Marriage_With_Benefits Part-11+12

0
6344

#Marriage_With_Benefits
#Part_11
Writer::Shaanj Nahar Sanjida
.
.
তুমি যদি আমাকে কিছু বলতে না চাও কোনো সমস্যা নেই।(কলি)

আসলে আমি এই অনাথ আশ্রমে থাকতাম।যখন আমার আঠারো বছর হয় তখন আমি হোস্টেলে চলে যাই। খালা আমাকে অনেক আদর করে।তাই এই আশ্রমের সকল অনুষ্ঠানে আমাকে ডাক দেয়।আর এই আশ্রমের বাচ্চারাও আমাকে খুব ভালোবাসে।(আমি)

ও আচ্ছা।(কলি)

হুম।(আমি)

এইনাও তোমার সাজানো হয়ে গেছে এখন তুমি পুরোপুরি তৈরি
কলি এইটা বলতেই আস্থা পেট থেকে গুড়গুড় আওয়াজ আসলো।

সেকি আসু তুমি এখনও খাও নি?(কলি অবাক হয়ে)

আসলে সময় হয়ে উঠেনি।(আমি)
কি করে বলবো?খাবার খেতে গেলে মি:কোবরা আমাকে গিলে খাবে।(আমি মনে মনে)

দাড়াও আমি ফোন করে কাউকে খাবার আনতে বলছি।(কলি ফোন হাতে নিয়ে)

না।আন্টি থাক।আমি গিয়েই খাবার খেয়ে নিতে পারবো।আপনার কোনো কষ্ট হবে না।(আমি)

আরে এতে কষ্টের কি আছে?
বলেই কলি একজনকে ফোন করে খাবার আনতে বললো।

আন্টি আমার কোনো কথাই শুনলেন না।আমার জন্য খাবার এনে এখন নিজের হাতে আমাকে খাওয়াচ্ছে।উনি আমাকে দিয়ে উনার মেয়ের ইচ্ছা পূরণ করছে আর আমি উনাকে দিয়ে আমার মায়ের ইচ্ছা। খালার পর উনিই একমাত্র মানুষ যে আমাকে এতো আদর করে খাইয়ে দিচ্ছে।সত্যিই আজ আমার খুশির কোনো সীমানা নেই মনে হচ্ছে।আজ যেনো খুশি এসে আমার কোলে ঢলে পড়ছে।(আমি মনে মনে)

মেয়েটা কে কেনো জানি অনেক আপন লাগছে।ওকে খাইয়ে দিচ্ছি কিন্তু মনে হচ্ছে নিজের মেয়েকে খাইয়ে দিচ্ছি।কেনো এমন মনে হচ্ছে আমার?ওর সাথে তো আমার রক্তের কোনো টান নেই।তবুও খুব কাছের মনে হচ্ছে।কে তুই মা?(কলি)


খাওয়া শেষ করে
তাহলে আমি এখন উঠি।তোমার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো আসু।আশা করি আবার দেখা হবে।(কলি)

আমারও অনেক ভালো লাগলো আন্টি।(আমি)

তুমি তোমার পারফর্মেন্সের প্রস্তুতি নাও।আমি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবো।
বলেই কলি আস্থার গালে হাত দিয়ে সেখান থেকে চলে গেলো।

কলি চলে যাওয়ার পর
আমি বলেছিলাম আজ মি:কোবরার জন্য পারফর্ম করবো না।কিন্তু না।আন্টি আমি আপনার জন্য আজ পারফর্ম করবো।
আমি মুচকি হেসে কথা গুলো বললাম।

ডালিয়া রুমে এসে
ফকিন্নি!তোকে আমি কতো খুজতেছি।আর তুই এই রুমে এসে ডিম পারছিস?কতো খারাপ তুই!আমাকে ফাঁসিয়ে চলে গেলি।তুই জানিস আমি কি করে সব সামলিয়ে এসেছি! খালা তো রীতিমতো রেগে বোম হয়ে আছে।আমাকে কতো বকা খেতে হয়েছে তোর জন্য আর তুই নিশ্চিন্তে কোথায় গিয়ে বসে ছিলি বল তো!

আমি ডালিয়ার কোনো কথাই শুনতে ছিলাম না।আমি শুধু কলি আন্টির কথা ভাবতেছিলাম।

কিরে কোথায় হারিয়ে গেলি।(ডালিয়া আমাকে ধাক্কা দিয়ে)

মিস:বকবক।এখন বকবক কম করে পারফর্মেন্সে মনোযোগ দাও।(আমি ডালিয়ার ঠোঁটে আঙ্গুল দিয়ে ওকে চুপ করিয়ে)

ডালিয়া আমার কপালে হাত দিয়ে বললো
এই তোর জ্বর টোর কিছু হই নি তো?এতক্ষন তো পারফর্মেন্সের নামশুনে আলসেমী দেখাচ্ছিলি।আর পরে তো গায়েব হয়ে গেছিলি এখন পারফর্ম করার জন্য আর তোর সইছে না।

যা ভাবার ভাব।কিন্তু এখন না পরে এখন আমাদের পারফর্ম করতে হবে। লেটস গো।
বলেই ডালিয়াকে নিয়ে স্টেজের হাঁটা শুরু করলাম।

সামনেই খালা
আসু,,,

খালাকে চুপ করিয়ে,,
খালা আগে পারফর্ম করতে দাও।তারপর যতো বকা দেওয়ার দিও।

বলে সেখান থেকে স্টেজের দিকে হাঁটা শুরু করলাম।

খালা অবাক হয়ে বললো
এই মেয়ের হলো কি?


