আমার শুধু তোমাকেই চাই পর্ব-১১

0
2482

#আমার_শুধু_তোমাকেই_চাই🍁🍁
#লেখিকা;সুমাইয়া_সুলতানা_সুমী
#পর্ব;১১

৩২,,,,
তা আকাশ তোমার পড়াশুনার কি অবস্থা,, অনেক তো ঘুরলে ফিরলে এখন একটু আমার ব্যবসাটার দিকে নজর দাও,,, বেশি না দিলে একটু হলেও তো আমার সাথে অফিসে যাওয়া যাই আমার তো বয়স হচ্ছে না কি??(মহসীন চৌধুরী,, আকাশের বাবা)

কি যে বলো বাবা আমি ওসব পারবো না আর তাছাড়া তুমি তো আছো,, তুৃমি সব কিছু দেখো আর আমি আগে পড়াশোনা শেষ করি তারপর ভাবে দেখবো(খেতে খেতে)

কেনো এখন দেখলে কি হবে শুনি,,, আর এতো বাইরে বাইরে থাকো কেনো একটু তো ঘরেও থাকতে পারো,, সারাদিন শুধু ঘোরাঘুরি আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়া(মহসীন)

হ্যাঁ আকাশ তোর বাবা তো ঠিকিই বলেছে,,, এতো বাইরে বাইরে না থেকে একটু তো আমার কাছেও বসতে পারিস আমাকে সাহায্য করবি(রুপালি)

কি যে বলো না মা আমি কি মেয়ে নাকি যে তোমার কাজে সাহায্য করবো। আচ্ছা আমার খাওয়া শেষ আমি গেলাম (এই বলে মেহরাব চলে গেলো)

এই ছেলেটাও না একটুও ঘরমুখো হয় না সারাদিন শুধু টো টো করে ঘুরে বেড়াই,,, আচ্ছা একটা কাজ করলে হয় না??? (রুপালি)

কি কাজ(মহসীন)

বলছি যে আমাদের মেহরাব কে বিয়ে দিয়ে একটা বউ আনলে কেমন হয়?? তাহলে যদি ছেলে ঘরমুখো হয়,, কি বলো আকাশের বাবা(রুপালি)

হুম তুমি ঠিকি বলেছো,, কিন্তু তুমি কি ভুলে গেছো আমি আমার বন্ধু রহমান কে ওর মৃত্যুর আগে কথা দিয়েছিলাম যে ওর মেয়ের সাথেই আমার ছেলের বিয়ে দেবো (মহসীন)

হুম মনে আছে রহমান ভাই কত ভালো লোক ছিলো,,, আচ্ছা রহমান ভাইয়ের ছেলে তো এখন বড় পুলিশ অফিসার হয়েছে তাই না,, কি যেনো নাম,, হ্যাঁ মনে পড়েছে মেঘ,, তা তুমি একবার মেঘের সাথে কথা বলো(রুপালি)

হ্যাঁ দেখি কথা বলে ও কি বলে। আর তাছাড়া মাহি তো এখন অনেক বড়ও হয়েছে সেই কবে একবার দেখেছি তারপর তো আর দেখিনি(মহসীন)

তুমি তো তাও দেখেছো আর আমি তো সেই ছোট বেলায় দেখেছি কি মিষ্টি মেয়েটা,,, আমার৷ মেহরাব এর সাথে দারুন মানাবে,, কি বলো(রুপালি)

হুম ঠিকিই বলেছো।

,,,,,ভার্সীটিতে,,,,

কি মেডাম এতো দেরি করে আসলে যে,, সেই কখন থেকে তোমার অপেক্ষা করছি তুমি তা যানো??(মেহরাব)

মাহি আর মেঘলা ভার্সীটিতে এসে ক্লাসে যাচ্ছিলো তখনি মেহরাব মাহিকে নিয়ে একটা ফাঁকা রুমের ভিতর আসলো।

কি হচ্ছে কি মেহরাব আমায় ছাড়ুন এটা ভার্সিটী কোনো প্রেম করার স্পট নয় বুঝলেন(মাহি)

হুম তা তো বুঝলাম কিন্তু তুমি আমায় এই আপনি বলা বন্ধ করবে কবে সেটা আগে বলো(মেহরাব)

ওমমম সেটা না হয় বিয়ের পরই বলবো??(এই বলে নিজেকে ছাড়িয়ে নিয়ে মাহি ক্লাসে চলে গেলো)

এই শুনো কি বললে,, যা চলে গেলো বদ মাইয়া (মেহরাব ও নিজের ক্লাসে চলে গেলো)

৩৩,,,,

কি রে হাফ ভাবি তোর মুখটা এমন বাংলার পাঁচ এর মতো করে রেখেছিস কেনো কি হয়েছে(মাহি)

কিছু না এমনিতেই ভালো লাগছে না (মেঘলা)

