My sweetheart Part-02

0
4998

#My_sweetheart
#Writer_Laila_Aungoman_Eti
#Part_02

ফারদিন চলে গেল, কিছুখন পর সানিয়া রুমে আসলো,এসেই শুরু করে দিল
সানিয়া: দোস্ত তুই কত lucky
ইতি :কি???
সানিয়া : ফারদিন ভাইয়া তোকে কত ভালোবাসে, সরি বলার জন্য এত কিছু, ইশশ কেউ যদি আমাকেও এতটা ভালোবাসতো
ইতি :ওনার ভালোবাসা যত আমি অনুভব করতে পারছি,আমার ততো ভয় করছে। ওনার আমার প্রতি এতটা ভালোবাসা দেখে আমার খুব ভয় করে
সানিয়া :তুই শুধু শুধু ভয় পাস না তো
ইতি : আমি যে চাইলেও ওনাকে ভালোবাসতে পারব না,পারব না ভালোবাসতে
সানিয়া : কেন???
ইতি : আমার বিয়ে ঠিক আছে।মামা মামী আমার জন্য ছেলে ঠিক করে রেখেছে
সানিয়া : তুই ফারদিন ভাইয়াকে সব বলে দেয়
ইতি : পাগল নাকি,ওনি জানতে পারলে, কি এলাহি কান্ড ঘটাবে জানিস,আমার ভেবেই ভয় করছে।
সানিয়া : ওনি একদিন না একদিন তো জানতেই পারবে,সেই দিন কি হবে
ইতি :আমি আর এসব ভাবতে পারছি না।
সানিয়া : ওকে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে।
ইতি :আজও সেই দিনের কথা মনে আছে, যখন আমি প্রথম ওনাকে দেখে ছিলাম

সেই দিন কি ঘটে ছিল চলুন জেনে আসি,,,,,,,
ইতি সেই দিন প্রথমবার ভার্সিটিতে এসে ছিল,গেট দিয়ে ঢুকে চারপাশ দেখতে লাগল,তখনি ক্যাম্পাসে এক দল ছেলে মেয়ে বসে আছে,ইতি ওদের সামনে দিয়ে যাচ্ছিল,তখনি ওখানে থাকা একটা মেয়ে ইতিকে ডাক দিল
টিনা : এই মেয়ে এখানে আসো
ইতি :আমাকে বলছেন
টিনা : হুম আসো
ইতি গিয়ে ওদের সামনে দাড়ালো,সবাই ইতিকে পা থেকে মাথা পযন্ত দেখে হাসা শুরু করলো,ওদের মাঝে একটা মেয়ে বলে উঠল
রিয়া : আরে ও দেখি মাথায় ঘুমটা দিয়ে আছে,কি ক্ষেত
ওদের মাঝে আরেকটা ছেলে বলে উঠল
সিহাব :কোথ থেকে উঠে এসেছে কে জানে
ইতির প্রচন্ড রাগ হচ্ছে নিজের নামে এসব শুনে,তখনি টিনা বলে উঠল
টিনা :আজ প্রথম দিন নাকি
ইতি মাথা নাড়িয়ে বলল, হ্যা
রিয়া :আমাদের এখন বিনোদন দেও
ইতি :কিভাবে
রিয়া : আমাদের নেচে দেখাও
ইতি অবাক হয়ে গেল,
ইতি :সরি আমি পারব না
রিয়া রেগে বলল
রিয়া :তোমার সাহস হয় কি করে,আমার মুখের উপর না করার
টিনা :থাক বাদ দেয় রিয়া
রিয়া :না, আমার কথা না মানার শাস্তি তো তোমাকে পেতেই হবে
সিহাব :কি করাবি ওকে দিয়ে
রিয়া :একটু পর বাইকে করে একটা ছেলে নামবে,ওকে গিয়ে তোমাকে থাপ্পড় মারতে হবে
ইতি : কি বলছেন আপনি
রিয়া : যা বলেছি তা কর

তখনি বাইকে করে ছেলেটা আসলো
রিয়া :ওই তো চলে এসেছে,যাও
ইতি আর কিছু না বলে এগিয়ে যেতে লাগল।এদিকে টিনা রিয়াকে বলছে
টিনা :তোর মাথা ঠিক আছে,তুই কি বলেছি এসব
সিহাব : আরে ফারদিন তো ওকে আস্ত রাখবে না।
রিয়া :ভালোই হবে,
টিনা :ফারদিনের রাগ ভালো না,কি করে বসে আবার

