My sweetheart part-04

0
4164

#My_sweetheart
#Writer_Laila_Aungoman_Eti
#part_04

ইতি :আপনি এখানে কি করছেন
ফারদিন :এটা কোনো ব্যাপার না,এটা বল তুমি যাও নিই কেন
ইতি :তাতে আপনার কি
ফারদিন :আমার কি মানে,এই অনুষ্ঠানটার কারণে কিছুটা সময় আমি তোমাকে আমার কাছে পাব, আর তুমি বলছ আমার কি
ইতি :প্লিজ চলে যান
ফারদিন :যাব, তোমাকে সাথে নিয়ে
ইতি :আমি যাব
ফারদিন ইতির কিছুটা কাছে এসে বলতে লাগল
ফারদিন :আমি কিছু শুনতে চাই নিই,যা বলেছি তা কর, তাড়াতাড়ি রেডি হও
ইতি:আমি যাব না, আমার ভালো লাগছে না
ফারদিন : Sweetheart, আমাকে রাগীও না,নইলে আমি
ইতি :হুম হচ্ছি রেডি
ফারদিন : Good

ইতি রেডি হলো,তারপর দুজন মিলে জন্মদিন এর অনুষ্ঠানে গেল,ইতির বান্ধবী সানিয়া ইতিকে দেখে বলল
সানিয়া :কি হা, তুই বলে আসবি না
ইতি :আসতে তো চাই নিই,এই রাক্ষস টার জন্য আসতে হয়েছে
সানিয়া :ভালো হয়েছে, তোকে ছাড়া ভালো লাগছিল না।
তখনি পিয়াস বলে উঠল
পিয়াস :সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য,ফারদিন
ফারদিন অবাক হয়ে বলল
ফারদিন :আমাকে ডাকছিস কেন
পিয়াস :এটা সবাই জানে তোর গানের গলা খুব সুন্দর, তো একটা গান হয়ে যাক
ফারদিন :আরে না
পিয়াস :দোস্ত প্লিজ,
পিয়াস ইতির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল
পিয়াস :কাউকে mention করে গান গা
ফারদিন ইতির দিকে তাকিয়ে হেসে বলল
ফারদিন :ওকে,গিটার দেয়

ফারদিন গিটার টা হাতে নিয়ে রোমান্টিক একটা সুর তুললো, তারপর ইতি কাছে গিয়ে, ওর চারপাশে হাটতে লাগল, আর গাইতে লাগল

ফারদিন : ♪♪♪♪♪Chale ao pass mere, ♪♪♪♪♪♪
♪♪♪♪♪thora or, thora or, thora or,,,,♪♪♪♪♪♪♪
♪♪♪♪jarasi bat hey,samajte kue nehi ♪♪♪♪♪♪
♪♪♪♪♪♪♪tere bin mey nahi,mare bin to nehi♪♪♪♪
♪♪♪♪mere ho jao na sono thora or,,,,,♪♪♪♪♪♪♪♪
♪♪♪♪♪♪♪♪♪chale ao pass mere ♪♪♪♪♪♪
♪♪♪♪thora or,thora or,thora or,,,,♪♪♪♪♪♪♪♪
♪♪♪♪♪♪jara si duriya vhi,nehi tom se gabara♪♪♪♪
♪♪♪ha ase Payer hamko,,,, nehi ho ga dobara♪♪♪♪♪♪♪
♪♪♪♪♪♪♪jaha tom milo ge, jana ohwhi tak hey♪♪♪♪♪♪♪
♪♪♪♪♪♪♪♪♪♪hasi hey,nami hey,,,jo hey tom hi tak hey,,,,,,♪♪♪♪
♪♪♪♪♪♪barne do chahate ay, thora or,thora or,thora or♪♪♪♪♪♪♪
♪♪♪♪♪♪♪♪♪♪♪chale ao pass mere ♪♪♪♪♪♪♪♪♪
♪♪♪♪♪♪♪♪thora or,thora or,thora or,,,,,,,,,,♪♪♪♪♪♪♪♪♪

গান শেষ করে ফারদিন ইতির দিকে তাকিয়ে দেখে ইতি মুচকি হেসে তাকিয়ে আছে ওর দিকে,ফারদিন হেসে ইতির কাছে গিয়ে ফিসফিস করে বলতে লাগল
ফারদিন :আমি বুঝেছি তোমার ভালো লেগেছে,এখন হাসিটা বন্ধ কর,এই হাসি তো ঘাড়েল করে ফেলছে।
ইতি ফারদিন এর মুখে এমন কথা শুনে,ওর মুখে হাসির জায়গায় বিরক্তি এসে জোরো হলো।