হুমম আমি জানি তো মেডামের মনটা আজ খারাপ কেনো সকালে ভাইয়ার সাথে দেখা হয়নি তাই? আহারে বেচারি(মাহি)

হ্যাঁ তোমার আর কি,, তোর তো প্রেম একেবারে জমে ক্ষীর প্রতিদিন দেখা হচ্ছে কথা হচ্ছে আহা কি সুন্দর,,, কিন্তু আমার টা তো পুলিশ সারাদিন ব্যাস্ত থাকে সালা গাম্বাট(মেঘলা)

মেঘলা,,, ওই গাম্বাট টা কিন্তু আমার ভাই(রেগে বলল মাহি)

হুম আমি তো ভুলেই গেছিলাম যে ওনাকে কিছু বললে আপনার ফাটবে (মেঘলা)

ওদের কথা বলার মাঝে জয় ক্লাসে আসলো।

গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট,,, সবাই কেমন আছো(জয়)

হুম?? বেলা ১১টার সময় এসে বলছে গুড মর্নিং পাগল না মাথা খারাপ(আস্তে আস্তে বলল মাহি)

চুপ কর হত্তছাড়ি একবার শুনলে না কান মলা দিবে (মেঘলা)
এই তোমরা দুজন ওখানে কি গুজুর গুজুর ফুসুরফুসুর করছো হুম (জয় মাহি আর মেঘলা কে উদ্দেশ্য করে)

না স্যার কিছু না (মেঘলা)

এরপর জয় ক্লাস নিয়ে বেরিয়ো গেলো। তারপর আরো কিছু ক্লাস করে মাহিরা বেরিয়ে আসলো।

,,এই মেঘু তুই যা আমার মাহির সাথে কথা আছে (মেহরাব)

হ্যাঁ জানি তো তোমরা এখন কি করবা,,, যাও যাও যানি যানি,, এখন আমায় তাড়িয়ে দিচ্ছো তো দেখো পরে কিন্তু আমার কাছেই আসা লাগবে এই বলে দিলাম (এই বলে মেঘলা চলে গেলো)

এই যে আপনি রোজ রোজ এ কি শুরু করেছেন বলেন তো,, ভাইয়া যদি একবার জানে তাহলে খবর আছে(মাহি)

মেহরাব যেহেতু জানেনা মেঘ মাহির ভাই,,, ও তো জানে মাহির ভাই হলো শান্ত তাই মাহিকে বলল।

আরে তুমি কিছু মনে করো না তোমার ভাইকে আমি সামলে নেবো এখন চলো তো।

এরপর মেহরাব এর বাইক এ করে মাহি আর মেহরাব চলে গেলো।

৩৪,,,,

এই আপনি রোজ রোজ আমার কলেজ এর সামনে আসেন কেনো??(মুনিরা)

সেটা যদি তুমি বুঝতে তাহলে আমার এতো কষ্ট করে এখানে আসতে হতো না(শান্ত)

শুনুন আমি এতো কিছু বুঝতে চাই না,, আপনি যান তো।(মুনিরা)

কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে উঠে বসো(শান্ত)

না আমি ওঠবো না কি করবেন আপনি(মুনিরা)

কি করবো?? দাড়াও এখনি দেখাচ্ছি (এই বলে শান্ত গাড়ি থেকে নেমে মুনিরা কে কাধে তুলে নিয়ে গাড়িতে বসায়ে দিলো)

এটা কি হলো??(রেগে বলল মুনিরা)

যা হওয়ার তাই হলো এখন চুপ করে থাকো (শান্ত)

কোথায় নিয়ে যাচ্ছেন আমায়??(মুনিরা)

সেটা না হয় গেলেই দেখতে পাবে( এই বলে শান্ত গাড়ি স্টার্ট দিয়ে চলে গেলো)

,,আসতে পারি??(মহসীন)

আরে আক্কেল আপনি?? আসুন আসুন (মেঘ থানায় বসে কাজ করছিলো তখনি মহসীন আসলো)

আপনি এখন এখনে হঠাৎ এতোদিন পর??কি মনে করে (মেঘ)

এইতো এদিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোমার সাথে দেখা করে যাই,,,আর তুমি যে ব্যাস্ত মানুষ তোমাকে তো থানায় ছাড়া পাওয়াই যাবে না,,,, তোমার কাজে বিরক্ত করলাম না তো আবার??(মহসীন)

কি যে বলেন আক্কেল বিরক্ত কেনো হবো,,, আজ আপনি না থাকলে তো আমি এতো দূর আসতেই পারতাম না (মেঘ)

না না মেঘ তুমি ভুল বলছো,,, সব তোমার চেষ্টা আর ইচ্ছাশক্তির জন্যই হয়েছে, আর আমি তো শুধু একটু সাহায্য করেছি এই আর কি।।। আচ্ছা শোনো যায় জন্য তোমার কাছে আসা,, (মহসীন)

জি আক্কেল বলুন।

চলবে,,,,,,

(ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। আর গঠনমূলক কমেন্ট আশা করছি)