স্টেজের পর্দা টানানো হলো
আমি স্টেজের মাঝখানে গিটার নিয়ে চেয়ারে বসে আছি।আমার চারপাশে বাচ্চাকাচ্চা আর ডালিয়া পজিশন মতো দাড়িয়ে আছে।এটাই শেষ পারফর্মেন্স।

স্টেজ থেকে পর্দা সরাতেই আভি অবাক।
এই মেয়ে স্টেজে কি করছে?(আভি মনে মনে)

এইটা আস্থা না?(নিহাল আভি কে প্রশ্ন করলো)

এখন বিশ্বাস হলো তোর!আমি সেই কখন থেকে বলছি।যে আমি মিস:পেঁচাল কে দেখেছি।কিন্তু তুই বিশ্বাসই করতে চাস নি।(আভি নিহালকে রাগ দেখিয়ে)

সরি।বন্ধু এখন থেকে চোখ বন্ধ করে তোকে বিশ্বাস করবো।(নিহাল আভির পিঠে হাত বুলাতে বুলাতে)

নাহ।ভাই চোখ খোলা রেখে বিশ্বাস করলেই আমার জন্য যথেষ্ট।(আভি হাত জোড় করে)

ওকে ওকে।(নিহাল)

ওই মেয়ে কি করছে স্টেজে?(আভি)

মনে হয় পারফর্ম করবে!(নিহাল)

আমিও জানি স্টেজে মানুষ পারফর্ম করে।কিন্তু ওই মেয়ে স্টেজ কেনো? ও কি পারফর্ম করবে? ও তো ঝগড়া ছাড়া আর কিছু পারে না।(আভি ভ্রু কুঁচকে)

হয়ত তোর সাথে ঝগড়া পারফর্ম করবে। অবশ্য তোদের ঝগড়া সব পারফর্মেন্সকে হার মানায়!একদম পয়সা অসুল পারফর্ম করিস তোরা।(নিহাল টিটকারি করে)

সত্যিই তাই না?(আভি😒)

আরে দেখো আবার রাগ করছে।কি কথায় কথায় রাগ করিস ইদানিং?(নিহাল)

কারণ ইদানিং আপনি একটু বেশিই পিন মূলক কথা বলছেন।(আভি)

আচ্ছা।বাদ দে পারফর্মেন্স দেখ।
বলেই নিহাল মনোযোগ দিলো।আর তখনই ডালিয়া চোখ টিপ মারলো নিহালকে।

নিহাল। মেয়েটা মনে হয় তোকে চোখ টিপ মারলো (আভি)

আরে না।তুই ভুল দেখেছিস।(নিহাল)
কোনো ভাবেই আভি কে বুঝতে দেওয়া যাবে না।তাহলে আবার আমাকে পচানো শুরু করবে।কিন্তু এই মেয়ের কি হলো?তখন খাবারের সময়ও আমার দিকে কেমন করে তাকিয়ে ছিলো।এখন স্টেজে দাড়িয়ে সবার সামনে আমাকে চোখ টিপ মারলো।কি হচ্ছে কি?কি চলছে এই মেয়েটার মনে?যাই চলুক খুব ভয়ানক কিছু।


স্টেজে থেকে আমি কলি আন্টির দিকে তাকালাম আর উনিও আমাকে ইশারা দিয়ে বললো ভয় নেই আমি তো আছি।এখন আমার মনে হচ্ছে আমি আমার মার সামনে বসে পারফর্ম করতে চলেছি।

একটা দীর্ঘ শ্বাস নিয়ে শুরু করলাম
(আগুনের দিন শেষ হবে এক দিন
ঝর্নার সাথে গান হবে এক দিন)

আস্থার গলা দিয়ে গানের শব্দ গুলো বের হতেই আভি অবাক হয়ে গেলো
এই মেয়ে এত সুন্দর করে গান গাইতে পারে।আমি তো জানতাম ও,,,,
আভি অবাক হয়ে শুনছে।

(এই পৃথিবী ছেড়ে চলো যাই
স্বপ্নের সিড়ি বেয়ে সীমাহীন)

মেয়েটা খুব ভালো গান গায় তাই না?(জিসান)

আস্থা।(কলি)

কিহ!(জিসান)

ওর নাম আস্থা।(কলি)

খুব ভালো আস্থা।মনে হচ্ছে আমার নিজের মেয়েকে পারফর্ম করতে দেখছি।বুকটা কেনো জানি গর্বে ভরে যাচ্ছে।মনে হচ্ছে সত্যিই আমার আগুনের দিন শেষ।এখন এক জন আমার সামনে এসে তার ঝর্নার সাথে আমার সব দুঃখ মুছে ফেলছে।এক দেখায় তোমার সাথে আমি এতো আপন হয়ে গেছি।(কলি মনে মনে)

