হবে কি আমার পর্ব-০৬

0
5607

#হবে_কি_আমার💞
#writer_Ruhi_mondal
#পর্ব_6

ভোরের আলো প্রায় অনেকক্ষণ আগেই ফুটেছে পাখিরা বাসা ছেড়ে কিচিরমিচির শব্দ করে গাছের ডালে ডালে উড়ে বেড়াচ্ছে, বাড়ি থেকে কিছুটা দূরে ঝিলের জলে জেলেরা জাল টানছে তার শব্দ কানে ভেসে আসছে, অরিন্দমের বাড়িটা নিরিবিলি জায়গায় আশেপাশে বাড়ি নেই বললেই চলে, চারিদিকে গাছপালায় কিছুটা দূরে একটা বিশাল লম্বা ঝিল আছে,, অরিন্দমের ঘুম ভেঙ্গেছে অনেকক্ষণ আগেই সে একমনে অনুর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে, তার যেন অনুর মায়াভরা মুখটার দিকে শত শত যুগ ধরে দেখলেও সে যেন ক্লান্ত হবে না!!!!সে অনুকে নিয়ে এর মধ্যে হাজার ও স্বপ্ন বুনে ফেলেছে, এটাও ঠিক করেছে যে অনুকে প্রাইভেট কোচিং থেকে স্টাডি কমপ্লিট করাবে,, আর অনু এখনো ছোট তাই সে ম্যারিড কাউকে সেটা জানতে দেবে না,,কারন অনুর এখন বিয়ের বয়স হয়নি,,, এই বয়সে বিয়ে মানে বেআইনি,,,,সে চায় না অনুকে কোনো স্ট্রাগেল করতে হোক!!! অরিন্দম অনেক কিছু ভেবে এবার নিজের বুক থেকে অনুর মাথাটা তুলে পাশের বালিশে শুয়ে দেয়,,মুচকি হেসে অনুর গালে হাত বুলিয়ে কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে কপালে একটা গভীরভাবে চুমু এঁকে দিয়ে ওয়াশরুমে চলে যায়!!

___________

ফ্রেশ হয়ে বের হয়ে দেখে অনু আরামসে ঘুমাচ্ছে, অরিন্দম কিচেনে গিয়ে ব্রেকফাস্ট রেডি করতে থাকে,কিছুক্ষণ পরে হঠাৎ করে পিছন থেকে অনু বলে ওঠে,,

________” বরবাবু দেখো আজকে আমাকে কেমন লাগছে?”

অরিন্দম পিছনের দিকে তাকিয়ে, অনুকে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে মুগ্ধ নয়নে দেখতে থাকে,,অনু আজ একটা লং নীল স্কার্ট পড়েছে, পিঙ্ক শার্ট, নীল স্কার্ফ,, অরিন্দম মুচকি হেসে বলে,,

