Black Rose Part_09[last]

0
1896

#Black_Rose
#The_Dark_Prince_of_vampire_Kingdom♚
#Megh_La
#Part_09[last]

(কিছু গুরুত্বপূর্ণ কথা৷ গল্পে নিজের মনের মতো ভাষার ব্যাবহার না পেলে প্রেমের দৃশ্য ফুটে উঠছে এমন মনে হলে গল্পটা ইগনোর করবেন। ধন্যবাদ)
–মেঘ আমানের ছিলো। আর আমানেরি থাকবে।
বলো বাচ্চা থাকবে কি না?
–থ.থাকবে
–তোতলাচ্ছো কেন? তোমার তো সাহস অনেক। একটু সাহস আমাকেও দেখা না আকাশ।
–আমাকে ক্ষমা করে দেও।

–ঠিক কিসের কিসের জন্য ক্ষমা করবো একটু জদি বলতি,
১.আমার বাবাকে মেরেছিস৷
২.আমার স্ত্রী আমার কলিজার উপর কু নজর দিয়েছিস৷
৩.আমার একটু একটু করে গড়া পরিবার কে ধ্বংস করতে চেয়েছিস৷
এতো গুলো দোষের একটাই শাস্তি। মৃত্যু।
–আমাকে,
আকাশ আর বলতে পারে নি তার আগে আমান আকাশের মাথাটা ভেঙে আগুনে ছুঁড়ে মারে আর সব কিছু সেখানেই শেষ৷
–ও ভেবেছিলো ও আমানের পিঠ পিছনে আমানের ক্ষতি করে যাবে আর আমান কিছু জানবে না৷
#The_king_of_vampire_kingdom♚
আমান খান। তুচ্ছ কেউ না৷
আমান কথা বলেই চোখে চশমা দিয়ে হাটা ধরলো,

(আমান তার বাসার আসে পাশে ২য় বার রনির আনাগুনা টের পায়। আর তার পরি খবর নিয়ে সব পরিস্কার করে।
তার পর যা ঘটলো তা চোখের সামনে। )

আমান বাসায় এসে আগে তার মেঘকে জরিয়ে ধরে৷
না জানি আজ সে এতো কিছু না জানলে হয়তো তার মেঘকে হারাতে হতো৷
–কি হইছে আপনার এভাবে ধরেছেন কেন।
–কিছু না তুমি আমাকে ফেলে কখনো যাবে না তো৷
–যতো দিন বেঁচে আছি যাবো না৷
–মেঘ ভালোবাসি৷
–আমিও৷ কিন্তু হটাৎ হলোটা কি?
–কিছু না৷
আমান বাধরুমে চলে যায়৷
ফ্রেস হতে৷

পরের দিন,
–আমান৷
–হুম বলো।
–আমি vampire হতে চাই৷
–মানে।
–মনে আমি বুড়ি হয়ে যাবো আর তুমি এমন থাকবে। হুম?
–কি বাচ্চা বাচ্চা কথা বলছো মেঘ৷
–আমি স্বপ্ন দেখছি আজ।
–সময় হলে করে দিবো৷
–আমান৷
–হুস এখন চুপ করো।

এভাবে কাটছে দিন,
দুষ্টু মিষ্টি ভালোবাসায় ভরপুর এ পরিবার৷

তোবার একটা কিউট ছেলে হয়। যার নাম রাখা হয় আদ্রিয়ান৷

দেখতে দেখতে মেঘের সময় চলে এলো৷
–আমান৷
–বলো৷
–আমাকে vampire করে দেও?
–কেন।
–আমার আপনাকে চাই৷ আপনার সাথে সময় কাটাতে চাই৷
–পারবা৷
–কেমনে৷
–সময় হলে বলবো৷

প্রায় ৩ বছর পর,
–তাপু তাপু তাপু৷
–এই তো বাচ্চা কি হলো সোনার৷
–আদ্রিয়াল ভাইয়া মালতে।
–ওরে কইরে আদ্রিয়ান৷
–না মা মিথ্যা বলছে৷
–কি তোবা বকিস না কাউরে।
–মেঘ তুই ওকে লাই দিস৷
–হ্যা চুপ থাক আমার একটা মাত্র ছেলেকে তুই বকিস৷
–আমি তুমাল কিছু না আম্মু??
–আরে বাবু কে বলছে তুমি তো আমার সোনা একমাত্র মেয়ে।
–আদ্রিয়ান ভাইকে বারন কলো৷
–আচ্ছা আচ্ছা বাবা৷
–কি হচ্ছে এখানে৷
–বাবা তুপা৷
আদ্রিজা আমান আর আহম্মেদ এর দিকে দৌড়ে যায়৷
–সোনা মা এই যে চকলেট আদ্রিয়ান নেও বাবা৷
আদ্রিজা আদ্রিয়ান চকলেট নিয়ে সোফায় বসে পরে৷
–মেঘ ওদের মধ্যে মিল জেমন ঝামেলা তেমন (তোবা)
–হুম ভবিষ্যৎ বলে দিবে ওদের কপালে কি আছে৷
–হুম আসলে ভবিষ্যৎ বলে দিবে আদ্রিয়ান আর আদ্রিজার কপালে কি আছে৷
____________সমাপ্তি ______________
(গল্পটা অনেক গুলো রহস্য রেখেই শেষ করলাম। সিজেন-২ আসবে তাতে জানবেন আসলে কি হলো। ??
ভুল গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ)