ডেভিল পর্ব-১০

0
355

#ডেভিল
#জয়ন্ত_কুমার_জয়

[10]

আজ কলেজে যা যা হলো সেসব কিছু ভিডিও তে ছিল।আজ কেনো জানিনা অন্যরকম অনুভূতি হচ্ছে। সেটা কেনো তা জানিনা।খুব টায়ার্ড ফিল করছি তাই শুয়ে পড়লাম।বিকালে নীলার ফোনে ঘুম ভাংলো। তারাতারি রেডি হয়ে ওদের বাসার উদ্দেশ্য বেড় হলাম।

আজ আকাশটা এতো সুন্দর কেন?? রাস্তার পাশের বড় গাছটায় অনেক পাখি এসছে আজ,আর এই রোবটিক যায়গায় তো কখনো পাখি ডাকে না! আজ অনেকগুলা পাখি কিচিরমিচির করছে।খুব সুন্দর একটা ওয়েদার।মনটা রিফ্রেশ হয়ে গেল।একটু পর নীলার বাসায় পৌছালাম। বাসায় ঢুকতেই সামবে দেখি নীলা,আন্টি,আঙ্কেল একটা কেক নিয়ে দারিয়ে আছে। সোফার দিকে চোখ যেতেই দেখলাম নীল ভাইয়া ফোন টিপছে।হাতে সামান্য ব্যান্ডেস করা। যাক নীল ভাইয়া তাহলে অনেকটা সুস্থ হইছে!

__হ্যাপি বার্থডে সুইট হার্ট ( আঙ্কেল)

__থ্যাংকস আঙ্কেল।

__এদিকে আয় কেকটা কাট।তোর নীলা আর তোর আন্টি সেই ভোর থেকে কেকটা বানাচ্ছে।

__রিয়েলি??আন্টি এটা তুমি বানাইছো?

__সেসব পরে হবে নে কেক কাট(আন্টি)

__আচ্ছা।

__নীল তুই ভিডিও কর তো(আন্টি)

__মা এসব ভিডিও করে রাখার কি আছে(নীল ভাইয়া)

__কর না, সৃতি হয়ে থাকবে(আন্টি)

__ধুর কেনো যে বাইরে যেতে দিলে না।যত্তসব আলগা পিরিত

__নীল বেয়াদবির সীমা পেরিয়ে যেও না। ভুলে যেও না তুমি আমার সামনে দারিয়ে আছো(আঙ্কেল)

__বাবা

__চুপ(ধমক দিয়ে)

একদম ঠিক হইছে।যেমন ডেভিল লোক একটা তেমনি ঠিকি আছে। ভিডিওটা করলে কি এমন হয় শুনি?সব সময় কি এটিটিউড নিয়ে থাকতে হবে নাকি?কিভাবে পারে এগুলা উনি? ওনাট লাইফে কি ইটারেস্টিং বলে কিচ্ছু নেই?এগুলা ভাবতে ভাবতে আন্টি কেক কাটতে বললো।কেক কেটে নীলার ঘরে গেলাম।

সন্ধার দিকে শুয়ে আছি তখন গিটারের সুর শুনতে পেলাম।খুব সুন্দর করে কে যেন গিটারে সুর তুলছে।এক পা দু পা করে রুম থেকে বের হতে আন্দাজ করলাম সুরটা ছাদের দিক থেকে আসছে।আস্তে আস্তে ছাদে গেলাম।চারপাশে খুব ঠান্ডা আবহাওয়া, সূর্যটা কেমন যানি লুকোচুরি খেলছে। ছাদে লাগানো ফুলগুলোর সব সুগন্ধ মনে হয় ঢেলে দিচ্ছে।এরকম পরিবেশে ছাদের এক কোনে বসে কে জানি গিটাটে সুর তুলছে।দুর থেকে দেখেই বুঝতে পারলাম এটা নীল ভাইয়া।কাছে গিয়ে বসলাম,আর সুরটা অনুভব করছি।নীল ভাইয়া চোখ বন্ধ করে এক মনে আকাশের পানে চেয়ে আছে। আর আমিও হারিয়ে যাচ্ছি সেই সুরে।কিছুক্ষন পর কারো তুরির শব্দে সে ঘোরটা কেটে গেল।

__এই সময় এখানে কি করছো?? (নীল ভাইয়া)

__রুমে শুয়ে ছিলাম।গিটারের সুরে আর শুয়ে থাকতে পারলাম না।তাই আলে এলাম(আমি)

__ওও।

__ভাইয়া আপনি অনেক সুন্দর করে সুর তুলেন।আচ্ছা সেদিন রাতে কি আপনিই গিটার বাজিয়েছিলেন??

__হয়তো

__ভাইয়া আমিও আপনার কাছে শিখবো। আমায় শিখাবেন??

__হুম শিখাবোনি।

__ভাইয়া একটা কথা বলতাম(ছায়ার আলাড়ের লোকটার কথা বলবো ভাবছি)

__হুম বলো

__আচ্ছা আপনার এক্সিডেন্টটা কিভাবে হয়েছিল?

__হঠাৎ এটা জানার ইচ্ছা হলো কেন?

__না এমনিই। বলেন না

__বাইক নিয়ে আসছিলাম হঠাৎ একটা প্রাইভেট কার এসে ধাক্কা দিয়েছিল।

__তারপর

__তারপর আমি বাইক থেকে ছিটকে রোডে পড়ে যাই। মাথায় একটু আঘাত পেয়েছিলাম।তারপর কিছু মনে নেই

__কারের ভেতর কে ছিল সেটা দেখেছিলেন কি?

__না। রাতের অন্ধকারে দেখতে পারিনি।কিন্তু এতোকিছু তুমি জানতে চাইছো কেন

__আসলে ভাইয়া আমার সাথে কিছু অদ্ভু

__কি হলো থাকলে কেন?কি?

__না কিছু না।(এড়িয়ে গেলাম।কারন নীল ভাইয়াকে এটা বলা ঠিক হবে কি না,সংকোচ বোধ হচ্ছে। তাই এড়িয়ে গেলাম)

__ওও।

এমন সময় নিচে থেকে কে যেন ডাকছে।মনে হয় নীলা।তাই নিচে এলাম।আন্টির সাথে রান্নায় সাহায্য করে রাতে ডিনার করলাম।তারপর আন্টিকে বললাম বাসায় যাবো কিন্তু কিছুতেই যেতে দিলো না।বললো কাল সকালে নীল ভাইয়া পৌছেছে দিবে।তাই বাপিকে ফোন করে বলে দিলাম যে কাল সকালে যাব।

রাত ১২টার দিক ! আমার পেটে কারোর স্পর্শ পাচ্ছি। কেউ মনে হয় পেটে হাত বুলাচ্ছে,আবার ঠোঁটেও স্পর্শ পাচ্ছি। চোখ খুলতেই কাউকে সামনে দেখতে পেলাম না।তাহলে এটা কি আমার মনপ ভুল ছিল??সেটাই হবে হয়তো।আবারো কারো হীম শীতল স্পর্শ পাচ্ছি। এবার স্পষ্ট অনুভব করতে কেউ আমায় ঠোঁটে হালকা কিস করছে।সারা শরীর কেপে উঠলো।লাফ দিয়ে বিছানা থেকে উঠতেই দেখি সামনে কেউ নেই। কিন্তু এটা কি ভবাে সম্ভব? আমি স্পষ্ট অনুভব করলাম যে কেউ আমায় কিস করলো।এরকম কেনো হচ্ছে আমার সাথে? এটা কি নীল ভাইয়া?নীল ভাইয়া কি আমার সাথে এরকম করছে?কেনো জানিনা আমার এটাই মনে হচ্ছে যে এটা নীল ভাইয়া।উনিতো জানালা খোলা রেখে ঘুমান। ওনার রুমে গিয়ে একবার দেখে আসি তাহলেই বুঝতে পারবো এটা নীল ভাইয়া নাকি অন্য কেউ।

চুপি চুপি ওনার রুমের জানালায় গিয়ে দেখি উনি হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছেন। এটা কি করে সম্ভব??নীল ভাইয়া তো ঘুমাচ্ছেন তাহলে আমার সাথে। নাহ্ আর সহ্য করতে পাচ্ছি না।কে এই লোক?আমার সামনে কেনো আসছে না? আড়ালে থেকে কেনো এসব করছে।

এগুলা ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো।পিছনে ঘুরতে সেই লেবেলের একটা ঝটকা খেলাম। বুকটা ধুক ধুক করছে। কখন যেনো ফেটে যায় এরকম অবস্থা।

কিরে নেহা তুই এখানে?? (নীলা)

__উফ তুই ও না, আমিতো ভয় পেয়ে গেছিলাম

__তা না হয় বুঝলাম কিন্তু এতো রাতে এখানে কি করছিস?

__কি যে বলি এখন,ধুর হারামি এতো প্রশ্ন করতেছোস কেন(মনে মনে)

__ওইই কি হলো

__হ্যা মনে পরেছে।আসলে ঘুম আসছিলো না তাই হাটাহাটি করছিলাম

__ঘুম ধরছে না? অসু্স্থ হইছিস নাকি দেখিতো

__আরে না এমনি আসতেছে না।তুই এখানে কেন?

__ঘরে পানি শেষ তাই পানি নিতে এসছিলাম

__ও,পানি নিছোস?

__হুম নিছি।আমি গেলাম রে খুব ঘুম পাচ্ছে। তুইও ঘুমিয়ে পড়

__হুম তুই যা

উফফ বেচে গেছি।কিছু মনে করেনি।কিন্তু একটা প্রশ্ন থেকেই গেল।কে এই লোকটা,ধুর ভাল্লাগেনাএখানে আবার দারিয়ে থাকতেও ভয় করছে।আবেগের ঘোরে তো চলে আসলাম।কিন্তু এখন খুব ভয় করছে।যদি ভূতে ধরে তখন?

ওমাগো নেহা তুই তো শেষ।তারাতারি পালা এখান থেকে।যেমন ভাবা তেমনি কাজ।এক দৌড়ে রুমে চলে আসলাম।এবার ভাল করে দরজা জানালা সব কিছু ভাল ভাবে বন্ধ করে দিছি।এবার দেখি কে আমায় কিস কইরা যায় হু।লুচ্চার বাচ্চাটারে সামনে পাইলে উগান্ডার হাতির পায়ের নিচে ফেলে পেটে একটা ইদুর ছেড়ে দিতাম।ঘড়িটা আবার কোথায় গেল।ও গড! রাত ২ টা বেজে গেছে।ঘুমিয়ে পড়ি কালকে নাকি আবার কলেজে একটু তারাতারি ডাকছে।আমার আজকের বিষয়টা নিয়ে কিছু বলবে না তো?? কে জানে।কাল গেলেই বুঝতে পারবো।

এই নেহা, নেহা,ওইই হাতি শুনতেছিস?

__উমম্ (ঘুমের ঘোরে)

__কলেজ যাবিনা?? সময় হয়ছে তো

__হুম।একটু পর যাচ্ছি

__দোস্ত আজ আমি মার্কেটে যাবো।মার্কেট করে তারপর কলেজে যাবো।চল না আমার সাথে

__তুই যা আমি ঘুমাবো

__ধুর এতো ঘুন কোন থেকে আসে তোর?

__কানের কাছে বকবক না করে যা আর আমায় ঘুমাতে দে

__ঘুমা তুই আমি গেলাম।

কিছুক্ষণ পর আবারো কে জানি ডাকছে–

__নেহা মা উঠে পর কলেজে যাবি না??

__হুম আন্টি যাবো।কয়টা বাজে

__৯টা ৪৫ বেজে গেছে

__বলো কি! ইসস রে আগে ডাকবে তো।আজ একটু তারাতারি ডেকেছে কলেজে(বিছানা থেকে লাফ দিয়ে উঠে)

__কখন থেকে তো ডাকছি।তোর কোনো সারা নেই। ফ্রেশ হয়ে নিচে আয়।আমি খাবার রেডি করছি

বলে আন্টি চলে গেল।এতোক্ষণে আমি ফ্রেশ হয়েনিলাম।নিচে যেতেই আন্টি খাওয়ার জন্য জেদ করলো কিন্তু সময় নেই বলে তারাতারি রওনা হলাম।রাস্তায় একটা রিক্সাও নেই।পায়ে হেটে হেটে যাচ্ছি। আজ কে এতো রোদ কেন? রোদে তো পুরে পেত্নী হয়ে যাচ্ছি। এমন সময় হঠাৎ নীল ভাইয়ার আবির্ভাব।

কলেজ যাচ্ছো?(নীল ভাইয়া)

__কলেজ না গেলে এসময় কোথায় যাব? দেখতেই তো পাচ্ছেন ব্যাগ নিয়ে যাচ্ছি

__আজ কালকার মেয়েদের ব্যাগে তো বই থাকে না।যা থাকে তা মেক-আপ আর বাকিটা

__আমায় কি সেরকম মেয়ে মনে হয়?

__তোমন টা না তবে

__তবে কি হুম?? দেখুন এমনিতেই আজকে অনেক রোদ।রোদ সোজা আমার মাথায় পড়ছে আর মাথা গরম হয়ে আছে।তাই আমায় রাগাবেন না।

__রাগালে কি হবে?

__আপনার পেটে একটা ঘুসি মেরে দিবো

__হাহাহাহাহা

__কি হলো?

__তোমার কথা শুনে হাসি পাচ্ছে। এসো আমি তোমার কলেজের দিকেই যাচ্ছি। নামিয়ে দিবোনি

__থাক লাগবে না

__রোদে পেত্নী হয়ে যাচ্ছো তাই বললাম। বাকিটা তোমার ইচ্ছে

__আমি হেটেই যেতে পারবো।আর আমায় পেত্নী বলার আগে নিজের চেহারাটা আয়নায় দেখেন।পুরায় হনুমান একটা

__ঠিক আছে হেটেই যাও।আমি গেলাম(বাইক স্টার্ট দিয়ে যেতেই)

__ভাইয়া দারান

__কি হলো(বাইক থামিয়ে)

__আপনি এতো করে যখন বলছেন তখন যাওয়া যেতেই পারে।নইলে আবার আপনার মন খারাপ হবে

__হইছে আর পাকামি করতে হবে না।তারাতারি ওঠো লেট হচ্ছে।

__হুম

__ধরে বসো

__সেদিনের মতো করে ধরবো?(মুচকি হেসে)

__সবাই যেভাবে ধরে সেভাবে ধরো

__আচ্ছা

তারপর নীল ভাইয়া বাইক স্টার্ট দিলেন।একটু পর কলেজে পৌছালাম।মাইকে এনাউন্সমেন্ট হচ্ছে যে কাল নবীন বরন উৎসব হবে।সেখানে নাচ,গানের ও ব্যাবস্থা থাকবে।এটা শুনে আমার আর তর সইছে নাহ। উফফ কি যে আনন্দ হবে কাল ভাবতেই ভেতরটা আকুবাকু করছে।ওইই তো হারামিরা ওখানে।তারপর ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিচ্ছি এমন সময় দেখি আদনান !!

ওকে একটু অন্যরকম লাগছে।ওকে দেখে আমার একদিকের কৌতুহল কমলেও অন্যদিকের কৌতুহল জেগে উঠলো।আর সেটা হলো সেদিনের ঘটনাটা।দৌড়ে ওর কাছে গেলাম।

__আদনান কোথায় ছিলে এতোদিন? কতবার ফোন দিয়েছিলাম কিন্তু তোমার ফোন বন্ধ ছিল। কোথায় ছিলে? কলেজে আসোনি কেন?(এক নিশ্বাসে কথাগুলা বললাম)

__কাল হসপিটাল থেকে ছারা পেয়েছি।এ কয়দিন হসপিটালের বেডে ছিলাম

__মানেহ?

__মানেটা তো সিম্পিল।সেদিনের ছোট্ট একটা কারনে ছেলেগুলা আমায় অনেক মেরেছিলো।এক পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি।আমার নাকি ২দিন পর জ্ঞান ফিরেছিল

