ডেভিল পর্ব-৩+৪

0
442

#গল্প_ডেভিল
#পার্ট______3
#জয়ন্ত_কুমার_জয়

দারাও!!!! ( কিছু ছেলে বাইকে বসে আছে।মনে হয় কলেজের সিনিয়র ভাইয়া)

নেহা__জ্বি ভাইয়া কিছু বলবেন?আমাদের একটু লেট হয়েছে ক্লাস শুরু হয়ে গেছে মনে হয়। তারাতাড়ি বলেন

এদের মধ্যে থেকে একজন—

__ও লেট হয়েছে জানেমন ??তাহলে যাও। ক্লাস শেষ হলে আমার সাথে দেখা করবা বুঝেছো?

__(কিছু বললাম না)

তারপর নীলা আর আমি ক্লাসে ডুকলাম।একটু পর—

একটি ছেলে___স্যার আসবো??

স্যার__এতো দেরি কেন?

ছেলেটি__স্যার রাস্তায় জ্যাম ছিল তাই দেরি হলো

স্যার__আচ্ছা বুঝলাম।কিন্তু তোমায় তো আগে কখনো ক্লাসে দেখিনি

ছেলেটি__স্যার আমি টি.সি নিয়ে এসেছি।আজকেই আমার প্রথম ক্লাস

স্যার__প্রথম ক্লাসে তোমায় স্বাগত। তোমার নাম কি??

ছেলেটি__আদনান

স্যার__আদনান এরা হলো তোমার নতুন বন্ধু (ক্লাসের সবার উদ্দেশ্য) আর এ হলো আদনান তোমাদের নতুন বন্ধু। যাও বসো

ছেলেটি__ধন্যবাদ স্যার

ছেলেটি আমার সাথের সিটেই বসলো।একটু ইনোসেন্ট ধরনের। ক্লাস শেষে ক্যামপাসে নীলা আর আমি বসে আছি তখন দেখি ছেলেটা একা একা বসে আছে।ব্যাপারটা আমার খারাপ লেগেছিল।তাই নীলাকে বললাম–

আমি__নীলা দেখ ওই ছেলেটাকে কেমন একা একা বসে আছে

নীলা__হ্যা আছে তাতে তোর কি?

__আরে পাগলি ও তো আমাদের নতুন বন্ধু তাই না??আজ ওর প্রথম দিন তাই কোনো বন্ধু এখনো হয়নি।চল পরিচিত হয়ে আসি

__তোরে নিয়ে আর পারি না।

__জানিস যখন তখন বলিস কেন চলতো

নীলাকে নিয়ে ছেলেটার কাছে গেলাম।ছেলেটা ক্যামপাসের বড় বটগাছের নিচটায় বসে ছিল।

আমি__হাই

ছেলেটি__হ্যালো

আমি__এখানে বসতে পারি??

ছেলেটি__হুম অবশ্যই

আমি__ধন্যবাদ। নাম কি তোমার?? (যদিও নামটা স্যার ক্লাসে বলেছিল তবুও বললাম)

ছেলেটি__আদনান।

__এখানে একা একা বসে আছো যে?

__আসলে কলেজে আমার আজকে প্রথম দিন।তাই বন্ধু হয়নি এখনো।তাই বসে আছি

__আমাদের বন্ধু মনে না বুঝি??

__না ঠিক তা না

__আচ্ছা আজ থেকে আমরা বন্ধু ঠিক আছে?? তুই কি বলিস নীলা?

নীলা__হুম।আদনান তুমি রাজি তো আমাদের বন্ধু হতে?

আদনান__হ্যা অবশ্যই।

ক্লাসের আগে যে ছেলেগুলো আমায় আর নীলাকে দারাতে বলেছিল সেই ছেলেগুলো —

__আমাদের মাফ করে দাও বোন।তখন জানেমন বলার জন্য সরি।কলেজে কোনো সমস্যা হলে আমায় বলবে।আমরা আসি।

আমি__ঠিক আছে

ছেলেগুলোর কারো হাত কারো পা কারো মাথায় ব্যান্ডেজ করা।কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছিনা।আমায় জানেমন বলেছিল সেজন্য ওদের কে কি কেউ মেরেছে?? কিন্তু কে মেরেছে??ব্যাপারটা রহস্য থেকে গেল।

নীলা বাসায় চল। ভাল লাগছে না।নীলাকে নিয়ে বাসায় আসলাম।তারপর ঘটনাটা নিয়ে ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি।আনুমানিক রাত ২টার দিকে হঠাৎ পেটে কারো স্পর্শ পেলাম। নখ দিয়ে আমার পেটে আছর কাটছে।অসম্ভব ব্যাথায় কুকড়ে উঠলাম এবং মাতাল করা এক পারফিউম। চোখ খুলতেই কেউ একজন আমার মুখ চেপে ধরলো।আমার শরীর ভয়ে কাপতে লাগলো।গায়ের সমস্ত শক্তি দিয়ে ছাড়িয়ে নিতে চাচ্ছি কিন্তু ছেলেদের শক্তির কাছে মেয়েদের শক্তি সর্বদা স্বল্পতাই থাকে।আমার মুখে হাত দিয়ে শক্ত করে শোয়া অবস্থায় বালিশের সাথে চেপে ধরে আছে।কিছু বলতে পারছি না।তারপর লোকটা আমার হাতে একটা চিরকুট দিয়ে আমার পেটে হাত বুলাচ্ছে।অনেক রাগ হচ্ছে লোকটির ওপর কিন্তু কিছুই করতে পারছি না।তারপর কপালে কিস করে চলে যাচ্ছে।ঘরটা অন্ধকার থাকায় লোকটিকে দেখতে পারছি না। আবছা আলোয় কিছুটা আন্দাজ করতে পারছিলাম।লোকটার হুডি পড়ে ছিল।লম্বা প্রায় ৬ফুটের কাছাকাছি।লম্বা চুলগুলা হুডির বাধা না মেনে বাতাসে উড়ছে ঠিক বন্দী পাখিকে মুক্ত করলে যেভাবে উরাল দেয় সেভাবে।চোখের পলকে লোকটা উধাও হয়ে গেল।একি!! লোকটা গেল কোথায়?? বাহিরে গিয়ে কি দেখে আসবো?? না বাবা থাক।কিন্তু চিরকুটটা দিলো কেন?? কি লেখা এখানে??দেখিতো —

কি করবো বলো??তোমার সাথে কেউ কথা বললেও আমি সহ্য করতে পারি না।তাই বাধ্য হয়ে এসব করতে হলো।এখন এতো না ভেবে চুপচাপ শুয়ে পড়ো।কাল আবার কলেজ আছে।গুড নাইট।

ইতি,
তোমার প্রিও

তার মানে এই লোকটাই কলেজের বড় ভাইদের মেরেছে? কিন্তু কেন?লোকটা কি আমায় ফলো করে?কে ইনি?আমি কার সাথে কথা বলি সেটা নিতান্তই আমার ব্যাপার উনি বলার কে?? মাগো পাগল হয়ে যাবো এবার।হাজারো চিন্তা নিয়ে কখন ঘুমিয়েছি জানিনা।

চলবে….???

#ডেভিল
#জয়ন্ত_কুমার_জয়

[4]

সকালে নীলার ডাকে ঘুম ভাঙলো।আজ নাকি ছেলেপক্ষ ওকে দেখতে আসবে।শুনে ভাল লাগলেও একটু খারাপ লাগাও তৈরী হচ্ছে।কারন ওকে ছারা আমাদ একটা দিনও ভাল কাটে না।যাক ওসব বাদ দিয়ে ফ্রেশ হয়ে সকালের নাশতা করে নিলাম।তারপর নিচে গেলাম।

আন্টি__নেহা মা নীলাকে একটু তোর মতো সাজিয়ে দেতো রে মা।

আমি__আন্টি তুমি তো জানো আমি সাজি না।হালকা সেজে থাকি

__হালকা সাজেই তোকে পরি লাগে।না জানি সাজলে

__হইছে হইছে এবার থামো।আর ধপ দিয়ো না তো

__ধপ কোথায় দিলাম যা সত্য তাই বললাম।

__নীলা এমনিতেই অনেক সুন্দর। ওকে আলাদা করে সাজা লাগবে না তাতেই ওর জামাই পাগল হয়ে যাবে হিহিহিহি

__পাগলি একটা

__নীলা কই? আমায় ঘুম থেকে ডেকে তুলে আর দেখতে পাচ্ছি না যে

__ও মনে হয় ছাদে আছে

__ওহ আচ্ছা। তুমি কি রান্না করছো দেখি? ওয়াও বিরিয়ানি? দারাও আমি একটু হেল্প করি।

__আমার হেল্প করা লাগবে না তুই নীলাকে একটু তৈরি কর।ও তো সাজতেই চায় না

__আচ্ছা ঠিক আছে

ছাদে যাচ্ছি নীলার উদ্দেশ্যে।গিয়ে দেখি নীল ভাইয়াকে জরিয়ে ধরে সে কি কান্না নীলার !! আমি আর না এগিয়ে ওখানেই দারালাম।

নীলা__তোর কষ্ট হবে না আমায় ছাড়া থাকতে ??

