আর একটিবার পর্ব-৬+৭

0
244

#আর_একটিবার
#শোভা_আক্তার(লাভলী)
#পর্ব_৬

রাতের খাবার খেয়ে ১১ টায় সাঈদ চলে গেল। যতক্ষণ সাঈদ ছিল ইরিনা ভীষণ খুশি ছিল। সে চলে যাওয়ায় মন খারাপ করে বসে আছে। ইর্তেজা থালা-বাসন ধুয়ে রান্নাঘর গুছিয়ে বোনের ঘরে আসলো ঔষধ খাওয়ানোর জন্য। ইরিনা গালে হাত দিয়ে মাটির দিকে অপলকভাবে তাকিয়ে আছে। ইর্তেজা এসে বক্স থেকে ঔষধ বের করে ইরিনার সামনে বসলো। ইরিনার হুঁশ নেই। সে এখনো মাটির দিকে তাকিয়ে আছে। ইর্তেজা ঔষধ এগিয়ে দিলো। বোনকে অস্বাভাবিক দেখে ইর্তেজা চিন্তিত হলো।
“কি হলো আপু?”
ইরিনার ধ্যান ভাঙ্গলো। ইর্তেজাকে দেখে মুখে হাসি টেনে বলল- “কিছু না” হাত বাড়িয়ে ইর্তেজার থেকে ঔষধ নিয়ে খেয়ে নিলো। ইর্তেজা গ্লাস রেখে ইরিনাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিলো।
“ভাই, মনে আছে মা আমাদের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতো?”
ইর্তেজা মুচকি হেসে মাথা নাড়াল। ইরিনা ইর্তেজার পাশ ফিরে ইর্তেজার হাত নিজের মাথায় রেখে চোখ বন্ধ করলো। ইর্তেজা নিঃশব্দে হাসলো। তার বড়ো বোন যখন ছোটোদের মতো আবদার করে তার ভীষণ ভালো লাগে। ইর্তেজা ইরিনার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো।
.
.
শ্রাবণ বাসায় এসে দেখে সাগরিকা ঘরে নেই। ভয় পেয়ে গেল সে। সাগরিকা কী চলে গিয়েছে? হৃৎস্পন্দন বেড়ে গিয়েছে তার। পুরো বাড়ি খুঁজে শ্রাবণ সাগরিকাকে পেল না। অবশেষে সে ছাদে গেল। সাগরিকা মাদুরের উপর শুয়ে চোখ বন্ধ করে রেখেছে। গাল, চোখের নিচে পানির দাগ দেখা যাচ্ছে। কান্না করেছে মেয়েটা। শ্রাবণের বুক ধুকপুক করছে। সে চুপচাপ গিয়ে সাগরিকার পাশে শুয়ে পরলো। পাশে কেও আছে সাগরিকা বুঝতে পেয়েও চোখ খুলল না। সে জানে শ্রাবণ এসেছে। আপাতত তার চেহারা সে দেখতে চায় না। সাগরিকা ঘুরে শ্রাবণের দিকে পিঠ করে শুয়ে পরলো। হঠাৎ পেটে আর ঘাড়ে সে ছোঁয়া পেল। শ্রাবণ তাকে জড়িয়ে ধরেছে। সাগরিকা দ্রুত নিজেকে ছাড়িয়ে উঠে বসলো। শ্রাবণ মন খারাপ করলো। সেও উঠে বসলো৷ কিছু বলার আগেই সাগরিকা বলল- “তুমি প্লিজ যাও আমি আসছি কিছুক্ষণ পর।”
শ্রাবণ সাগরিকাকে টেনে বুকে ভরে নিয়ে বলল- “মাফ করে দাও আমায়। আমি রাগে কি করেছি নিজেও জানি না। আমি জানি আমি অনেক খারাপ।”
সাগরিকা শ্রাবণকে ঠেলে দূরে সরিয়ে বলল- “জানি, মাফ চাইতে হবে না। এখন যাও আমি কিছুক্ষণ একা থাকতে চাই।”
“প্লিজ সাগরিকা, রাগ করে থেকো না। আচ্ছা বলো আমি কি করলে তুমি আমাকে মাফ করবে? তুমি যা বলবে আমি তা-ই করবো।”
সাগরিকা এক নজর শ্রাবণকে দেখলো। এই ২ বছরে শ্রাবণ বহুবার এই কথা বলেছে। সাগরিকা মুখ ঘুরিয়ে ফেলল- “না লাগবে না। আমি রাগ করি নি৷ এসবের অভ্যেস হয়ে গিয়েছে এখন।”
“আমি সত্যি বলছি। বলো আমি কি করলে তুমি খুশি হবে৷ আমাকে মাফ করে দিবে।”
সাগরিকা শ্রাবণের দিকে তাকাল। সাগরিকার চোখের কোনায় অশ্রু জমে গিয়েছে- “তাকে মুক্ত করে দাও। আমি সারাজীবনের জন্য তোমার পিঞ্জিরায় বন্দী হয়ে যাব। তুমি যা বলবে তাই করবো। ওয়াদা করছি তোমাকে কখনো ছেড়ে যাব না।”
শ্রাবণ চোয়াল শক্ত করে ফেলল। হাত মুঠো করে রেখেছে। চোখে মুখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছে। সাগরিকা বাঁকা হাসি দিয়ে বলল- “এমনভাবে দেখছো যেন জানতে না আমি কি চাইব?”
শ্রাবণ লম্বা নিশ্বাস ফেলে নিজেকে শান্ত করলো। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর বলল- “তার মানে আমি কখনোই তোমার মনে জায়গা করতে পারবো না। তুমি আজও তার প্রেমের জালে জড়িয়ে আছো।”
“জানি না, আমি শুধু জানি তার পরিবার তাকে ছাড়া অচল। তার বুড়ো মা তার অপেক্ষায় আছে।”
বলেই সাগরিকা আকাশের দিকে তাকাল। শ্রাবণ রাগে ঘনঘন নিশ্বাস ফেলছে। সাগরিকা বলল- “তুমি তো পরিবার হারানোর কষ্ট বুঝো শ্রাবণ। তুমি কি অনুভব করতে পারছো না তাদের কষ্ট।”
শ্রাবণ লম্বা নিশ্বাস ফেলে বলল- “আমি জানি তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করছো। লাভ নেই সাগরিকা। আমি কখনো তোমার এই ইচ্ছে পূরণ করবো না। যাচ্ছি আমি তুমি আসো।”
বলেই শ্রাবণ উঠে চলে গেল। সাগরিকা এক নজর শ্রাবণের যাওয়ার পথে দেখে আবার আকাশের দিকে তাকাল। কালো মেঘের আড়ালে চাঁদ একবার লুকাচ্ছে আবার উঁকি দিচ্ছে৷ সাগরিকা মুচকি হেসে বলল-
“আমার সন্ধ্যায় দেখা মেললো
তোমার নামের চাঁদ,
হাত বাড়িয়ে ছুঁয়ে দেখি
নেই সেখানে আর।
পরলো মনে, হঠাৎ করে
ছিলে তুমি, জগৎ জুড়ে
সুযোগ পেলে #আর_একটিবার
রাখবো তোমায় আমার করে।”

কিছুদিন পর……
কাঠফাটা রোদের নিচে দাঁড়িয়ে আছে ইর্তেজা। সে অপেক্ষা করছে সাগরিকার। সাগরিকা ভার্সিটির ভেতরে। ইর্তেজা একবার ভাবলো গাড়িতে গিয়ে বসবে। কিন্তু তার মন চাচ্ছে না। সকালে সে দেখেছে সাগরিকার শরীর ভালো না। তবুও সে ভার্সিটি এসেছে। ইর্তেজা ভার্সিটির মেইন দরজার পাশেই ঘুরাঘুরি করছে। ভার্সিটির দারোয়ান মামা ইর্তেজাকে দেখে হেসে বলল- “কি গো বাছা কারো অপেক্ষা করতাছো?”