__আদনান আমিও বুঝতে পারছি না ছেলে গুলা কে

__না বোঝার কি আছে।ছেলেগুলাকে কেউ একজন বলেছে আমায় মারতে তাই মেরেছে

__কিন্তু কে বলবে??

__হয়তো তোমায় কেউ ভালবাসে সেই বলেছে।আমাদের ঘুরতে যাওয়াটা তার ভাল লাগেনি সে জন্যই

__আদনান প্লিজ থামো।আমি বুঝতে পারছি আমার জন্য আজ তোমার এই অবস্থা। প্লিজ আমায় মাফ করে দাও

__কি করছো।তুমি না আমার বেস্ট ফ্রেন্ড?? বর বেস্ট ফ্রেন্ড হয়ে কখনো মাফ চায়?? পাগলি একটা

__আমার অনেক খারাপ লাগছিল তোমার জন্য

__বাদ দাও ওসব কথা।কালকে তোমার প্লানিংটা কি?

__কিসের প্লানিং?

__না মানে কাল তো সবাই কিছু না কিছু করবে যেমন নাচ,গান,আবৃতি,ছড়া। তে তোমার কি

__আমি এগুলা পারি না

__পারিনা বল্লেই হলো নাকি। চলো আমরা ডুয়েট পারফামেন্স করবো

__না আমায় ছেরে দাও।আমি স্টেজে উঠলে ওখানেই আমি শহীদ হয়ে যাবো।এর থেকে ভাল তুমি অন্যকাউকে নিয়ে করো

__ না থাক।তাহলে আমিও করবো ন

__না করো।আমার জন্য তুমি মিস করবা কেন

__সমস্যা নাই।চলো ক্লাসের সময় হইছে

২টা ক্লাস করে আন্টিকে ফোন করে বললাম আমি আমাদের বাসায় যাচ্ছি। তারপর আদনান আমায় বাসায় পৌছে দিয়েছিল।ওকে বললাম বাসায় আসতে কিন্তু আসলো না।বললো অন্য একদিন আসবে।তারপর বাসায় গিয়ে চেন্জ করে শুয়ে শুয়ে গান শুনছি আর ফেসবুক স্ক্রল করছি।তখনি জয় ভাইয়া মেসেজ দিলেন।

জয় ভাইয়া __নেহা কেমন আছো

__জ্বী ভাইয়া ভাল আছি আপনি?

__হুম ভাল।তোমার কাছে একটা জিনিস চাওয়ার জন্য মেসেজ দিলাম

__ভাইয়া আমায় নিজের বোন মনে করে বলতে পারেন।

__সেজন্যই তো তোমায় মেসেজ দিলাম

__এবার বলেন কিভাবে হেল্প করতে পারি

__না মানে কি করে যে বলি

__ভাইয়া আর লজ্জা পাইয়েন না তো।বলে ফেলেন

__ইয়ে মানে দীপার নাম্বারটা যাি একটু

__ও এই কথা।তার জন্য এতো সংকোচ করছেন

__না মানে তোমার কাছে নেওয়াটা

__ভাইয়া কোনো সমস্যা নাই। এইযে নিন।০১৭৯৯৯*****

__আচ্ছা ঠিক আছে ভাল থেকো

__হুম ভাইয়া আপনিও

এদিকে হাসতে হাসতে আমার পেটে ব্যাথা হয়ে গেছে।জয় ভাইয়া তার মানে দীপার প্রেমে পড়ে গেছে।ব্যাপারটা ভালই হলো।দীপার জন্য জয় ভাইয়া একদম পারফেক্ট।

বাসায় বসে থাকতে আর ভাল লাগছে না। তাই ভাবলাম বিকালে হাটবো।বাহিরে বেড় হতেই দেখি কয়েকটা কুকুর ঘোরাঘুরি করছে।

এইরে হাটা হয়ে গেলো এবার।কুকুর গুলার কি এখনি এখানে থাকা লাগে?এগুলারে তারাই কিভাবে?লাঠি দিয়া গেলে যদি আবার কামরে দেয় তাহলে তো।না থাক্ পরে বের হবো।

চলবে…??