(আগুনের দিন শেষ হবে একদিন
ঝর্নার সাথে গান হবে এক দিন
এই পৃথিবী ছেড়ে চলো যাই
স্বপ্নের শিরি বেয়ে সীমাহীন)

(হৃদয়ে জ্বলছে যে বন্নি
সে একদিন তারা হয়ে জ্বলবে
জোৎস্নায় মিল হবে ওমনি
সেই আলোর পথ চলবে
যেই যাত্রায়,,
কেনো হায়
ভয় হয় নিশিদিন,,)

(আগুনের দিন শেষ হবে একদিন
ঝর্নার সাথে গান হবে একদিন
এই পৃথিবী ছেড়ে চলো যাই
স্বপ্নের সিড়ি বেয়ে সীমাহীন)

(জোনাকির গান বুঝি থামলো
চাঁদনী যে এলো কালো আড়ালে
শিশিরের স্নান করে ভোর হয়
তুমি এসে দুটি হাত বাড়ালে
এই ভুবন যে নতুন
এই শপন যে চিরদিন)

(আগুনের দিন শেষ হবে একদিন
ঝর্নার সাথে গান হবে একদিন
এই পৃথিবী ছেড়ে চলো যাই
স্বপ্নের শিরি বেয়ে একদিন (*3)

আমি গিটার বাজাতে বাজাতে গানটা শেষ করলাম।

নিজেকে কেনো জানি অনেক হালকা লাগছে।এই গান যেনো আমার মনের কথাই বলছে।কলি আন্টি এসে স্টেজে আমার মাথায় একটা চুমু দিয়ে বলল
তুমি খুব সুন্দর গান করো!আমার খুব ভালো লাগলো।দোয়া করি অনেক বড় হয়।

সত্যিই মা তুমি খুব ভালো গান গাও।আর এই গানটা তোমার গলায় খুব মানিয়েছে!(জিসান আঙ্কেল আমার মাথায় হাত রেখে)

থ্যাঙ্ক ইউ আঙ্কেল।আপনাদের ভালো লাগলো এতেই আমি অনেক খুশি।

কিরে গান শুনে এতই অবাক হলি যে মুখ হা হয়ে গেলো?(নিহাল আভি কে ধাক্কা দিয়ে)

হ্যা। হ্যাঁ।এই মেয়ে এতো ভালো গান গাইতে পারে আগে তো জানতাম না।(আভি অবাক হয়ে)

মেয়েটা অনেক সুন্দর গান গেয়ে শুনালো।আর তুই ওকে একটা সাবাশী দিবি না?(নিহাল)

হুম।চল দেয়া তো দরকার।শত হোক ও আমার ভালোবাসার মানুষের মুখে হাসি ফুটিয়েছে।
বলেই আভি নিহালকে নিয়ে স্টেজে গেলো।

আমি স্টেজে দাড়িয়ে আছি সবাই আমাকে সাবাশী দিচ্ছে।আর আমারও সবার মুখে হাসি ফুটিয়ে ভালোই লাগছে।হটাৎ আমার সামনে মি:কোবরা এসে দাড়িয়ে বললো
খুব ভালো ছিলো গানটা!(আভি মুড নিয়ে)

আর গান গাওয়ার মানুষটা?(নিহাল টিটকারি করে)

ভালো।(আভি)

আমি অবাক! মি:কোবরা আমার প্রশংসা করছে?(আমি মনে মনে)

আর নাচের মানুষটা?(ডালিয়া নিহালে পাশে গিয়ে)

আ,,হা।ভালো ভালো!(নিহাল চিন্তিত হয়ে)

ডালিয়া আর নিহালের কথোপকথন শুনে আমি আর আভি (😒)

আভি চল চল যাওয়ার সময় হয়ে যাচ্ছে।চল যাই চল চল।
বলেই নিহাল টানতে টানতে আভি কে নিয়ে গেলো।
এখানে আমি কি হলো কিছুই বুঝলাম না।

সেদিন খুব ভালোই গেলো দিনটা।আমি আর মি:কোবরা আর ঝগড়া করি নি।কিন্তু যখন কলি আন্টি বিদায় নিতে আসলো তখন মনটা খুব ভার হয়ে গেলো।তবুও তাকে বিদায় দিতে হবে কারণ ধরে রাখার কোনো কারণ আমার কাছে নেই।কলি আন্টি যাওয়ার আগে আমার মাথায় হাত বুলিয়ে বললো
খুব শীগ্রই আবার দেখা হবে।

আমি উনার এই কথায় শুধু একটু হাসি দিলাম।


অনেক দিন পর
আমি আবারও মি:কোবরার কেবিনে বসে আছি।কারণ উনি আবারও আমাকে কিডন্যাপ করছে।মেজাজ গরম করে সোফায় বসে আছি।সামনে হেরোদের মতো পায়ের উপর পা তুলে বসে আছে মি:কোবরা।আগে থাকলে উনার হ্যান্ডসাম চেহারা দেখে লাইন মারতাম।কিন্তু এখন শুধু মাত্র উনার গলা চেপে ধরতে মন চাচ্ছে আমার।

আচ্ছা।আমি ATM এ রাখা আপনার টাকা।যে কোনো সময় তুলে আনবেন?(আমি দাঁত চেপে)

নিহাল প্লিজ একে বল।(আভি নিহালের দিকে তাকিয়ে)

আবার নিহালকে বল।নিহাল কেনো বলবে!আপনি তুলে আনছেন।আপনি বলেন।(আমি রেগে)

এক মিনিট আস্থা।আমি তোমাকে সব খুলে বলছি।(নিহাল)

আমি শান্ত হয়ে বসলাম নিহালের কথা শুনতে।

আসলে তোমাকে আমাদের দরকার।(নিহাল)

কেনো?আমাকে কেনো দরকার?(নিহাল)

আমি তোমাকে ব্যাপারটা খুলে বলছি।

অতীত
কাল রাতে
নিহাল।do something,, মি: আরমান চৌধূরী এসেই এখন আমার বিয়ের গীত শুরু করে দিছে।কিন্তু তুই তো জানি আমি উনার পছন্দের মেয়েকে বিয়ে করবো না।কিছুতেই না।উনি আমার মার সাথে যা করেছে।তার জন্য আমি উনাকে কখনও ক্ষমা করবো না।(আভি)

কিন্তু এখন কি করবি?উনি তো তোর বিয়ে না দিয়ে দম নিবে না।আর যতক্ষণ বিয়ে না করবি ততক্ষণ উনি বিয়ের মালা জপবে।(নিহাল)

তাই তো কথা।কিন্তু উনার পছন্দে আমি বিয়ে করতে পারবো না।উনি আমার মাকে যেই কষ্ট দিয়েছে।আমার বাবা উনার জন্য যেই কষ্ট ভুগতেছে।তারপর উনার,,,,(আভি মনমরা হয়ে)

আভি চিন্তা করিস না।একটা একটা না উপায় বের হবেই।(নিহাল আভির পিঠে হাত বুলিয়ে)

আমাদের এমন একটা মেয়ে দরকার যে মি:আরমান চৌধুরীকে টক্কর দিতে পারবে।আমি উনাকে বুঝিয়ে দিতে চাই আমার মার জায়গা চৌধূরী পরিবারে কেমন!(আভি রাগে হাত মুষ্টি বদ্ধ করে)

আভি আর নিহাল গভীর চিন্তায় মগ্ন।সেদিন রাত ওদের চিন্তা করতে করতে পার হলো।


পরের দিন সকালে
বাহ!পার্ট টাইম জব আর ভার্সিটি খুব সুন্দর ভাবে চলছে।এতো ভালোভাবে সব কিছু মেনেজ হবে ভাবতেই পারি নি।কি শান্তি এখন আমার জীবনে (রাখো! শান্তি কই যায় দেখবা — লেখিকা)।আজ একটু আগে যাবো। রিকশায় পেলেই হয় এখন।
এইসব বলেই হোস্টেল থেকে বের হলাম আমি।

আজ ভাগ্য এতো ভালো ছিলো যে বের হতেই একটা রিকশা পেয়ে গেলাম।

এই রিক্সা।যাবেন?(আমি)

কোথায় যাইবেন?(রিক্সাওলা)

নেশন্যাল ভার্সিটিতে।(আমি)

জ্বি।উঠেন।(রিক্সাওলা)

আমি চটপট উঠে গেলাম।আমি রিক্সায় উঠে বইয়ে মুখ গুজে দিলাম।কিন্তু হটাৎ কি হলো জানি না।আমি, রিকশা চালক সহ রিকশা নিয়ে উল্টে পরে গেলাম।

আমি হাতে ভালোই চোট পেয়েছি।কিন্তু রিকশা চালক মাথায় চোট পাওয়ায় উনার মাথা থেকে রক্ত পড়ছে।আর উনার রিকশা প্রায় ভেঙেই গেছে।

আমি উনাকে টেনে তুললাম।উনি উনার নিজের অবস্থা থেকে রিকশা নিয়ে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে।এইটা নাকি উনার রিকশা না উনার মালিকের।এই রিকশার কিছু হলে সব ক্ষতি পূরণ উনাকে দিতে হবে।আর উনার এতো সামর্থ নেই যে উনি এই টাকা পূরণ করবে।

আমি তাকিয়ে দেখি একটা সাদা গাড়ি দাড়িয়ে আছে।আর এই সাদা গাড়িটাই আমাদের ধাক্কা দিয়েছে।তাই আমি ওই গাড়িটার কাছে গেলাম।

এই শুনছেন।(আমি গাড়ির জানালার কাছে দাড়িয়ে)

তখনই গাড়ি থেকে একটা লোক বেরিয়ে আসলো।দেখে আমার দাদার বয়সের মনে হলো।ভাবলাম উনি হয়ত সরি বলবেন।উনার ড্রাইভারের ভুলের কারণে ক্ষমা চাইবে কিন্তু না।উনি তো ক্ষমা দূরে থাক উনি যেই কথা বললেন টা শুনে আমার উনার প্রতি কোনো শ্রদ্ধাই কাজ করলো না।
উনি বললেন
যতো সব ছোটো লোক।ভিক্ষারির দল।আমার গাড়িতেই আসলো মরতে।এই তুই(রিকশা চালক) কি জায়গা পাস না মরার।ছোটো লোকের দল কোথাকার।যেই দেখে বড়োলোকের গাড়ি এসে পড়ে মরতে।
.
.
চলবে….