“জি আংকেল”
“এখন ছুটি হইব চিন্তা কইরো না।”
ইর্তেজা মাথা নাড়াল। কিছুক্ষণের মধ্যে ছুটির ঘন্টা বাজলো। সবাই এক এক করে এগিয়ে আসছে। ইর্তেজার দৃষ্টি সাগরিকাকে খুঁজছে। হঠাৎ খেয়াল করলো সাগরিকাকে ধরে নিয়ে এগিয়ে আসছে তার বান্ধবী। ইর্তেজা ভয় পেয়ে গেল। দ্রুত এগিয়ে গিয়ে বলল- “ম্যাম কি হয়েছে আপনার? ঠিক আছেন আপনি?!
সাগরিকা ইর্তেজাকে দেখে ভ্রু কুঁচকালো। ইর্তেজা ঘামে যেন গোসল করেছে৷ সাগরিকা নাক মুখ কুঁচকে বলল- “আমি তো ঠিক আছি। তোমার এই অবস্থা কেন?”
ইর্তেজা জবাব দিলো না। সাগরিকার বান্ধবী বলল- “কেন নিজের হিরোর মতো চেহারাকে রোদে দাঁড়িয়ে কালো করছো?”
ইর্তেজা কথাটা ইগনর করে সাগরিকাকে বলল- “ম্যাম আপনি সত্যি ঠিক আছেন তো। আপনি বললে বসকে কল দিয়ে বলি? হসপিটাল যাবেন?”
সাগরিকা বিরক্ত হয়ে বলল- “থামবে? কিছু হয়নি আমার। সকাল থেকে না খেয়ে আছি তাই খারাপ লাগছে। বাসায় নিয়ে চলো আমাকে।”
বলেই সাগরিকা পাশ কাটিয়ে গাড়িতে উঠে বসলো। ইর্তেজার তবুও ভয় করছে। সাগরিকার চেহারা দেখেই সে বুঝতে পারছে সে অসুস্থ। সাগরিকার বান্ধবীকে ইর্তেজা ধন্যবাদ জানিয়ে ড্রাইভিং সিটে বসে পরলো। সাগরিকা সিটে পুরো গা ছেড়ে চোখ বন্ধ করে রেখেছে। ইর্তেজা গাড়ি স্টার্ট দিলো। কিছু রাস্তা যাওয়ার পর ইর্তেজা সাগরিকাকে ডাকলো। সাগরিকা চোখ বন্ধ রেখেই বলল- “বলো”
“আপনি সত্যি ঠিক আছেন তো?”
সাগরিকা চোখ খুলে ইর্তেজার দিকে বিরক্ত ভাব নিয়ে তাকিয়ে বলল- “বার বার এক প্রশ্ন কেন করো বলো তো?”
“সরি ম্যাম, কিন্তু আমার চিন্তা হচ্ছে।”
সাগরিকা কিছুটা চমকে উঠল ইর্তেজার কথা শুনে৷ ইর্তেজা একবার রাস্তা দেখছে আর একবার আয়না দিয়ে সাগরিকাকে। সাগরিকা মুখ ঘুরিয়ে রাস্তার দিকে তাকিয়ে বলল-
“হ্যাঁ আমি একদম ঠিক আছি। এখন আর প্রশ্ন করো না। প্লিজ বাসায় নিয়ে যাও আমাকে।”
“ওকে ম্যাম”
ইর্তেজা আর কিছু জিজ্ঞেস করলো না। সাগরিকাকে নিয়ে বাসার দিকে রওয়ানা দিলো।
.
.
আজ কলেজে স্যার হিসেবে প্রথম দিন সাঈদের। ভাবলো কলেজ যাওয়ার আগে ইরিনার সাথে দেখা করে যাওয়া যাক। কিন্তু ইরিনা তো এই বিষয়টা পছন্দ করে না। আয়নার সামনে দাঁড়িয়ে সাঈদ এসব চিন্তা করছে। ইরিনাকে না দেখলে তার দিন খারাপ যাবে। একটা লম্বা নিশ্বাস ফেলে তৈরী হয়ে ঘর থেকে বের হলো। নাশতা করে বাইক নিয়ে বেরিয়ে পরলো। বাইক চালাতে চালাতে ভাবছে দেখা করতে যাবে কি-না। বাইক সিগনালে দাঁড়াল। সাঈদ পরলো দোটানায়, সোজা রাস্তা কলেজ যায়। আর ডান দিকের রাস্তা ইরিনার বাসায়। সাঈদ সিগনালের দিকে তাকাল। কিছুক্ষণের মধ্যে সবুজ লাইট জ্বললো। গাড়ি গুলো এগিয়ে যাচ্ছে। সাঈদ বাইক স্টার্ট দিয়ে ডান রাস্তায় বাইক নিলো।

ইরিনা বার বার ঘড়ি দেখছে। আজ থেকে সাঈদ কলেজ জয়েন করবে। কলেজ শুরু হওয়ার সময় ৯ টা। ৯ টা বাজতে আধা ঘণ্টা বাকি। এই আধা ঘন্টার মধ্যে সাঈদ না আসলে? ইরিনা জানে না ইদানীং সে কেন বার বার সাঈদকে দেখতে চায়। নিজের ভাবনা চিন্তার উপর সে লজ্জিত৷ তবুও তার বেহায়া মন মানে না। বেশ কিছুক্ষণ অপেক্ষা পর সাঈদ আসলো। দরজায় টোকা পরতেই ইরিনা বুঝতে পারলো সাঈদ এসেছে। ঝর্ণা এসে দরজা খুলল। সাঈদকে দেখে সালাম দিয়ে লজ্জা মাখা হাসি দিয়ে চলে গেল। ইরিনা ঝর্ণার ব্যবহার দেখে হাসলো। সাঈদ দরজার বাহিরেই দাঁড়িয়ে আছে। ইরিনা মুচকি হেসে বলল- “বাহিরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো।”
“ভেবে বলছেন তো?”
“তুমি কি রাগ করেছো আমার সেদিনের কথায়?”
“না তো, আমি ভাবলাম আপনি রাগ করে আছেন আমার উপর।”
“একদম না, আসো।”
সাঈদ শান্তির নিশ্বাস ফেলল। ভেতরে গিয়ে ইরিনার পাশে দাঁড়াল। ইরিনা মাথা তুলে সাঈদের দিকে তাকাল। এখন সাঈদকে এডাল্ট লাগছে। ব্লু শার্ট, ব্ল্যাক জিন্স আর চোখে নর্মাল কালো ফ্রেমের চশমা। সত্যি একজন স্যারের মতো দেখাচ্ছে তাকে৷ ইরিনা ঢোক গিলে দৃষ্টি সরিয়ে ফেলল। কেমন নির্লজ্জ হয়ে যাচ্ছে সে দিন দিন৷ নিজেই নিজেকে বকলো মনে মনে। ঝর্ণা সাঈদের জন্য চা নিয়ে আসলো। সাঈদ ঝর্ণার হাত থেকে চা নিয়ে হেসে বলল- “তুমি জানলে কি করে আমার চা খেতে ইচ্ছে করছে।”
“আমাগো মনের টান আছে এল্লেগা।”
সাঈদ ইরিনা দুজনই চমকে উঠল ঝর্ণার কথা শুনে। ঝর্ণা লজ্জা পেতে পেতে চলে গেল। সাঈদ ইরিনা একে অপরের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিলো। সাঈদ হাসতে হাসতে থমকে গেল। সে ইরিনার হাসি দেখতে ব্যস্ত। ইরিনার দৃষ্টি হঠাৎ সাঈদের দিকে যেতেই হাসি থামিয়ে ফেলল সে। লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। সাঈদ চেয়ারে বসে বলল- “নাশতা করেছেন আপনি?”
“শুধু চা খেয়েছি। আজ নাশতা খেতে ইচ্ছে করছে না।”
সাঈদ ভ্রু কুঁচকে বলল- “আপনার ঔষধ আছে ভুলে গেলেন?”
“প্রতিদিন ৫/৬ রকমের ঔষধ খেতে কার ভালো লাগে শুনি?”
“আপনাকে বোঝানো খুব মুশকিল।”
সাঈদ ঝর্ণাকে ডেকে বলল ইরিনার জন্য নাশতা নিয়ে আসতে। ইরিনা চুপচাপ বসে আছে। ঝর্ণা নাশতা নিয়ে টেবিলের উপর রাখলো। সাঈদ ইরিনার দিকে এগিয়ে দিয়ে বলল- “আমি ৫ মিনিটের মধ্যে চলে যাব। নাহলে বসে থেকে আপনি খাচ্ছেন কি-না দেখে যেতাম।”
ইরিনা মুখ টিপে হাসলো। সাঈদ চা শেষ করে উঠে দাঁড়াল। ইরিনা সাঈদের দিকে তাকিয়ে মুখ লটকালো। সাঈদ তার হাতের ঘড়ি দেখে ইরিনার দিকে তাকাতেই ইরিনা মুখ ঘুরিয়ে ফেলল। সাঈদ মুচকি হেসে বলল- “আজ আসি, প্রথমদিন কলেজে দোয়া করবেন।”
ইরিনা সাঈদের দিকে তাকিয়ে মুচকি হেসে মাথা নাড়াল। সাঈদ সালাম দিয়ে বেরিয়ে পরলো। ইরিনা এক নজর সাঈদের যাওয়ার পথে দেখে নাশতার দিকে তাকাল। হঠাৎ তার এত ভালো কেন লাগছে বুঝতে পারছে না।
.
.
সেদিন ফ্যাক্টরিতে আগুন লাগায় খুব লস হয়েছে শ্রাবণের। ভয়ে ঘাম ঝরছে তার৷ লোন নিয়ে ফ্যাক্টরিতে জিনিসপত্র তুলেছিল সে। এখন লোন কিভাবে শোধ করবে? চোখ বন্ধ করে ভাবছে কি করা যায়। ভাবলো ফ্যাক্টরিটা বিক্রি করে দেবে। কিন্তু তার অবৈধ ব্যবসার কথা শুনলে কেও কিনতে চাইবে না। খুব রাগ হচ্ছে তার। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। তার কোনো না কোনো উপায় বের করতেই হবে। ভাবলো বাসায় চলে যাবে এখন। এখন কোনো প্রজেক্টও নেই যার উপর কাজ করবে। অফিস থেকে বের হয়ে শ্রাবণ বাসার উদ্দেশ্যে রওয়ানা দিলো। বাসা সামনে গিয়ে দেখে সাগরিকা ইর্তেজার হাত ধরে গাড়ি থেকে নামছে। শ্রাবণের মাথায় রক্ত উঠে গেল এই দৃশ্য দেখে। দ্রুত গাড়ি থেকে নেমে হনহন করে এগিয়ে গেল। ইর্তেজা শ্রাবণকে দেখে কিছু বলার আগেই শ্রাবণ ইর্তেজার ধরে টেনে সজোরে চেহারায় ঘুষি মেরে দিলো। ইর্তেজা ঠোঁট ধরে কিছু কদম পিছিয়ে গেল। মাথা ঝিমঝিম করছে তার। সাগরিকা থতমত খেয়ে দাঁড়িয়ে আছে। শ্রাবণ আবার এগিয়ে গেল। ইর্তেজাকে ধরে এলোপাথাড়ি ভাবে মারতে লাগলো। সাগরিকা দৌড়ে গেল। সে দুজনকে ছাড়ানোর চেষ্টা করছে। কিন্তু পারছে না। শ্রাবণ রাগের মাথায় সাগরিকাকে ধাক্কা মেরে দিলো। সাগরিকা ধপ করে মাটিতে পড়ে গেল। ইর্তেজার দৃষ্টি সেখানে যেতেই দেখে সাগরিকা পেট ধরে চিৎকার করছে। ইর্তেজা শ্রাবণকে ধাক্কা দিয়ে সাগরিকার দিকে গেল। সাগরিকার ছটফট দেখে শ্রাবণও এগিয়ে আসলো। শ্রাবণকে দেখে সাগরিকা কান্না করতে করতে বলল- “শ্রাবণ আমার খুব ব্যাথা করছে পেটে।”
শ্রাবণ ভয় পেয়ে গেল। সে রাগের বশে সাগরিকাকে কষ্ট দিলো। দ্রুত সাগরিকাকে কোলে তুলে নিলো। ইর্তেজা গাড়ির দরজা খুলে দিলো। তার মাথা ঝিমঝিম করছে। গাড়ি কিভাবে চালাবে। সাগরিকার কষ্ট দেখে সে সিটে বসে গাড়ি স্টার্ট দিলো। শ্রাবণ সাগরিকার মাথা তার বুকে নিয়ে জড়িয়ে ধরে রেখেছে। ইর্তেজা কোনো মতো গাড়ি চালিয়ে হসপিটাল নিয়ে গেল। সাগরিকাকে কোলে নিয়েই শ্রাবণ হসপিটালের ভেতরে গেল। সাগরিকা দাঁতে দাঁত চেপে কাঁদছে ব্যাথায়। ডাক্তার এসে সাগরিকাকে নিয়ে গেল। শ্রাবণ আর ইর্তেজা করিডরে দাঁড়িয়ে আছে। ইর্তেজা হসপিটাল থেকে বের হলো। দোকান থেকে পানির বোতল কিনে রাস্তায় দাঁড়িয়েই চেহারা ধুয়ে নিলো। সাগরিকার চিন্তায় সে নিজের ব্যাথার কথা ভুলে গিয়েছে। ইর্তেজা আবার হসপিটালের ভেতরে গেল। শ্রাবণ চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইর্তেজা শ্রাবণের সামনে গিয়ে দাঁড়াল। শ্রাবণ ইর্তেজার দিকে তাকাতেই ইর্তেজা বলল-
“আমি কি জানতে পারি আপনি কেন এমন করলেন?”
শ্রাবণ জবাব দিলো না। ইর্তেজার রাগ হলো। কিন্তু শান্ত গলাতেই বলল-
“ম্যামকে আপনি অনেক ভালোবাসেন তাই না? তবুও এত সন্দেহ কেন করেন? আমি আপনার জন্য কাজ করি। ম্যামের বডিগার্ড আমি। একজন বডিগার্ডের সাথে সন্দেহ? ছি, প্রথমবারের মতো আমার ঘৃণা হচ্ছে আপনাকে দেখে।”
শ্রাবণ এখনো জবাব দিলো না। তার মনে হলো ইর্তেজা সত্যি বলছে। তার সন্দেহর কারণে আজ সাগরিকার এই অবস্থা। ইর্তেজা আবার বলল-
“কিছুদিন ধরে আপনার স্ত্রী অসুস্থ খেয়াল করেছেন? সারাদিন তো কাজ নিয়ে পড়ে থাকেন। অনেক তো ভালোবাসা দাবী করেন।”
শ্রাবণ ইর্তেজার দিকে তাকিয়ে বলল-
“ভুল হয়ে গেছে। ব্যবসা এত বাজে যাচ্ছে যে মাথা ঠিক নেই আমার।”
“টাকা আসবে যাবে আপনার স্ত্রী চলে গেলে আর ফিরে আসবে না মনে রাখবেন।”
শ্রাবণ লম্বা নিশ্বাস ফেলল। কিছুক্ষণ পর ডাক্তার আসলো। শ্রাবণ উনাকে দেখে ভীতু গলায় জিজ্ঞেস করলো- “ডাক্তার আমার স্ত্রী কেমন আছে? ঠিক আছে তো সে?”
“আপনি কী জানতেন উনি প্রেগন্যান্ট?”
শ্রাবণ চমকে উঠল। সে ঠাঁই দাঁড়িয়ে আছে ডাক্তারের কথা শুনে। ডাক্তার শ্রাবণের চেহারা দেখেই উত্তর পেয়ে গেল।
“আপনার ওয়াইফের প্রেগ্ন্যাসির দেড় মাস চলছিল। আঘাত খুব জোরে লাগায় মিসগ্যারেজ হয়ে গিয়েছে। উনার প্রেসার লো এবং রক্ত শূন্যতাও আছে। ১ দিন হসপিটালে থাকতে হবে উনার।”
বলেই ডাক্তার চলে গেল। শ্রাবণ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পরিস্থিতি এত বাজে হয়ে উঠেছে যে শ্রাবণ ইর্তেজার দিকে তাকাতে পারছে না লজ্জায়। ইর্তেজা বুঝতে পারলো শ্রাবণ লজ্জিত। কিন্তু কি বলে শ্রাবণকে শান্তনা দেবে বুঝতে পারছে না সে। ইর্তেজার গাল আর পেট ব্যাথা করছে। শ্রাবণ খুবই জোরে মেরেছে। শ্রাবণ ধীরে ধীরে নজর তুলে ইর্তেজার দিকে তাকাল। ইর্তেজা তার দিকেই তাকিয়ে আছে। শ্রাবণ কিছু বলতে চাচ্ছে কিন্তু পারছে না। তার মনে হচ্ছে কেও তার গলা চেপে ধরে রেখেছে। ইর্তেজা শ্রাবণের সামনে এসে বলল-
“আশা করছি ম্যামকে একবার সন্দেহ করে আপনার শিক্ষা হয়েছে।”
“একবার না, এই নিয়ে বহুবার। জানো আমি, আমি একজন ভালো স্বামী হতে পারছি না।”
“আগে একজন ভালো মানুষ তো হয়ে নিন।”
শ্রাবণ ইর্তেজার দিকে তাকিয়ে রইল। এই কথার পাল্টে জবাব বলতে তার কাছে কিছু নেই। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ডাক্তার শ্রাবণকে পারমিশন নিলো কেবিনে যাওয়ার। শ্রাবণ দৌড়ে গেল ভেতরে৷ ইর্তেজা করিডরে চুপচাপ দাঁড়িয়ে আছে। সে চাইলেও ভেতরে যেতে পারবে না।

শ্রাবণ ভেতরে গিয়ে দেখে সাগরিকা চোখ বন্ধ করে শুয়ে আছে। চুপচাপ গিয়ে সাগরিকার পাশে বসলো। সে জানে না সাগরিকা এসব জানার পর কি করবে। যতটা ঘৃণা করতো তার থেকেও বেশী করবে হয়তো। শ্রাবণ সাগরিকার ডান হাত নিজের হাতের মুঠোয় নিলো। সে কিছু ভাবতে পারছে না এখন। পুরো মাথা শূন্য হয়ে গিয়েছে তার। সাগরিকা চোখ খুলে শ্রাবণকে দেখলো৷ শ্রাবণ সাগরিকার চাহনি দেখে মাথা নিচু করে বলল-
“আবারো তোমার কাছ থেকে তোমার আপন মানুষকে দূর করে ফেললাম। আমি খুব…”
“লজ্জিত?”
শ্রাবণ পুরো কথা বলার আগেই সাগরিকা তার মুখের কথা কেড়ে নিলো। শ্রাবণ চোখ তুলে সাগরিকার দিকে তাকাল। সাগরিকা একটা লম্বা নিশ্বাস ফেলে বলল-
“আমি এই বিষয়ে আর কথা বলতে চাই না শ্রাবণ। তুমি মাফ চাইতে চাইতে ক্লান্ত আর আমি মাফ করতে করতে। একটা পরামর্শ দেই। আজকের পর থেকে যত ভুল, সরি পাপ করবে সেটার জন্য ক্ষমা চাইতে হবে না। কারণ তোমাকে আমি মাফ করি বা না করি। জীবন আমার তোমার সাথেই কাটাতে হবে। এখন সেটাতে আমার ইচ্ছে থাকুক বা না থাকুক।”
“আমি যথেষ্ট চেষ্টা করি তোমার মনের মতো হওয়ার। কিন্তু সবসময় ফেইল হয়ে যাই।”
“তোমার কোনো প্রয়োজন নেই কারো মনের মতো হওয়ার। মনে আছে একবার বলেছিলাম যে তোমার জীবনে এমন কেও আসবে যে তোমাকে তোমার মতো করেই ভালোবাসবে? যদি সেদিন আমার কথা মেনে নিতে আমাদের এই দিন দেখতে হতো না। না তুমি একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করতে, না আমি।”
“আমি তোমাকে অনেক ভালোবাসি।”
“জানি, আচ্ছা তোমার কি মনে হয় না তুমি এমন একজন মানুষ ডিজার্ভ করো যে তোমাকে অনেক ভালোবাসবে অনেক।”
“আমার যে তোমার ভালোবাসা পাওয়ার ইচ্ছা।”
“আচ্ছা এই জন্মে সম্ভব হলে পেয়ে যাবা।”
শ্রাবণ তাকিয়ে রইল সাগরিকার দিকে। সাগরিকার কথাগুলো বেশ অদ্ভুত লাগছে তার৷ সে ভেবেছিল সাগরিকা হয় তো অনেক রাগ করবে। কিন্তু না, সে তো অদ্ভুত ভঙ্গিতে কথা বলছে। শ্রাবণ যেন এই সাগরিকাকে চিনতে পারলো না। সাগরিকা ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলল। কান্না তার গলায় আটকে আছে৷ ভাবলো কান্না করলে সব আগের মতো হবে না। তাই সবসময়ের মতো নিজেকে শক্ত রাখতে হবে। সাগরিকা চোখ খুলল। শ্রাবণ মাথা নিচু করে বসে আছে তার হাত ধরে। সাগরিকা চোখ ঘুরিয়ে দরজার দিকে তাকাতেই থমকে গেল। দরজায় থাকা গোল কাঁচের ওপারে দেখা যাচ্ছে ইর্তেজাকে। ইর্তেজার চোখে মুখে ভয়, অস্থিরতা স্পষ্ট। সাগরিকা তাকিয়ে রইল ইর্তেজার দিকে।

চলবে…..

#আর_একটিবার
#শোভা_আক্তার(লাভলী)
#পর্ব_৭

ইরিনা বিছানায় শুয়ে ছটফট করছে। ভাই নেই টেনশনে তার ঘুম আসছে না। ইর্তেজাকে অনেকবার কল করেছে৷ কিন্তু ইর্তেজা কল রিসিভ করে নি৷ হঠাৎ দরজা খোলার শব্দ আসলো। ইর্তেজা বাসায় ফিরেছে। কিন্তু ইরিনা অবাক হলো। ইর্তেজা চুপচাপ নিজের ঘরে চলে গেল। সে কখনো এমন করে না। সবসময় বোনের সাথে দেখা করে তারপর নিজের ঘরে যায়। ইরিনার খোটকা লাগলো। কিছু তো হয়েছে। ইরিনা ডাকলো ইর্তেজাকে। ইর্তেজা ডাক শুনে বোনের ঘরে গেল। ইর্তেজার চোখ মুখ লাল হয়ে আছে। কপালে গালে নীলচে দাগ হয়ে আছে। ইরিনা ভয় পেয়ে গেল। দ্রুত উঠে বসার চেষ্টা করলো। ইর্তেজা তার পাশে বসে বলল-
“উঠতে হবে না। শুয়ে থাকো।”
“তোর চেহারার এই অবস্থা কেন? কার সাথে মারামারি করে এসেছিস?”
“কারো সাথে না। ছোট্ট একটা এক্সিডেন্ট হয়েছে।”
“হায় আল্লাহ্, তুই ঠিক আছিস তো?”
“হ্যাঁ আলহামদুলিল্লাহ, তুমি ঔষধ খেয়েছো?”
“প্রসঙ্গ পরিবর্তন করিস না। সত্যি করে বল কি হয়েছে? তুই ইদানীং আমার থেকে কথা লুকাস। আগে তো এমন করতি না।”
ইর্তেজা তাকাল বোনের দিকে। সত্যি তো বলেছে ইরিনা। ইর্তেজা তার হাত মুঠোয় নিয়ে বলল- “আমি এমন কোনো কাজ করবো না যাতে তুমি কষ্ট পাও।”
“তাহলে আমাকে এত টেনশন কেন দিস বল তো৷ তুই যাওয়ার পর আমি সারাদিন চিন্তা করি তুই ঠিক আছিস কি-না।”
ইরিনা ইর্তেজার গালে হাত রেখে আবার বলল- “ভাই, প্লিজ আমাকে বল তোর মনে কি চলছে৷ সেই ২ বছর আগে তোর চোখে আমি যে কষ্ট দেখতে পেয়েছিলাম আজও সেই রকমই কষ্ট দেখতে পাচ্ছি।”
ইর্তেজা চমকে উঠল। দ্রুত দাঁড়িয়ে বলল-
“এমন কিছুই না। আমি কারো জন্য কষ্ট পাচ্ছি না।”
ইর্তেজা বলেই মুখ ঘুরিয়ে ফেলল। ইরিনা ভ্রু কুঁচকে বলল- “আমি তো বলি নি তুই কারো জন্য কষ্ট পাচ্ছিস।”
ইর্তেজা করুণ দৃষ্টিতে তাকাল ইরিনার দিকে। ইরিনা হাত বাড়িয়ে ভাইয়ের হাত ধরে আবার পাশে বসালো। ইর্তেজা মাথা নিচু করে বসে আছে। ইরিনা তার মাথায় হাত বুলিয়ে বলল-
“আমি তোকে ভালো মতো চিনি। আচ্ছা আর কিছু জিজ্ঞেস করবো না। কিন্তু এবার একটা পরামর্শ দিই।”
ইর্তেজা তাকাল বোনের দিকে। সে জানে তার বোন কোনো পরামর্শ দিলে সেটা নিশ্চয়ই কাজে আসে। ইরিনা ইর্তেজার হাত শক্ত করে ধরে বলল- “গতবারের মতো ভুল করবি না। নিজেকে কষ্ট থেকে শত হাত দূর রাখবি। তুই না বলেছিলি ভালোবাসার জন্য সব করতে পারিস। এবার ত্যাগ না ভোগ করবি।”
ইর্তেজা চেহারা কুঁচকে বলল- “তোমার এমন কেন মনে হচ্ছে আমি কারো প্রেমে পড়েছি?”
“তুই আমার ভাই। আমার থেকে ভালো তোকে কে চিনবে শুনি।”
“এমন কিছুই না আপু। তুমি ভুল বুঝছো।”
“ঠিক আছে, তুই নিজেকেই প্রশ্ন কর। আজ না-হয় কাল উত্তর পেয়ে যাবি।”
“বেশি কথা বলো, ঔষধ দিচ্ছি। খেয়ে ঘুমিয়ে যাও।”
ইরিনা নিঃশব্দে হাসলো। ইর্তেজা ইরিনাকে ঘুম পাড়িয়ে ঘরে চলে গেল। ঘরে আসার পর থেকে ছটফট করছে। শক্ত করে নিজের চুল চেপে ধরলো। মাথা কাজ করছে না। ইরিনা তাকে দ্বিধায় ফেলে দিলো।
.
.
পরেরদিন…..
ইরিনাকে খাইয়ে দিচ্ছে ইর্তেজা। আজ কাজ নেই। সন্ধ্যার পর সাগরিকাকে ডিসচার্জ করবে তখন যাবে হসপিটাল। ইর্তেজাকে চিন্তিত দেখা যাচ্ছে। ইরিনা বলল-
“রাতে না ঘুমিয়ে চিন্তা করেছিস তাই না?”
“এমন কিছুই না। এমনিতেই ঘুম আসছিল না।”
“বল আরো মিথ্যে কথা। দেখি কত মিথ্যে বলতে পারিস।”
“চুপচাপ খাও, আমি ডাক্তারকে কল দিয়ে জিজ্ঞেস করি আজ উনি ফ্রি কি-না।”
“এই একদম না, আমি যাব না কোথাও।”
ইর্তেজা জবাব দিলো না। ইরিনা যতোই বলুক। ইর্তেজা তাকে নিয়ে যাবেই। ইরিনা একা একা বকবক করছে। তার ভালো লাগে না হসপিটাল যেতে, ঔষধ খেতে ভালো লাগে না। ইর্তেজা চুপচাপ শুনছে। কিছুক্ষণ পর সাঈদ আসলো।
“আসসালামু আলাইকুম, বাহ আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর দৃশ্য। ভাই যত্ন করে বোনকে খাইয়ে দিচ্ছে।”
“ওয়া আলাইকুমুস সালাম, তুই আজও? প্রতিদিন বেহায়াদের মতো আসার কারণ কি বল তো?”
সাঈদ হাসতে হাসতে এগিয়ে এসে চেয়ারে বসলো।
“আমি তো উনার সাথে দেখা করতে আসি।”
ইরিনা পানি পান করছিল। সাঈদের কথা শুনে থমকে গেল। ইর্তেজা হাসতে হাসতে বলল-
“হয়েছে হয়েছে, নাশতা কর এখন।”
“না আমি শুধু চা খাবো।”
ইরিনা বলল- “ঝর্ণা তোমার জন্য চা বানিয়ে রেখেছে। বলতেও হবে না নিয়ে আসবে এখনই।”
সাঈদ হাসলো ইরিনার কথা শুনে। তখনই ঝর্ণা আসলো। সাঈদকে দেখে লজ্জা মাখা হাসি দিয়ে বলল- “আজ্ঞে আপনে আইসেন”
“হ্যাঁ, এক কাপ চা নিয়ে আসো। চিনি কম দিও তুমি বেশি চিনি দিয়ে দাও। এত মিষ্টি আমার পছন্দ না।
“আপনে নিজেই দেখতে মিষ্টি আপনের আবার মিষ্টি লাগে? এহনই নিয়া আহি।”
ঝর্ণা লাফাতে লাফাতপ চলে গেল। সাঈদ আর ইর্তেজা হাসছে ইরিনা বাদে। তার মাঝে মধ্যে কি হয়ে যায় নিজেও জানে না। ইর্তেজা বলল- “তুই কি ঝর্ণার প্রেমে পরছিস না-কি?”
“আব্বে ধুর কি বলিস এসব? ও তো ছোটো মানুষ। দুষ্টুমি করতে ভালো লাগে ওর সাথে।”
ইরিনা বলল- “কারো মন নিয়ে খেলা করা ভালো না।”
সাঈদ আর ইর্তেজা ইরিনার কথা বুঝতে পারলো না। ইরিনা আবার বলল- “মেয়ে মানুষের আবেগ বেশি। ধরো তুমি দুষ্টুমি করতে করতে ঝর্ণা সত্যিই তোমাকে ভালোবেসে ফেলল তখন? তুমি কি ওকে আপন করে নিবে?”
সাঈদ চুপসে গেল। সে কিভাবে বলবে সে দুনিয়ার কাওকেই আপন করতে পারবে না ইরিনাকে ছাড়া। ইর্তেজা বলল- “আপু ঝর্ণার এখন আবেগের বয়স। অভাবের কারণে মায়ের সংসার নিজে সামলাচ্ছে। কিন্তু ওর বাচ্চামো এখনো যায় নি।”
“ওইযে বললাম মেয়ে মানুষের আবেগ বেশি। ঝর্ণা নিজের আবেগকেই সত্যিকারের অনুভূতি ধরে বসলে?”
“হুম তা ঠিক বললে।”
তখনই ঝর্ণা আসলো চা নিয়ে৷ সাঈদ ঝর্ণার দিকে তাকাল। মেয়েটা শুধু হাসে তাকে দেখে। সাঈদও জবাবে হাসলো। এই দৃশ্য দেখে ইরিনা দাঁতে দাঁত চেপে ধরে মুখ ঘুরিয়ে ফেলল। এত লম্বা ভাষণ দিয়েও তার লাভ হলো না।
.
.
সাগরিকা একা কেবিনে শুয়ে আছে। ক্ষুধায় তার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। যদিও নার্স স্যুপ দিয়ে গিয়েছে কিন্তু তার হসপিটালের স্যুপ খেতে ইচ্ছে করছে না। স্যুপ দেখেই তার মন ভরে গিয়েছে। ঘুম থেকে উঠে দেখে শ্রাবণ নেই। সাগরিকা ভেবেছিল এসে পরবে কিন্তু না ২ ঘন্টা হয়ে গিয়েছে শ্রাবণের আসার নাম নেই। সাগরিকা তার মোবাইল দেখতে পেল। ধীরে ধীরে উঠে বসে হাত বাড়িয়ে মোবাইল নিলো। কাকে কল দেবে ভাবতে লাগলো। সূর্যের কথা মাথায় আসতেই কল দিলো। রিং বাজার সাথে সাথেই রিসিভ হলো- “আসসালামু আলাইকুম আপি কেমন আছো তুমি?”
“ওয়া আলাইকুমুস সালাম, আলহামদুলিল্লাহ ভাই তুই কেমন আছিস?”
“ভালো, তুমি এই সময় কল করলে? ক্লাস নেই আজ?”
“সূর্য আমি হসপিটালে।”
“কি? কি হয়েছে? সব ঠিক আছে তো?”
“সব বলবো তুই আগে আয়। আর প্লিজ আমার জন্য কিছু খেতে নিয়ে আসিস আমার প্রচুর ক্ষুধা পেয়েছে।”
“আচ্ছা আচ্ছা আমি আসছি।”
সাগরিকা সূর্যকে হসপিটালের নাম বলে দিলো। সে শুয়ে অপেক্ষা করছে। মোবাইলের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। শ্রাবণ কলও করছে না। সাগরিকা তালিচ্ছ্যের হাসি দিলো। এই সেই ব্যক্তি যে বার বার ভালোবাসার দাবী করে কিন্তু এখন খোঁজ পর্যন্ত নিচ্ছে না।

কিছুক্ষণের মধ্যেই সূর্য আসলো। সূর্যকে দেখেই সাগরিকা কাছে ডেকে জড়িয়ে ধরলো৷ সূর্য কাঁদছে বোনকে জড়িয়ে ধরে।
“কাঁদছিস কেন আমি ঠিক আছি একদম।”
সূর্য সাগরিকাকে ছেড়ে চোখ মুছে বলল- “পরে কথা হবে তারাতাড়ি খেয়ে নাও। আমার ভয় করছে যদি শ্রাবণ এসে পড়ে? তোমার ক্ষতি করে?”
“মনে হয় না আসবে। আমি হসপিটালে আর ও কোথায় গিয়েছে কে জানে।”
“কেয়ারলেস কোথাকার। নিশ্চয়ই ওর বিজনেসে ঠাডা পড়েছে তাই চলে গিয়েছে। আচ্ছা ওকে এখন সাইডে রাখো। সকালে আলু পরোটা বানিয়েছিলাম। তোমার কথা খুব মনে পরছিল৷ তোমার খুব প্রিয় তাই না?”
সাগরিকা মুচকি হেসে সূর্যের গালে হাত রাখলো। সূর্য পরোটা ছিড়ে সাগরিকার মুখে তুলে দিলো। সাগরিকা খেতে খেতে সূর্যকে সব বলল। রাগে ফুঁসছে সূর্য। সে উঠে দাঁড়িয়ে রাগে কটমট করতে করতে বলল- “ওকে আমি আজ জীবিত কবর দিয়ে দেবো। অনেক সহ্য করেছি আর না।”
“কি করবি তুই শুনি?”
“মেরে টুকরো টুকরো করে ফেলবো।”
“একবার বললি জীবিত কবর দিবি আর একবার বললি মেরে টুকরো টুকরো করবি। সত্যি হলো, তুই ওর কোনো ক্ষতি করতে পারবি না।”
“আপু”
সূর্য বিরক্ত দৃষ্টিতে তাকাল বোনের দিকে। সাগরিকা হাসতে হাসতে বলল- “থাক বাবা রাগ করিস না। এইদিকে আয় আমার কাছে বস।”
সূর্য আবার সাগরিকার পাশে বসলো। সূর্যকে দেখে সাগরিকা যেন একদম সুস্থ হয়ে গিয়েছে। মন খুলে হাসছে সে সূর্যের সাথে কথা বলে। ধীরে ধীরে সময় কেটে গেল।

সন্ধ্যার পর, শ্রাবণ কেবিনে ঢুকে দেখে সাগরিকা আর সূর্য বসে কথা বলছে। এমনিতেই তার মাথা গরম ছিল। সূর্যকে দেখে আরো গরম হয়ে গেল। সাগরিকা চমকে উঠল শ্রাবণকে দেখে। শ্রাবণ ধীরে ধীরে হেটে এসে দাঁড়াল। সূর্য রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রাবণের দিকে। শ্রাবণ সাগরিকার দিকে তাকিয়ে বলল- “তোমার সাথে যখন আমার বিয়ে হয়েছে তোমার বাবাকে বলেছিলাম তারা যাতে কখনো তোমার সাথে দেখা না করে। ওর সাহস কি করে হলো এখানে আসার?”
সূর্য হেটে এসে শ্রাবণের বরাবর দাঁড়িয়ে চোখের চোখ রেখে বলল- “তোর মতো অমানুষ আমি গতকাল পর্যন্ত দেখি নি। কিন্তু আজ দেখে নিলাম।”
শ্রাবণ তালিচ্ছ্যের হাসি দিয়ে সূর্যের দিকে তাকাল। সাগরিকার ভয় করছে। যদি শ্রাবণ সূর্যের কোনো ক্ষতি করে? সাগরিকা বলল- “শ্রাবণ যা বলার আমাকে বলো। আমি ওকে আসতে বলেছি।”
শ্রাবণ সাগরিকার দিকে তাকাল- “কেন?”
সাগরিকা কিছু বলার আগেই সূর্য উচ্চ স্বরে বলল- “এই অমানুষ কোথাকার। কোথায় ছিলি তুই? আমার বোন এখানে সকাল থেকে না খেয়ে ছিল আর তুই কল দিয়ে জিজ্ঞেস পর্যন্ত করিস নি আপু কেমন আছে।”
“মরে যায় নি তোর বোন। আর তুই ছোটো মুখে অতিরিক্ত কথা বলছিস না? তুই জানিস না আমি কি কি করতে পারি?”
“খুন করতে পারিস। খুনী কোথাকার। আমাকেও খুন করবি? কর, তোকে থামিয়েছে কে শুনি?”
শ্রাবণের রাগ আরো বেড়ে গেল। সূর্যের শার্টের কলার চেপে ধরে বলল- “অনেক শুনেছি আর না। ওয়ার্নিং দিচ্ছি চলে যা এখান থেকে। আর কখনো তোর চেহারা আমার নজরের সামনে আসলে সাথে সাথে টুকরো করে নদীতে ভাসিয়ে দেবো।”
সূর্য এখনো রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রাবণের দিকে। শ্রাবণ ঝটকা মেরে সূর্যকে ছেড়ে বলল- “যা এখন, তুই ছোটো বলে বেঁচে গেলি। নাহলে…”
“তোর অনেক অহংকার তাই না? নিজেকে বাদশা ভাবিস সবসময়।”
“বাদশা ভাবি না। কারণ আমি বাদশা। কি না আছে আমার কাছে তুই জানিস না?”
“হুম, সব আছে তোর কাছে। আরে উপর ওয়ালা তোকে কি না দিয়েছে। যদিও সব অবৈধ কাজ করে কামিয়েছিস৷ তোর কি ইচ্ছে করে না ভালো মানুষ হতে?”
শ্রাবণ সাগরিকার পাশে বসে সূর্যের দিকে তাকিয়ে বলল- “ভালো মতো তাকিয়ে দেখ সূর্য, সব আছে আমার কাছে।”
বলেই শ্রাবণ সাগরিকার হাত নিজের হাতের মুঠোয় নিলো।
“আমার বোনকে তো তোর জেল থেকে বের করেই ছাড়বো আমি।”
শ্রাবণ দাঁড়িয়ে সূর্যের চোখে চোখ রেখে বলল- “পারলে বের করে দেখা।”
সূর্য তালিচ্ছ্যেস হাসি হেসে বলল- “তোকে তোর যোগ্যতা দেখানোর জন্য কেও না কেও নিশ্চয়ই আসবে।”
শ্রাবণ শব্দ করে হেসে বলল- “কে আসবে শুনি।”
তখনই দরজা খোলার শব্দ আসলো। তারা তিনজন দরজার দিকে তাকিয়ে দেখে বড়ো একটা ব্যাগ নিয়ে ইর্তেজা প্রবেশ করলো। ইর্তেজা ব্যাগটা মাটিতে রেখে লম্বা নিশ্বাস ফেলে সোজা হয়ে দাঁড়িয়ে বলল- “বস আপনি যা যা বলেছেন সব নিয়ে এসেছি।”
সাগরিকা ইর্তেজাকে দেখে যেন ভূত দেখার মতো চমকে উঠল। শ্রাবণ ইর্তেজার দিকে হেটে এসে বলল- “তুমি আমার সাথে রাগ করো নি এর জন্য ধন্যবাদ।”
“বস এভাবে বলে আমাকে লজ্জিত করবেন না।”
শ্রাবণ মুচকি হেসে ইর্তেজার কাঁধে হাত রাখলো। ইর্তেজাও জবাবে মুচকি হেসে সাগরিকার দিকে তাকাল। সাগরিকার চাহনি দেখে ইর্তেজা বলল- “কি হলো ম্যাম আপনি ঠিক আছেন?”
“ইর্তেজা তুমি বেঁচে আছো?”
“জি ম্যাম আমার কি হবে?”
“গতকাল যা হল, ভাবলাম শ্রাবণ আর তোমাকে জীবিত ছাড়বে না।”
শ্রাবণ সাগরিকার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল- “কেন আমি কি অন্ধ যে সত্য দেখতে পারবো না?”
সাগরিকা কিছু বলার আগেই সূর্য বলল- “অন্ধ-ই তো। নাহলে কী যার তার সাথে দেখে আমার বোনকে সন্দেহ করতেন? আমি আপুর আপন ভাই না হলে আমাকে দিয়েও সন্দেহ করতেন তাই না? জঘন্য মানুষ কোথাকার।”
শ্রাবণ রেগে তেড়ে গেল সূর্যের দিকে। সূর্যের কলার ধরতেই ইর্তেজা গেল ছাড়াতে৷ শ্রাবণকে সূর্য থেকে দূর করে বলল- “বস কী করছেন? ও ছোটো মানুষ।”
শ্রাবণ গর্জে উঠল- “ও ছোটো তো ছোটোদের মতো থাকতে পারে না?”
সাগরিকা রাগী কন্ঠে বলল- “খবরদার শ্রাবণ তুমি আমার ভাইয়ের গায়ে হাত তুলবে না।”
ইর্তেজা সাগরিকার দিকে তাকিয়ে বলল- “ম্যাম প্লিজ আপনি অসুস্থ শান্ত হোন।”
শ্রাবণ নিজেকে ইর্তেজার কাছ থেকে ছাড়িয়ে ডান হাত দিয়ে নিজের চুল চেপে ধরে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। ইর্তেজাকে উদ্দেশ্য করে বলল- “ওকে দূর করো আমাট চোখের সামনে থেকে। নাহলে এখনই ওকে মাটিতে পুঁতে ফেলব।”
ইর্তেজা মাথা নাড়িয়ে সূর্যের দিকে হেটে গেল। নিচু স্বরে বলল- “এখন চলে যাও। নাহলে পরিস্থিতি বিগড়ে যাবে।”
সূর্য ইর্তেজার কথা শুনে বোনের দিকে তাকাল। সাগরিকা তাকে ইশারায় বলল চলে যেতে। সূর্য সাগরিকার দিকে গিয়ে বোনকে বুকের সাথে জড়িয়ে ধরলো। শ্রাবণ এমন দৃশ্য দেখে বিরক্ত হলো। মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলল সে। ইর্তেজা মুচকি হাসলো তাদের দেখে। হঠাৎ করে ইরিনার কথা মনে পরছে তার। সূর্য বোনের হাত মুঠোয় নিয়ে চুমো দিয়ে বলল- “নিজের খেয়াল রেখো। যত পর্যন্ত সুস্থ না হবে তুমি ভার্সিটি যাবে না।”
“ঠিক আছে, তুই এখন ঠিক মতো বাসায় যা। আর নিজের অনেক অনেক খেয়াল রাখবি।”
সূর্য মাথা নাড়িয়ে হাঁটা ধরলো। যাওয়ার আগে শ্রাবণের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল- “যেদিন আপনার মনে হবে আমার বোন আপনার জন্য বোঝা হয়ে গিয়েছে একবার আমাকে কল দিয়ে বলে দিয়েন। কিন্তু তার কোনো ক্ষতি করবেন না প্লিজ।”
সাগরিকা নিচের ঠোঁট কামড় দিয়ে ধরে মুখ ঘুরিয়ে ফেলল সূর্যের কথা শুনে। সূর্য চোখ মুছতে মুছতে চলে গেল। শ্রাবণ বিরক্ত মুখ বানিয়ে এখনো দাঁড়িয়ে আছে। ইর্তেজা সাগরিকার দিকে তাকাল। সাগরিকা কাঁদছে। ইর্তেজার ভীষণ খারাপ লাগলো সূর্যের কথা শুনে। সে শ্রাবণের দিকে তাকাল। ১ বছর হবে সে শ্রাবণের সাথে কাজ করছে। আগে তার ফ্যাক্টরির সুপারভাইজার ছিল। সে সবসময় শ্রাবণকে একজন ভালো মানুষ রূপেই দেখেছে। হ্যাঁ সে জানে শ্রাবণের সব কাজ অবৈধ। আগে মার্ডার পর্যন্ত করতো। কিন্তু এখন এসব করে না। ইদানীং শ্রাবণের ব্যবহার তাকে অবাক করছে। সে যেন নতুন শ্রাবণ আহমেদকে দেখছো। শ্রাবণের ডাকে ইর্তেজার হুশ ফিরলো।
“কখন থেকে ডাকছি। কোথায় হারালে?”
“একটা কথা ভাবছিলাম। বলুন বস।”
“গিয়ে গাড়িতে বসো আমরা আসছি।”
ইর্তেজা মাথা নাড়িয়ে বেরিয়ে গেল।

ইর্তেজা যেতেই শ্রাবণ সাগরিকার দিকে রাগী দৃষ্টিতে তাকাল। সাগরিকার কোনো অনুভূতি নেই৷ সে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। শ্রাবণ ব্যাগটা তুলে ধীরপায়ে হেটে গিয়ে সাগরিকার পাশে বসলো। ব্যাগ থেকে জামা বের করে সাগরিকার হাতে দিয়ে বলল- “আমার যেমন কেও নেই তুমি ছাড়া। ঠিক তেমনই তোমারও কেও থাকবে না আমি ছাড়া।”
“আমার ভাই কি তোমার অবৈধ সম্পত্তি লুটে খাবে? চিন্তা করো না। আলহামদুলিল্লাহ আমার ভাই সৎ পথে চলার মানুষ। হারাম ওর হজম হয় না। তাই তো সেদিন তুমি তাকে কলেজে ভর্তি হওয়ার টাকা দেয়ায় তোমার চেহারায় ছুঁড়ে মেরে বলেছিল ও আর পড়াশোনা করবে না। আর এখন ছোটো বাচ্চাদের পড়িয়ে নিজের খরচ নিজে চালায়।”
“আমি বলেছিলাম তোমাকে আমি ধীরে ধীরে সব ছেড়ে দেবো৷ আমি চেষ্টা করছি তোমার মনের মতো হওয়ার। কিন্তু তুমিই চেষ্টা করছো না আমাকে বোঝার।”
বলেই শ্রাবণ উঠে দাঁড়াল। লম্বা নিশ্বাস ফেলে আবার বলল- “যাও জামা বদলে আসো বাসায় যাব আমরা।”
সাগরিকা নিঃশব্দে খাট থেকে নেমে ধীরে ধীরে হেটে বাথরুমে চলে গেল।
.
.
ইর্তেজা গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেটে লম্বা লম্বা টান দিচ্ছে।বার বার সাগরিকার কান্না তার চোখে ভাসছে। সে কারো কান্না সহ্য করতে পারে না। কিন্তু সাগরিকার কান্না সে মেনেই নিতে পারছে না। সে চাচ্ছে শ্রাবণ অনেক ভালো মানুষ হয়ে যাক। যাতে সাগরিকা সবসময় হাসিখুশি থাকে। হঠাৎ পেছন থেকে শ্রাবণের কন্ঠ ভেসে আসলো। ইর্তেজা পেছনে ফিরে দেখে শ্রাবণ সাগরিকাকে ধরে দাঁড়িয়ে আছে। ইর্তেজা দ্রুত সিগারেট মাটিতে ফেলে পা দিয়ে নিভিয়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দিলো। সাগরিকা গাড়িতে বসতে বসতে বলল- “ইর্তেজা তোমার এখনই গিয়ে চিকিৎসা করানো দরকার।”
“কিন্তু কেন ম্যাম? আমি তো সুস্থ আছি।”
“যে হারে সিগারেট টানছিলে মনে তো হচ্ছে একটা কিডনি ফেইল হওয়ার পথে।”
ইর্তেজা লজ্জা পেল সাগরিকার কথা শুনে। সাগরিকা আর শ্রাবণ উঠে বসলো গাড়িতে। ইর্তেজা দরজা বন্ধ করে ড্রাইভিং সিটে বসলো।
.
.
কলেজের স্টুডেন্টদের পড়ানো এত কঠিন। সাঈদ জানলে কখনো এই চাকরি নিতো না৷ আগামী সপ্তাহ থেকে কোচিং-ও শুরু হবে। সে ইরিনার সাথে দেখা করার সময় কিভাবে বের করবে ভাবতে পারছে না। বারান্দায় দাঁড়িয়ে পলকহীন চোখে তাকিয়ে আছে আকাশের দিকে। সেদিন কথায় কথায় ইর্তেজা বলেছিল ইরিনার জন্য পাত্র খুঁজবে সে। এই কথা জানার পর থেকে সাঈদের মনে ভয় কাজ করছে। এখন পর্যন্ত সে ইরিনার মনে নিজের প্রতি ভালোবাসা তৈরী করতে পারলো না। আর ইর্তেজা এখন থেকেই তার সংসার শুরু হওয়া ভেঙ্গে দিচ্ছে। সাঈদ রেলিংয়ে হাত রেখে মাথা নিচু করলো। কি করবে কিছু ভাবতে পারছে না। হঠাৎ তার মোবাইলে মেসেজ টন বেজে উঠল। সাঈদ সেখানে খেয়াল করলো না। সিম কোম্পানি থেকে সারাদিনে শতবার মেসেজ আসে এতে নতুন কিছু না। কিন্তু অবাকের বিষয় হলো। প্রতি মিনিটে মেসেজ টন বাজছে। সাঈদ দ্রুত তার মোবাইল পকেট থেকে বের করে দেখে একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসছে। মেসেজগুলো খুব আজব। প্রতি মেসেজে মাত্র একটা করে শব্দ লিখা। সাঈদ ভ্রু কুঁচকাল। মেসেজ একটার পর একটা আসতেই আছে। সে প্রতিটি শব্দ পড়লো। কিন্তু কিছুই মাথায় ঢুকছে না। শব্দগুলো উলটপালট হয়ে আছে। এক সময় মেসেজ আসা বন্ধ হয়ে গেল। এত গুলো মেসেজ এসেছে যে সে গণনা-ও করতে পারলো না। সাঈদ ঘরে গেল। খাতা আর কলম নিয়ে শব্দগুলো সাজিয়ে লিখতে লাগলো। ১৫ মিনিট লাগলো তার শব্দগুলো সাজাতে।মনোযোগ দিয়ে পড়া শুরু করলো-
“এক রাজ্যের রাজপুত্র আসে অন্য রাজ্যের রাজকন্যাকে বিয়ে করতে। তারা একে অপরকে ভালোবাসে, বিয়ে করে। তারপর সুখে সংসার করে। এসবই রূপকথার গল্প। আমি এসব বিশ্বাস করি না৷ কিন্তু মনে মনে ঠিক একটি রাজপুত্র চেয়েছি। যবে থেকে আপনাকে দেখেছি আমার মনে হয় আমার রূপকথার গল্পের রাজপুত্র একমাত্র আপনি। আপনার মধ্যে যেন আমি আমার গল্পের রাজপুত্রকে দেখতে পাই। প্রতিদিন আপনাকে দেখলেও আমার সাহস হয় না আপনাকে নিজের মনের কথা বলার৷ সাঈদ, আপনার সাথে আমি আমার বাস্তব রাজ্য সাজাতে চাই। আপনি কী হবেন আমার কল্পনার সেই রাজপুত্র?”
সাঈদের মাথা বিগড়ে গেল। তার কাছে বিষয়টা খুব জঘন্য লাগলো। সে দ্রুত কল করলো সেই নাম্বারে কিন্তু কেও রিসিভ করছে না। অনেকবার ট্রায় করলো কিন্তু কোনো কাজ হলো না। সাঈদ রাগে ফুঁসছে। কিছুক্ষণ পর আবার মেসেজ টন বাজলো। সাঈদ মেসেজ অন করে দেখে ছোট্ট একটি মেসেজ লিখা, “ভালোবাসি”।

চলবে…….