ফারদিন বাইক থেকে নেমে দাড়ালো,ইতি গিয়ে ফারদিনের সামনে দাড়ালো,ফারদিন ব্রু কুচকে তাকালো ইতির দিকে,ইতি ভয়ে ভয়ে বলল
ইতি :সরি😰😰
বলেই ফারদিনকে একটা থাপ্পড় মারলো,ফারদিন কিছুই বুঝতে পারলো না,ফারদিন রেগে ইতির দিকে তাকিয়ে দেখে ইতি চোখ বন্ধ করে বলতে লাগল
ইতি :সরি সরি সরি,আমার কিছু করার ছিল না,আপনি চাইলে আমাকেও একটা থাপ্পড় মারতে পারেন
ফারদিন কিছু না বলে এক দৃষ্টিতে তাকিয়ে আছে।আশেপাশের সবাই অবাক,দূরে ওর বন্ধুরা বলছে
রিয়া :ফারদিন ওকে কিছু বলছে না, কেন
টিনা : আমিও বুঝতে পারছি না।
সিহাব :ফারদিনের কি হয়েছে।

অন্য দিকে ইতি ধিরে ধিরে চোখ খুলে দেখে ফারদিন ওর দিকে তাকিয়ে আছে।
ইতি :আপনি কিছু বলবেন না
ফারদিন শান্ত গলায় বলল
ফারদিন : তুমি আমাকে মারলে কেন
ইতি :আ,আ,আমি আপনাকে মারতে চাই নিই
ফারদিন :মেরেছ কেন
ইতি : আ,আ,, আসলে
ইতি বলতে চাইছে না, ফারদিন রিয়া, টিনা সিহাবকে খেয়াল করল
ফারদিন :আমার সাথে চল
ইতি :কোথায়
ফারদিন রেগে বলল
ফারদিন :আমার মোটেও প্রশ্ন করা পছন্দ না,বুঝেছ
ইতি মাথা নিচু করে বলল,হুম
ফারদিন ওদের দিকে যেতে লাগল,আর ইতিও সাথে, ফারদিনকে দেখে ওর বন্ধুরা ভয়ে ভয়ে বলল
রিয়া :কি হয়েছে ফারদিন
ফারদিন :তোমরা বলেছ, ওকে আমাকে থাপ্পর দিতে
সবাই ভয়ে চুপ হয়ে আছে,তখন ওখানে পিয়াস আসলো
পিয়াস:কি হয়েছে ফারদিন
ফারদিন :কোথায় ছিলি
পিয়াস :আমি তো লাইব্রেরিতে গিয়ে ছিলাম কিছু হয়েছে
ফারদিন এবার রেগে বলল
ফারদিন :আমি কিছু বলেছি,কে বলেছে,নইলে সব গুলোকে শাস্তি দেব
সিহাব আর টিনা হাত দিয়ে রিয়াকে দেখিয়ে দিল,
ফারদিন :তাহলে তুমি,খুব সাহস বেড়েছে দেখছি,আজ তুমি টয়লেট পরিষ্কার করবে
রিয়া :কিন্তু ফারদিন
ফারদিন :যা বলেছি তা কর

বলেই ইতির দিকে তাকালো,
ফারদিন :আজ প্রথম দিন
ইতি :হুম
ফারদিন :ক্লাস রুম চেনো
ইতি :না
ফারদিন পিয়াসকে বলল
ফারদিন :পিয়াস আমার sweetheart কে ক্লাসে দিয়ে আয়
ফারদিনের মুখে এমন কথা শুনে সবাই অবাক, ইতি ব্রু কুচকে ফারদিনের দিকে তাকালো
ইতি :কি বলছেন আপনি, কে sweetheart
ফারদিন :তুমি আর কে,সবাই শুনে নেও, She is only my sweetheart, specially you Riya
রিয়া রাগী রাগী চোখে ইতির দিকে তাকালো,ইতি এবার রেগে বলতে লাগল
ইতি :থামুন আপনি কি বলছেন এসব,আপনাকে ভালো মনে করে ছিলাম,আপনি দেখি অসভ্য একটা লোক।
ফারদিন চোখ মুখ শক্ত করে বলল
ফারদিন : Sweetheart আমাকে রাগীও না, আমি রেগে গেল কিন্তু
ইতি:কিন্তু কি
ফারদিন :তাহলে তোমার জন্য খুব একটা ভালো হবে না।
ইতি রেগে বলতে লাগল
ইতি :ভাবেনটা কি নিজেকে, এই শুনুন আমি না আপনাকে ভয়,,,,,,,
বলার আগেই ফারদিন এক টান দিয়ে ইতিকে নিজের সাথে মিশিয়ে নিল,আর ইতির দিকে অগ্নী জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে বলল
ফারদিন :কি যেন বলছিলে আবার বল
ইতি তো ভয়ে প্রায় শেষ,ইতি ফারদিনের এমন রাগে লাল হয়ে যাওয়া চোখ দেখে ভয়ে ঘামতে লাগল
ইতি :ভ,,ভ,ভভভ,ভ,,,ভুল হয়ে গেছে
ফারদিন : Good,,,পিয়াস আমার sweetheart ক্লাসে দিয়ে আয়
ইতি আর কিছু না বলে, চুপচাপ ফারদিনের সামনে থেকে চলে আসলো

চলবে,,,,,,

ভুলক্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন