

________________

দুজনে একসাথে ডিনার করার পর ছাদে এসে দোলনায় দুজন বসে আছে, অরিন্দমের মনটা আজ খুব খুশি এতদিন পর তার পাশে কাউকে পেয়েছে! অরিন্দম চাঁদের দিকে তাকিয়ে আছে, আর অনু অরিন্দমের দিকে, অনেকটা সময় নীরবতার পর অনু বলল,,

________ “জানো বরবাবু তুমি না খুব ভালো, আমার তোমাকে খুব ভালো লাগছে!”

অরিন্দম মুচকি হেসে বলল,,

____” তাই?”আমায় কেন ভালো লাগলো তোমার?”

অনু খুশী হয়ে বললাম,,

______ তুমি যদি কাল আমায় সিন্দুর না পড়াতে তাহলে আমার ওই বুড়ো দাদুটার সাথে বিয়ে হয়ে যেত জানো, ওই বুড়ো দাদুটাকে আমার একদম পছন্দ হয়নি, যদি ঐ বুড়ো দাদুটার আমি বউ হতাম তাহলে কি হতো? তাহলে কি সে আমাকে কোলে নিতে পারত বল?নাকি আমাকে শাড়ি পরিয়ে দিত, ভালো হয়েছে তুমি আমাকে বিয়ে করেছ!”

অরিন্দম মুচকি হেসে অনুর দিকে তাকিয়ে আছে, অনুর প্রতি তার অনেক অজানা ভালোলাগা কাজ করছে, ওর এখন সত্যি মনে হচ্ছে যে বিয়েটা করে ভুল করেনি!

অনু আবার বলে,,

______”বরবাবু এতবড় বাড়িতে আর কে থাকতো?

অরিন্দম স্বাভাবিকভাবেই বলে,,

_____” আর কে থাকবে?”

অনু বলল,

_____কেনো তোমার বউ, তোমার বউ থাকতো না?”

অরিন্দম অনুর কথায় কাশি উঠে আসে, সে কাশতে থাকে,,, অনু পিঠে চাপড় দিয়ে বলে,

_____ কি হয়েছে বরবাবু তুমি কাশছো কেন?

অরিন্দম অনেক কষ্টে কাশি ধামিয়ে, থমথমে গলায় বললো,

________” এসব তুমি কি বলছ? আমার বউ আসবে কোথা থেকে আগে? তুমি তো আমার বউ!”

অনু বোকার মত আবার বলে,

_____”কেন কাল ঐ বুড়ো দাদুটার ও বউ ছিল তবুও তো আমাকে বউ করবে বলে?”

অরিন্দম একটা ছোট নিশ্বাস নিয়ে বলল,

______’ওই বুড়ো দাদুর বউ ছিলো, কিন্তু আমার ছিলনা!”

অনু আবার বলেন,

_____ তাহলে তুমি একা থাকতে তোমার মা-বাবা ?

অরিন্দম আকাশের দিকে দেখিয়ে বলল,,

________ওখানে আছেন,অনু ও মন খারাপ করে বলল, আমার মা বাবা ওখানেই আছে দাদু বলতো! বরবাবু আমিও একা তুমিও একা বল!

অরিন্দম আকাশের দিকে তাকিয়ে আছে

অনু অরিন্দমের দু গালে হাত রেখে বলল,,

________ বরবাবু তুমি মন খারাপ করো না! তুমি একা না,আমি তো আছি তোমার সাথে ,তাহলে তুমি একা কি করে হলে? তোমায় আমায় মিলে দুজন! এবার থেকে!!বলে খিলখিল করে হাসতে থাকে!!

অরিন্দম অদ্ভুত দৃষ্টিতে অনুর মায়া ভরা মুখের দিকে তাকিয়ে আছে মেয়েটার অদ্ভুত কথার মধ্যে অনেক কথা বলে ফেলেছে!!

_______________

ছাদ থেকে রুমে এসেছে দুজন অনেকক্ষণ হলো, অরিন্দম ঘরে ছোট্ট বাল্ব জ্বালিয়ে রেখেছে অনু অন্ধকারে ভয় পায় সেই জন্য, অরিন্দম বালিশ ঠিক করে শুতে যাচ্ছে দেখে অনু বসে আছে, অরিন্দম জিজ্ঞাসা করল,,

______”কি হলো বউ ঘুমাবে না!”

অনু মিটিমিটি হেসে বললো,,

________”আগে তুমি শুয়ে পড়ো বরবাবু তারপর আমি !! অরিন্দম কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে বলে,

_____কেন আগে আমি শোবো তারপর তুমি?

অনু বলে,,, ওফ ওফ বরবাবু কথা বলো না চুপ করে শুয়ে পরো!

_____অরিন্দম ভালভাবেই বুঝতে পারছে এই মেয়ে কে বলে কোন লাভ নেই চুপচাপ শুয়ে পড়াই বেটার,, অরিন্দম খাটে লম্বা হয়েছে শুয়ে অনুর দিকে তাকিয়ে বলল,

এবার তুমি শুইয়ে ঘুমিয়ে পড়ো, অনু তাড়াতাড়ি করে গিয়ে অরিন্দমের বুকে মাথা রেখে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে, অনুর কাজে অরিন্দম হতবাক, সে এক ঝটকায় অনুকে নিজের উপর থেকে সরিয়ে উঠে বসলো, তারপর থতমত গলায় অনুকে বলল,,

_______” এসব কি করছো বউ?আমার ওপর শুয়ে পরছো কেন?”

অনু মিটিমিটি হেসে বললো,

_____কেন বরবাবু আমি তোমার উপর শুয়ে ছিলাম!!__অরিন্দমের যেনো মাথা ঘুরে আসছে, সে নিজেকে সামলে বলল,,

________তুমি বালিশের মাথা রাখবে আমার উপর কেন?

অনু ঠোঁট উল্টে বলল,

_______ বরবাবু আমি তো তোমার বউ , বউয়েরা বরের বুকের ওপরেই ঘুমায়!!

অরিন্দম অনুর কথায় চোখ বড় বড় করে তুতলিয়ে বলল,,

____ তু-মি কি করে জানলে?”

অনু একটা হাসি দিয়ে বলল,

___ আমি জানি, আজকে জেনেছি!

আজকে জেনেছে মানে? আজকের কি ভাবে কি করে জানলে!!

অনু বলল,

____ওই তো ঘরে হই হই টিভিতে হচ্ছিল দুপুরে,,তুমি তো ছিলে না আমি টিভি দেখছিলাম আর টিভিতেই তখন বউ তার বরের বুকের উপর শুয়ে ছিল আর বর খুশি হয়ে তাকে জড়িয়ে ধরেছিল!! তাহলে তুমি কেন আমায় জড়িয়ে ধরবে না?

অরিন্দমের এখন নিজের মাথার চুল ধরে টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে সে কেনো টিভি দেখার কথা বলেছিল, অরিন্দম কিছু বলতে যাবে তার আগেই অনু বলে,,

____ বরবাবু তুমি শুইয়ে পরো না আমার না খুব ঘুম পাচ্ছে, বলে আরিন্দম কে টেনে শুয়ে দিয়ে তার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে চোখ বুঝি নেয়,, অরিন্দম অনুকে সরাতে গিয়ে ও সরাতে পারছে না, তার বউ বুকে মাথায় রাখতে বুকটা যেনো শান্ত হয়ে যায়, অরিন্দম যেনো এতদিনের পর অদ্ভুত শান্তি অনুভব করছে, এটাই হয়তো বিয়ে নামক পবিত্র বন্ধন এর সম্পর্কে,অনু কাছে আসায় অরিন্দম শান্তি পাচ্ছে, সবকিছুর মধ্যে অনুর মুখের দিকে তাকিয়ে দেখে সে ঘুমিয়ে পড়েছে, অরিন্দম অনুর মায়াভরা মুখটা দিকে তাকিয়ে থেকে অনুর কপালে একটা চুমু দিয়ে তাকে জড়িয়ে ধরে একটা মুচকি হেসে নিজেও ঘুমের রাজ্যে পাড়ি জমালো!!

#চলবে