#Marriage_With_Benefits

#Part_12(#Benefits_Special_1)

Writer::Shaanj Nahar Sanjida
.
.
রিকশা চালক কিছুই বলছে না।উনি শুধু তার রিকশা নিয়ে কান্না করছে। আশে পাশে অনেক ভির জমেছে কিন্তু তারাও কিছুই বলছে না।তামসা দেখছে বড়োলোক আর গরীবের।আসলে এতে উনাদের দোষ নেই মানুষ সব জায়গাতেই বিনোদন খুঁজে।কিন্তু আমি তো আর এদের সবার মত না।আমি এই দৃশ্য দেখে বিনোদন নিতে পারছি না।

এইযে দাদু।অনেক ক্ষণ দূরে আপনার কটু কথা শুনতে শুনতে আমার কান ব্যাথা করছে।প্রথমত আপনি wrong সাইড দিয়ে গাড়ি চালাচ্ছেন। দ্বিতীয় তো আপনি আমাদের ধাক্কা দিয়েছেন। তৃতীয় আপনি উনাকে ছোটো করে কথা বলছেন!এখন প্লিজ আপনি উনাকে সরি বলুন আর উনার যা ক্ষতি হয়েছে আর ক্ষতি পূরণ দিন(আমি)

তুমি কে আমার ভুল ধরার?তুমি জানো আমি কে?(আরমান)

আমার কোনো শখ নেই আপনার মত কোনো মানুষকে জানার।আর আমি ধন্য আমি আপনাকে চিনি না।যদি চিনতাম তাহলে মানুষের সাথে কি করে ব্যবহার করতে হয় তা আপনাকে ভালো করে শিখিয়ে দিতাম।(আমি)

তুমি আরমান চৌধুরীকে শিখাবে?(আরমান)

মানুষকে কি করে মানুষ বলে গন্য করতে হয়। তা যদি আপনি না জানেন তাহলে আমার আপনাকে শিখাতে কোনো সমস্যা নেই।(আমি)

তোমাকে বড় দের সম্মান দিতে হয় কি করে তা কি শিখানো হয় নি?(আরমান রাগে)

হুম। হয়েছে।আমাকে শিখানো হয়েছে যে সম্মানের যোগ্য তাকেই সম্মান করা উচিত।আর আমি তো আপনাকে কোনো কুটুক্তি মূলুক কথা বলি নি।আমি শুধু আপনাকে বলছি আমি যা করছেন তার জন্য সরি বলুন আর উনার ক্ষতিপূরণ দিতে।(আমি)

তোমার সাহস কি করে হয়?আমাকে সরি বলার জন্য।(আরমান রেগে)

কথাগুলো চেনা চেনা লাগছে কোথায় যেনো শুনেছি?(আমি মনে মনে)

এই নাও।
বলেই লোকটা রিকশা চালক কে কয়েকটা টাকার বান্ডিল দিলো।

এইখানে দশ লাখ টাকা তোমার ক্ষতি পূরণ।
বলেই লোকটা গাড়ির দিকে এগোলো কিন্তু যাওয়ার আগে আমার দিকে তাকালো।ওর চাওনিতে আমি মি: কোবরার ঝলক দেখতে পেলাম।

আচ্ছা উনি কি কোনো ভাবে মি:কোবরার কিছু হয়?দুইজনের কথার ধরন এক রকম।আবার দুইজন সরি বলতে চায়না। সরির বদলে টাকা দিয়ে চলে যায়।একদম মি:কোবরার মতো স্বভাব।

স্যার আপনি ডিলের টাকাটা ওই রিকশা চালক কে দিয়ে দিলেন?(ড্রাইভার)

ওই টাকার চেয়ে আমার সম্মান বড়।আমি সরি বলে নিজের সম্মানহানি করতে পারবো না।আর ওই বাচ্চা মেয়ের সামনে তো কখনই না।যে কথা বলার ধরন জানে না। অসভ্য একটা মেয়ে।আরিফকে ফোন করে এর ডিটেইলস নিতে বলো।আমি দেখতে চাই এই মেয়ে আরমান চৌধুরীকে অপমান করার সাহস আসে কথা থেকে।(আরমান)

আমি রিকশা চালক কে হসপিটালে ভর্তি করালাম।ভদ্র লোকটা টাকা দেওয়া তে উনার আর কোনো সমস্যা হবে না।কি জিনিস টাকা তাই না? সরি কিনা যায়।


অন্যদিকে এই ঝগড়া দূর থেকে আভি আর নিহাল দেখছিলো।

আজ আভি আর নিহাল একটা দরকারে এইদিকে এসেছিলো তখনই হটাৎ নিহাল দেখতে পেলো আস্থাকে

আভি এই আভি। ও আস্থা না?(নিহাল গাড়িতে হেলান দিয়ে ইশারা করে)

হুম।মিস:পেঁচাল ই তো মনে হচ্ছে।কিন্তু এখানে কি করছে?(আভি গাড়িতে হেলান দিয়ে দাড়িয়ে)

অনেক দিন পরে ওর সাথে দেখা হলো।ভাবতেই পারি নি ওর সাথে আবার দেখা হবে।(নিহাল)