_______”খুব সুন্দর লাগছে, অনু একটা মুচকি হাসি দেয়, তারপর দুজনে একসাথে বসে, অরিন্দম খেতে খেতে অনুকে বলল,

_______আজ তোমাকে বাইরে নিয়ে যাব,তোমাকে প্রাইভেট কোচিং এ এডমিশান করে দিয়ে আসবো তুমি এবার থেকে লেখাপড়া করবে!

অনু খুশি হয়ে লাফিয়ে উঠে তারপর বলে,,,

______সত্যি বলছো বরবাবু আমি লেখাপড়া করব?”

অরিন্দম অনুকে হাত ধরে টেনে চেয়ারে বসিয়ে বলে,

____লাফালাফি করছ কেন? হ্যাঁ তুমি এবার থেকে লেখাপড়া করবে! খুব মন দিয়ে!!

অনু খুশি অরিন্দমের দুগাল টেনে বলে

______ “আমার সোনা বরবাবু, অরিন্দম অবাক হলো না, কারন ওকে যে এসমস্ত অভ্যস্ত করে নিতে হবে!”

_____________________

অরিন্দম আজ অফিস থেকে ছুটি নিয়েছে, অনুকে নিয়ে কোচিংয়ে যাবে সেই জন্য,, অনুকে কিছুক্ষণের জন্য বাড়িতে একা রেখে এসেছে সে!! কোচিং সেন্টার ও আগে নিজে সব কথা বলে ঠিক করে তারপর অনুকে নিয়ে যাবে সেখানে, এই জন্যই সে অনুকে অনেক বুঝিয়ে তারপরে আসতে পেরেছে অনু কিছুতেই একা থাকতে চায় না, সে বারবার বলছে আমি একা থাকবো না বরবাবু তুমি আমাকে নিয়ে চলো কিন্তু অনুকে নিয়ে সব জায়গায় সারাদিন ঘোরা সম্ভব নয়,,তাই তাকে বলেছে তার জন্য অনেকগুলো টেডি নিয়ে যাবে,অনু মন খারাপ করে বলেছে,,

____ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি আসবে, অরিন্দম আসার সময় অনু তার পাওনা নিয়ে নিয়েছে,মানে অরিন্দম যে বলেছে বাড়ি থেকে বার হলে তাকে আদর করে জড়িয়ে ধরবে,, সে আজ কেও জোর করে জরিয়ে ধরে চুমু নিয়ে তারপর ছেড়েছে, আর অরিন্দম ও তার প্রতি মায়া বেড়ে চলেছে!!

__________

_________________

অরিন্দম বাড়ি ফিরেছে বিকেল সাড়ে পাঁচটায় সে আবার অনুকে নিয়ে গিয়ে এডমিশন করিয়ে আনবে,,সে সমস্ত কথা বলে এসেছে,, আর এদিকে সে চায়না অনু যে বিবাহিতা কেউ জানুক,এই জন্য কখন থেকে অনুকে বলেই যাচ্ছে হাতের শাঁখা পলা খুলে যত্ন করে রাখতে, কিন্তু অনু হাজার অবুঝ হলে ও সে কিছুতেই খুলতে চাইছে না,, অরিন্দম এবার একটু বিরক্ত হয়ে বলল,,

___________বউ তোমাকে কতবার বলছি এ গুলো খুলে তারপর আমার সাথে বাইরে চলো,, এখনো তুমি অনেক ছোট তোমার বিয়ের বয়স হয়নি,, আর আমি চাইনা তোমাকে কেউ কিছু কথা শোনাক!!

কিন্তু অনু মুখ ফুলিয়ে বলল,,

________বরবাবু তুমি যতই বলো এগুলো আমি খুলতে পারবো না, তুমিতো আমার বর তোমার চিহৃ এটা, আমি জানি বিয়ে হয়ে গেলে এইগুলো খুলতে হয় না, আমার মামী কোনদিন খোলে না,, মামী তনু দিভাই কে বলতো, এগুলো হলো স্বামীর চিহ্ন, এগুলো খুললে স্বামীর অমঙ্গল হয়, আমি কি করে তোমার অমঙ্গল হতে দেবো বলো?আমি চাই তুমি সব সময় ভালো থাকো!আমার কাছে থাকো! তোমার যদি কিছু হয় তখন আমার কি হবে বল? আমি পারব না এই গুলো খুলতে যে যাই বলুক,, তুমি আমাকে এগুলো খুলতে বল না বরবাবু!

অরিন্দম অবাক চোখে অনুর দিকে তাকিয়ে আছে আর ওর কথা শুনে যাচ্ছে, মেয়েটা অবুঝ হলেও তার মনে মায়া বেশি, বিয়ে নামক সম্পর্ক কি তার সম্পূর্ন অর্থ না জানলেও, তার কিছুটা গুরুত্ব অন্তত জানে, অনু এই বাচ্চামি বোকা বোকা কথার মধ্যে এক অদ্ভুত জাদুকরী কথা লুকিয়ে থাকে, অরিন্দমের ক্ষতি চায় না সবসময় নিজের পাশে চায়,,, কথাটা শুনে অরিন্দমের মনে ভালোলাগা স্রোত বইয়ে গেল,সে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে অনুকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরে, অনু ভ্যাবাচেকা খেয়ে যায় কিছুক্ষণ তারপর সে অরিন্দম কে দুহাতে জড়িয়ে ধরে বলল,

______ বরবাবু তুমি এইগুলো আমাকে আর খুলতে বলবেনা তো?

অরিন্দম কিছু বলল না চুপ করে অনুকে জড়িয়ে ধরে আছে!!

অনু আবার বলল,

_____জানো বরবাবু তুমি আমাকে জড়িয়ে ধরলে তোমার বুকে মাথা রাখলে আমার খুব ভালো লাগে, মনটা তখন খুশিতে ভরে যায়,, আচ্ছা তোমার ভালো লাগে আমাকে জড়িয়ে ধরল?
অরিন্দম হুম বলে অনুর ঘাড়ে মুখ ডুবিয়ে দাঁড়িয়ে থাকে!!

_________________
_________

গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে অরিন্দম, অনুর জন্য ওয়েট করছে, সে আসলে দুজনে বেরিয়ে যাবে কোচিং এর উদ্দেশ্য,,হঠাৎ করে অরিন্দম বাড়ির মেইন গেটের দিকে তাকিয়েই হা করে তাকিয়ে রইল, কারন অনু আসছে একটা সাদা গোল ফুল হাতা সালোয়ার পড়ে লাল ওড়না,লাল লেগেন্স,,অনুর কথা রাখতে অরিন্দম ফুল হাতা জামা পরতে বলেছে যাতে কেউ দেখতে না পায় হাতটা,,অনু অরিন্দমের সামনে এসে দাঁড়াতে অরিন্দম এক দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে আছে, কাপালে কুচো চুল পড়ে আছে বলে সিন্দুর দেখা যাচ্ছে না, অনুকে পুরোই আনম্যারেড গার্ল মনে হচ্ছে,, আর ফর্সা গায়ে সাদা আর লাল পোশাক জ্বলজ্বল করছে,, অরিন্দম যেন কিছুতেই চোখ সরাতে পারছে না, অনু একগাল হেসে অরিন্দম কে বলল,,

______”বরবাবু দেখো আমায় কেমন লাগছে?”

_______ “অসম্ভব সুন্দরী!”

অনু খিল খিল করে হেসে বললো,

______”বরবাবু জামার পিছনে কাঁধে ফিতে বেঁধে দাওনা আমি হাত পাচ্ছিনা!”

অরিন্দম চোখ বড় বড় করে বলে,,

_____ “আ-মি আমি কেন তুমি নিজে নিজে বেঁধে নাও!”

অনু মুখ ফুলিয়ে বলে,,

_____ বরবাবু আমি তো পিছনে হাত পাচ্ছিনা বেঁধে দাও না, বলে অরিন্দমের দিকে পিঠ করে চুলগুলো সামনের দিকে টেনে নেয়!

অরিন্দম ভালো করেই বুঝতে পারছে এই মেয়ে সব কাজ তাকে দিয়েই করাবে, এদিকে ওর অবস্থা খারাপ হয়ে আসছে,কাঁপা কাঁপা হাতে অনুর ফিতের হাত দিয়ে বাঁধতে থাকে হঠাৎ করে কাঁধের কাছে একটু বড়ো কালো কুচকুচে তিল চোখে পড়ে চোখ আটকে যায়, অসম্ভব সুন্দর লাগছে তিলটা কাঁধে, অরিন্দমের খুব ইচ্ছা হচ্ছে তিলটা ছুঁয়ে একবার দেখা, কিন্তু নিজেকে দমিয়ে ফিতে বেধে অনুর চুল গুলো সামনে থেকে পিছন দিকে মেলে দিয়ে অরিন্দম বলল,,

_____চুলগুলো পিছনেই পড়ে থাকবে একদম সামনে আনবে না!

___অনু বোকার মতন প্রশ্ন করল,, কেন বরবাবু?

_____আমি বলছি তাই এবার গাড়িতে উঠো!

অরিন্দম গাড়ির গেইট খুলতে খুলতে ভাবল তার বউকে আজ অসম্ভব সুন্দরী লাগছে, আচ্ছা ওর বউকে অনম্যারেড ভেবে কেউ নজর দেবে না তো?কথাটা ভেবে অরিন্দম নিজের বুকে হাত দিল, তারপর নিজেই নিজের উপর হেসে বলল,,

________আমার বউকে আবার কে নজর দেবে, আমার বউ আমারই থাকবে।

#চলবে