ওখানে সবাই ফারদিনের গান শুনে হাত তালি দিল
পিয়াস :দোস্ত ফাটিয়ে ফেললি।
ফারদিন :ওকে এখন আমাকে যেতে হবে,বাড়ীতে দাদু একা আছে।
পিয়াস :ঠিক আছ,কিন্তু রিয়া আসলো না কেন
ফারদিন :ওর কথা বলে মুডটা নষ্ট করিস না তো
পিয়াস :ওকে

ফারদিন ইতির কাছে এসে বলল
ফারদিন :আসি sweetheart
বলেই ফারদিন চলে গেল।তার কিছুখন পর সানিয়া আর ইতি হোস্টেলে ফিরলো,ইতি কানের দুল খুলছে তখন সানিয়া বলে উঠল
সানিয়া : দোস্ত তুই কোন কপাল নিয়ে জন্মেছিস,
ইতি :কি???
সনিয়া :তা নয় তো কি,এমন একটা মানুষ পেয়েছিস যে কিনা তোকে এত ভালোবাসে
ইতি : চুপ কর তো
সানিয়া :ইশশশশ, এমন ভাব নিচ্ছিস তোর মনে হয় ভালো লাগে নিই।ফারদিন ভাইয়া মানুষ ও একটা
ইতি :কি
সানিয়া : হেব্বি রোমান্টিক
ইতি :তুই তোকে নিয়ে ভাব
সানিয়া :মানে
ইতি :মানে পিয়াস ভাইয়া
সানিয়া :যায় তো
ইতি :তা কেন,আমাকে তো অনেক কিছু বলিস
সানিয়া :ইতি
ইতি :ওকে চুপ করলাম, তুইও তোর মুখ বন্ধ কর,নইলে কাল আর ঘুম থেকে উঠতে পারব না।
সানিয়া : Okey sweetheart
ইতি :খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু😠
সানিয়া : Ok

পরের দিন ভার্সিটি ছুটি হলো,সানিয়া আর ইতি বের হচ্ছে, তখনি ওখানে ফারদিন বাইকে নিয়ে হাজির হলো
সানিয়া :ভাইয়া আপনি
ফারদিন:হুম,sweetheart বাইকে ওঠো এক জায়গায় নিয়ে যাব
ইতি :আমি যাব না, আর আমি গেলে সানিয়া একা ফিরবে কিভাবে
ফারদিন :তার চিন্তা তোমাকে করতে হবে না,আমি পিয়াসকে বলেছি ও আর কিছুখন পর আসবে, তারপর সানিয়াকে হোস্টেলে দিয়ে আসবে
সানিয়া :না আমি চলে যেতে পারব
ফারদিন :না পিয়াসই তোমাকে দিয়ে আসবে, ততো খন এখানে অপেক্ষা কর,আর তুমি বাইকে ওঠো
ইতি :না আমি যাব না আপনার সাথে
ফারদিন :আমাকে রাগীও না,চুপচাপ ওঠো
ইতি :,,,,,,,,,,,,,,,,,,
ফারদিন :এভাবে ওঠবে না তো,তুমি কি চাও সবার সামনে কোলে করে বাইকে বসাই
ইতি :কি?????
ফারদিন :ওকে তুমি ওখানেই দাড়িয়ে থাক, আমি তোমাকে তুলতে আসছি
ইতি :না না না আ,আমি আসছি

ফারদিন ইতিকে বাইকে করে একটা বাড়ীর সামনে নামালো
ইতি :এটা কোন জায়গা
ফারদিন :ভিতরে চল
ফারদিন গিয়ে কলিং বেল দিতেই একটা মেয়ে এসে দরজা খুললো
রুিমা : ভাইয়া আজকে এতো তারাতারি আইসেন যে
ফারদিন :হুম একা আসি নিই,দেখ কাকে নিয়ে এসেছি
রিমা ইতিকে দেখে বলল
রিমা :আপনে কেমন আসেন
ইতি অবাক এটা ভেবে যে রিমা ওকে কিভাবে চিনলো
ইতি :ভালো, তুমি
রিমা :আমিও ভালা আসি,আপনারে ছবিতে যেমন দেখসিলাম আপনি ওমনই, খুব সুন্দর দেখতে
ইতি :ছবি????
ফারদিন :রিমা দাদু বাড়ীতে তো
রিমা :হো বইয়া বইয়া খবরের কাগজ পড়তাসে
ফারদিন :ওকে, sweetheart চল
ইতি অবাক হয়ে বলল
ইতি :এটা আপনার বাড়ী
ফারদিন :হুম আমার শুধু না তোমারও
ইতি :আপনি এখানে আনলেন কেন
ফারদিন :দাদুর সাথে পরিচয় করাতে
ইতি :কি?????😰আমি যাব না
ফারদিন :আরে ভয় পাচ্ছ কেন

