first love Part-3+4

0
1035

3+4part
first love….❤?
Samira Afrin Samia (nipa)
part: 3

কথা বলতে বলতে সবাই ক্লাসে গিয়ে যার যার জায়গায় বসে পড়লাম।

কনিকাঃ ছেলেটা কে ছিল রে?

আমিঃ আমি কি করে জানব ছেলেটা কে ছিল। সে কি কোন সেলিব্রিটি নাকি যে তাকে চিনবো?

নিশিঃআচ্ছা ছেলেটার কথা রাখ।আর বল নোবেল কি করছে দেখছিলি নাকি?

আমিঃ দেখবো না মানে। আমি না দেখলে কে দেখবে?

আখিঃক্লাসে এসে একটু শান্তিতে ক্লাসটা কর না। নোবেল টোবেলের কথা না হয় পরে বলিস।

আমিঃ হারামি, কুত্তি,ফইন্নি, পেত্নী,পচা ডিম, পুড়া রুটি,বদমাশ, বিষকন্যা তুই নোবেল কে টোবেল বললি কেন। ???

স্বর্নাঃআরে ছাড় তো এই বিদ্যাসাগরের বংশধর কে কিছু বলে লাভ নাই।

কনিকাঃ তোরা কি আজ সব ক্লাস করবি?

আমিঃ আমার কোন দিন কলেজে এসে সব ক্লাস করছি যে আজ করব?

আখিঃ তর জন্যই তো করতে পারি না।তুই তো কোন দিন তিনটার বেশি ক্লাস করছ না।

আমিঃ আরে এই টাকলু স্যারদের লেকচার শুনে শুনে আমার কান ঝালাপালা হয়ে গেল।

স্বর্নাঃঘোড়ার ডিম ও তো বুঝি না শুধু শুধু লেকচার শুনার চেয়ে না শুনাই ভালো।

আমিঃ এই না হলে আমার ময়নার মতো কথা বললি। ???

এভাবে কয়েকটা ক্লাস করে বাসায় এসে আম্মুকে দেখতে না পেয়ে আম্মু কে ডাকতে লাগলাম।

আমিঃ আম্মু আম্মু….. আ…ম….মু….ও……

আম্মুঃ কি হলটা কি এভাবে ষাঁড়ের মতো চেচাচ্ছিস কেন?

আমিঃ কি বল্লা তুমি আমি ষাঁড়? আমি একজন মেয়ে তাই হলে ষাঁড়নি হতে পারি কিন্তু ষাঁড় না।?????

আম্মুঃ হয়ছে হইছে এখন আর আমার কথা গুলোর পিছনে না পরে। যা গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয়। বিকেলে তর খলিল আংকেলের বাসায় যাব।

আমিঃ খলিল আংকেলটা আবার কে?

.
.
.
.
চলবে……

first love….
Samira Afrin Samia
Part: 4

আমিঃ খলিল আংকেলটা আবার কে?

আম্মুঃ কে মানে তোর মনে নেই তোর বাবা আর তোর খলিল আংকেল কত ভালো বন্ধু ছিল। আরে গ্রামে তো আমরা এক সাথেই থাকতাম। তোর বাবার বিজনেসের কাজে জন্য আমরা শহরে চলে আসায় তাদের সাথে আর সেভাবে যোগাযোগ রাখা হয়নি।

আমিঃ কি যে বল না তুমি আমার ফোনটা সকালে কথাও রাখলে বিকালে মনে থাকে না। আর সেই কবে কার ঘটনা এখনও মনে থাকবে?

আম্মুঃ কবে কার ঘটনা কিরে এই তো সে দিনের কথা তুই যখন ক্লাস সেভেন এ পড়তি।তখনই তো আমার তোর বাবার সাথে শহরে আসছি।
অনেক দিন পর কোন এক বিজনেসের কাজে তোর বাবার সাথে তোর আংকেলের দেখা হয়ে গেল। আর আজ নাকি তুহির বার্থডে তাই ছোট একটা পার্টি রাখছে। আমাদের ইনভাইট করছে আর তাই রাতে পার্টিতে যাব।

অপরদিকে…………

তুহিঃ মামনি, মামনি,মা….ম…নি….ই….

রাবেয়া চৌধুরীঃ কিচেন থেকে আসতে আসতে হুম কি হয়ছে বল?

তুহিঃ ভাইয়া কথায়?আজ যে আমার বার্থডে তা কি তোমার ছেলের মনে আছে?

রাবেয়া চৌধুরীঃ কি যে বলিস তোর বার্থডে আর তা তোর ভাইয়া ভুলে যাবে। যখন বাহিরে ছিল তখন ভুলে নি আর এখন দেশে থেকে ভুলে যাবে?

তুহিঃ ভাইয়া কখন আসবে?

এটা বলতে বলতেই তানভীর মেইন ডোর দিয়ে বাসায় ডুকছে।তানভীর কে দেখে তার মামনি বলল।

রাবেয়া চৌধুরীঃতানভীর সেই সকালে বের হলি আর এখন আসার নাম হল।

তানভীরঃ তার মামনির কথার কোন উত্তর না দিয়ে সুজা উপরে নিজের রুমে চলে গেল।

তুহিঃ কি হল?তোমার ছেলের মোডের তেরোটা বেজে আছে কেন?

রাবেয়া চৌধুরীঃ কি জানি কি হয়ছে। সকালে তো ভালোই ছিল।

চলবে…..