তুই এত এক্সসাইটেড কেনো?(আভি পানি খেতে খেতে)

ওইটা তোর দাদু না?(নিহাল)

আভি এই কথা শুনে ফুস করে সব পানি ফেলে দিলো।
কি বলিস? মিস:পেঁচাল আর মি:আরমান চৌধূরী এক সাথে কি করছে?(আভি মনোযোগ দিয়ে)

মনে হচ্ছে ঝগড়া করছে?(নিহাল)

এই মেয়ের মরার শখ হয়েছে যে আরমান চৌধুরীর সাথে লাগছে।(আভি)

এই মেয়ের সাহস আছে বলতে হবে।তোর আর তোর দাদার সাথে টক্কর দেওয়া চারটি খানি কথা না(নিহাল)

ভেবে ছিলাম।এই মেয়ের শুধু আমার সাথেই টক্কর নিতে পারে কিন্তু আরমান চৌধুরীর সাথে টক্কর,,,impressive।(আভি মুচকি হাসি দিয়ে)

টক্কর,টক্কর,!!!ইয়েস টক্কর।আভি টক্কর।(নিহাল এক্সসাইটেড হয়ে)

কি টক্কর টক্কর করছিস?(আভি)

আরে আমাদের এমন একটা মেয়েই তো দরকার যে তোর দাদুর সাথে টক্কর নিতে পারবে।(নিহাল)

আরে রাস্তা ঘাটে ঝগড়া করলেই কেউ টক্কর দিতে পারে না।(আভি)

তুই ভেবে দেখ।আমাদের যেমন মেয়ে দরকার আস্থা তেমনই।তুই তো বলেছিলি তোর এমন একটা মেয়ে দরকার যে তোর অ্যাডভান্টেজ নিবে না,এই ক্ষেত্রে আস্থা একদম পারফক্ট। ও মরে যাবে কিন্তু তোর অ্যাডভান্টেজ নিবে না।ভেবে দেখ?(নিহাল)

আভি কিছুক্ষন ভাবলো।
এখন আমাকে দাদুর বিয়ের থেকে বাঁচতে একটা মেয়ে দরকার যাকে দিয়ে আমি দাদুকে আমার মায়ের জায়গাটা বোঝাবে? দাদুর করা ভুল গুলো তুলে ধরবে।কিন্তু এর জন্য আমার যেমন মেয়ে দরকার আস্থা ঠিক তেমন এইটা সন্দেহ নেই।(আভি মনে মনে)

কি ভাবছিস?(নিহাল)

ও রাজি হবে?(আভি)

রাজি করাতে হবে।(নিহাল)

ওর ব্যাপারে সব খবর নে।আর ওকে আবার তুলে আন।
বলেই আভি গাড়িতে উঠে বসলো।

তুলে আনবো?(নিহাল গাড়িতে বসে)

ও এমনি এমনি কখনও আসবে না।তুলে আন।(আভি)


বর্তমান
কি ব্যাপারে খুলে বলবেন?(আমি)

আস্থা।আমাদের এমন একটা মেয়ে দরকার।যে খুব চালু,,কাউকে ছাড় দেয় না,,মুখের উপর কথা বলে দেয়,,যে নির্ভয়ে বলতে পারে যে কোনটা ঠিক কোনটা বেঠিক,, অন্যায়কে যে কখনও প্রশ্রয় দেয় না।(নিহাল)

তার জন্য আমাকে কেনো দরকার?(আমি ভ্রু কুঁচকে)

কারণ তোমার মধ্যে এই সব গুণ আছে।এইজন্যই তোমাকে আমাদের দরকার।(নিহাল)

বাজারে এমন গুণের অনেক মানুষ আছে এখন আমাকে মাফ করেন।(আমি)

আস্থা আমরা জানি এমন গুণের মানুষ আছে কিন্তু আমাদের তোমাকেই দরকার।(নিহাল)

কেনো?আমিই কেনো?(আমি অবাক হয়ে)

আচ্ছা তুমি আমাকে একটা প্রশ্নর উত্তর দাও তো?(নিহাল)

কি?(আমি)

যদি আভির অ্যাডভান্টেজ নেওয়ার কোনো সুযোগ পেলে তুমি কি করবে?(নিহাল)

আমি ওই সুযোগ কমোডে ফ্ল্যাশ করে দিবো।কারণ উনার অ্যাডভান্টেজ নেওয়ার কোনো ইচ্ছাই আমার নেই।(আমি)

আভি আস্থার কথা শুনে মুষ্ঠি বদ্ধ করে ফেললো।রাগে ওর মাথায় রক্ত উঠে যাচ্ছে।
শুধু নিহাল বলছে বলে নাহলে আজ তোমার একদিন কি আমার একদিন ছিলো(আভি মনে মনে)

কিডন্যাপ করার আগে
দেখ তুই আমাকে প্রমিজ কর আস্থা যাই বলুক তুই রাগ করবি না।(নিহাল)

কিন্তু,,(আভি)

কোনো কিন্তু না।দেখ আস্থাকে আমাদের দরকার। বিশেষ করে তোর দরকার।আর এই কাজ আস্থাই করতে পারে।তাই আস্থার সাথে আমি কথা বলবো তুই চুপ করে থাকবি।কোনো রাগ না!(নিহাল)

ওকে।(আভি)


বর্তমান
এই জন্যই তো তোমাকে বেশি দরকার।আমরা যাকেই আনবো তারাই চাইবে আভির অ্যাডভান্টেজ নেওয়ার।কিন্তু তুমি তা চাইবে না।(নিহাল)

উনার অ্যাডভান্টেজ কেনো নিতে চাইবে?(আমি ভ্রু কুঁচকে)

আসলে,,,(নিহাল বলতে গিয়েও থেমে গেলো)

আসলে কি নিহাল? সত্যি করে বলো আমাকে দিয়ে কি করাতে চাও?(আমি সন্দেহর দৃষ্টিতে)

আসলে আমি চাই তুমি আভি কে বিয়ে করো?(নিহাল এক নিঃশ্বাসে সব বলে নিলো)

কিহ!(চোখ বড় করে)আমি বিয়ে করব এই মি:কোবরা কে?যে কিনা আমাকে ছোবল দিয়ার চিন্তায় থাকে সব সময়।দুনিয়াতে উনি একা ছেলে হলেও তো আমি ওকে বিয়ে করবো না।(আমি চিৎকার করে)

তুমি দেখি আভির কথা বলো!
বলেই নিহাল আমার নিজের মুখে হাত দিলো।
এইরে মুখ ফসকে কি বলে ফেললাম(নিহাল মনে মনে)

আমি উনার মত কথা বলি মানে?উনি কি বলছে?(আমি নিহালের দিকে সন্দেহর দৃষ্টিতে তাকালাম)

চুপ হয়ে নিহাল অন্য দিকে তাকিয়ে আছে।

নিহাল।বলুন উনি কি বলছে?যদি আপনি না বলেন তাহলে আমি কিন্তু এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাবো।(আমি বের হওয়ার চেষ্টা করে)

নাহ নাহ।আস্থা এমন করো না।আসলে আভি বলছিলো যে তুমি যদি দুনিয়াতে একটা মেয়েও থাকো তবুও ও তোমার জন্য ফিল করবে না।(নিহাল কাচুমাচু হয়ে)

কিহ!তাহলে এখন কেনো আমাকে দরকার?(আমি রেগে)

আস্থা প্লিজ।বুঝার চেষ্টা করো।এই বিয়েটা অনেক জরুরী(নিহাল আমাকে বুঝানোর চেষ্টা করে)

আপনাদের জন্য জরুরি হলেও আমার জন্য জরুরী না।
বলেই আমি উঠে যেতে লাগলাম।

এতো ভাব কিসের তোমার?
এতক্ষন আভি বসা থেকে উঠে বললো।

আমি দাড়িয়ে পিছন ফিরে তার দিকে তাকালাম।

আভি আমি বলছি না আমি সামলে নিতে পারবো।(নিহাল আভিকে আটকানোর চেষ্টা করে)

নিহাল।অনেক ক্ষন ধরে তো তুই চেষ্টা করছিস।কিন্তু এই মেয়ে তো ভালো কথা শুনার মানুষ না।এখন আমাকে বিষয়টা দেখতে দে।(আভি নিহালকে উদ্দেশ্য করে কথা গুলো বললো)

Just because আমাদের একটা অসভ্য,বেয়াদপ, বেপরোয়া,একজন লাগবে এই জন্যই তোমাকে ডাকা।(আভি আমার সামনে এসে দাড়িয়ে কথা গুলো বললো)

ওহ।তারমানে আমি আপনার চোখে অসভ্য, বেয়াদপ, বেপরোয়া একজন মেয়ে?(আমি)

আর কি কিছু মনে হয় তোমার?(আভি)

এই ছেলে আবার ঝগড়া করতে নেমে গেলো।এখন বিয়ে না বিশ্ব যুদ্ধ হবে।(নিহাল মনে মনে)

তাহলে একটা কাজ করুন।আপনার জন্য একটা সভ্য,আদব,আর পরোয়া টাইপ মেয়ে খুঁজে বের করুন।আমাকে মাফ করবেন।
বলেই আমি আবার যেতে লাগলাম।

বাবার অপরশনের জন্য 20 লাখ টাকা কথা থেকে জোগাড় করবে?(আভি পিছন থেকে আমাকে এই কথা গুলো বললো)

আমি আবার পিছন ফিরে উনার কাছে গিয়ে উনার চোখের দিকে চোখ রেখে বললাম
আপনি আমাকে সরির বদলে যেই টাকা দিয়েছেন। তা এখনও আমার কাছেই আছে।আর বাকি 15 লাখ টাকা আমি নিজেই জোগাড় করতে পারবো।তার জন্য আমার আপনার মত মানুষকে বিয়ে করতে হবে না।

তাই নাকি?পালিত বাবার টাকা তো জোগাড় করতে পারবে।কিন্তু আপন মা বাবার খবর কথা থেকে পাবে?(আভি শয়তানী হাসি দিয়ে)

আমি উনার কথা শুনে অবাক হয়ে গেলাম
আমার পালিত বাবা?আর আসল মা বাবা সম্পর্কে কি জানেন?

আভি আমার কথায় মুচকি হাসি দিয়ে আবার ওর চেয়ারে গিয়ে পায়ের উপর পা তুলে বসে আমাকে উদ্দেশ্য করে বললো
বসো।বসে কথা বলা ভালো।

আমি আর কোনো উপায়ন্ত না দেখে ওর সামনে বসলাম
পরেই উনি বলতে হবে করলো
আস্থা ইয়াসমিন।আসল মা বাবা অজানা।হসপিটালের একজন কর্মীর বাড়িতে বড়ো হয়েছো। যেকিনা ওই হসপিটালে কর্মরত ছিলেন যেখানে থেকে তোমাকে এনেছে।পালিত মা একটুও দেখতে পারে না।বড়ো বোন বিয়ের পর শশুর বাড়ী ছেড়ে বাপের বাড়ি পরে আছে।দুলাভাইয়ের কুনজর ছিলো তোমার উপর।কিন্তু তোমার স্বভাবের কারণে উনি তোমাকে কিছু করতে পারে নি।স্কুল কলেজে টপার থাকার কারণে স্কলারশিপ নিয়ে লেখা পড়া করছো।এক্সট্রা কারিকুলামে বেশ ভালো।নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করেই দম নিতে চাও।যেই দিন তোমাকে কিডন্যাপ করি সেইদিন তুমি তোমার বাড়ি থেকে সারাজীবনের জন্য চলে আসো।এখন একটা হোস্টেলে থাকো।খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে পার্ট টাইম জব করো। নেশনাল ভার্সিটিতে পড়ছো।

আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা নিজের বেনিফিটস্ ছাড়া একপাও দাও না।তোমার কাছে সব কিছুই বেনিফিটস্।এইবার বলো কিছু ভুল বলছি।

আমি উনার কথা শুনে অবাক হয়ে গেলাম।উনি আমার কথা এতোটা জানে যতটা আমিও আমার ব্যাপারে জানি না।(আমি মনে মনে)

আপনি জানেন কি করে এই সব?(আমি)

I have my way,,(আভি ভাব নিয়ে)

হুহ!😒।(আমি)

এইবার বলো তুমি কি চাও?(আভি)

আমি জানতে চাই।আপনি কি করে আমার আসল বাবা মাকে খুঁজে বের করবেন?(আমি)

দেখো আমি জানি তুমি তোমার আসল মা বাবাকে খুঁজে বের করতে চাও।কিন্তু এই জন্য তুমি কি করতে পারবে?পুলিশে রিপোর্ট করবে?দিনে হাজারটা কেস আসে পুলিশের কাছে।উনারা কি তোমার সেই বিশ বছর আগের ঘটনা খুঁজে বের করবে?করবে না।তাহলে তুমি কি করে বের করবে নিজের বাবা মাকে?তোমার হাতে তো পাওয়ার নেই যে তুমি নিজেকে থেকে কিছু করবে?কিন্তু আমার আছে।আমি খুঁজে বের করতে পারি তোমার বাবা মাকে।কিন্তু এই জন্য তোমার আমাকে বিয়ে করতে হবে।আর বিয়েটা তুমি এমনি এমনি করবে না।এই বিয়েতেও তোমার বেনিফিটস্ আছে,,তোমার লেখাপড়ার সব খরচ আমি বহন করবো,,তুমি নাকি বিদেশে যেতে চাও পড়ার জন্য আমি তোমাকে সেই ব্যবস্থা করে দিতে পারি,,তোমার বাবার অপারেশনের টাকা আমি দিবো আর তোমার আসল মা বাবাকে আমিই খুঁজে বের করবো।এই সব তোমার বেনিফিটস্।আর মিসেস:আভি চৌধূরী হলে তো তোমার কাছে বেনিফিটস্ এর অভাব থাকবে না।

এই তো গেলো আমার বেনিফিটস্।আপনার বেনিফিটস্ গুলো কি?আপনি তো এমনি এমনি যাকে সহ্য করতে পারেন না তাকে বিয়ে করবেন না! তাও আবার এতো কিছু দিয়ে!আপনি কি চান?(আমি)

দেখো আমি কি চাই তোমার জানা দরকার নেই?তুমি শুধু কিছু সময়ের জন্য আমার স্ত্রী হবে।(আভি)

কিছু সময়ের জন্য?(আমি অবাক হয়ে)

হুম।আমরা নিজেদের বেনিফিটস্ এর জন্য বিয়েটা করবো।আমাদের বেনিফিটস্ কমপ্লিট হয়ে গেলে।তুমি তোমার রাস্তায় আমি আমার রাস্তায়।আমরা আবার অপরিচিত হয়ে যাবো।ঠিক আমরা আগে যেমন ছিলাম।তুমি রাজি?(আভি)

আমি চুপ করে নিচের দিকে তাকিয়ে আছি।

আমি তোমাকে ভাবার জন্য দুই ঘণ্টা সময় দিলাম।এর বেশি সময় আমি তোমাকে দিতে পারবো না।কারণ আমার হাতে সময় কম।ভেবে দেখো।তুমি যদি রাজি থাকো আমরা আজই বিয়ে করবো।
বলেই আভি আর নিহাল কেবিন থেকে বেরিয়ে গেলো


চলবে…..
আস্থা কি সত্যি Marriage with Beniefits এ রাজি হবে..??