ফারদিন ইতিকে নিয়ে ওর দাদুর সামনে গেল,ইতির তো ভয়ে প্রায় শ্বাস আটকে গেছে।
ফারদিনের দাদু :দাদু ভাই
ফারদিন :দাদু দেখ কাকে নিয়ে এসেছি
ফারদিনের দাদু ইতিকে দেখে ডাক দিল
ফারদিনের দাদু :এই মেয়ে এদিকে আসো
ইতি :আ,আআ,আআআ,আমি
ফারদিনের দাদু :হুম
ইতি সামনে দাড়ালো
ফারদিনের দাদু :তা হলে তুমিই ইতি
ইতি :হহহ হুম😰😰😰😰
ফারদিনের দাদু :আমার দাদু ভাইয়ের পছন্দ আছে বলতে হবে
ইতি অবাক হয়ে গেল।
ফারদিন :দাদু ওকে একটু ওদিকে যাই তারপর এসে আমরা কথা বলছি
ফারদিনের দাদু :ঠিক আছে, আরে দাদু ভাইয়ের sweetheart তুমি ভয় পাচ্ছ কেন, আমাকে ও নিজের দাদু ভাব
ইতি অবাক হয়ে ফারদিনের দিকে তাকালো,তারপর ফারদিন ইতিকে নিয়ে একটা রুমে গেল,ইতি ভিতরে ঢুকে দেখে রুমে চারপাশে ইতির ছবি দিয়ে ভরা। ইতি এসব দেখে একদম বাকরুদ্ধ
ইতি :এসব
ফারদিন :এটা আমার রুম, না না এটা আমাদের রুম।বিয়ের পর আমরা এক সাথে এখানে থাকব,এই দেখ এই আলমারির এই পাশে তোমার কাপড় রাখবে আর ওপাশ আমার কাপড়,আর বারান্দায় দুটো চেয়ার আর একটা টেবিল আছে। আর চারপাশে অনেক গুলো ফুলের টব আছে,সারা দিন যাই হক,রাতে দুজন দুই কাপ কফি নিয়ে বসে বসে গল্প করব
ইতি :আপনি কেন এমন পাগলামি করছেন
ফারদিন :কোথায় পাগলামি করলাম
ইতি :ভার্সিটিতে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে আমিই কেন
ফারদিন ইতির কিছুটা কাছে গিয়ে বলল
ফারদিন :তুমি সুন্দর বলে, তোমাকে ভালোবাসি না।তোমাকে ভালোবাসি বলে, তোমাকে সুন্দর লাগে
বলার পরই দুজন দুজনের দিকে তাকিয়ে রইলো।

ইতি :আপনার বাবা মা কোথায়
ফারদিন :আমার দাদু ছাড়া আর কেউ নেই
ইতি : সরি
ফারদিন :বাদ দেও চল দাদুর কাছে যাই
ইতি :হুম

ইতি আর ফারদিন, ফারদিনের দাদুর কাছে গেল
ফারদিন :দাদু চলে এসেছি
ফারদিনের দাদু :ভালো হয়েছে,আচ্ছা ইতি
ইতি ঘাবরে গিয়ে বলল
ইতি :জ,জ,জ,,,জ্বি 😰😰😰
ফারদিনের দাদু :আরে পাগলি মেয়ে এত ভয় পেলে হয়।তুমি এখন আমার এই পাগল দাদু ভাইকে বল, যেন পড়াশোনার পাশাপাশি একটু ব্যবসায় ও মন যেন দেয়, আমার বয়স হয়ে গেছে,একা আর সামলাতে পারি না
ফারদিন :দাদু,, নাতি বউ আসতে না আসতে আমার নামে বিচার দেওয়া শুরু করে দিয়েছ