নীল__হুম হবে একটু

নীলা__আমি তোদের ছাড়া থাকতে পারবোনা ভাইয়া

__হুম এখন তো বলছিস পারবি না যখন বিয়ে হয়ে যাবে তখন জামাই ছারা তো এক মূহুর্ত থাকবি না

__ভাইয়া আমি ইয়ার্কি করার মুডে নাই। আমার সত্যিই অনেক খারাপ লাগছে

__সব ঠিক হয়ে যাবে

__আমি চলে গেলে কার জন্যে চকলেট আনবি?কার জন্য এলাকায়,কলেজে মারপিট করবি?টিভির রিমোটের জন্য কার সাথে মারামারি করবি?

__তখন তো কেউ থাকবে না তাই ওসবো করবো না

__তুই খুব পচা যা তোর সাথে কথা বলবো না।

বলেই নীলা কান্না করতে করতে নিচে নামতেই আমায় দেখে জরিয়ে ধরে অনেক কাদলো।তারপর নিচে গেল।আমি নীল ভাইয়ার কাছে গেলাম।উনি নীরহারা পাখির মতো আকাশের পানে চেয়ে আছে।ওনার ওপর কিছুটা বিরক্তি আর অনেকটাই রাগ হলো।নিজের বোনকে তো একটু শান্তনা দিতে পারতো?তাও করলো না।ওনার পিছনে দারিয়ে বললাম–

আমি__নীল ভাইয়া

নীল ভাইয়া__হুম বলো

__আপনি এরকম কেন?

__কিরকম

__নীলাকে তো একটু শান্তনাও দিতে পারতেন?তা না করে আপনি মজা করছেন এটা আমার কাছে একদম ভাল লাগছে না।ওকে একটু শান্তনা দিলো মানসিক ভাবে কিছুটা ভাল লাগতো।কিন্তু আপনি

__জানো তো? কিছু কিছু মুহুর্ত মজা করে উড়িয়ে দিতে হয়।

উনি আমার দিকে ঘুরতেই অবাক হয়ে গেলাম।নীল ভাইয়া কান্না করছে তার চোখ রক্তিম বর্ন ধারন করেছে।

__ঠিক বুঝলমা না

__এখন আমি যদি ওকে শান্তনা দিতাম তাহলে ও আরো বেশি কষ্ট পেতো।এই মুহুর্তের সব কথাগুলো ওর বার বার মনে হতো আর বার বার কষ্ট পেতো।এখন একটু কষ্ট পেলেও এটা বেশিক্ষন মনে থাকবে না।

__আপনায় যতো দেখি ততই অবাক হই।আপনার চিন্তাধারা সবার চেয়ে অনেক আলাদা।

__জানোতো নীলাকে আমি চোখের মনি করে রাখতাম।যখন যা লাগতো সব না চাইতেই এনে দিতাম।যখন রাত করে বাসায় ফিরতাম পাগলিটা আমার ঘরে খাবার নিয়ে বসে থাকতো।আমায় না খাইয়ে নিজেও খেতো না।ওকে ছাড়া এই বাড়িটা অনেকটাই ফাকা লাগবে।কষ্ট তো আমারো হবে কিন্তু সে কষ্ট কেউ দেখবে না,কেউ জানবে না।সেটা নিজের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

__ভাইয়েরা মনে হয় এরকমি হয়।আমার তো রীতিমতো নীলাকে হিংসা হচ্ছে। ওর এরকম একটা ভাই আছে

__আচ্ছা একটু পর ছেলেপক্ষ আসবে।নীলাকে একটু সাজিয়ে দাও(চোখের জল মুছতে মুছতে)

__আচ্ছা আপনিও নিচে আসুন।

এরপর নীলাকে সুন্দর করে সাজিয়ে দিলাম।ওকে দেখার লোকজন আসলো।ছেলেটা হ্যান্ডসাম ছিল।পেশায় একজন সফটওয়্যার ইন্জিনিয়ার।বাসার সবারি ছেলেকে পছন্দ।নীলার অনার্স ফাইনাল ইয়ারের পরিক্ষা শেষ হলেই বিয়ে।ওইদিন সারাদিন অনেক আনন্দ করেছিলাম।

পরেরদিন __

চলবে…??