ইতি তো দুই জনের কথা শুনে লজ্জায় পড়ে গেছে।
ফারদিনের দাদু :দাদু ভাই
ফারদিন : বল
ফারদিনের দাদু : দেখ রিমা এখন আসছে না কেন
ফারদিন :ওকে, swee,,,,,,😅 মানে ইতি তুমি বসো আমি আসছি

বলেই ফারদিন চলে গেল,ফারদিনের দাদু ইতিকে বলল
ফারদিনের দাদু :তুমি এসে আমার পাশে বসো
ইতি :হুম
ফারদিনের দাদু : তোমার পরিবারে কে কে আছে
ইতি : আমি মামা, মামির কাছে ছিলাম এতো দিন,বাবা মা দুজনই একটা এক্সিডেন্ট এতে মারা গিয়েছে।
ফারদিনের দাদু :ওও আমি তোমাকে কষ্ট দিয়ে ফেললাম
ইতি :না না তেমন কিছু না
ফারদিনের দাদু :আমি আমার দাদু ভাইকে এর আগে কখন এত খুশি দেখিনি,ফারদিনের প্রায় সময় ওর বাবা মার কথা ভেবে আমার কাছে এসে, আমার কোলে মাথা রেখে কান্না করতো।কিন্তু এখন ও প্রায় সময় এসে শুধু তোমার কথা বলে।আমার দাদু ভাইটা খুব ভালোবাসে তোমাকে

এর মাঝে ওখানে ফারদিন এসে বলতে লাগল
ফারদিন :কি কথা হচ্ছে
ফারদিনের দাদু :তোর ব্যাপারেই কথা বলছিলাম
ফারদিন :তাই নাকি
ইতি :আমার এখন যাওয়া দরকার
ফারদিন :ঠিক আছে
ইতি :আসি দাদু
ফারদিনের দাদু :সাবধানে যেও

ফারদিন ইতিকে হোস্টেলের সামনে নামিয়ে বলল
ফারদিন : Thanks sweetheart
ইতি :কিসের জন্য
ফারদিন :আজ দিনটা খুব ভালো কেটেছে আমার, শুধু মাএ তোমার জন্য
ইতি :আমার দাদুকে খুব ভালো লেগেছে
ফারদিন :হুম, আমার এক আমার দাদু আর দ্বিতীয় তুমি ছাড়া কাছের বলতে কেউ নেই,কখন ছেড়ে যাবে না তো
ইতি :আমার ভিতরে যাওয়া দরকার
ফারদিন :ওকে

পরের দিন ভার্সিটিতে,,,,,,,,,,,
ফারদিন ইতির কাছে গিয়ে বলল
ফারদিন :Sweetheart চল নদীর পাড়ে যাই
ইতি :না
ফারদিন :কেন
ইতি :বললাম না, যাব না
ফারদিন ইতির হাত ধরে টানতে লাগল
ফারদিন :চল তোমার ভালো লাগবে
ইতি হাত ঝাড়া দিয়ে বলল
ইতি :বললাম না, যাব না । একবার বললে বুঝতে পারনে না
ফারদিন অবাক হয়ে গেল,ইতি ফারদিনের সামনে থেকে চলে গেল।ফারদিনের মনে শুধু একটা কথা ঘুরছে,ইতি এমনটা কেন করলো

ফারদিন আর কিছু না করে, ভার্সিটি থেকে বেড়িয়ে আসল
ফারদিন সেই দিন আর ইতির সাথে দেখা করতে যায় নিই,বাড়ীতেও ফিরে নিই।

পরের দিন ভার্সিটিতে,,,,,,,,
ফারদিন ভার্সিটিতে এসে কোথায়ও ইতিকে দেখতে পেল না,ফারদিন অবশেষে সানিয়ার কাছে গেল
ফারদিন :সানিয়া ইতি কোথায়
সানিয়া :,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ফারদিন :কিছু বলছি তোমাকে
সানিয়া :,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ফারদিন এবার রেগে ধমকে বলল
ফারদিন :বলছ না কেন
ফারদিনের ধমকে সানিয়ার অবস্থা খারাপ
সানিয়া :ইতি আসলে,,, ও
ফারদিন :আমাকে আর রাগীও না সহজ ভাবে বল
সানিয়া :ইতিকে ওর মামা বাড়ী নিয়ে গেছে।
ফারদিন :কি????

চলবে,,,,,,,,,,,,,

ভুলক্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন